Tag Archives: Crocodile

Sundarban Crocodile: বারবার লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের কুমির, কলকাতার গঙ্গার ঘাটেও মিলছে দেখা! কিন্তু কেন?

উত্তর ২৪ পরগনা: খাবারের সন্ধানে সুন্দরবনের গভীর খাঁড়ি থেকে থেকে বারবার লোকালয়ে চলে আসছে কুমির। সুন্দরবনের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, আর ডাঙায় বাঘ ও জলে কুমির নিয়ে বসবাস করেন। এখানে বেঁচে থাকার লড়াই অনেক তীব্র। তারই মধ্যে বারবার লোকালয়ে কুমির চলে আসার বিষয়টি নতুন করে বিপদ বাড়িয়েছে।

অসংখ্য ছোট ছোট খাঁড়ি ও ম্যানগ্রোভের সমাহারে সুন্দরবন। মূলত সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খাঁড়িতে কুমির দেখতে পাওয়া যায়। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে সুন্দরবনের কুমির সুন্দরবনের নদী পথ পেরিয়ে পাড়ি দিচ্ছে বিদ্যাধরী, বেতনি, কালিন্দি সহ গঙ্গায়। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সকলের।

আর‌ও পড়ুন: দলবেঁধে ময়ূরের ডিম পাহারায় স্থানীয়রা, সঙ্গে বনকর্মীরা

কয়েক মাস আগে সন্দেশখালির ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। গত সপ্তাহে ফের কুমিরের দেখা পাওয়া যায় বিদ্যাধরী নদীতে। হাড়োয়ার খাস বালান্দা এলাকায় বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা মেলে। একইভাবে মেছো কুমিরের দেখা যায় খাস কলকাতার গঙ্গায়। কলকাতা-হাওড়া তীরবর্তী গঙ্গায় গত কয়েকদিন ধরে মেছো কুমির বা ঘড়িয়ালের দেখা মিলেছে। যদিও সেটা কুমির না ঘড়িয়াল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু আতঙ্কের পারদ ক্রমশ‌ই চড়ছে।

সুন্দরবনের কুমির বারে বারে লোকালয়ে দেখা যাচ্ছে কেন? এ বিষয়ে সুন্দরবন বিষয়ক গবেষক তথা অধ্যাপক অনিমেষ মণ্ডল জানান, মূলত খাবারের সন্ধানে সুন্দরবনের নদী পথ ধরে কুমির লোকালয়ে প্রবেশ করছে। পাশাপাশি ভারা বর্ষায় কুমিরের প্রজননের সময়। তাই তারা নতুন এলাকার সন্ধানে বেরিয়ে পড়ে। এই পরিস্থিতিতে অনেকেই নদীতে নেমে স্নান করতে ভয় পাচ্ছেন।

জুলফিকার মোল্যা

Ganga River: গঙ্গায় দেখা মিলেছে প্রায় ১২ ফুটের এক প্রাণীর! আরিয়াদহে আতঙ্ক

আরিয়াদহ: গঙ্গায় দেখা মিলেছে প্রায় ১২ ফুটের এক প্রাণীর, আর তাতেই এখন জীবিকায় টান পড়েছে মৎস্যজীবীদের। জানা যায়, আড়িয়াদহ কামারহাটি পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তরগত পিটুরি ঘাট অঞ্চলে এই প্রাণীকে দেখতে পেয়ে ভয় পেয়ে যান মৎসজীবিরা।

বিদ্যাধরী নদীতে ওটা কী ভাসছে! আতঙ্ক ছড়াল এলাকায়

বসিরহাট: বর্ষার শুরুতেই বিদ্যাধরীর বক্ষে এবার কুমিরের দেখা মিলল। এদিন দুপুরে একটি বিশালাকার কুমিরের দেখা মিলল বসিরহাট মহাকুমার হাড়োয়ার রানীগাছির বিদ্যাধরি নদীর চরে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কুমিরটি আনুমানিক সাত-আট ফুট লম্বা, মনে করা হচ্ছে সেটি পূর্ণবয়স্ক।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের উত্তর রানীগাছির বিদ্যাধরি নদীর চরে কাদামাটি মাখা অবস্থায় কুমিরটি ভাসছিল। সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে সেটি।

আরও পড়ুন- ফোনে দু’টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সন্দেশখালির ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। এর পর এদিন ফের কুমিরের দেখা মিলল বিদ্যাধরীতে।

সম্ভবত সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির ছোট নদীতে ঢুকে পড়েছে। এমনটাই মনে করছেন অনেকেই। কুমিরটিকে প্রাথমিক অবস্থায় দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতরের কর্মীরা। কুমিরটিকে ফের দেখা গেলে বন দফতরে খবর দেওয়ার জন্য এলাকাবাসীকে জানানো হয়েছে।

জুলফিকার মোল্যা

কৃষ্ণনগরে হাড়হিম ঘটনা! নদী থেকে যা ধরা পড়ল, দেখে সবাই অবাক

ঘূর্ণি: নদিয়ার কৃষ্ণনগর জলঙ্গি নদীতে কুমিরের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা। অবশেষে সাধারণ মানুষ ও বন দফতরের প্রচেষ্টায় ধরা পড়ল সেই বিশালাকার কুমির।

বেশ কিছুদিন ধরে জলঙ্গী নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন, মাঝেমধ্যে কুমির দেখতে পাচ্ছিলেন। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পান কুমির।

আরও পড়ুন- সূর্যকুমারের সেই ক্যাচ! রোহিত শর্মা তখন কী করছিলেন? দেখে হা হয়ে যাবেন

স্থানীয় প্রশাসন ও বনদফতরে খবর দিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বন দফতর কোনওরকম ব্যবস্থা বা কোনও তৎপরতা দেখাননি বলেও অভিযোগ করলেন মৎস্যজীবীরা। দিনরাত কুমির আতঙ্ক মৎস্যজীবীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

জলঙ্গিতে মাছ ধরতে আসা মৎস্যজীবীরা জানান, রাতে মাছ ধরার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল তাদের। তবে কৃষ্ণনগরের জলঙ্গিতে কুমির আতঙ্কে উদাসীন প্রশাসন বলে এমনটাই অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের।

এছাড়াও জলঙ্গী নদীতে যারা স্নান করছেন তারাও অনেকটা ভয়ের সম্মুখীন হচ্ছিলেন বলে দাবি করেন। অনেকে আবার কুমিরের ভয়ে স্নান করতে যাচ্ছিলেন না জলঙ্গি নদীতে।

দীর্ঘ চেষ্টার পর অবশেষে বন দফতরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গী নদী থেকে ধরা পড়ল বিশালাকার কুমির। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে থেকেই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন সম্ভু নগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে বিশালাকার এই কুমিরটি।

আরও পড়ুন- বিশ্বের সেরা ২ জন ক্রিকেটার কে? অ্যামব্রোস বাছলেন এমন নাম, শুনলে অবাক হবেন

এর পর মাঝেমধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমিরটিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলাতেও খোশমেজাজে সেটিকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় নদীর ঘাটে। বুধবার ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদফতরের সহায়তায় ধরা হল সেই কুমিরটিকে।

Mainak Debnath

Animal: নদী ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন ‘দানব’?

আবারও কুমিরের আতঙ্ক বাসন্তী মসজিদ বাটি এলাকায়। হঠাৎ কুমিরের দেখা মেলে লোকালয়ে। এলাকার মানুষ হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির ঘোরাঘুরি করতে দেখে। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক

Animal: নদী ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন ‘দানব’? বিশালাকার এই প্রাণী দেখে আতঙ্কে এলাকাবাসী

দক্ষিণ ২৪ পরগনা: আবারও কুমিরের আতঙ্ক বাসন্তী মসজিদ বাটি এলাকায়। হঠাৎ কুমিরের দেখা মেলে লোকালয়ে। এলাকার মানুষ হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির ঘোরাঘুরি করতে দেখে। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক।

তখনই এলাকার মানুষ বনদফতরের খবর দেয়। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় কমিটি ঘোরাঘুরি করছিল বলে দাবি স্থানীয় মানুষজনদের। নদী থেকে ঘুরতে ঘুরতে এই লোকালের মধ্যে ঢুকে পড়েছে বলেই এমনটাই অনুমান স্থানীয়দের।

আরও পড়ুন: ভ‍্যাপসা গরমের মাঝেই স্বস্তির আশ্বাস! দক্ষিণের এই জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা কোথায়? বড় খবর দিল হাওয়া অফিস

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বনদফতরের কর্মীরা। পাশাপাশি এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়ে ফেলে। তার ফলে বনদফতরের কর্মীরা বারবার স্থানীয় মানুষদের সতর্ক করেছে। এরপর কুমিরটিকে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে ধরতে সক্ষম হলেন বনকর্মীরা। কুমিরটিকে ধরতে সক্ষম হন তারা। সেটিকে নিয়ে যাওয়া হয়েছে সুন্দরবনের সজনেখালীতে বন দফতরের বিট অফিসে।

সেটির শারীরিক পরীক্ষার পর সুস্থ থাকলে সুন্দরবনের গভীরে ছেড়ে দেওয়া হবে কোনও এক নদীতে বলে জানিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিস। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এইভাবে বারে বারে কীভাবে লোকালয় কুমির ঢুকে পড়ছে তা বুঝে উঠতে পারছিনা।

আরও পড়ুন: ২৬-এ টার্গেট আরও বড়! কোচবিহার নিয়ে ছক তৈরি, কাজ শুরু তৃণমূলের

তবে এইভাবে যদি বারে বারে কুমির ঢুকে পড়ে তাহলে কোনও না কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। বনদফতরের কাছে অনুরোধ যাতে কোনওভাবে এই কুমির লোকাল এর ঢুকে না পড়ে তা আটকানো যায় কীভাবে তা দেখার জন্য অনুরোধ রইল।

সুমন সাহা

Teenager Missing: বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল কুমির! নাবালকের সন্ধানে নদীতে চিরুনি তল্লাশি

দক্ষিণ ২৪ পরগনা: এক নাবালককে কুমির টেনে নিয়ে গিয়েছে বলে আতঙ্ক ছড়াল সুন্দরবন। তৎক্ষণাৎ নদীতে তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন। যদিও মানিক ভক্তা (১৩) নামে ওই কিশোরের এখনও সন্ধান মেলেনি। পাথরপ্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে মঙ্গলবার সকাল থেকে নদীর বুকে তন্ন তন্ন করে খোঁজ চলছে ওই কিশোরের।

এদিকে তল্লাশি অভিযানের সময় যত এগিয়ে চলেছে ততই হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, মানিককে কুমিরেই টেনে নিয়ে গিয়েছে। গ্রামবাসীদের থেকে বিষয়টি জেনে তল্লাশি অভিযানে নামে বন দফতর। তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। শাসকদলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের উদ্যোগে লঞ্চ এবং ট্রলার জোগাড় করে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। সেই লঞ্চ এবং ট্রলারে করে নদীতে খোঁজ চলছে ওই বালকের।

আর‌ও পড়ুন: জল মুক্ত এলাকার আশ্বাস পেতেই হাসি ফুটল আন্দুলবাসীর মুখে

ছবি, ভিডিও করা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার। জানা গিয়েছে, সত্যদাসপুরের বাসিন্দা হুকুম ভক্তার ছেলে মানিক। স্থানীয় সূত্রের খবর, ওই কিশোর নিজের বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত বন দফতর এবং পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে বন কর্মী ও পুলিশ এলাকায় ছুটে আসে। সেই থেকে টানা তল্লাশি চলছে। বন দফতরের পক্ষ থেকে ডিএফও মিলন মণ্ডল জানান, তঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু পাড় থেকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার কোনও চিহ্ন তাঁরা পাননি। যদিও ছেলেটির সন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নবাব মল্লিক

Viral: পুকুরধারে কাজ করছিলেন গ্রামবাসীরা… আচমকা বিকট শব্দ! পুকুরপারে ওটা কে? ঠিক যেন দানব! ভয়েকাঁটা গোটা এলাকা

অনুপ বিশ্বাস, বাসন্তী: সাত সকালে এ কী আতঙ্ক! আকস্মিক ঘটনায় স্তম্ভিত গোটা গ্রামবাসী। এমনটা যে হতে পারে কেউ ভাবতেই পারছেন না।  বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ লোকালয়ের পুকুরপাড়ে একটি পূর্ণ বয়স্ক কুমির দেখতে পান স্থানীয়েরা। তারপর থেকেই শুরু আতঙ্ক।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দৈনন্দিন কাজ সারার সময়েই বিষয়টি চোখে পড়ে বাসিন্দাদের।  দ্রুত খবর ছড়িয়ে পড়ে গ্রামে। বাসন্তী থানার মসজিদবাটি এলাকায় শুরু হয় তোলপাড়।

যাঁর পুকুরে কুমিরটি দেখা গিয়েছে তাঁর নাম মঙ্গল মণ্ডল। কুমির দেখতে গ্রামের মানুষ ভিড় করেন পুকুর পাড়ে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার কিছুক্ষণ পরেই খবর দেওয়া হয় বন দফতরকে। স্থানীয়দের অনুমান পাশের বিদ্যাধরী নদী থেকে কুমিরটি লোকালয়ে চলে এসেছে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।

Viral Video: নদীর জলে ওটা কী ভেসে বেড়াচ্ছে? যা আগে দেখা যায়নি, আতঙ্কে স্থানীয়রা

আতঙ্কে স্থানীয় এলাকার বাসিন্দারা। সাময়িকভাবে বন্ধ নদীতে স্নান করা। বনদফতরের আধিকারিকেরা এসে আশ্বাস দিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটছে না স্থানীয় এলাকাবাসীদের। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত তারিনিপুর ঘাট সংলগ্ন এলাকার।

Mother Throws Child Into Crocodile-Infested Canal: মূক ও বধির ৬ বছরের সন্তানকে কুমিরের মুখে ছুড়ে দিল মা! শিশুর পরিণতিতে শিউরে উঠবেন

কর্নাটক: মর্মান্তিক বললেও বোধহয় কম। দাম্পত্য কলহের বলি হতে হল নিরপরাধ শিশুকে। অভিযোগ, স্বামীর সঙ্গে ঝগড়ার পর ৬ বছরের মূক ও বধির সন্তানকে কুমির ভর্তি খালে ছুড়ে ফেলে দিল যুবতী। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কর্নাটকের উত্তর কন্নড় জেলার হালামাড়ি গ্রামে।

এই গ্রামের বাসিন্দা রবি কুমারের সঙ্গে তাঁর স্ত্রী সাবিত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে জানিয়েছেন পড়শিরা। বেশির ভাগ সময়েই দাম্পত্য বিবাদের মূল কারণ থাকত তাঁদের একমাত্র সন্তান বিনোদের মূক ও বধিরতা।

আরও পড়ুন : প্রকাশিত এ বছরের ICSE পরীক্ষার ফল, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, জানুন বাংলার পরীক্ষার্থীদের সাফল্য

রবিবার সকালে কুমিরের মুখ থেকে হতভাগ্য শিশুর আধখাওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের রিপোর্ট থেকে জানা গিয়েছে নিথর শিশুর দেহে কামড়ানোর চিহ্ন ছিল সর্বত্র। তার ডান হাতটিও ছিল না।

মৃত শিশুর মা ৩৬ বছর বয়সি সাবিত্রী পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী রবি (৩৬) পেশায় রাজমিস্ত্রি। শিশুর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখা হয়েছে।