Tag Archives: Festival

Ambubachi 2024 Date and Timing: এ বছর অম্বুবাচী কবে? কত দিন চলবে? জানুন নির্ঘণ্ট ও কামাখ্যা মন্দিরের সময়সূচি

আসছে আষাঢ় মাস৷ প্রতি বছর এই মাসে পালিত হয় অম্বুবাচী উৎসব৷
আসছে আষাঢ় মাস৷ প্রতি বছর এই মাসে পালিত হয় অম্বুবাচী উৎসব৷

 

আষাঢ় মাসে বর্ষা তথা উর্বরতার প্রতীক এই শাক্ত পার্বণ৷
আষাঢ় মাসে বর্ষা তথা উর্বরতার প্রতীক এই শাক্ত পার্বণ৷

 

এ বছর আষাঢ় মাস শুরু হচ্ছে ১৬ জুন৷
এ বছর আষাঢ় মাস শুরু হচ্ছে ১৬ জুন৷

 

এ বছর অম্বুবাচী শুরু হবে ২২ জুন, শনিবার৷
এ বছর অম্বুবাচী শুরু হবে ২২ জুন, শনিবার৷

 

অম্বুবাচী চলবে ২৫ জুন, বুধবার পর্যন্ত৷
অম্বুবাচী চলবে ২৫ জুন, বুধবার পর্যন্ত৷

 

অম্বুবাচী উপলক্ষে ২২ থেকে ২৫ জুন বন্ধ থাকবে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ৷
অম্বুবাচী উপলক্ষে ২২ থেকে ২৫ জুন বন্ধ থাকবে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ৷

 

এ বছর অম্বুবাচীর ‘নিবৃত্তি সময়’ ২৫ জুনের রাত ৯.০৮ মিনিট৷
এ বছর অম্বুবাচীর ‘নিবৃত্তি সময়’ ২৫ জুনের রাত ৯.০৮ মিনিট৷

 

সাধারণ ভক্ত ও পুণ্যার্থীর জন্য কামাখ্যা মন্দিরের দরজা উন্মুক্ত হবে ২৬ জুন, বৃহস্পতিবার সকাল ৬ টায়৷
সাধারণ ভক্ত ও পুণ্যার্থীর জন্য কামাখ্যা মন্দিরের দরজা উন্মুক্ত হবে ২৬ জুন, বৃহস্পতিবার সকাল ৬ টায়৷

Saga Dawa Festival: গুম্ফায় গুম্ফায় চলছে ‘সাগা দাবা’ উৎসব, কথাটা কোথা থেকে এসেছে জানেন?

আলিপুরদুয়ার: বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সাগা দাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বুদ্ধ পূর্ণিমার পর থেকে এই উৎসব শুরু হয়, চলে এক মাস ধরে। এই মুহূর্তে প্রতিটি গুম্ফাতে চলছে এই উৎসব।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র দিন হল বুদ্ধ পূর্ণিমা। কথিত আছে, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এক বুদ্ধ পূর্ণিমাতেই নেপালের কপিলাবস্তু নগরীতে জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ। অবশ্য বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, ভারতীয় উপমহাদেশের হিন্দু জনগোষ্ঠীর মানুষরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করেন। সেই বুদ্ধ পূর্ণিমার পর একমাস ধরে চলে সাগা দাবা উৎসব। বৌদ্ধ ধর্মের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই উৎসব পালন করেন।

আর‌ও পড়ুন: বিপথগামী শৈশবকে মূল স্রোতে ফেরাবে বেসরকারি হোম

তিব্বতি ভাষায় সাগা শব্দের অর্থ তারা ও দাবা শব্দের অর্থ উৎসব। এই ‘সাগা দাবা’ কথাটি একটি তিব্বতি শব্দ। গৌতম বুদ্ধ তাঁদের জীবনে উজ্জ্বল নক্ষত্র। তাঁর ধ্যান-জ্ঞান’ই একমাত্র লক্ষ্য, এই উৎসবের মধ্য দিয়ে সেটাই বোঝানো হয়। এই একমাস সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি গুম্ফাতে পুজো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষেরা পড়েন ধর্মীয় গ্রন্থ। মালা জপ করেন তাঁরা। সাগা দাবা উৎসবে বৌদ্ধ সন্ন্যাসীরা জ্ঞান দিয়ে থাকেন গৌতম বুদ্ধের জীবনের তিন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। তাঁর জন্ম, বোধিসত্ব লাভ ও তাঁর প্রথম জ্ঞান দেওয়ার বিষয়ে। পুজোর সময় প্রজ্জলিত করা হয় শতাধিক প্রদীপ। এই প্রদীপ প্রজ্জলনের সময় মনের ইচ্ছে জানালে তা পূরণ হয় বলে বিশ্বাস।

অনন্যা দে

Phalaharini Amavasya at Tarapith Temple: আরতি, ভোগ নিবেদন ও নিশিপূজায় মহা সমারোহে তারাপীঠে ফলহারিণী কালীপুজোর সাড়ম্বর আয়োজন

অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।
অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।

 

জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।

 

বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।
বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।

 

মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।
মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।

 

ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।
ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।

 

এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।
এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।

 

ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)

Phalaharini Amavasya Rituals 2024: ফলহারিণী অমাবস্যায় এই ৩ ফল দেবীকে নিবেদন করুন, পূর্ণ হবে মনস্কামনা! পাবেন সুখসমৃদ্ধি ও অর্থ

আজ, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। পুণ্যতিথির অমানিশা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷
আজ, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। পুণ্যতিথির অমানিশা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷

 

অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।

 

এই পুণ্যতিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷
এই পুণ্যতিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷

 

বলা হয়, এই পুজো নিষ্ঠা ভরে করলে জীবন থেকে অশুভ ফল দূর হয় মা কালীর কৃপায়।
বলা হয়, এই পুজো নিষ্ঠা ভরে করলে জীবন থেকে অশুভ ফল দূর হয় মা কালীর কৃপায়।

 

শুভ কাজ বা সুকর্মের ফল সঙ্গে থাকে বলে মনে করা হয়।
শুভ কাজ বা সুকর্মের ফল সঙ্গে থাকে বলে মনে করা হয়।

 

কর্মফলের প্রতীক হিসেবে বৃক্ষজ ফল নিবেদন করা হয় দেবীর পদতলে।
কর্মফলের প্রতীক হিসেবে বৃক্ষজ ফল নিবেদন করা হয় দেবীর পদতলে।

 

পুণ্যার্থী ও ভক্তদের বিশ্বাস এই পুজোর মাহাত্ম্যে জীবন পরিপূর্ণ হয় ধনসম্পদ ও সমৃদ্ধিতে।
পুণ্যার্থী ও ভক্তদের বিশ্বাস এই পুজোর মাহাত্ম্যে জীবন পরিপূর্ণ হয় ধনসম্পদ ও সমৃদ্ধিতে।

Phalaharini Kalipuja Date with Timing: রাত পোহালেই ফলহারিণী কালীপুজো! জানুন বুধবার কখন শুরু হচ্ছে অমাবস্যা

রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।
রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।

 

এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।
এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷
অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷

 

অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷
সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷

 

তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।
ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।

Jamaisashthi Rituals 2024: মেয়ে জামাই আসছে জামাইষষ্ঠীতে? তাঁদের মঙ্গলকামনায় ডালায় রাখুন এই সাদা মিষ্টি ও এই গাছের পাতা

বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় মাসের শুক্ল পক্ষে। জ্যৈষ্ঠ মাসের অরণ্যষষ্ঠী বেশি পরিচিত জামাইষষ্ঠী নামে।
বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় মাসের শুক্ল পক্ষে। জ্যৈষ্ঠ মাসের অরণ্যষষ্ঠী বেশি পরিচিত জামাইষষ্ঠী নামে।

 

অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস। হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো।
অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস। হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো।

 

জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে একে ষষ্ঠীর বাটা-ও বলা হয়। কিছু পরিবারে বলা হয় ঝুড়ি।
জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে একে ষষ্ঠীর বাটা-ও বলা হয়। কিছু পরিবারে বলা হয় ঝুড়ি।

 

পারিবারিক রীতি মেনে বাঁশের ঝুড়ি বা কাঁসার থালা বা কাঠের পাত্রে সাজানো হয় ষষ্ঠীপুজোর ডালা। তার প্রধান উপকরণ ফল।
পারিবারিক রীতি মেনে বাঁশের ঝুড়ি বা কাঁসার থালা বা কাঠের পাত্রে সাজানো হয় ষষ্ঠীপুজোর ডালা। তার প্রধান উপকরণ ফল।

 

মরশুমি নানা ফলের মধ্যে বৃন্ত-সহ করমচা ও বৃন্ত-সহ খেজুর রাখতেই হবে ডালায়। এছাড়া সিঁদুরের ফোঁটা সমেত ৬ টি কাঁঠালি কলা রাখুন ডালায়। প্রধান উপকরণের মধ্যে পড়ে ৬ টি পান, ৬ টা সুপারি।
মরশুমি নানা ফলের মধ্যে বৃন্ত-সহ করমচা ও বৃন্ত-সহ খেজুর রাখতেই হবে ডালায়। এছাড়া সিঁদুরের ফোঁটা সমেত ৬ টি কাঁঠালি কলা রাখুন ডালায়। প্রধান উপকরণের মধ্যে পড়ে ৬ টি পান, ৬ টা সুপারি।

 

ফলের পরে ষষ্ঠীর ডালায় গুরুত্বপূর্ণ হল ক্ষীরের নাড়ু। মা ষষ্ঠীর উদ্দেশে নিবেদন করুন ৬ টি ক্ষীরের নাড়ু ও দই। অনেক বাড়িতে ক্ষীরের বিড়ালিনীও তৈরি করা হয়।
ফলের পরে ষষ্ঠীর ডালায় গুরুত্বপূর্ণ হল ক্ষীরের নাড়ু। মা ষষ্ঠীর উদ্দেশে নিবেদন করুন ৬ টি ক্ষীরের নাড়ু ও দই। অনেক বাড়িতে ক্ষীরের বিড়ালিনীও তৈরি করা হয়।

 

একটি সাদা কাপড়ে তেল হলুদ লাগিয়ে নিন। তাতে জড়িয়ে রাখুন ৬ টা কচি বাঁশপাতা। নতুন তালপাতার পাখায় সিঁদুরের ফোঁটা অবশ্যই দিন। তেল হলুদ মাখানো হলুদ সুতো পুজোর পর পরিয়ে দিন সন্তান সন্ততি এবং জামাইকে।
একটি সাদা কাপড়ে তেল হলুদ লাগিয়ে নিন। তাতে জড়িয়ে রাখুন ৬ টা কচি বাঁশপাতা। নতুন তালপাতার পাখায় সিঁদুরের ফোঁটা অবশ্যই দিন। তেল হলুদ মাখানো হলুদ সুতো পুজোর পর পরিয়ে দিন সন্তান সন্ততি এবং জামাইকে।

 

 এছাড়াও ৬ টা করে হলুদ মাখানো বট, অশ্বত্থ বা পাকুড় পাতা রাখতে পারেন ষষ্ঠীর ডালায়।
এছাড়াও ৬ টা করে হলুদ মাখানো বট, অশ্বত্থ বা পাকুড় পাতা রাখতে পারেন ষষ্ঠীর ডালায়।

 

অনেক পরিবারে ১০৮ টা দূর্বাঘাস রাখা হয় ডালায়। আবার অনেক জায়গায় ৬০ বা ৬৩ টি দূর্বাঘাস দেওয়া হয়। এটা রাখুন পরিবারিক রীতি ও নিয়ম মেনে।
অনেক পরিবারে ১০৮ টা দূর্বাঘাস রাখা হয় ডালায়। আবার অনেক জায়গায় ৬০ বা ৬৩ টি দূর্বাঘাস দেওয়া হয়। এটা রাখুন পরিবারিক রীতি ও নিয়ম মেনে।

 

এর সঙ্গে ডালায় রাখুন ধান, ফুল এবং বেলপাতা।
এর সঙ্গে ডালায় রাখুন ধান, ফুল এবং বেলপাতা।

Phalaharini Amavasya Astrological Tips 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, দিনভর এই কাজগুলি করলেই জীবনে অর্থ ও সুখবৃষ্টি

এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।
এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।

 

ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।

 

ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।
ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।

 

৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷
৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷

 

ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।
ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।

 

মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।
মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।

 

মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।
এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।

Ancinet Kali Temple: ফলহারিণী অমাবস্যা তিথিতে বার্ষিক পুজো উপলক্ষে সাজো সাজো রব ৪০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে

সৈকত শী, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের একটি ৪০০ বছরের প্রাচীন কালী মন্দিরে বার্ষিক তিথির পুজো হয় এক মাস ধরে।  বিভিন্ন জায়গায় এই প্রাচীন কালী মন্দিরগুলির প্রতিষ্ঠার ইতিহাস চমকপ্রদ। লৌকিক কাহিনির পাশাপাশি অলৌকিক কাহিনিও আছে। পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা হলেও এই জেলার বিভিন্ন অঞ্চলে কয়েক শতাব্দী প্রাচীন কালী মন্দির লক্ষ করা যায়। কালের নিয়মে কিছু ভগ্ন প্রায় হলেও বেশ কিছু আবার সংস্কার করে পুজোপাঠ চলে আসছে প্রাচীন দিন থেকেই।

সেরকমই একটি কালীমন্দির রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে উড়িয়াগড় ফতেচক ফলহারিণী কালীমন্দির। এই মন্দির প্রায় ৪০০ বছরের বেশি পুরনো। এই মন্দিরে উত্থান ইতিহাসে রয়েছে নানা অলৌকিক কাহিনী।  মন্দির প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই আজও পুজো হয়ে আসছে। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর বার্ষিক পুজো হয় একমাস ধরে। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শুরু হয় পুজো।

আরও পড়ুন : এই নীল ফুল ও এই সাদা ফল নিবেদন করুন ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজোয়, তাঁর আশীর্বাদে ভরে থাকবে আপনার জীবন

এক মাস ধরে হয় পুজোপাঠ ও এক মাস পর প্রতিমার বিসর্জন ও নিরঞ্জন হয়। পুজোর এই একমাস ধরে চলে মেলা। জেলার পাশাপাশি ভিন জেলার নানা প্রান্ত থেকে ভক্তরা এসেই মন্দিরে পুজো দেন। এই মন্দিরের পূজোপাঠের বিষয়ে মন্দির কমিটির এক সদস্য জানান, ‘এবছর বার্ষিক তিথির পুজো পাঠ শুরু হবে ৫ জুন অমাবস্যা তিথিতে। শুরু হয়েছে তার প্রস্তুতি। এই প্রাচীন মন্দির নতুন করে সংস্কার করা হয়েছে।

পুজো চলবে এক মাস ধরে। অম্বুবাচী, পূর্ণিমা তিথিতে বিশেষ পুজো পাঠ হয়। প্রাচীন রীতিনীতি অনুসারে এই মন্দিরে পুজো হয়। পুজোর এই একমাস ধরে চলবে মেলা। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া জেলার ভক্তরা এসে এই মন্দিরে পুজো দেন।’ পাঁশকুড়ার এই কালী মন্দির পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি।

Brahmachari Baba Lokenath Puja 2024: এই নীল ফুল ও এই সাদা ফল নিবেদন করুন ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজোয়, তাঁর আশীর্বাদে ভরে থাকবে আপনার জীবন

এসেই গেল এ বারের ব্রহ্মচারী লোকনাথবাবার তিরোধান দিবস পালনের তিথি। রবিবার, ২ জুন ১৯ জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে তাঁর পুজো।
এসেই গেল এ বারের ব্রহ্মচারী লোকনাথবাবার তিরোধান দিবস পালনের তিথি। রবিবার, ২ জুন ১৯ জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে তাঁর পুজো।

 

সামান্য ঘরোয়া উপকরণেই পালিত হয় তাঁর পুজো। তুষ্ট হন তিনি। জেনে নিন তাঁর পুজোয় কী কী প্রয়োজন হয়। বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
সামান্য ঘরোয়া উপকরণেই পালিত হয় তাঁর পুজো। তুষ্ট হন তিনি। জেনে নিন তাঁর পুজোয় কী কী প্রয়োজন হয়। বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷

 

পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷
পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷

 

মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷
মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷

 

তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷
তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷

Phalaharini Kalipuja Rituals 2024: আসছে ফলহারিণী কালীপুজো! স্নানের জলে এই কালো জিনিস মেশান, এই গাছের পুজো করুন…বিঘ্ন কেটে আসবে অর্থসুখ ও শান্তি

আগামী সপ্তাহে ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসে অমাবস্যা এ বছর পড়েছে আগামী ৫ এবং ৬ জুন।
আগামী সপ্তাহে ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসে অমাবস্যা এ বছর পড়েছে আগামী ৫ এবং ৬ জুন।

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

ফলহারিণী কালীপুজো করলে বিদ্যা, অর্থ এবং কর্মভাগ্যে উন্নতি ঘটে। জীবনে বাধাবিঘ্ন দূর হয়। প্রেমে বিঘ্ন কাটে। দাম্পত্যে সুখ বজায় থাকে।
ফলহারিণী কালীপুজো করলে বিদ্যা, অর্থ এবং কর্মভাগ্যে উন্নতি ঘটে। জীবনে বাধাবিঘ্ন দূর হয়। প্রেমে বিঘ্ন কাটে। দাম্পত্যে সুখ বজায় থাকে।

 

এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

মরশুমি নানা ফল এই তিথিতে দেবীকে নিবেদন করা হয়। কোনও মনস্কামনা পূরণ করার হলে প্রিয় ফল দেবীকে নিবেদন করে আগামী দিনে সেটা ত্যাগ করুন।
মরশুমি নানা ফল এই তিথিতে দেবীকে নিবেদন করা হয়। কোনও মনস্কামনা পূরণ করার হলে প্রিয় ফল দেবীকে নিবেদন করে আগামী দিনে সেটা ত্যাগ করুন।

 

মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার সেই ফল গ্রহণ করতে পারেন।
মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার সেই ফল গ্রহণ করতে পারেন।

 

এই তিথিতে কোনও কালীমন্দিরে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন। বাড়িতেও এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতে তিনটি এলাচ দিতে ভুলবেন না।
এই তিথিতে কোনও কালীমন্দিরে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন। বাড়িতেও এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতে তিনটি এলাচ দিতে ভুলবেন না।

 

এই তিথিতে ভোরে গঙ্গাস্নান করলে তা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। বাড়ির কাছে নদী না থাকলে স্নানের জলে তিল মিশিয়ে নিন।
এই তিথিতে ভোরে গঙ্গাস্নান করলে তা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। বাড়ির কাছে নদী না থাকলে স্নানের জলে তিল মিশিয়ে নিন।

 

এই বিশেষ তিথিতে সাধ্যমতো দান করুন অন্নবস্ত্র ও খাদ্য দান করুন। পুজো করুন অশ্বত্থগাছের। এতে গ্রহদোষ কাটে।
এই বিশেষ তিথিতে সাধ্যমতো দান করুন অন্নবস্ত্র ও খাদ্য দান করুন। পুজো করুন অশ্বত্থগাছের। এতে গ্রহদোষ কাটে।

 

জন্মকুণ্ডলীতে চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল, গঙ্গাজল ও দুধ দিয়ে অশ্বত্থগাছের পুজো করলে সুফল মিলবে।
জন্মকুণ্ডলীতে চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল, গঙ্গাজল ও দুধ দিয়ে অশ্বত্থগাছের পুজো করলে সুফল মিলবে।