Tag Archives: West bengal Police

West Bengal Police fighting with decoits: ৭ বোপরোয়া ডাকাতের সঙ্গে একা লড়ে নায়ক হয়েছিলেন সাব-ইন্সপেক্টর মেঘনাদ, গ্রেফতার এখনও দুই

আসানসোল: রামায়ণে মেঘের আড়াল থেকে লড়াই করেছিলেন মেঘনাদ। বাস্তবের মেঘনাদ লড়েছেন বিদ্যুৎ পোস্টের আড়াল থেকে। সামনে সাত জন বেপরোয়া রিভলভারধারী ডাকাত। বিপরীতে বিদ্যুৎ পোস্টের আড়াল থেকে আগ্নেয়াস্ত্র হাতে একা মেঘনাদ। সাত বনাম এক। ভরদুপুরে গুলির লড়াই চলছে, আতঙ্কিত এলাকার মানুষ, ঠিক যেন সিনেমা মতো!

মিনিট পাঁচেকের মধ্যেই রানিগঞ্জের একটি সোনার দোকান থেকে লুট চার কোটি টাকার বেশি মূল্যের গয়না। পালানোর পথে বাঁধা হয়ে দাড়ান এক পুলিশ কর্মী। জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি, সাব-ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল। ঘটনাস্থলের থেকে ঢিলছোঁড়া দূরত্বে আরেকটি দোকানে ব্যক্তিগত কাজে এসেছিলেন মেঘনাদ। এসেছিলেন সাধারণ পোশাকে। টানা লড়াই চালান সশস্ত্র ছয় দুষ্কৃতীর সঙ্গে। যাদের লক্ষ্য করে ইলেকট্রিক পোলের আড়াল থেকে তখন পাল্টা গুলি চালাচ্ছেন অসমসাহসী মেঘনাদ।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

ডাকাতদের একজনের গায়ে মেঘনাদের চালানো গুলি লাগতেই চাপে পড়ে তারা। কোনও মতে জখম সঙ্গীকে টেনেটুনে বাইকে তুলে, নিজেদের একটি বাইক ঘটনাস্থলে ফেলে রেখে, ১ কোটি ৮৩ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে পুরে নিয়ে দু’টি বাইকে করে পালায় সাতজন। বাইক ছাড়াও ঘটনাস্থল থেকে পাওয়া যায় জামাকাপড় ভর্তি দুটি ব্যাকপ্যাক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং ২ কোটি ৪১ লক্ষ টাকার গয়না সমেত একটি ব্যাগ।

এত সহজে হার মানেননি প্রাণের ঝুঁকিকে থোড়াই কেয়ার করে সোজা বাইকের পিছনে ছুটতে শুরু করেন মেঘনাদ। ততক্ষণে পিছনে ধাওয়া করা মেঘনাদকে লক্ষ্য করে উড়ে আসছে গুলি। হার না মেনে ছুটে চললেও শেষমেশ মেঘনাদের নজরের বাইরে চলে যায় দুষ্কৃতীরা। তবে শেষমেশ ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় গ্রেফতার হয় ঝাড়খণ্ডের গিরিডি জেলার গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সূরজ সিং। সেই সঙ্গে বিহারের সিওয়ান এলাকায় আটক হয় গুলিতে জখম সোনু সিং, আপাতত ধানবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গ্রেফতার এবং লুটের মাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলশ।

নায়কের মতো কাজ করেও নির্বিকার মেঘনাদ। আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক ভেদ করেছে গুলি, কিন্তু খুঁটির আড়াল থেকে আগাগোড়া লড়ে গেছেন বাস্তবের ‘মেঘনাদ’, জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করেই। তাঁর সেই কাহিনি অনেকেই শুনতে চাইছেন, কিন্তু তিনি নির্বিকার। হেসে বলছেন, ‘আমি তো স্রেফ ডিউটি করেছি আমার।’

Bangla: পরকীয়া, ভয়ঙ্কর মৃত্যু, বিবস্ত্র করে মহিলাকে মার! কাকদ্বীপের ঘটনায় শিউরে উঠছেন সকলে

কাকদ্বীপ: আত্মহত্যা এক যুবকের। এরপর তার কারণ হিসাবে পাশের বাড়ির এক মহিলার সঙ্গে ওই যুবকের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালাল বেশ‌ কিছু ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হার উড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়।

যে ছবি উঠে এসেছে এই ঘটনায়, তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের অনুমান করে এক মহিলাকে খুঁটিতে বাঁধা হয়। তারপর ভরা রাস্তায় সকলের সামনে বিবস্ত্র করে মারধর। গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতেও হাত কাঁপল না অভিযুক্তদের। এখানেই শেষ নয়, একই সঙ্গে মাথা ন্যাড়া করা হল মহিলার। সব শেষে সেই ঘটনা ভিডিয়ো করে ভাইরাল করার অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ভিডিও কলে সম্মোহন! তারপর দু’মাসে যা হল গৃহবধূর… ভয়ঙ্কর কাণ্ড নদিয়ায়

এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসাধীন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। ট

এদিকে এই ঘটনার পর ঘটনার নিন্দায় সরব হয়েছে সবাই। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্তমান সময়ে কীভাবে এই ঘটনা ঘটল। পুলিশে না জানিয়ে দ্রুত কেন অভিযুক্তরা আইন নিজেদের হাতে তুলল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

—– নবাব মল্লিক

Crime: ঘরের মধ্যেই ভয়ঙ্কর মৃত্যু মায়ের! ছেলে তখন… কী নৃশংস ঘটনা মুর্শিদাবাদে!

রানিতলা: জমি না লিখে দেওয়ায় মাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে রানিতলার বালিজানা এলাকায় বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম রওসানারা বেওয়া। অভিযোগ রওসানারা বেওয়ার তৃতীয় ছেলে তারিকুল ইসলামের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত কারনে বিবাদ চলছিল।

বুধবার রাতে ছেলে তারিকুল ইসলাম নিজের মামাদের সামনেই মাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। আর তারপরেই বৃহস্পতিবার সকালে রওসানারা বেওয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত বৃদ্ধার ভাইদের অভিযোগ তারিকুল ইসলামই মাকে ‘খুন করে ঝুলিয়ে দিয়েছে। রানিতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধারে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ‘করিডর’ বাংলার ‘এই’ জায়গা, মালদহ থেকে যা উদ্ধার করল পুলিশ, চক্ষু চড়কগাছ সকলের

রানিতলা থানার লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত বৃদ্ধার ভাইয়েরা। এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত বৃদ্ধার ভাই রুহুল সেখ বলেন, ”অনেকদিন ধরেই আমার দিদির সঙ্গে ওর তৃতীয় ছেলে তারিকুল ইসলামের জমি সংক্রান্ত কারনে বিবাদ চলছিল। তারিকুল জোর করে নিজের নামে জমি লিখিয়ে নিতে চাইছিল কিন্তু আমার দিদির আপত্তি ছিল। সেই কারণে তারিকুল আমাদের সামনেই দিদিকে হুমকি দেয়। আর তারপরেই দিদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারিকুলই আমার দিদিকে খুন করেছে। থানায় অভিযোগ জানিয়েছি। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করুক, তাহলেই সত্যি ঘটনাটা প্রকাশ্যে আসবে।”

West Bengal news: চুরি হয়েছিল টাকা-সহ ব্যাগ, হালিসহর থেকে মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ 

হালিসহর: ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার সময় টাকার ব্যাগ হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। দেড় মাস পর দুষ্কৃতী দলের পাণ্ডাকে উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। দলের বাকিদের হদিস পেতে এবং চুরি করা টাকা উদ্ধার করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করচ্ছে পুলিশ।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মুহূর্তের অসতর্কতায় বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছিল ৫ লক্ষ ৭৭ হাজার টাকা সমেত ব্যাগ। মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল পূর্ব বর্ধমানের গলসি বাজারের বাসিন্দা শিব নারায়ণ কেসের। ছুটে গিয়েছিলেন থানায়। সমস্ত ঘটনা জানিয়ে গত ৩ এপ্রিল পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন শিবনারায়ণ। এরপরই দ্রুততার সঙ্গে গোটা ঘটনার তদন্তে নামে গলসি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা থেকে ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়াও অন্যান্য সূত্র কাজে লাগিয়ে চুরির ঘটনায় যুক্ত কুখ্যাত খঞ্জ গ্যাংয়ের  সন্ধান পান তদন্তকারীরা।

ঘটনার প্রায় ১ মাস ১৮ দিনের মাথায় উত্তর ২৪ পরগনার হালিসহরের কবিরাজ পাড়া, বটতলা এলাকা থেকে গলসি থানার পুলিশ সোমবার গ্রেফতার করে দলের পাণ্ডাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রঘু প্রসাদ। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় রিমল! ভোট নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন, সতর্কতা নবান্নেরও

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে চুরি করা টাকা উদ্ধারের পাশাপাশি রাজ্যের অন্যান্য থানা এলাকায় এর আগে সংগঠিত করা অপরাধেরও তদন্ত শুরু করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই রঘু প্রসাদের নামে রাজ্যের বহু থানায় ২০১২ সাল থেকে বেশ কয়েকটি চুরি, ছিনতাই, মাদক, আগ্নেয়াস্ত্র-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসের ১০ তারিখে গলসি থানাতেই একটি চুরির ঘটনায় এই রঘু প্রসাদের নামে অভিযোগ হয়েছিল।

এছাড়াও বাঁকুড়ার কোতুলপুর, উত্তর ২৪ পরগনার বীজপুর, হাওড়ার সাঁকরাইল, কলকাতার বড়বাজার, বাগুইআটি, পোস্তা থানা, টালা থানা, ময়দান থানায় ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে এই রঘু প্রসাদের নামে চুরি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদক মামলায় একাধিক অভিযোগ রয়েছে।

Lok Sabha Elections 2024: ষষ্ঠ দফায় নির্বাচনের কথা মাথায় রেখে পুলিশের একাধিক আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় নির্বাচন নিয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বদলি করা হয়েছে রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে। রবিবার নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এই রদবদলের নির্দেশ দেন।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

বদলির তালিকায় থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার  অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস। এ ছাড়াও পূর্ব মেদিনীপুরের দুই থানার ওসিও বদল করা হয়েছে, যার মধ্যে রয়েছে পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু এবং ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। পূর্ব মেদিনীপুরের এই এলাকাগুলিতে লোকসভার ভোটগ্রহণ হবে ২৫ মে। ঘটনাস্থলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

নির্বাচন কমিশনের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে বদল করা পুলিশ আধিকারিকদের যেন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন কোন পদে বদলি করা হয়। উপরোক্ত পদগুলির জন্য বিকল্প আধিকারিকদের নাম চেয়েছে নির্বাচন কমিশন। প্রথম এবং দ্বিতীয় পদের জন্য তিন জন আধিকারিকের বিকল্প নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, এর আগেও পুলিশে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। ২৫ মে কাঁথি, তমলুক, ঘাটাল-সহ রাজ্যের মোট ৮টি লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা, তার আগেই পুলিশে রদবদল করল কমিশন।

Sundarban: গভীর রাতে সুন্দরবনের জঙ্গলে গুলির শব্দ, মিলল বনকর্মীর বীভৎস দেহ! জঙ্গলে যা ঘটল, ভয়ঙ্কর

রায়দিঘি: সুন্দরবনে গুলির লড়াই, চোরাশিকারীদের গুলিতে খুন বনকর্মী। চোরাশিকারীদের হাতে খুন হতে হল বন দফতরের এক কর্মীকে। শনিবার গভীর রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বন কর্মীরা। তখনই দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন দফতরের ওই কর্মীর। তাঁর মাথায় কুড়ুলের আঘাতের চিহ্নও রয়েছে।

বন দফতর ও পুলিশ সূত্রে খবর, নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার (৫৯)। তিনি রায়দিঘির বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার রাতে বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু। সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী ও বোটের ২ কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাঁদের মুখোমুখি পড়ে যায় বলে খবর।

আরও পড়ুন: যেমন স্বাদ-তেমনই গন্ধ, বাঙালির প্রিয় এই চাল পেল বিশ্বের সেরা চালের স্বীকৃতি! কোন চাল জানেন?

তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। কারণ তাঁর মাথায় কুড়ুলের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে বোটে বাকি থাকা আরও ৪ কর্মী ভয়ে নদীতে ঝাঁপ দেয় বলে জানা যায়। মৃত বন কর্মীর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হচ্ছে দেহ।

খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাকি তিনজন বন কর্মীর বয়ান রেকর্ড করা হবে। নজরদারি বাড়ানো হয়েছে সুন্দরবনের নদীতে।

West Bengal Police : বাজারে দাম ২৮ কোটি টাকা! মালদহে মিলল ভয়ঙ্কর জিনিস! উদ্ধার প্রচুর টাকা, গ্রেফতার মূল পান্ডা

মালদহ: মালদহের কালিয়াচকে পুলিশের জালে ব্রাউন সুগার কারবারের কিং পিন। উদ্ধার নগদ ৩২ লক্ষ টাকা। প্রায় ৮ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত। বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা।

গ্রেফতার মাদকচক্রের চাঁই সমীর শেখ। মালদহের কালিয়াচকের বামনটোলা গ্রামের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। কালিয়াচক-তিন ব্লকের বিডিও-র উপস্থিতিতে বাড়ি ঘিরে ফেলে গভীর রাতে তল্লাশি পুলিশের।

আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে বড় ঘটনা, হাইকোর্টের দ্বারস্থ BJP প্রার্থী রেখা পাত্র! ভোটের মাঝেই শোরগোল

পুলিশি অভিযান ক্যামেরাবন্দি করা হয়েছে। ধৃতকে বুধবার তোলা হবে মালদহ জেলা আদালতে। বাজেয়াপ্ত হয়েছে টাকা গোনার মেশিন।

Kolkata: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের

কলকাতা: বাগুইহাটির দেশবন্ধু নগরে বহুতল আবাসনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু শান্তি ভূষণ রায় নামে এক বৃদ্ধের। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি দেশবন্ধু নগর এবি৮/ ২৯ জয়াভবনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বছর আটাত্তরের বৃদ্ধ শান্তি ভূষণ রায়ের। দুপুর ১২ টা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন, তারপর হঠাৎ করে কীভাবে পড়ে গেলেন তিনি, তা নিয়ে তদন্ত করে দেখছে বাগুইআটি থানা পুলিশ।

আরও পড়ুন: ভারতের ট্রেনে টয়লেট কিন্তু এক বাঙালির অবদান! এক চিঠিতেই কাজ, তারপর যা হল…চমকে যাবেন শুনে

নিছকই কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্র মারফত খবর ছাদে তিনি প্রায়ই যেতেন গাছ পরিচর্যার জন্য। সেই মতো সোমবারও গিয়েছিলেন গাছে জল দেওয়ার জন্য।

তবে কীভাবে পাঁচিল টপকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

ভয় ধরাচ্ছে তাপপ্রবাহ! রাস্তায় বেরিয়ে এখন ‘এই’ ভুলগুলো করলেই বিপদ, জানিয়ে দিল পুলিশ

কলকাতা: রাজ্যে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এই গরমে বাড়িতে থাকার সুযোগ পেলে সব থেকে ভাল। তবে সে সুযোগ তো সবার হচ্ছে না। কোনও না কোনও কাজে বাইরে বেরোতে হচ্ছে। রুটিরুজির তাগিদে বহু মানুষই এই প্রবল গরমেও রাস্তায় বেরোচ্ছেন। অফিস বা ব্যবসার কাজে ছোটাছুটি করছেন অনেকেই।

এমন মারাত্মক গরমে শরীর ফিট রাখাই সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে রাস্তায় বেরোলে অনেকেই এখন অসুস্থ বোধ করছেন। পর্যাপ্ত জল না খেলে সব থেকে বড় বিপদ এই সময়। এবার রাজ্য পুলিশের তরফে একটি সতর্কতা জারি করা হল।

আরও পড়ুন- T20WC: ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে প্রতীক্ষার অবসান! জানুন বিস্তারিত

জনস্বার্থে প্রচারিত সেই সতর্কতামূলক পোস্টে লেখা আছে এই তীব্র গরমে যে কাজগুলো একেবারেই করা যাবে না। গরমে রাস্তায় বেরিয়ে কিছু ভুল করলেই বিপদ। একনজরে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সেই সতর্কতামূলক পোস্টে-

এই গরমে সব সময় জল পিপাসা না পেলেও জলপান করতে হবে। রোদে বেরোতে হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে। তরমুজ, শশার মতো ফল বেশি করে খেতে হবে।

বাড়িতে তৈরি পানীয় বা শরবত পান করতে হবে। পশুদের এই সময় ছায়ায় রাখতে হবে। অসুস্থ বোধ করলে দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন- T20WC: টি-২০ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরবেন তিনি!সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেকেআর তারকা

এই গরমে প্রখর রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ করা যাবে না। বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার খাওয়া যাবে না। থামিয়ে রাখা গাড়িতে শিশু বা পোষ্যদের রেখে যাওয়া যাবে না। প্রখর রোদে না বেরলেই ভাল।

Death: জয়পুর জঙ্গলে ভয়ঙ্কর ঘটনা! বোতলের পাশে পড়ে দুটি দেহ! যা ঘটল, চাঞ্চল্য বাঁকুড়াজুড়ে

জয়পুর, বাঁকুড়া: জঙ্গলে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। সোমবার সকালে ওই দম্পতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এরপর পুলিশে খবর দেওয়া হলে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশাখা দে ও গৌতম দে। বাড়ি ওন্দা থানা এলাকায়।

আরও পড়ুন: SSC-তে চাকরি গেল ২৫ হাজার ৭৫৩ জনের, কিন্তু বেতন ফেরত দিতে হবে কত জনকে? জানুন আসল তথ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের জঙ্গলে দম্পতির মৃতদেহ যেখানে পড়েছিল তার পাশেই পড়ে ছিল ঠান্ডা পানীয়ের বোতল। পাশেই পড়ে ছিল বিষের বোতল। স্বাভাবিক ভাবেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খেয়েই ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে ওন্দা থেকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি শনাক্ত করেন দম্পতির ছেলে অপূর্ব দে। অপূর্ব দে-র দাবি, রবিবার সামান্য পারিবারিক অশান্তি হয়। এরপরই বাবা ও মা বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক জায়গায় খোঁজ চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। পরে থানার দ্বারস্থ হয়ে পুলিশে নিখোঁজ ডায়েরিও করেন অপূর্ব দে।