হাওড়া: বেআইনি পাখি নিয়ে জেলায় হাজির পাখিওয়ালা, পাখি খরিদ্দারের কাছে পৌঁছানোর আগেই যা ঘটল তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেনি ওই বিক্রেতা। কয়েকটা ছোট খাঁচায় বেশ কয়েকটি পাখির ছানা। দেশীয় পাখি পোষায় কঠোর নিষেধাজ্ঞা। এদিন ওই পাখি ফেরিওয়ালার কাছাকাছি হতে বোঝা যায় প্রত্যেকটি ছানা টিয়া পাখির। টিয়া পাখি ধরা পোষা চালনা বা বিক্রি করা আইনত অপরাধ। এর ফলে গত কয়েক বছরে এই অপরাধ মূলক কাজ বন্ধ প্রায়। ঘটনাটি হাওড়ার আন্দুলে, একাধিক খাঁচাবন্দী কিছু টিয়া পাখি। এগুলি মূলত বিক্রির উদ্দেশে জেলায় আনা হচ্ছিল বলেই প্রাথমিক অনুমান পরিবেশ কর্মীদের।
আরও পড়ুন: কাণ্ডের প্রতিবাদের ঝড় তুলতে যুবকের অস্ত্র নাটক, কলমের জোরেই লড়াই, পথ নাটিকায় কাঁপাচ্ছেন সব
এমন ঘটনা পরিবেশ কর্মীদের নজরে, খাঁচায় নিয়ে পাখি গুলি বিক্রি করতে দেখেন এলাকার সমাজসেবী সোমনাথ নাথ। তিনি ওই পাখি বিক্রেতা যুবককে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে যায়। স্থানীয় যুবকদের দেখে ওই পাখি বিক্রেতা পাখি ফেলে পালায়। স্থানীয় যুবক সোমনাথ যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিকের সঙ্গে। খবর পৌঁছায় পরিবেশ কর্মী সৌভিক দাস সাধু ও দেবজিত ঘোষ । তারা ঘটনাস্থলে পৌঁছে যোগাযোগ করে বন বিভাগের সঙ্গে। পরে বন বিভাগের কর্মীরা পাখিগুলো উদ্ধার করে নিয়ে যায়। আগামী দিনে এই দেশী পাখি বিক্রি এবং ক্রয় যাতে বন্ধ হয়। সেই বিষয়ে এলাকার মানুষ কে সচেতন করেন। উদ্ধার হওয়া খাঁচায়, ছয়টি রোজ রিঙ নেক বা দেশীয় টিয়া এবং দুটি পাম হেডেড প্যারাকীট বা ফুলটুসি টিয়া পাওয়া যায়।
আরও পড়ুন: এই গাছ থেকে সহজেই লাখপতি হওয়া যাবে ! আপনার বাড়িতে আছে ?
এ প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, দেশীয় প্রজাতির যেকোনও পাখি যেমন টিয়া, ময়না, শালিক, মুনিয়া ইত্যাদি বাড়িতে পোষা, বিক্রি করা, শিকার করা ২০২২ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারপরও বহু জায়গায় বেআইনি ভাবে এই পাখি বিক্রি হয় ও মানুষ বাড়িতে রাখে। বর্তমানে বন বিভাগ ও বন্যপ্রাণ অপরাধ দমন শাখা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এইসব পাখি বাজেয়াপ্ত করছে এবং দোষীদের জেল ও জরিমানা করছে। আইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চোখ আড়ালে হয়ত কিছু মানুষ আজও পাখি পোষার শখ পূরণ করছেন। তার জেরেই জেলায় মাঝেমধ্যেই অসাধু পাখি বিক্রেতার আনাগোনা দেখা যায়। তবে সম্পূর্ণরূপে কেনা-বেচা, পাচার ও দেশীয় পাখি পোষা বন্ধ করতে জেলা বোনা বিভাগ এবং পরিবেশকর্মীরা তৎপর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি