Category Archives: মালদহ

Sugarcane Juice Seller: আখের রস বিক্রি করতে আর কষ্ট হবে না, সামান্য খরচে এই মেশিন বসালেই কেল্লাফতে

মালদহ: এই গরমে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি হতে দেখা যায়। তার চাহিদাও থাকে যথেষ্ট। কিন্তু আখের রস বের করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় দোকানদারদের। বাহুবল না থাকলে এই ব্যবসা করা বেশ কঠিন। কিন্তু এখন এমনই একটা দুর্দান্ত যন্ত্র চলে এসেছে যে বাহুবল ছাড়াই সহজে বার করে ফেলতে পারবেন আখের রস। এই যন্ত্র কিনতে খরচও হবে সামান্য।

আপনি যদি আখের রস বিক্রেতা হয়ে থাকেন তবে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। প্রচুর শক্তি দিয়ে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আর আখের রস বার করতে হবে না। এই নতুন মেশিন দিয়ে খুব সহজেই আখের রস বার করা যাচ্ছে। ইতিমধ্যে বাজারে বেশ কিছু আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন।‌আপনি হয়ত ভাবতে পারেন এই মেশিন বসাতে খরচ প্রচুর। কিন্তু একেবারেই তা নয়। খুব সামান্য খরচেই এই মেশিন যে কেউ কিনতে পারবেন। এমনকি এই মেসিন বহনযোগ্য। আপনি আপনার ঠেলাগাড়ি বা ভ্যানেই এই মেশিন বসাতে পারবেন।

আরও পড়ুন: অত্যধিক গরমে সুপারি চাষের ব্যাপক ক্ষতি

তবে আধুনিক এই মেশিন চালাতে প্রয়োজন পড়বে বিদ্যুতের। তবে খুব একটা বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না। সামান্য ভোল্টেজেই এই মেশিন আপনি চালাতে পারবেন। তাই অনেকে ইনভেটারের সাহায্যে চালাচ্ছেন আখের রস বার করার এই আধুনিক মেশিন। আখের রস বিক্রেতা মহম্মদ হাসানুল জামান বলেন, এই মেশিনের সাহায্যে আখের রস বার করতে শক্তির প্রয়োজন হচ্ছে না। অল্প সময়ে বেশি আখের রস বার করা যাবে। ব্যাটারির সাহায্যে চলছে এই মেশিন। সাধারণ মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধা রয়েছে। খরচ খুব সামান্য।

আখের রস বিক্রেতারা সহজেই নিজেদের ভ্যান বা ঠেলাগাড়িতে ব্যাটারি সমেত এই মেশিন বসাতে পারবেন। মালদহের বাজারে বেশ কয়েকজন আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন। তাঁরা বলছেন, এই মেশিন বসাতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। হাতে ঘোরানো মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধে রয়েছে। প্রথমত দৈহিক শক্তি খরচ না করে আখের রস বার করা যাচ্ছে। অল্প সময়ে অধিক পরিমাণে আখের রস বার করতে পারছেন বিক্রেতারা। ফলে বেশি পরিমাণে বিক্রিও করতে পারছেন। এই মেশিন খুব অল্প ভোল্টেজে চলছে। দুটি ব্যাটারি লাগালেই টানা একদিন চলবে এই মেশিন। এর ফলে প্রচন্ড গরমে আখের রস বিক্রি করতে গিয়ে আর কষ্টের মধ্যে পড়তে হবে না ব্যবসায়ীদের।

হরষিত সিংহ

Nilgai: কলাবাগানে উঁকি দিচ্ছে আজব প্রাণী! শোরগোল মালদহের গ্রামে

সাধারণত মালদহে নীলগাই দেখা যায় না। কোথা থেকে সেটা এই এলাকায় এল তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। নীলগাইটিকে সামনে দেখতে পেয়ে মোবাইল ক্যামেরায় ছবি তোলার হিড়িক পড়ে যায়।
সাধারণত মালদহে নীলগাই দেখা যায় না। কোথা থেকে সেটা এই এলাকায় এল তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। নীলগাইটিকে সামনে দেখতে পেয়ে মোবাইল ক্যামেরায় ছবি তোলার হিড়িক পড়ে যায়।
এলাকায় গত দুই দিন ধরে প্রাণীটির দেখা মিললেও এখনও কোন‌ও ক্ষতি করেনি‌। অনেকেই প্রাণীটিকে কলা পাতা খেতে দেখছেন। ঘোড়ার মত দেখতে হলেও আকারে অনেক ছোট প্রাণীটি।
এলাকায় গত দুইদিন ধরে প্রাণীটির দেখা মিললেও এখনও কোন‌ও ক্ষতি করেনি। অনেকেই প্রাণীটিকে কলা পাতা খেতে দেখেছেন। ঘোড়ার মত দেখতে হলেও আকারে অনেক ছোট প্রাণীটি।
গ্রামের একটি কলা বাগানে এই নীলগাইটি দেখতে পেয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা খবর দেন বন দফতরে। পরে বিচরণ করতে করতে নীলগাইটি অন্যত্র চলে যায় বলে দাবি গ্রামবাসীদের।
গ্রামের একটি কলা বাগানে এই নীলগাইটি দেখতে পেয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা খবর দেন বন দফতরে। পরে বিচরণ করতে করতে অন্যত্র চলে যায় বলে দাবি গ্রামবাসীদের।
অবাধ বিচরণ করতে থাকা এই প্রাণীটি আসলে একটি নীলগাই, এমনটাই জানিয়েছেন অভিজ্ঞরা। এই নীলগাইটি দেখতে বহু মানুষ ভিড় করছেন মালদহের ইংরেজবাজার থানার মিল্কি আনন্দমোহনপুর গ্রামে।
অবাধ বিচরণ করতে থাকা এই প্রাণীটি আসলে একটি নীলগাই, এমনটাই জানিয়েছেন অভিজ্ঞরা। এই নীলগাইটি দেখতে বহু মানুষ ভিড় করছেন মালদহের ইংরেজবাজার থানার মিল্কি আনন্দমোহনপুর গ্রামে।
মালদহ: কলাবাগানে ঘুরে বেড়াচ্ছে একটি অপরিচিত প্রাণী। গত দুইদিন ধরেই কলাবাগানে ভেতরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে প্রাণীটিকে। তাকে নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গ্রামে।
মালদহ: কলাবাগানে ঘুরে বেড়াচ্ছে একটি অপরিচিত প্রাণী। গত দুইদিন ধরেই কলাবাগানে ভেতরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে প্রাণীটিকে। তাকে নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গ্রামে।

Local Train News: টিকিট কাটার নিয়মে বিরাট বদল UTS অ্যাপে! লোকাল ট্রেনের ‌যাত্রীদের জন্য সুখবর দিল রেল

ট্রেনের সাধারণ যাত্রীদের জন্য টিকিট কাটা আরও সহজ করল রেল। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে দূরত্বের সীমাবদ্ধতা তুলে দিল পূর্ব রেল।‌এবার কে কোন কোণা থেকে আপনি ইউটিএস অনলাইন পদ্ধতিতে মোবাইলে টিকিট কাটতে পারবেন। (হরষিত সিংহ)
ট্রেনের সাধারণ যাত্রীদের জন্য টিকিট কাটা আরও সহজ করল রেল। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে দূরত্বের সীমাবদ্ধতা তুলে দিল পূর্ব রেল।‌এবার কে কোন কোণা থেকে আপনি ইউটিএস অনলাইন পদ্ধতিতে মোবাইলে টিকিট কাটতে পারবেন। (হরষিত সিংহ)
বাড়ি স্টেশন থেকে অনেক দূরে থাকলেও টিকিট কাটা নিয়ে আর কোন সমস্যা থাকল না। পূর্ব রেল সাধারণ যাত্রীদের জন্য সমাধান নিয়ে এসেছে। এখন, বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।
বাড়ি স্টেশন থেকে অনেক দূরে থাকলেও টিকিট কাটা নিয়ে আর কোন সমস্যা থাকল না। পূর্ব রেল সাধারণ যাত্রীদের জন্য সমাধান নিয়ে এসেছে। এখন, বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।
ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, ইউটিএস অন মোবাইল অ্যাপে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ট্রেনের সাধারণ টিকিট কাটার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন যাত্রীরা, যে কোন প্রান্ত থেকে সাধারণ ট্রেনের টিকিট কাটতে পারবেন ইউটিএস অ্যাপের মাধ্যমে। আগে ২০ কিলোমিটার সীমাবদ্ধতার মধ্যে এই টিকিট কাটা যেত। এতে করে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।
ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, ইউটিএস অন মোবাইল অ্যাপে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ট্রেনের সাধারণ টিকিট কাটার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন যাত্রীরা, যে কোন প্রান্ত থেকে সাধারণ ট্রেনের টিকিট কাটতে পারবেন ইউটিএস অ্যাপের মাধ্যমে। আগে ২০ কিলোমিটার সীমাবদ্ধতার মধ্যে এই টিকিট কাটা যেত। এতে করে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।
এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে।
এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে।
এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না৷ বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।
এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না৷ বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।

Litchi Cultivation: ‘ফলের রাজা’-কে কড়া টেক্কা! আমের ঘাটতি কি পূরণ করবে লিচু? রেকর্ড ফলনের সম্ভাবনা

মালদহ: ফলন ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। শুধুমাত্র এখন প্রয়োজন সঠিক পরিচর্যা। তবে এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে লিচুর। আমের ফলন না হলেও এবার মালদহের লিচুর ফলনে রেকর্ড ছড়াতে পারে। কারণ চলতি মরশুমে আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল।

তবে বর্তমানে মালদহ জেলা জুড়ে টানা গ্রীষ্মের দাবদাহ চলছে। এই সময় বাগানে লিচু পরিপূর্ণ হয়ে আসছে। এই সময় বৃষ্টিপাত না হলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি লিচুর বোটায় পোকার আক্রমণ পর্যন্ত হতে পারে। তাই লিচু পেকে যাওয়ার ঠিক আগে সঠিক পদ্ধতিতে লিচু গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এই সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে লিচু চাষিরা লাভবান হবেন। কি এই পরিচর্যা?জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এই সময় লিচু গাছের গোড়ায় জল দিতে হবে নিয়মিত। তাহলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বৃষ্টিপাতের অভাবে লিচুর বোটা কীট পতঙ্গের আক্রমণ হয় এই সময়। যদি কোনও বাগানে পোকার উপদ্রব বৃদ্ধি পায় তবে কৃষকদের এই সময় অনুখাদ্য প্রয়োগ করতে হবে বাগানে। সঙ্গে নিম তেল প্রয়োগ করলে বাগানের পক্ষে খুবই ভাল। উদ্যান ফলন দফতরের আধিকারিক সামন্ত বলেন, এই বছর রেকর্ড পালনের সম্ভাবনা রয়েছে। আর প্রায় দুই সপ্তাহ পর লিচু পাকতে শুরু করবে। এই সময় গাছের পরিচর্যা প্রয়োজন।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহ জেলায় প্রায় ১৫৩৩ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এই মরশুমে। জেলার কালিয়াচক তিনটি ব্লকের সবচেয়ে বেশি লিচু চাষ হয়ে থাকে। এছাড়াও রতুয়া, মানিকচক ও ইংরেজবাজার ব্লকে লিচু চাষ হয়। গত বছর মালদহ জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার মেট্রিক টন। এই বছর আবহাওয়া অনুকুল রয়েছে লিচু চাষের পক্ষে। তাই এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। তবে সমস্তটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। প্রাকৃতিক বিপর্যয় হলে আবার ক্ষতি হতে পারে লিচু চাষের।

হরষিত সিংহ

Mango Cultivation: আম কোথায়! বাগানে বাগানে শুধুই হতাশা…চাষি থেকে খাদ্য রসিক মাথায় হাত সবার

মালদহ: আমের ক্ষেত্রে এমনিতেই বলা হয়, এক বছর ফলন ভাল হলে পরের বছর তা কমবেই। গত বছর মালদহের প্রতিটি আমবাগান উপচে পড়েছিল ফলে। কিন্তু এ বছর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় কৃষকরা। অধিকাংশ গাছেই নতুন পাতা ধরেছে। বাগানে নেই আম। যেটুকু আম হয়েছিল প্রচন্ড দাবদাহে তাও ঝরে পড়ে গিয়েছে।‌

এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, এবার হয়ত মালদহের আম সস্তায় মিলবে না। গত বছরের তুলনায় এবছর ৫০ শতাংশের কম আমের ফলন হবে বলে আশঙ্কা। এখন থেকেই মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের। কারণ আগে থেকেই আম বাগানের লিজ নেওয়া রয়েছে। আমের পর্যাপ্ত ফলন না হলে লোকসানের মুখে পড়তে হবে।

মালদহ ম্যাংগো মার্চেন্টের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় এই বছর আমের ফলন অনেক কম হবে। আমের দাম বৃদ্ধি পেলেও ব্যবসায়ী ও আম চাষিরা লোকসানের মুখে পড়বেন। কারণ ফলন কম হচ্ছে।

আরও পড়ুন: গরমে পানীয় জল নিয়ে নাজেহাল, হতাশায় হাল ছেড়েছেন পঞ্চায়েত সদস্য

মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার খামখেয়ালির কারণে চলতি মরশুমে মালদহের আমের ফলনে ঘাটতি হয়েছে। মরশুমের প্রথম থেকেই আবহাওয়া আমের পক্ষে অনুকূল ছিল না। এই বছর শীত অনেক দেরিতে বিদায় নিয়েছে। আমের মুকুল আসতে দেরি হয়েছে। পরবর্তীতে টানা খরার জন্য অধিকাংশ আম গাছের শুকিয়ে গিয়েছে। বৃষ্টির অভাবে আমের বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ বাগানের আমে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কারণের জন্য এই বছর আমের ফলনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

জেলার আম ব্যবসায়ীরা বলছেন, বাগানগুলিতে যে পরিমাণে আম রয়েছে তাতে গত বছরের তুলনায় এই বছর প্রায় অর্ধেক ফলন হবে। ব্যবসায়ীদের অনুমান এই বছর মালদহে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আমের ফলন হতে পারে। উদ্যানপালন দফতরের তথ্য অনুযায়ী, চলতি মরশুমে প্রায় ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন আমের ফলন হতে পারে। গতবছর মালদহে আমের ফলন হয়েছিল ৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন। সেই তুলনায় এই মরশুমে অনেক কম ফলন হবে। যার ফলে আমের দাম এবার ব্যাপক বৃদ্ধি পাবে। ফলে হতাশ হতে হবে আম প্রেমিকদেরও।

হরষিত সিংহ

Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

মালদহ: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার ব্রাউন সুগার। সঙ্গে বাড়িতেই ছিল টাকা গোনার মেশিন। হানা দিয়ে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তুমুল শোরগোল মালদহ জুড়ে।

নির্বাচনের সময় মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাড়িতে বসেই মাদক পাচারের কার্যকলাপ চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক সহ নগদ টাকা।

আরও পড়ুন: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

রাতে সমীর‌ শেখের বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগারের চোরাই বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। পুলিশের অনুমান, গোপনে ওই বাড়িতে মাদক পাচার চক্রের বড়সড় আখড়া গড়ে উঠেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন মালদহ জেলা আদালতের পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। মালদহের এসপি প্রদীপ কুমার যাদব বলেন, মাদক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হরষিত সিংহ

Crorepati Lottery Result: মাত্র ১২০ টাকাতেই কোটিপতি মালদহের রাজমিস্ত্রি! তার পরই যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে

মালদহ: এক কোটির লটারি পেতেই পুলিশ ফাঁড়িতে দৌড়ে হাজির হলেন রাজমিস্ত্রি। পুলিশের কাছে জমা দিলেন লাকি নম্বরের ডিয়ার লটারির টিকিট। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া এলাকায়।

লটারির টিকিট মেলানোর পরেই স্থানীয় মিলকি পুলিশ ফাঁড়িতে হাজির হন ওই রাজমিস্ত্রি। মঙ্গলবার মাত্র ১২০ টাকায় টিকিট কেটেছিলেন পেশায় রাজমিস্ত্রি নিমাই সরকার। তিনি নিয়মিত টিকিট কাটেন না। মাঝেমধ্যে ইচ্ছে হলে লটারির টিকিট কাটেন। এদিন দুপুরে ১২০ টাকার লটারি কেটেছিলেন। টিকিট মেলাতেই চক্ষু চড়কগাছ হয় রাজমিস্ত্রির।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

কারণ, রাতারাতি তিনি কোটিপতি হয়ে যান। লটারি বিজেতা নিমাই সরকার বলেন, ‘মাঝেমধ্যে লটারি টিকিট কাটি। এদিন ১২০ টাকার লটারি কেটেছিলাম। পরে মিলিয়ে দেখি সেই লটারিতে এক কোটি টাকার প্রাইজ লেগেছে। আমি পুলিশ ফাঁড়িতে আসি। এই টাকা দিয়ে আমি আমার সংসারের বিভিন্ন কাজ করব। ছেলেমেয়েদের পড়াশোনা করাব।’

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ নিয়মিত করতে হয়। পরিবারে রয়েছে স্ত্রী-সহ দুই মেয়ে ও এক ছেলে। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার। লটারির টাকাতে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি সংসারের অন্যান্য কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে।

সেই টাকায় নিজের ও পরিবারের স্বপ্নপূরণের ইচ্ছে রয়েছে। তাই সেই টিকিট যেন কেউ নিতে না পারে তাই খবর পেয়ে সটান লটারি নিয়ে মিল্কি ফাঁড়ির দারস্থ হয়েছেন ওই ব্যাক্তি। তবে তাঁর স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন ১ কোটি টাকা পাবেন। অবশেষে প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার-সহ তাঁর পরিবার।

হরষিত সিংহ

IMD Weather Update: হুহু করে বাড়ছে তাপমাত্রা! গৌড়বঙ্গের তাপমাত্রা ছোঁবে ৪০-এর কাছে, দেখে নিন লেটেস্ট আপডেট

তবে আগামী দুই দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কিছুটা নামবে।
তবে আগামী দুই দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে।বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কিছুটা নামবে।
মালদহ: ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। ফের গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরমের দাবদাহ শুরু। আগামীতে এই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই।
মালদহ: ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। ফের গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরমের দাবদাহ শুরু। আগামীতে এই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির তেমন পূর্বভাস নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত না হলে আগামী কয়েকদিন হাঁসফাঁস গরম পড়বে। আগামী ১৯ মে পর্যন্ত তীব্র গরমের দাবদাহ থাকবে। সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা হবে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত না হলে আগামী কয়েকদিন হাঁসফাঁস গরম পড়বে। আগামী ১৯ মে পর্যন্ত তীব্র গরমের দাবদাহ থাকবে। সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা হবে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী ২০ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। সেই সময় বৃষ্টি হলে তাপমাত্রার পারদ হয়তো কিছুটা কমবে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাবে।
ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী ২০ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। সেই সময় বৃষ্টি হলে তাপমাত্রার পারদ হয়তো কিছুটা কমবে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Malda News: কাকভোরে গৌড়বঙ্গের রাজপথে গম্ভীরা নাচের প্রাচীন উৎসবে সাজো সাজো রব

হরষিত সিংহ, মালদহ: হঠাৎ শহরের রাস্তায় নৃত্যে মেতে উঠলেন চামুণ্ডা, মশানকালী এবং নরসিংহ। কাকভোরে ঘুম থেকে উঠেই মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, বাতাসা ছিটিয়ে দিচ্ছেন রাস্তায়। রাস্তার দু’ ধারে প্রতিটি বাড়িতেই মহিলারা দরজায় দাঁড়িয়ে ধূপের ধোঁয়া থেকে ধূপকাঠি জ্বালিয়ে আরাধনা করছেন। হাতজোড় করে প্রণাম করছেন দেবী চামুণ্ডাকে। ভোর হলেও অগণিত ভক্তের সমাগম পুরাতন মালদহ শহরের রাস্তায়।

ভোর থেকে সকাল পর্যন্ত চলে চামুণ্ডাকালী-সহ বিভিন্ন দেবদেবীর নৃত্য। যা দেখতে ভিড় করেন বহু মানুষ। এই বছর প্রথম নয়, প্রতি বছর এই রীতি পালিত হয়ে আসছে পুরাতন মালদহ শহরে। গম্ভীরা শিল্পী পার্থ বসাক বলেন, ‘‘বাপ ঠাকুরদার কাছে এই নৃত্য শিখেছি। সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই মুখোশনাচ করে থাকি। বর্তমান প্রজন্মকে শেখানোর চেষ্টা করছি।’’

এদিন ছিল পুরাতন মালদহের গম্ভীরার ছোট তামাশা। প্রাচীন রীতি মেনে আজও ছোট তামাশা উপলক্ষে পুরাতন মালদহের চামুণ্ডা মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন দেবদেবীর নৃত্য দেখা যায়। অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মুখোশ পরে নাচ করতে দেখা যায় গম্ভীরা শিল্পীদের। এদিন দিনভর চলবে পুরাতন মালদহের বিভিন্ন প্রান্তে ছোট তামশার মুখোশ নৃত্য।

আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠে সহজ কিছু নিয়ম মানুন! গরমেও কমবে হাই ব্লাড প্রেশার! দূরে থাকবে হার্টের অসুখ

মালদহের প্রাচীন ঐতিহ্য গম্ভীরা। পুরাতন মালদহের সব্বরী এলাকায় প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে এই গম্ভীরা উৎসব। এখানে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় গম্ভীরা। প্রথম দিন ঘট ভরা, দ্বিতীয় দিন কাটা নৃত্য, তৃতীয় দিন ছোট তামশা, চতুর্থ দিন বড় তামশা। মন্দিরের পুরোহিত বাবাই বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রায় ৩০০ বছর ধরে এই গম্ভীরা উৎসব হয়ে আসছে। চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় গম্ভীরা উৎসব। মা চামুণ্ডা কালীর পুজো হয়। বহু ভক্ত এখানে আছেন মনস্কামনা করেন। মনস্কামনা পূরণ হলে বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে।’’

Two Friends Drown: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু…তারপর শুধুই কান্না!

মালদহ: তীব্র গরমের দুপুরে একটু স্বস্তির খোঁজে দুই বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু তাতেই ঘটল সর্বনাশ। নদীতে সাঁতার কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেল দুই বন্ধু। বিষয়টি লক্ষ্য করেন সেই সময় নদীর পাড়ে উপস্থিত অনান্যরা। ঘটনাটি ইংরেজবাজারের।

দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। নদীর দুই তীরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অবশেষে স্থানীয়রা নদী থেকে এক বন্ধুর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু নবকুমার মণ্ডলের সন্ধান এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রযুক্তি দূর করবে চিতাবাঘের আতঙ্ক! উত্তরের চা বাগানে নতুন ঘটনা

এই ঘটনার কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকেরই পরিবার। সোমবার দুপুর নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটে। ওই দুই যুবকেরই বাড়ি কালিয়াচক থানার রামনগর গ্রামে বলে জানা গিয়েছে। হঠাৎ দুই তরতাজা যুবকের এমন পরিণতিতে ভীত বাকিরা। প্রত্যক্ষদর্শীদের মতে সাবধানতার অভাবেই এই অবস্থা ঘটেছে। অপর নিখোঁজ যুবকের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে।

হরষিত সিংহ