Tag Archives: USA

Donald Trump: ইতিহাসে প্রথমবার ! মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প; এবার কী হবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের?

মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার সমস্ত অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হল। এহেন ঘটনা ইতিহাসে প্রথম। অর্থাৎ প্রথমবারের জন্য একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন। Photo: AP
মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার সমস্ত অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হল। এহেন ঘটনা ইতিহাসে প্রথম। অর্থাৎ প্রথমবারের জন্য একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন। Photo: AP
এদিকে আমেরিকার নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। এই নির্বাচনে হোয়াইট হাউজ পুনর্দখলের জন্য লড়াই করছেন ট্রাম্প। অথচ সেই নির্বাচনের পাঁচ মাস আগে এহেন ঘটনায় রীতিমতো নাড়িয়ে দিয়েছে সকলকে। নিউ ইয়র্কের যে বিচারক ডোনাল্ড ট্রাম্পের এই মামলাটির সভাপতিত্ব করেছেন, তিনি জুরি বা নির্ণায়ক সভাকে তাদের পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। Photo: AP
এদিকে আমেরিকার নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। এই নির্বাচনে হোয়াইট হাউজ পুনর্দখলের জন্য লড়াই করছেন ট্রাম্প। অথচ সেই নির্বাচনের পাঁচ মাস আগে এহেন ঘটনায় রীতিমতো নাড়িয়ে দিয়েছে সকলকে। নিউ ইয়র্কের যে বিচারক ডোনাল্ড ট্রাম্পের এই মামলাটির সভাপতিত্ব করেছেন, তিনি জুরি বা নির্ণায়ক সভাকে তাদের পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। Photo: AP
ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার প্রসঙ্গে বিচারক জুয়ান মার্চান জুরির উদ্দেশ্যে বলেন, “আপনারা প্রচণ্ড কঠিন এবং চাপের একটা কাজে ব্যস্ত ছিলেন। আর এই বিষয়টিতে যে পরিমাণ মনোযোগের প্রয়োজন ছিল, আপনারা সেটাই দিয়েছেন।” এদিকে এই রায় আসার পর প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নভেম্বরে আমেরিকার নির্বাচনেই ‘আসল রায়’ বেরোবে।” ভোটে কি লড়তে পারবেন ট্রাম্প? এই রায়ের পর প্রশ্ন উঠছে যে, এরপরেও কি নির্বাচনে লড়তে পারবেন ট্রাম্প? আর তিনি কি আবার প্রেসিডেন্ট হতে পারবেন? Photo: AP
ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার প্রসঙ্গে বিচারক জুয়ান মার্চান জুরির উদ্দেশ্যে বলেন, “আপনারা প্রচণ্ড কঠিন এবং চাপের একটা কাজে ব্যস্ত ছিলেন। আর এই বিষয়টিতে যে পরিমাণ মনোযোগের প্রয়োজন ছিল, আপনারা সেটাই দিয়েছেন।” এদিকে এই রায় আসার পর প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নভেম্বরে আমেরিকার নির্বাচনেই ‘আসল রায়’ বেরোবে।” ভোটে কি লড়তে পারবেন ট্রাম্প? এই রায়ের পর প্রশ্ন উঠছে যে, এরপরেও কি নির্বাচনে লড়তে পারবেন ট্রাম্প? আর তিনি কি আবার প্রেসিডেন্ট হতে পারবেন? Photo: AP
নিজের ব্যবসায়িক তথ্য গোপন করার মামলায় আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা হওয়ার কথা। এদিকে তার কয়েক দিন পরেই অনুষ্ঠিত হবে রিপাবলিকান কনভেনশন। আশা করা হচ্ছে, সেখানেই প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে। তবে আইন অনুযায়ী, এই রায় তাঁর ভোটে লড়াই করা কিংবা ভোট প্রচার করার পথে বাধা হয়ে দাঁড়াবে না। Photo: AP
নিজের ব্যবসায়িক তথ্য গোপন করার মামলায় আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা হওয়ার কথা। এদিকে তার কয়েক দিন পরেই অনুষ্ঠিত হবে রিপাবলিকান কনভেনশন। আশা করা হচ্ছে, সেখানেই প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে। তবে আইন অনুযায়ী, এই রায় তাঁর ভোটে লড়াই করা কিংবা ভোট প্রচার করার পথে বাধা হয়ে দাঁড়াবে না। Photo: AP
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গেলে তাঁর বয়স অন্ততপক্ষে ৩৫ বছর হতে হবে। সেই সঙ্গে জন্মগত ভাবেই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মার্কিন নাগরিক হতে হবে এবং ওই দেশে ১৪ বছর বসবাস করতে হবে। এরপর কী হবে? Photo: AP
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গেলে তাঁর বয়স অন্ততপক্ষে ৩৫ বছর হতে হবে। সেই সঙ্গে জন্মগত ভাবেই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মার্কিন নাগরিক হতে হবে এবং ওই দেশে ১৪ বছর বসবাস করতে হবে।এরপর কী হবে? Photo: AP
এই মামলার সভাপতিত্বের দায়িত্বে থাকা বিচারক জুয়ান মার্চানকে এই রায় অনুমোদন করতে হবে এবং চূড়ান্ত বিচারের দিকে এগোতে হবে। যদিও এই বিষয়টা একটা আনুষ্ঠানিকতা মাত্র। নিউ ইয়র্কে সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অপরাধী আসামীর সাজা হয়ে যায়। কিন্তু রায়-পরবর্তী আইনি লড়াই কখনও কখনও কয়েক মাস বিলম্বের কারণ হয়ে উঠতে পারে। এরই মধ্যে আইনজীবী এবং প্রসিকিউটররা সাজা সুপারিশ করবেন এবং তারপরে ট্রাম্পের সাজা শুনানিতে সেটা নিয়ে সওয়াল-জবাব করবেন তাঁরা। যেখানে সিদ্ধান্ত নেবেন মার্চান। Photo: AP
এই মামলার সভাপতিত্বের দায়িত্বে থাকা বিচারক জুয়ান মার্চানকে এই রায় অনুমোদন করতে হবে এবং চূড়ান্ত বিচারের দিকে এগোতে হবে। যদিও এই বিষয়টা একটা আনুষ্ঠানিকতা মাত্র।
নিউ ইয়র্কে সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অপরাধী আসামীর সাজা হয়ে যায়। কিন্তু রায়-পরবর্তী আইনি লড়াই কখনও কখনও কয়েক মাস বিলম্বের কারণ হয়ে উঠতে পারে। এরই মধ্যে আইনজীবী এবং প্রসিকিউটররা সাজা সুপারিশ করবেন এবং তারপরে ট্রাম্পের সাজা শুনানিতে সেটা নিয়ে সওয়াল-জবাব করবেন তাঁরা। যেখানে সিদ্ধান্ত নেবেন মার্চান। Photo: AP
ট্রাম্প কি তাহলে জেলে যাবেন? ট্রাম্পের এই মামলায় কারাদণ্ডের সম্ভাবনা নেই। ব্যবসায়িক তথ্য জাল করার অপরাধের জন্য ট্রাম্পের সর্বোচ্চ সাজা ১-১/৩ থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত অপরাধমূলক ইতিহাস নেই এমন অভিযুক্ত, যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক তথ্য জাল করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের নিউইয়র্কে কারাদণ্ডের সাজা খুবই বিরল। এক্ষেত্রে জরিমানা অথবা প্রোবেশনের মতো শাস্তি বেশি সাধারণ। Photo: AP
ট্রাম্প কি তাহলে জেলে যাবেন? ট্রাম্পের এই মামলায় কারাদণ্ডের সম্ভাবনা নেই। ব্যবসায়িক তথ্য জাল করার অপরাধের জন্য ট্রাম্পের সর্বোচ্চ সাজা ১-১/৩ থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত অপরাধমূলক ইতিহাস নেই এমন অভিযুক্ত, যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক তথ্য জাল করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের নিউইয়র্কে কারাদণ্ডের সাজা খুবই বিরল। এক্ষেত্রে জরিমানা অথবা প্রোবেশনের মতো শাস্তি বেশি সাধারণ। Photo: AP
ব্যবসার ভুয়ো তথ্য দেখানোর জন্য দোষী সাব্যস্ত অপরাধী, যাঁরা কারাদণ্ডে দণ্ডিত হন, তাঁরা সাধারণত এক বছর বা তার কম সময়ের সাজা পান। এমনকী, সেক্ষেত্রে বেশিরভাগ অপরাধীই অন্যান্য অপরাধ যেমন- জালিয়াতির মতো মামলার জন্য দোষী সাব্যস্ত হন। যা ট্রাম্পের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। Photo: AP
ব্যবসার ভুয়ো তথ্য দেখানোর জন্য দোষী সাব্যস্ত অপরাধী, যাঁরা কারাদণ্ডে দণ্ডিত হন, তাঁরা সাধারণত এক বছর বা তার কম সময়ের সাজা পান। এমনকী, সেক্ষেত্রে বেশিরভাগ অপরাধীই অন্যান্য অপরাধ যেমন- জালিয়াতির মতো মামলার জন্য দোষী সাব্যস্ত হন। যা ট্রাম্পের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। Photo: AP
ট্রাম্পের যদি জরিমানার উর্ধ্বে গিয়ে কোনও শাস্তি হয়, তাহলে তাঁকে গৃহবন্দি করে রাখা হতে পারে। তবে দোষী সাব্যস্ত হওয়ার পরে আপিল করলে জামিনে ছাড়াও পেতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Photo: AP
ট্রাম্পের যদি জরিমানার উর্ধ্বে গিয়ে কোনও শাস্তি হয়, তাহলে তাঁকে গৃহবন্দি করে রাখা হতে পারে। তবে দোষী সাব্যস্ত হওয়ার পরে আপিল করলে জামিনে ছাড়াও পেতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Photo: AP

Donald Trump: পর্নস্টারকে ঘুষ দেওয়ার জন্য ব্যবসায়িক নথি জাল মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প ! সাজা ঘোষণা ১১ জুলাই

ওয়াশিংটন: পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। 

আরও পড়ুন– রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে !

ট্রাম্পই প্রথম প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট, যিনি কি না ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। এদিকে এই মামলায় দোষী সাব্যস্ত হতেই ট্রাম্প এই বিচার প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। আগামী ১১ জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা হবে। ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড হতে পারে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, তাঁকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা তাঁর জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায়বিচার পাননি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাবেন।

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পরে ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ রাখতে ট্রাম্প ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। এর জন্য ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। সেই মামলাতেই এবার দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷

Success Story: অতল গ্র্যান্ড ক্যানিয়নের রহস্যভেদে মার্কিন মুলুক থেকে ডাক উত্তরপাড়ার ইঞ্জিনিয়ারকে

রাহী হালদার, হুগলি: পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। আর তাঁর নেশা গবেষণা করা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি গবেষণা করছেন বিভিন্ন ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর। তাঁর গবেষণার অন্যতম একটি বিশেষ অংশ হল অতি মানবীয় শক্তি বা ইনসেন এলিয়েন নিয়ে। যেখানে তিনি গবেষণা করছেন মেগালিথস ও টেরা ফর্মিং নিয়ে। এই গবেষণার সাফল্যও এসেছে কিছু দিন আগেই যেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটস তাঁর গবেষণাপত্র দেখে অভিভূত হয়ে তাঁকে সুযোগ দিতে চায় আমেরিকায় গিয়ে টিম তৈরি করে গবেষণার জন্য।

উত্তরপাড়া সখের বাজার এলাকার বাসিন্দা সমর চৌধুরী।  ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ভূতত্ত্ব ও ভৌগোলিক বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে চাকরি জীবনে কাজের ফাঁকে শুরু করেন এই বিষয়ে গবেষণা। পিরামিড থেকে তার প্রথম আকর্ষণ জন্মায় মেগালিথস-এর প্রতি। মেগালিটিস বিষয়টি হল বৃহৎ আকৃতির পাথর যা প্রকৃতির তৈরি নয়। সেই থেকেই তার গবেষণা শুরু। গুগল আর্থ থেকে ভিডিও সংগ্রহ করে তিনি প্রথমে তার হাইপোথিসিস তৈরি করেন। মাস ছয়েক আগে থেকে তিনি কাজ শুরু করেন গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে।

আরও পড়ুন : রাজরাজেশ্বরী বেশে পুজো, খিচুড়ি, পোলাও পোড়া শোলমাছ ভোগ…বুদ্ধপূর্ণিমায় তারাপীঠে অগণিত ভক্ত সমাগম

৪০ বছর বয়সি সমর চৌধুরীর দাবি, গ্র্যান্ড ক্যানিয়নও তৈরি হয়েছে মেগালিথস দিয়ে। সেই গবেষণাপত্র তিনি জমা দেন সার্ভে অফ ইউনাইটেড স্টেটস-এ। সপ্তাহখানেকের মধ্যেই সেখান থেকে উত্তর মেলে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে এই বিষয়ে গবেষণা করার জন্য আবেদন জানিয়েছে সমরকে। ইমেল মারফত সেই আবেদন জানায় ইউনাইটেড স্টেটস অফ জিওলজিক্যাল সার্ভে। তারপর থেকেই আরও বেশি করে তোড়জোড় শুরু করেছেন সমর, নিজের রিসার্চ ওয়ার্কের জন্য।

সমর চৌধুরীর কথায়, মানুষ এখন মঙ্গল গ্রহে টেরা ফর্মিং করার চেষ্টা চালাচ্ছেন। এই টেরা ফার্মিং হলো কৃত্রিমভাবে সেখানের বায়ুমণ্ডল ও মাটির মধ্যে কিছু পরিবর্তন করা যার ফলে সেখানে জীবের বসবাসযোগ্য পরিবেশ তৈরি হতে পারে। সমর চৌধুরীর দাবী, পৃথিবীতেও কয়েক লক্ষ কোটি বছর আগে এই টেরা ফার্মিং হয়েছে যার ফলে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছে। এবং এই টেরা ফর্মিং করেছে কোনও অতি মানবীয় শক্তি যারা এই মহাবিশ্বের অন্য কোথা থেকে এসেছিল। এই বিষয়ে গবেষণা করার জন্যই তাঁর ডাক এসেছে এখন আমেরিকা থেকে।

New York Stadium: পার্ককেই বানিয়ে ফেলা হয়েছে ৩৪ হাজার আসনের আস্ত স্টেডিয়াম, টি২০ বিশ্বকাপে এখানেই খেলবে ভারত-পাকিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাজো সাজো রব। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে জোরকদমে। সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক। গত বুধবার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার তথা জামাইকান অ্যাথলিট উসেইন বোল্ট। নিউইয়র্কের ২৫ মাইল পূর্বে অবস্থিত এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। Photo Courtesy: ICC
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাজো সাজো রব। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে জোরকদমে। সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক। গত বুধবার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার তথা জামাইকান অ্যাথলিট উসেইন বোল্ট। নিউইয়র্কের ২৫ মাইল পূর্বে অবস্থিত এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। Photo Courtesy: ICC
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সদ্য নির্মিত এই স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন এক ইউজার। ভিডিও-তে দেখা যাচ্ছে, ঝকঝকে স্ট্যান্ড, গালিচার মতো সবুজ ঘাসে মোড়া মাঠের মাঝখানে পিচ। আর মাঠের মাঝখানে একটা বিশাল ক্রিকেট বল। ভিডিও-র ক্যাপশনে এক্স ইউজার লিখেছেন, “উইকেট এসেছে অ্যাডিলেড থেকে। মাত্র ২ মাসের মধ্যে তৈরি হয়েছে স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শক ধরবে। ২ সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্বকাপ। দৈত্যাকার বল”। Photo Courtesy: ICC
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সদ্য নির্মিত এই স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন এক ইউজার। ভিডিও-তে দেখা যাচ্ছে, ঝকঝকে স্ট্যান্ড, গালিচার মতো সবুজ ঘাসে মোড়া মাঠের মাঝখানে পিচ। আর মাঠের মাঝখানে একটা বিশাল ক্রিকেট বল। ভিডিও-র ক্যাপশনে এক্স ইউজার লিখেছেন, “উইকেট এসেছে অ্যাডিলেড থেকে। মাত্র ২ মাসের মধ্যে তৈরি হয়েছে স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শক ধরবে। ২ সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্বকাপ। দৈত্যাকার বল”। Photo Courtesy: ICC
মডিউলার স্টেডিয়াম নিয়ে কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের দাবি, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হবে ক্রিকেট। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবশ্যই বড় খেলা হতে চলেছে”। আরেক ইউজার ক্রিকেট পিচ দেখে মুগ্ধ। তিনি বলছেন, নিখুঁত দেখাচ্ছে। লিখেছেন, “খুব ভাল লাগছে। বিশাল ইভেন্ট শুরু হতে চলেছে। আশা করি আমেরিকা এর পিছনে থাকবে”। Photo Courtesy: ICC
মডিউলার স্টেডিয়াম নিয়ে কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের দাবি, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হবে ক্রিকেট। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবশ্যই বড় খেলা হতে চলেছে”। আরেক ইউজার ক্রিকেট পিচ দেখে মুগ্ধ। তিনি বলছেন, নিখুঁত দেখাচ্ছে। লিখেছেন, “খুব ভাল লাগছে। বিশাল ইভেন্ট শুরু হতে চলেছে। আশা করি আমেরিকা এর পিছনে থাকবে”। Photo Courtesy: ICC
ভবিষ্যতে এই স্টেডিয়ামে শুধুই ক্রিকেট খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, “ওয়াও। ৩৪ হাজার দর্শক। দুর্দান্ত। তবে মনে হয় না, ভবিষ্যতে এখানে শুধুই ক্রিকেট হবে”। আরেক ক্রিকেট অনুরাগী বলছেন, “এত ভাল স্টেডিয়াম হবে আশা করিনি। মনে হয়েছিল, একটা জগাখিচুড়ি পাকাবে”। Photo Courtesy: ICC
ভবিষ্যতে এই স্টেডিয়ামে শুধুই ক্রিকেট খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, “ওয়াও। ৩৪ হাজার দর্শক। দুর্দান্ত। তবে মনে হয় না, ভবিষ্যতে এখানে শুধুই ক্রিকেট হবে”। আরেক ক্রিকেট অনুরাগী বলছেন, “এত ভাল স্টেডিয়াম হবে আশা করিনি। মনে হয়েছিল, একটা জগাখিচুড়ি পাকাবে”। Photo Courtesy: ICC
মাত্র মাস তিনেক আগেও এটা ছিল পার্ক। বিকেলে ছোটরা খেলাধুলো করত। পার্কের বেঞ্চে আড্ডা জমাতেন বৃদ্ধ-বৃদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পর পার্কের ভোল বদলে ৩৪ হাজার আসনের স্টেডিয়াম তৈরি করা হয়। স্টেডিয়ামে সাধারণ আসন থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি, হসপিটালিটি স্যুট রয়েছে। রয়েছে পার্টি ডেক এবং ক্যাবানাও। Photo: X/@T20WorldCup
মাত্র মাস তিনেক আগেও এটা ছিল পার্ক। বিকেলে ছোটরা খেলাধুলো করত। পার্কের বেঞ্চে আড্ডা জমাতেন বৃদ্ধ-বৃদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পর পার্কের ভোল বদলে ৩৪ হাজার আসনের স্টেডিয়াম তৈরি করা হয়। স্টেডিয়ামে সাধারণ আসন থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি, হসপিটালিটি স্যুট রয়েছে। রয়েছে পার্টি ডেক এবং ক্যাবানাও। Photo: X/@T20WorldCup

US Social Influencer: ‘সূর্যগ্রহণে উদ্বিগ্ন’! কুপিয়ে পার্টনারকে হত্যা, চলন্ত গাড়ি থেকে ২ সন্তানকে ছুড়ে ফেলে নিজেকে ‘শেষ’ করলেন তরুণী সোশ্যাল ইনফ্লুয়েন্সার

লস অ্যাঞ্জেলস : সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন মার্কিন তরুণী শেষ করলেন নিজেকে এবং কার্যত তাঁর পুরো পরিবারকেই। এই অভিযোগ উঠেছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ড্যানিয়েল চেরাকিয়াহ জনসনের বিরুদ্ধে। পেশায় জ্যোতিষবিদ্যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পার্টনার। চলন্ত গাড়ি থেকে অভিযুক্ত তরুণী ছুড়ে ফেলে দেন তাঁর দুই সন্তানকে। ঘটনাস্থলেই মারা যায় ৮ মাসের ছোট মেয়ে। ভাগ্যক্রমে বেঁচে যায় তাঁর বড় মেয়ে। ৯ বছর বয়সি ওই বালিকা তদন্তকারীদের জানিয়েছে তার সামনেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেকে রেকর্ডিং শিল্পী, জ্যোতিষী ও রেইকি প্রশিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতেন ড্যানিয়েল। সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য ছিল আমেরিকা ও মেক্সিকো থেকে। মহাজাগতিক এই ঘটনা সম্বন্ধে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আধ্যাত্মিক যুদ্ধের পূর্ণ প্রকাশ।’’ তাঁর এই পোস্ট থেকেই ধারণা করা হচ্ছে যে তিনি সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন হয়েই এই ঘণ্য কাজ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি লস অ্যাঞ্জেলস পুলিশ। তদন্তকারী অফিসাররা এখনও কার্যকারণ সম্পর্ক সম্পন্ন করে উঠতে পারেননি।

আরও পড়ুন : ডায়াবেটিসে জেরবার? রোজ মানুন এই ক’টা সহজ নিয়ম! ব্লাড সুগার বাড়বেই না

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আমেরিকার স্থানীয় সময় অনুসারে সোমবার রাত ৩.৪০ মিনিটে সূর্যগ্রহণের আগে তাঁর পার্টনার জ্যালিন অ্যালেন চ্যানের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় ড্যানিয়েলের। বাকবিতণ্ডার মধ্যেই তিনি ছুরি দিয়ে জ্যালিনকে আঘাত করেন বলে অভিযোগ। তার পর দুই মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। হাইওয়েতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় তিনি আট মাসের শিশুকন্যাকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। তার পর দ্রুতগতির গাড়ি নিয়ে ধাক্কা মারেন একটি গাছে। ঘটনার অভিঘাতে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর বড় মেয়েকে। তার আঘাত সামান্য। এদিকে ড্যানিয়েলের অ্যাপার্টমেন্টের দরজা গভীর রাতেও হাট করে খোলা দেখে তাঁর পড়শিরা ফোন করেন জরুরিকালীন নাম্বার 911-এ। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ড্যানিয়েলের পার্টনার ২৯ বছর বয়সি জ্যালিনের রক্তাক্ত নিথর দেহ।

তদন্তকারীরা জানিয়েছেন ড্যানিয়েলের ক্ষেত্রে পুরনো অপরাধের কোনও রেকর্ড নেই। এমনকি, তাঁদের পরিবারে গার্হস্থ্য হিংসারও কোনও উল্লেখ নেই এর আগে। পড়শিরাও কোনও অস্বাভাবিকতা লক্ষ করেননি। তাঁদের চোখেও চ্যানি ও ড্যানিয়েলের সংসার ছিল আর পাঁচটা পরিবারের মতোই গোছানো ও স্বাভাবিক। হাড়হিম করা ঘটনায় তারাও হতভম্ব।

চাঞ্চল্যকর এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ড্যানিয়েলের পোস্ট এখন চর্চার কেন্দ্রে। তাঁর Q-Anon নামের অ্যাকাউন্ট থেকে সোমবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে তরুণী লিখেছেন, ‘WAKE UP WAKE UP THE APOCALYPSE IS HERE. EVERYONE WHO HAS EARS LISTEN. YOUR TIME TO CHOOSE WHAT YOU BELIEVE IS NOW. IF YOU BELIEVE A NEW WORLD IS POSSIBLE FOR THE PEOPLE RT NOW. THERE IS POWER IN CHOICE. THERE IS POWER IN CHOICE!!!! REPOST TO MAKE THE CHOICE FOR THE COLLECTIVE.’

আপাতভাবে ড্যানিয়েলের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছেন তদন্তকারীরা। তদন্ত আরও এগোলে মোটিফ স্পষ্ট হবে বলে তাঁদের ধারণা।

 

If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

মুক্তিপণের দাবিতে উড়োফোন এসেছিল মা-বাবার কাছে, প্রায় তিন সপ্তাহ নিখোঁজ থাকার পরে আমেরিকায় চরম পরিণতি ভারতীয় ছাত্রের

নিউ ইয়র্ক: গত বছরেই উচ্চশিক্ষার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন হায়দরাবাদের এক ছাত্র। ওহায়োর ক্লিভল্যান্ডে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পঁচিশ বছর বয়সী ওই যুবকের নাম মহম্মদ আব্দুল আরফত। ২০২৩ সালে ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করার উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন তিনি।

মার্কিন মুলুকে পড়তে গিয়ে এর আগেও বহু বার ভারতীয় পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় যোগ হল মহম্মদ আব্দুল আরফতের নামও। এমনিতে আমেরিকায় একের পর এক ভারতীয় পড়ুয়া এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে।

আরও পড়ুনMurder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে

মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পরে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর পোস্টে দূতাবাসের আধিকারিকরা জানান, “মহম্মদ আব্দুল আরফত নিখোঁজ হওয়ার খবর পেয়ে বিচলিত হয়ে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে ওহায়োর ক্লিভল্যান্ডে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মহম্মদ আরফতের পরিবারের জন্য আমাদের গভীর সমবেদনা। এর পাশাপাশি নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস স্থানীয় এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, যাতে ওই ছাত্রের মৃত্যুর তদন্ত ঠিকঠাক ভাবে হয়। মৃত ছাত্রের মৃতদেহ যাতে নিরাপদে ভারতে পৌঁছয়, তার জন্যও পরিবারের দিকে সমস্ত সম্ভাব্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!’, মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

গত মাসে আরফতের মা-বাবা জানিয়েছিলেন যে, পুত্রের নিরাপত্তার খাতিরে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাঁদের কাছে উড়োফোন এসেছিল। ফোনের ও-প্রান্তে থাকা এক ব্যক্তি দাবি করে, ২৫ বছর বয়সী ওই ছাত্রকে অপহরণ করা হয়েছে। এমনকী দাবি অনুযায়ী মুক্তিপণ না পেলে ওই ছাত্রের কিডনি বিক্রি দেওয়ার হুমকিও দিয়েছিল অপহরণকারীরা।

সংবাদমাধ্যমের কাছে আরফতের বাবা মহম্মদ সালিম বলেন যে, তাঁর পুত্রের মুক্তির জন্য অপহরণকারীরা তাঁর থেকে ১২০০ ডলার দাবি করে। অথচ কীভাবে সেই মুক্তিপণ দিতে হবে, সেই ব্যাপারে কিছুই জানায়নি তারা।

মৃত পড়ুয়ার বাবার কথায়, “ও আমার একমাত্র পুত্র। ও বলেছিল যে, আমাদের আর ওর বন্ধুদের খুব মিস করছে। সেই কারণে বাড়িতেও ফিরতে চেয়েছিল। আমি ওকে বলেছিলাম, ছুটি পড়লে বাড়ি আসার কথা। প্রয়োজন বলে বিমান ভাড়াও আমি পাঠানোর কথা বলেছিলাম। গত ৭ মার্চ শেষ বারের মতো ছেলের সঙ্গে কথা হয়েছিল। তা-ও মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এরপর দিন ও ওর বন্ধুকে ফোন করে কথা বলেছিল। আমাকে বলা হয়েছে যে, একজন গোয়েন্দা (পুলিশ অফিসার) এই ঘটনাটি খতিয়ে দেখছেন।” মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য, আরফতকে শেষ বার যখন দেখা গিয়েছিল, তখন তাঁর পরনে ছিল একটি সাদা টি-শার্ট, ব্লু জিনস এবং লাল জ্যাকেট।

 

Sibling Love: ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যানসার আক্রান্ত দাদাকে সুস্থ করতে অস্থিমজ্জা দান করে ছোট্ট ভাই আজ সুপারহিরো

বড় ভাই যুদ্ধ করছে ক্যানসারের সঙ্গে। দাদাকে বাঁচাতে অস্থিমজ্জা দান করল ছোট ভাই। আমেরিকার এই দুই ভাই প্রেস্টন এবং ক্যামেরন পিপকিন্স এখন সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে। অস্ত্রোপচারের আগে তাদের আলোচনা মন জয় করে নিয়েছে নেটিজনেদের। ঘটনাচক্রে ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারিতে ভাই ক্যামেরনের কোষ থেকে অস্থিমজ্জা গ্রহণ করেছে দাদা, প্রেস্টন।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত প্রেস্টনের কাছে ভাইয়ের অস্থিমজ্জা এখন জীবনদায়ী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভাইকে বাস্তব জীবনের সুপারহিরো বলেছে দাদা, প্রেস্টন।

আরও পড়ুন :  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়

দাদার কথা অবশ্য সহজে মানতে নারাজ ভাই ক্যামেরন। একরত্তি বলেছে, “ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে এই নয় যে আমি তোমাকে বাঁচিয়েছি।” ভাইয়ের কথা শুনে তার অবদান মনে করিয়ে দেয় দাদা। বলে, “আমার শরীরে বোনম্যারো নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ ক্যানসার। তুমি আমাকে বোনম্যারো দিয়েছো। তাই, এটাই ঠিক যে তুমি আমার জীবন রক্ষা করেছ।”

 

 

View this post on Instagram

 

A post shared by ????????? ???? (@majicallynews)

এর পর ভাইকে বুঝিয়ে দেয় দাদা। বলে কীভাবে বোনম্যারো অপারেশন করা হয়। এই অস্ত্রোপচারে কী হবে, সেটাও বলে দাদা প্রেস্টন। বার বার বলতে থাকে ছোট্ট ভাই-ই তাঁর জীবনের সুপারহিরো। দুই একরত্তি মনে করিয়ে দিল ১৪ ফেব্রুয়ারি শুধু প্রেমের দিনই নয়। সেটা জাতীয় অঙ্গদান দিবসও।

ওয়ালমার্টের ম্যানেজার নিজেই আততায়ী, আচমকা বন্দুক বের করে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০!

#ভার্জিনিয়া: ভার্জিনিয়ার ওয়ালমার্টে ফের বন্দুকবাজের হামলা। মঙ্গলবার রাতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজারই আততায়ী। আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন।

হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিটে গুলি চালানোর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ওয়ালমার্ট স্টোরের বাইরে এখনও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!

আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ

চেসাপিক পুলিশ সূত্রে খবর, এই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে আহত অনেকে। পুরো ভবনটিকে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে চেসাপিক পুলিশ। স্থানীয় লোকজনকে আপাতত ভবন থেকে দূরে থাকতে বলা হচ্ছে। ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। আগে আততায়ীর নামে অপরাধের রেকর্ড ছিল কিনা, সে নিয়েও মুখ খোলেননি তিনি।

তবে এখনও পর্যন্ত ১০ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েক জন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিও সামনে এসেছে, তাতে ওয়ালমার্ট সুপারস্টোরের বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্টোর ম্যানেজার একাই হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে।

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮ গোল হজম! দুঃস্বপ্নের শুরু ভারতের মেয়েদের

মার্কিন যুক্তরাষ্ট্র – ৮
ভারত – ০

#ভুবনেশ্বর: আমেরিকার পুরুষ ফুটবল দল কখনো বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু মার্কিন মহিলারা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। চারটে অলিম্পিক স্বর্ণপদক ছাড়াও তাদের রয়েছে চারটে বিশ্বকাপ। মিয়া হ্যাম, হোপ সলো, আলেক্স মরগান, কারলি লয়েড, জুলি ফাওদির মতো বিখ্যাত সব মহিলা ফুটবলার ছিলেন মার্কিন ফুটবলের ইতিহাসে। তাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা শক্তিশালী সেটা সহজেই বোঝা যায়।

সেই সাপ্লাই লাইন আসে অনূর্ধ্ব ১৭ পর্যায় থেকেই। ভারতের মেয়েদের আজ লড়াই ছিল এমন একটি প্রতিভাবান আমেরিকান দলের বিরুদ্ধে। আমেরিকার সঙ্গে ভারত পেরে উঠবে না সেটা জানা ছিল আগেই। কিন্তু তাই বলে এরকম জঘন্য হার অপেক্ষা করে আছে ভারতের জন্য এতটা আন্দাজ করা যায়নি।

দলের কোচ থমাস দেনার্বি জানিয়েছিলেন যে তার দল লড়াই করবে। কিন্তু সেটা শুধুই যেন কথার কথা। কোথায় লড়াই? এত শুধুই আত্মসমর্পণ। যত সময় গেল ততই যেন মার্কিন মেয়েদের দাপটে হারিয়ে গেল ভারতের মেয়েরা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম। রেবিমবাস, কলার, থমসন, গেমিরও পরপর গোল করলেন।

ভারতের মিডফিল্ড এবং ডিফেন্স বলতে কিছু ছিল না। কাজল, শুভাঙ্গী, লিন্ডা, নেহারা কিছুই বুঝতে পারলেন না। তাদের দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝখানে পড়ে সাঁতার কাটছেন। শুধুই অপেক্ষায় আছেন কখন শেষ বাঁশি বাজবে। খেলাটা শেষ হবে। এই অত্যাচার আর নেওয়া যাচ্ছিল না।

ফুটবলের যে আসল তিনটে জিনিস অর্থাৎ গতি, শক্তি এবং স্কিল, তার কোনোটাতেই পেরে উঠছিল না ভারতের মেয়েরা। গোটা ম্যাচে ভারত দুবার মাত্র আমেরিকার বক্সে ঢুকতে পেরেছে। বাকি সময়টা শুধুই আমেরিকান ঝড়। দ্বিতীয়ার্ধে হল আরো তিনটি গোল। ভারতের মেয়েদের ক্ষমতা অনুযায়ী তারা হয়তো সেরাটা দিয়েছেন। কিন্তু আমেরিকার মতো দলের সঙ্গে সম্মান বাঁচানো ভারতের কাজ নয়।

তবুও ভুবনেশ্বরের মাঠে অনেক আশা নিয়ে উপস্থিত ছিলেন দর্শকরা। কয়েক বছর আগে অনূর্ধ্ব ১৭ পুরুষ বিশ্বকাপে এই আমেরিকার কাছেই হেরেছিল ভারতের ছেলেরা। তবে সেটা তিন গোলের ব্যবধানে। এই পর্যায়ে এটাই ভারতীয় মেয়েদের সবচেয়ে লজ্জা জনক হার। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে সাত গোল হজম করেছিল ভারতের মেয়েরা।

সেই রেকর্ড আজ ভেঙে গেল কলিঙ্গ স্টেডিয়ামে। এরপর ভারতের মেয়েদের খেলা রয়েছে মরক্কো এবং তারপর ব্রাজিলের বিরুদ্ধে। দেখা যাক, এই হাট থেকে শিক্ষা নিয়ে তারা কিছু করতে পারে কিনা।

US Christmas Parade Accident: আমেরিকায় ক্রিসমাস প্যারেড চলাকালীন ৫ জনকে পিষে মারল গাড়ি, আহত বহু! দেখুন ভিডিও

#উইসকনসিন: ভয়ানক দুর্ঘটনার সাক্ষী এবার মার্কিন যুক্তরাষ্ট্রের উইনকনসিনের ওকেশা এলাকা। রবিবার বিকেলে ৪টেয় সেখানে ক্রিসমাস প্যারেড চলাকালীন আচমকাই ঢুকে পড়ে একটি দ্রুত গতিতে ছুটে আসা এসইউভি গাড়ি (US Christmas Parade Accident)। ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন একাধিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার দৃশ্য (US Christmas Parade Accident)। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, লাল রঙের একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) প্যারেডে অংশ নেওয়া মানুষদের পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে (US Christmas Parade Accident)।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। ভয়ংকর এই দৃশ্য দেখে শিউড়ে উঠছেন নেটিজেন। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশের খুঁটিতে গাড়িটি ধাক্কা খাওয়ার পর পুলিশ সেটিকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। ওকেশার পুলিশ প্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গাড়িটি ওকেশা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে মিলওয়াকি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

থম্পসন সাংবাদিকদের জানান, ‘গাড়িটি ২০ জনেরও বেশি ব্যক্তিকে আঘাত করেছে। ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু ছিল এবং এই ঘটনার ফলে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে।’ প্রাণহানির বিষয়ে বিশদে জানতে চাওয়া হলে থম্পসন বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে সঠিক সংখ্যা নেই।’ সূত্রের খবর, ঘটনাস্থলেই পাঁচজনের গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছে। ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: রুটিন চেক-আপে জো বাইডেন, মার্কিন মুলুকের ‘দায়িত্বে’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস!

আরও পড়ুন: পাকিস্তানের সুন্দরী বিধায়কের অশ্লীল ভিডিও লিক হতেই Viral Video , তারপর

রাস্তার পাশে দাঁড়িয়ে স্বামী ও ৩ বছরের মেয়েকে নিয়ে প্যারেড দেখা রেস্টুরেন্টকর্মী বেলেন সান্তামারিয়ার দাবি, ‘দ্রুতগতিতে এসে একটি গাড়ি প্যারেডে ঢুকে যায়। এরপর অসম্ভব চিৎকার শুনতে পাই।’ সান্তামারিয়া তাঁর মেয়েকে নিয়ে পাশের রেস্টুরেন্টে আশ্রয় নিলেও তাঁর স্বামী আহতদের সাহায্যে এগিয়ে যান বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শী আরও এক মহিলা বলেছেন, ‘গাড়িটি ৯ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুদের নাচের দলটিকে পিষে দিয়ে চলে যায়।’