Tag Archives: Campaign

Wall Campaign: রঙে রঙে সামাজিক ব্যাধি দূরীকরণ বাঁকুড়ার স্কুলে

বিদ্যালয়ে সচেতনতার বার্তা। সামাজিক ব্যাধি গোড়া থেকে নির্মূল করতে এমন উদ্যোগ।
বিদ্যালয়ে সচেতনতার বার্তা। সামাজিক ব্যাধি গোড়া থেকে নির্মূল করতে এমন উদ্যোগ
বাল্যবিবাহ রোধে কবিতার মূর্ছনায় স্কুলের দেওয়ালে দু'লাইন লেখা।
বাল্যবিবাহ রোধে কবিতার মূর্ছনায় স্কুলের দেওয়ালে দু’লাইন লেখা।
শিশুর ঠিকানা বিদ্যালয়ে অথবা মায়ের কোলে। শিশু শ্রমকে
শিশুর ঠিকানা বিদ্যালয়ে অথবা মায়ের কোলে। শিশু শ্রমকে “না” বাঁকুড়ার বিদ্যালয়ে।
প্লাস্টিক বর্জন করতেই হবে, নয়ত রোধ হবে পৃথিবীর শ্বাসনালী। প্লাস্টিক বর্জনে বিশেষ বার্তা এই স্কুলের।
প্লাস্টিক বর্জন করতেই হবে, নয়ত রোধ হবে পৃথিবীর শ্বাসনালী। প্লাস্টিক বর্জনে বিশেষ বার্তা এই স্কুলের।
জলই জীবন, জল অপচয় রোধ করতে রঙিন ছবি শিশুদের বিদ্যালয়ে।
জলই জীবন, জল অপচয় রোধ করতে রঙিন ছবিই শিশুদের বিদ্যালয়ে।
বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিশেষ দেওয়াল চিত্র।
বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিশেষ দেওয়াল চিত্র।

Bangla Video: গণপিটুনি ঠেকাতে পুলিশের প্রচার

দক্ষিণ ২৪ পরগনা: গণপিটুনির মত ঘৃণ্য অপরাধ রুখতে নামখানায় মাইকে প্রচার করল পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে এই মাইক প্রচার চালানো হয়। মাইক প্রচার চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত অফিসার বিভাস সরকার। শুধুমাত্র মাইক প্রচার নয়। এরসঙ্গে বিভিন্ন জায়গায় পোস্টারিংও করা হয়েছে। এমন ঘটনা ঘটলে বা সন্দেহজনক কাউকে দেখলেই দ্রুত থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এই উদ্যোগ? জানা গিয়েছে, এখনও পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলায় এমন ঘটনা না ঘটলেও অন্যান্য জায়গা থেকে গণপিটুনি নিয়ে যে সমস্ত খবর আসছে তার জেরেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই প্রচার চালানো হয়েছে।

আর‌ও পড়ুন: ১৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালন পুরুলিয়া পুরসভার, ছিল এই বড় চমক

এই নিয়ে স্থানীয় বাসিন্দা সহদেব বেরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই প্রচার চলার জন্য সকলের মধ্যে সচেতনতা বাড়বে। ফলে গণপিটুনির মত ঘৃণ্য কাজের হার কমবে‌। প্রচার চলাকালীন গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে গণপিটুনির মত কাজ ঘটলে দেশের নতুন আইন ন্যায় সংহিতা অনুযায়ী তার কী শাস্তি হবে সেই দিকটিও প্রচার করা হয়েছে। ফলে খুশি সকলেই।

নবাব মল্লিক

Footpath Eviction: বারাসত জুড়ে হলুদ সতর্কতা! চলছে অবিরত প্রচার

উত্তর ২৪ পরগনা: বারাসতে জুড়ে জারি হল হলুদ সর্তকতা! চলছে মাইকিং। তবে এ কোন‌ও ঘূর্ণিঝড়ের সতর্কতা নয়। এই সতর্কতা জারি করা হয়েছে রাস্তার ফুটপাত দখল করা নিয়ে। যারা রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাঁদের উদ্দেশ্যেই এই সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। নির্দেশ অমান্য করলেই যেকোনও মুহূর্তে প্রশাসনের তরফ থেকে ব্যবসায়িক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হতে পারে ।

বাম আমলে তৈরি হওয়া উড়ালপুল বারাসত রেলস্টেশনের দু’প্রান্তের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে তার পাশেই রয়েছে বেশ কিছু জনবসতি। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে রাস্তার দু’পাশে হকারদের দোকানের কারণে রাস্তায় চলার পথ একেবারেই সঙ্কীর্ণ হয়ে পড়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না ওই এলাকায়। এই পরিস্থিতিতে বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে তৎপর হল পুর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পুজোর আগেই নতুন করে চালু, পর্যটকদের জন্য সুখবর…

এদিন বারাসতের কলোনি মোড় এলাকার থেকে উড়ালপুলের নীচ ধরে হকারদের দখলে চলে যাওয়া ফুটপাত ও রাস্তা খালি করা হয়। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসার বিষয়ে পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বারাসতের পুরপ্রধান অশনি মুখার্জি সহ এসডিও সোমা দাস এবং অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফুটপাত দখল মুক্ত করার সময়। নির্দিষ্ট ১৬ ফুট জায়গা ছেড়ে রীতিমত হলুদ লাইন এঁকে দেওয়া হয় হকারদের জন্য।

সকল হকারকে বারাসত পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, হলুদ সীমার বাইরে ব্যবসা কোন‌ও জিনিস রাখা চলবে না। সাধারণ মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত রাস্তা অবশ্যই ছেড়ে রাখতে হবে। ডানলপেও একইভাবে হকারদের জন্য হলুদ সীমারেখা টেনে দেওয়া হয়েছে।

রুদ্রনারায়ণ রায়

Finance Department Advise: কপর্দক শূন্য হওয়া থেকে বাঁচতে কী করবেন? জানাল অর্থ দফতর

হুগলি: সুসজ্জিত ট্যাবলো নিয়ে মাহেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গেয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন রাজ্য সরকারের অর্থ বিভাগের আধিকারিকরা। মূলত আমজনতার স্বল্প সঞ্চয় কোনও অসাধু ব্যক্তির পাল্লায় পড়ে যাতে নষ্ট না হয় তাই এমন উদ্যোগ। চিটফান্ডের মতন জায়গায় অতিরিক্ত লাভের আশায় বিনিয়োগ করে মাঝেমধ্যেই সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ।

অর্থ বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা প্রচারের জন্য সুসজ্জিত ট্যাবলো নিয়ে তাতে লোকসঙ্গীতের আদলে সচেতনতামূলক গান গাওয়া হয়। সচেতনতা প্রচারে অর্থ দফতরের আধিকারিকরা বলেন, প্রতারণার হাত থেকে বাঁচার একটিমাত্র উপায় রাজ্য বা কেন্দ্র সরকারের আওতায় যে সমস্ত পোস্ট অফিস, ব্যাঙ্ক রয়েছে সেখানে স্বল্প সঞ্চয়ে অর্থ বিনিয়োগ করা।

আরও পড়ুন: ‘পান থেকে চুন খসিয়ে’ই জীবন যুদ্ধে লড়ছেন কাজল

এই বিষয়ে অর্থ দফতরের এক আধিকারিক জানান, সঞ্চয় করার জন্য মানুষজন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ব্যবস্থা ব্যবহার করুক। তাতে আর যাই হোক চিটফান্ডের চক্করে পড়ে সমস্ত টাকা খোঢ়া যাওয়ার ভয় থাকে না। বরঞ্চ পোস্ট অফিসে টাকা রাখলে তার থেকে ভাল পরিমাণের সুদও পাওয়া যায়। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে যেখানে স্বল্প সঞ্চয়ের মধ্যে দিয়ে মানুষজন নিজেদের উন্নতি সূচক জীবন যাপন করতে পারবেন।

রাহী হালদার

Eviction Campaign: মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় ম্যাজিকের মত কাজ! অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান শুরু হল আলিপুরদুয়ারে। বুলডোজার নিয়ে এসে চলল বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ।

বুধবার দুপুর থেকে আলিপুরদুয়ার শহরে অবৈধ নির্মাণ দখল মুক্ত করতে অভিযানে নামল জেলা প্রশাসন । আলিপুরদুয়ার শহরের প্রভাত সংঘ মোড় এলাকায় জেসিবি নিয়ে শুরু হয়েছে দখলমুক্ত অভিযান। ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক সহ পুলিশের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলাশাসক আর বিমলা। গত রাতেই আলিপুরদুয়ার শহরের ফুটপাতে দোকান দেওয়া ব্যবসায়ীদের সতর্ক করতে দেখা গিয়েছিল জেলা পুলিশকে। তারপর বুধবার‌ই শুরু হল দখল মুক্ত অভিযান।

আর‌ও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদহে ফুটপাত দখল করে ব্যবসা চলছে

ব্যবসায়ীদের রাতের মধ্যেই ফুটপাত খালি করার নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। এদিন দুপুর থেকে দেখা গেল শহরের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে প্রশাসন। এই বিষয়ে মহকুমাশাসক বিপ্লব সরকার জানান, প্রতিদিন এই অভিযান চলবে। মুখমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে। কেউ বাধা দিতে এলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনন্যা দে

Lok Sabha Elections 2024: গ্রামে কখনও হয় না রাজনৈতিক প্রচার, তবুও সুষ্ঠুভাবে ভোট দিলেন বাসিন্দারা সকলেই

দুর্গাপুর: সর্বত্র হল চতুর্থ দফার লোকসভা নির্বাচন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও হয়েছে নির্বাচন। পশ্চিম বর্ধমানের শিল্প শহর দুর্গাপুরেও হয়েছে ভোট। এই শিল্প শহরের ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত অন্যতম একটি গ্রাম হল করঙ্গপাড়া। প্রায় দেড়শো বছর পুরানো এই গ্রাম। বাংলা থেকে সচেতনভাবে নিজেদের আলাদা করে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা৷ যেখানে ভোট হিংসা নিয়ে সর্বভারতীয় পর্যায়ে দুর্নাম বাংলার, সেখানে শিল্প শহর দুর্গাপুরের অন্যতম প্রাচীন জনপদ করঙ্গপাড়ার গল্প একশো আশি ডিগ্রি আলাদা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এই প্রাচীন গ্রামে রাজনীতি পাত্তা পায় না৷

ভোট থাকলেও এই গ্রামে প্রচার, মিটিং মিছিল, দেওয়াল লিখন কোনও কিছুই হয় না। সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা এই গ্রামে বসবাস করলেও গ্রামে আজও পড়েনি রাজনীতির ছায়া। গ্রামের কোনও রাস্তায় নেই প্রার্থীর সমর্থনে ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানার৷ এবছরও প্রথা মেনে এলাকার পুরানো রেওয়াজকে মান্যতা দিয়েছে করঙ্গপাড়ার মানুষ। ভোটের দিনেও দেখা গেল একই চিত্র। এই দিনেও এই এলাকার মানুষ নির্বিঘ্নে ভোট দান করেছেন।

আরও পড়ুনLok Sabha Election 2024: “ডাক্তারবাবু গো…”পোলিং বুথে অসুস্থ কর্মীর শুশ্রূষা করলেন বিজেপির চিকিৎসক প্রার্থী নিজেই

এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , পূর্ব পুরুষদের আমল থেকেই তারা দেখে আসছেন তাদের এই গ্রামে কোনও রাজনীতির ছায়া নেই। যত বড়ই হেভিওয়েট প্রার্থী হোক না কেন তারা এই গ্রামের উপর দিয়ে কখনওই প্রচার করতে পারেন না। তারা চান আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও এই ধারা বজায় রাখুক।

দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ড করঙ্গ পাড়া। এই গ্ৰামে জনপদ প্রায় আট হাজারের কাছাকাছি। রাজনৈতিক সব দলের বসবাস হলেও এই গ্রামে রাজনীতির ছায়া নেই বললেই চলে। এই গ্রামে যাতে কোনও ক্ষতি না হয় তাইএই উদ্যোগ গ্রামবাসীদের। বছরের পর বছর তারা এই ধারাকেই বজায় রেখেছেন।তবে ভোটের দিনেতারা সুষ্ঠুভাবে আনন্দ সহকারে ভোট দিয়েছেন সকলেই।

শর্মিষ্ঠা ব্যানার্জি