Tag Archives: Cyclone Dana

‘Dana’ Control Room Number: মধ্যরাতেই ঝাঁপাবে ঘূর্ণিঝড়! বাংলা জুড়ে ‘দানা’ সতর্কতা, নবান্নে চালু হল কন্ট্রোল রুম, শিগগিরই নোট করুন নম্বর

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় 'দানা'। বাংলা ও ওড়িশায় প্রলয়-দুর্যোগের অশনি সঙ্কেত। অতি শক্তিশালী সাইক্লোন 'দানা'র আশঙ্কায় প্রহর গুনছে বাংলা ও ওড়িশা। বাংলার ৯ জেলায় অতি সতর্কতা জারি। বড় দুর্যোগের ভয়ে কাঁটা মানুষ।
ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘দানা’। বাংলা ও ওড়িশায় প্রলয়-দুর্যোগের অশনি সঙ্কেত। অতি শক্তিশালী সাইক্লোন ‘দানা’র আশঙ্কায় প্রহর গুনছে বাংলা ও ওড়িশা। বাংলার ৯ জেলায় অতি সতর্কতা জারি। বড় দুর্যোগের ভয়ে কাঁটা মানুষ।
জেলায় জেলায় চলছে উদ্ধার কাজ। প্রায় গভীর রাতে ল্যান্ডফলের আগেই অতি সতর্কতামূলক এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে জোরকদমে।
জেলায় জেলায় চলছে উদ্ধার কাজ। প্রায় গভীর রাতে ল্যান্ডফলের আগেই অতি সতর্কতামূলক এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে জোরকদমে।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সাংবাদিক বৈঠক করে নবান্নের কন্ট্রোল রুম-সহ একাধিক বিষয়ে রাজ্যবাসীর সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সাংবাদিক বৈঠক করে নবান্নের কন্ট্রোল রুম-সহ একাধিক বিষয়ে রাজ্যবাসীর সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর মন্তব্য, "মানুষের জীবন দামি। নবান্নতে আমি আজ রাতে থাকব। লক্ষ্য রাখবো আমি নিজের ঘর থেকেই।" তিনি একইসঙ্গে জানান, ইতিমধ্যেই সব হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর মন্তব্য, “মানুষের জীবন দামি। নবান্নতে আমি আজ রাতে থাকব। লক্ষ্য রাখবো আমি নিজের ঘর থেকেই।” তিনি একইসঙ্গে জানান, ইতিমধ্যেই সব হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে।
নবান্নের হেল্পলাইন নম্বর জানিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। এই হেল্পলাইন নম্বরটি হল : ০৩৩২২১৪৩৫২৬ ও ১০৭০ এছাড়াও আরও ২০টি লাইন চালু করা হয়েছে। বিভিন্ন জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে কাজ করবে এই ২০ টি লাইন।
নবান্নের হেল্পলাইন নম্বর জানিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। এই হেল্পলাইন নম্বরটি হল : ০৩৩২২১৪৩৫২৬ ও ১০৭০ এছাড়াও আরও ২০টি লাইন চালু করা হয়েছে। বিভিন্ন জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে কাজ করবে এই ২০ টি লাইন।
জনসাধারণের জন্য মমতার বার্তা "কেউ 'প্যানিক করবেন না, সতর্ক থাকুন।" মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে আজ বৃহস্পতিবার রাতে নিজের জেলায় জেলায় অফিসিয়ালি সিস্টেম তৈরি করে নজরদারি রাখতে। আগাম সতর্কতা হিসেবে কাজ করতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
জনসাধারণের জন্য মমতার বার্তা “কেউ ‘প্যানিক করবেন না, সতর্ক থাকুন।” মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে আজ বৃহস্পতিবার রাতে নিজের জেলায় জেলায় অফিসিয়ালি সিস্টেম তৈরি করে নজরদারি রাখতে। আগাম সতর্কতা হিসেবে কাজ করতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
উদ্ধার কাজের লেটেস্ট আপডেট দিয়ে মমতা বলেন, "আমরা উদ্ধার কাজের জন্য ৩৫৬৯৪১ জনকে চিহ্নিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত যাঁরা সম্মতি দিয়ে ক্যাম্পে এসেছেন তাঁদের সংখ্যা ১, ৫৯৮৩৭ জন।
উদ্ধার কাজের লেটেস্ট আপডেট দিয়ে মমতা বলেন, “আমরা উদ্ধার কাজের জন্য ৩৫৬৯৪১ জনকে চিহ্নিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত যাঁরা সম্মতি দিয়ে ক্যাম্পে এসেছেন তাঁদের সংখ্যা ১, ৫৯৮৩৭ জন।
মুখ্যমন্ত্রী বলেন, "৮৫১ টি ক্যাম্প চালাচ্ছি। রিলিফ ক্যাম্পে ৮৩৫৮৩ জন আছে। সুনামি হওয়ার পর আমরা অনেকগুলি রিলিফ সেন্টার করে দিয়েছিলাম। সবাই ২৪ দিন ব্যাপী ছিলেন সেখানে।"
মুখ্যমন্ত্রী বলেন, “৮৫১ টি ক্যাম্প চালাচ্ছি। রিলিফ ক্যাম্পে ৮৩৫৮৩ জন আছে। সুনামি হওয়ার পর আমরা অনেকগুলি রিলিফ সেন্টার করে দিয়েছিলাম। সবাই ২৪ দিন ব্যাপী ছিলেন সেখানে।”

Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! ‘দানা’-র আগে সুন্দরবনে এলেন ‘তিনি’

দক্ষিণ ২৪ পরগনা: ‘ঝড়ের আগে কান্তি আসে’। এ শুধু কোনও প্রবাদ নয়। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের আগে সুন্দরবনবাসীর কাছে এই কথা ধ্রুব সত্যি। এবারও তিনি আসলেন ঝড়ের আগেই। এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে কাপছে সুন্দরবন। ঝড় আসার আগে এসে নদীবেষ্টিত এলাকায় ঘুরলেন তিনি। কখনও বাইকে চেপে, কখনো আবার পায়ে হেঁটে পৌঁছে গেলেন বিভিন্ন এলাকায়।

বিপদে কাছের বন্ধুকে কাছে পেয়ে হাসি ফুটেছে অনেকের মুখে। পূর্বের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষজনকে সচেতন করেন তিনি। কান্তি গঙ্গোপাধ্যায় সকলকে ঝড় নিয়ে সচেতন করেন। তিনি জানান, আগে আয়লা ঝড় এসেছিল এরকম রাতে। সেবার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারেও ঝড় আসছে রাতে তাই সকলকে সচেতন থাকতে হবে, বিপদমুক্ত থাকতে হবে।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন মাছ লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হতে পারে? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ

ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাতের মধ্যে আছড়ে পড়বে উপকূল এলাকায়। প্রশাসনও সতর্ক রয়েছে সেজন্য। কান্তি গঙ্গোপাধ্যায় নিজের মত করে একটি ক্যাম্প খুলেছেন। খুব অসুবিধা হলে সেখানে যেতে বলেছেন সকলকে। কথা বলেছেন মাঝিদের সঙ্গেও। এবার তাঁর সঙ্গে দেখা গিয়েছে অনেককেই। বিভিন্ন নদীর ঘাটে গিয়ে স্থানীয়দের ঝড় নিয়ে সচেতন কেরেছেন তিনি।

নবাব মল্লিক

Cyclone Dana Updates: ধেয়ে আসছে ‘দানা’! এখন অবস্থান কোথায়? কত দ্রুত এগোচ্ছে? দেখে নিন নিজের ফোনেই, জানুন বিশদে

শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঝড়ের সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি বলে জানানো হয়েছে ৷
শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঝড়ের সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি বলে জানানো হয়েছে ৷
সকাল থেকেই কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি চলছে ঝাড়গ্রামে। ঘন কালো মেঘে ঢেকেছে ঝাড়গ্রাম। যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাসের দাপট বাড়ছে। ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু ওড়িশার একাংশ ঝাড়গ্রাম সীমান্তের সঙ্গে লাগোয়া। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। জেনে নিন কী সেই অ্যাপগুলি
সকাল থেকেই কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি চলছে ঝাড়গ্রামে। ঘন কালো মেঘে ঢেকেছে ঝাড়গ্রাম। যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাসের দাপট বাড়ছে। ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু ওড়িশার একাংশ ঝাড়গ্রাম সীমান্তের সঙ্গে লাগোয়া। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। জেনে নিন কী সেই অ্যাপগুলি
Windy - এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’
Windy – এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’
Accuweather - এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
Accuweather – এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
cyclocane.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় ‘দানা’-র অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ‘দানা’-র গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘cyclone Dana’ লিঙ্কটিতে ক্লিক করুন।
cyclocane.com – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় ‘দানা’-র অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ‘দানা’-র গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘cyclone Dana’ লিঙ্কটিতে ক্লিক করুন।
Hurricanezone.org - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। Hurricanezone.org থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়। সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
Hurricanezone.org – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। Hurricanezone.org থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়। সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
mausam.imd.gov.in - এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ‘দানা’-র অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ‘দানা’সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।
mausam.imd.gov.in – এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ‘দানা’-র অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ‘দানা’সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।

Cyclone Dana Updates: ‘দানা’-র প্রভাবে একী অবস্থা দিঘার! নদী ও সমুদ্র বাঁধ নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ, পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন

দিঘা: সময় যত বাড়ছে ততই আবহাওয়ার পরিস্থিতি অবনতির দিকে। বাড়ছে হাওয়ার গতিবেগ। উত্তাল হয়ে উঠছে নদী ও সমুদ্র। জেলা জুড়ে নদী ও সমুদ্র বাঁধ নিয়ে বাড়তি তৎপরতা জেলা প্রশাসনের। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড় আঘাত আনবে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উপকূলে।
দিঘা: সময় যত বাড়ছে ততই আবহাওয়ার পরিস্থিতি অবনতির দিকে। বাড়ছে হাওয়ার গতিবেগ। উত্তাল হয়ে উঠছে নদী ও সমুদ্র। জেলা জুড়ে নদী ও সমুদ্র বাঁধ নিয়ে বাড়তি তৎপরতা জেলা প্রশাসনের। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড় আঘাত আনবে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উপকূলে।
ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলে আঘাত আনলেও এর প্রভাব সবথেকে বেশি পড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার ভোরের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়বে উপকূলে। আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘন্টায় ১২০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলে আঘাত আনলেও এর প্রভাব সবথেকে বেশি পড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার ভোরের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়বে উপকূলে। আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘন্টায় ১২০ কিলোমিটার।
এই ঘূর্ণিঝড় ওড়িশার ধামরা ও ভিতরকণিকার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ওড়িশায় আছড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলায় এর প্রভাব থাকবে। উপকূলবর্তী এই জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।
এই ঘূর্ণিঝড় ওড়িশার ধামরা ও ভিতরকণিকার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ওড়িশায় আছড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলায় এর প্রভাব থাকবে। উপকূলবর্তী এই জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।
ইতিমধ্যেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, বইছে দমকা ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। নদী ও সমুদ্র বাঁধ নিয়ে তৎপরতা লক্ষ্য করা গেল প্রশাসনের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র ও নদী বাঁধ মিলিয়ে এই মুহূর্তে চারটি জায়গা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। রামনগর এক ব্লকের একটি সমুদ্র বাঁধ। নন্দীগ্রামের একটি নদী বাঁধ। সুতাহাটায় হুগলি নদীর বাঁধ। এবং মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় রূপনারানের বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে।
ইতিমধ্যেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, বইছে দমকা ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। নদী ও সমুদ্র বাঁধ নিয়ে তৎপরতা লক্ষ্য করা গেল প্রশাসনের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র ও নদী বাঁধ মিলিয়ে এই মুহূর্তে চারটি জায়গা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। রামনগর এক ব্লকের একটি সমুদ্র বাঁধ। নন্দীগ্রামের একটি নদী বাঁধ। সুতাহাটায় হুগলি নদীর বাঁধ। এবং মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় রূপনারানের বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে।
ক্ষতিগ্রস্ত বাঁধগুলিতে প্রশাসনের পক্ষ থেকে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে জল না প্রবেশ করতে পারে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত না বাঁধগুলিতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনও দিকে ক্ষতিগ্রস্ত বাঁধগুলি নিয়ে ঘুম উড়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনদের, 'রূপনারায়ণের তীরবর্তী বাড় অমৃতবেড়িয়া ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে এলাকাবাসী জানান, দু'মাস আগে কোটালের রূপনারায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় প্রাথমিকভাবে মেরামতি করা হয়েছিল। কিন্তু পুরোপুরি কাজ হয়নি।
ক্ষতিগ্রস্ত বাঁধগুলিতে প্রশাসনের পক্ষ থেকে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে জল না প্রবেশ করতে পারে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত না বাঁধগুলিতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনও দিকে ক্ষতিগ্রস্ত বাঁধগুলি নিয়ে ঘুম উড়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনদের, ‘রূপনারায়ণের তীরবর্তী বাড় অমৃতবেড়িয়া ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে এলাকাবাসী জানান, দু’মাস আগে কোটালের রূপনারায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় প্রাথমিকভাবে মেরামতি করা হয়েছিল। কিন্তু পুরোপুরি কাজ হয়নি।
সময় যত গড়াচ্ছে দানার প্রভাব আরও ভালোভাবে পড়তে শুরু করেছে জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উপকূলবর্তী জনজীবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তৎপর। উপকূলবর্তী এলাকায় চলছে লাগাতার মাইকিং। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে আশ্রয় শিবিরে। উত্তাল সমুদ্র রীতিমত আঁতকে ওঠার মত। সব মিলিয়ে দানার দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী অঞ্চলে সজাগ দৃষ্টি প্রশাসনের। (প্রতিবেদন- সৈকত শী)
সময় যত গড়াচ্ছে দানার প্রভাব আরও ভালোভাবে পড়তে শুরু করেছে জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উপকূলবর্তী জনজীবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তৎপর। উপকূলবর্তী এলাকায় চলছে লাগাতার মাইকিং। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে আশ্রয় শিবিরে। উত্তাল সমুদ্র রীতিমত আঁতকে ওঠার মত। সব মিলিয়ে দানার দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী অঞ্চলে সজাগ দৃষ্টি প্রশাসনের। (প্রতিবেদন- সৈকত শী)

Cyclone Dana: উত্তাল নদী, নড়বড়ে এ নদী বাঁধ! দানার আতঙ্কে কাঁটা সুন্দরবনের মানুষ

দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্র। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় জলস্ফীতি দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের আতঙ্ক আতঙ্কিত এলাকাবাসীরা। ঘূর্ণিঝড়ের কারণে জেলা জুড়ে জারী করা হয়েছে লাল সতর্কতা।

আরও পড়ুন: ক্রমশ এগোচ্ছে তীব্র শক্তিশালী ‘দানা’! ঘূর্নিঝড় আসার আগেই অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা…

দক্ষিণ ২৪ পরগনার সমস্ত উপকূল তীরবর্তী এলাকায় জারী করা হয়েছে সতর্কতা।হুগলি নদী, এছাড়া হাতানিয়া – দোহানিয়া, চিনাই নদী ,গোসাবার বিভিন্ন নদী এছাড়াও,পাথর প্রতিমার রায়মঙ্গল থেকে শুরু করে একাধিক উপকূল তীরবর্তী এলাকায় জারিকরা হয়েছে সতর্কতা ।ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে নদী উত্তাল। নদী উত্তাল থাকার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার তীরবর্তী এলাকার যে সকল ফেরী পরিষেবা রয়েছে সে সকল ফেরী পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: পাতে পড়বে না ইলিশ? ‘দানা’র দাপটে বিপদে রুপোলি শস‍্য! ঘূর্ণিঝড়ে বড় আশঙ্কা

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধ গুলির ওপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তিক এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীদের।

সুমন সাহা

Cyclone dana updates: হানা দিতে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, বিপদে পড়লে কীভাবে পাবেন সাহায্য? প্রশাসনের বিশেষ ব্যবস্থা

আসছে সুপার সাইক্লোন। ইতিমধ্যেই 'দানা'র প্রভাব শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জেলা পুরুলিয়াতেও রয়েছে সতর্কতা জারি। পুরুলিয়া জেলাতে দানার কতখানি প্রভাব পড়বে সে বিষয়ে আশঙ্কায় রয়েছে জেলা প্রশাসন।
আসছে সুপার সাইক্লোন। ইতিমধ্যেই ‘দানা’র প্রভাব শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জেলা পুরুলিয়াতেও রয়েছে সতর্কতা জারি। পুরুলিয়া জেলাতে দানার কতখানি প্রভাব পড়বে সে বিষয়ে আশঙ্কায় রয়েছে জেলা প্রশাসন।
ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রে খবর জেলা পুরুলিয়াতে সতর্কতা জারি করা হয়েছে। জেলাবাসী যাতে কোনও রকম সমস্যা সম্মুখীন না হয় তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সতর্কতামূলক ব্যবস্থায় কোনরকম খামতি থাকছে না প্রশাসনিকভাবে। ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর এই তিন দিন লাগাতার তিন শিফটে ৭২ ঘন্টা ধরে স্পেশাল কন্ট্রোল রুম খুলে রাখছে বিদ্যুৎ দফতর।
ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রে খবর জেলা পুরুলিয়াতে সতর্কতা জারি করা হয়েছে। জেলাবাসী যাতে কোনও রকম সমস্যা সম্মুখীন না হয় তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সতর্কতামূলক ব্যবস্থায় কোনরকম খামতি থাকছে না প্রশাসনিকভাবে। ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর এই তিন দিন লাগাতার তিন শিফটে ৭২ ঘন্টা ধরে স্পেশাল কন্ট্রোল রুম খুলে রাখছে বিদ্যুৎ দফতর।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ে খুলেছে কন্ট্রোল রুম। মানুষের সুবিধার্থে দেওয়া হয়েছে ফোন নম্বরও। যে কোনও সময় এই ফোন নং ৮৯০০৭৯৯৪২৬ - এ যোগাযোগ করা যাবে। ‌ এছাড়াও আরও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ে খুলেছে কন্ট্রোল রুম। মানুষের সুবিধার্থে দেওয়া হয়েছে ফোন নম্বরও। যে কোনও সময় এই ফোন নং ৮৯০০৭৯৯৪২৬ – এ যোগাযোগ করা যাবে। ‌ এছাড়াও আরও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জেলা জুড়ে একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি বিভিন্ন দফতেরর কন্ট্রোল রুম করা হয়েছে। সাব ডিভিশন গুলিতে ও ব্লক স্তরেও কন্ট্রোল রুম থাকছে। তিনটি ব্লক মিলিয়ে প্রায় ৫ হাজার জনকে ত্রাণ শিবিরে রাখা যাবে এমন বন্দোবস্ত করা হয়েছে। জেলা প্রত্যেকটি ব্লক, মহকুমায় একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করেছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জেলা জুড়ে একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি বিভিন্ন দফতেরর কন্ট্রোল রুম করা হয়েছে। সাব ডিভিশন গুলিতে ও ব্লক স্তরেও কন্ট্রোল রুম থাকছে। তিনটি ব্লক মিলিয়ে প্রায় ৫ হাজার জনকে ত্রাণ শিবিরে রাখা যাবে এমন বন্দোবস্ত করা হয়েছে। জেলা প্রত্যেকটি ব্লক, মহকুমায় একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করেছে প্রশাসন।
সেই সঙ্গে বিভিন্ন দফতরেরও আলাদা করে একটি কন্ট্রোল রুম রয়েছে।বৃহস্পতি, শুক্র, শনি এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও জেলার প্রত্যেকটি ব্লক হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে ব্লকে পর্যাপ্ত ত্রিপল ও জামা কাপড় রাখা থাকছে।‌ দানার দাপটে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।
সেই সঙ্গে বিভিন্ন দফতরেরও আলাদা করে একটি কন্ট্রোল রুম রয়েছে।বৃহস্পতি, শুক্র, শনি এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও জেলার প্রত্যেকটি ব্লক হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে ব্লকে পর্যাপ্ত ত্রিপল ও জামা কাপড় রাখা থাকছে।‌ দানার দাপটে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।
দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। সুপার সাইক্লোন ডানার কারণে আদ্রা দিয়ে যাতায়াত করা প্রায় ২১ টি ট্রেন বাতিল থাকছে। ২৩ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার আদ্র ডিভিশনের এই সিদ্ধান্ত।
দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। সুপার সাইক্লোন ডানার কারণে আদ্রা দিয়ে যাতায়াত করা প্রায় ২১ টি ট্রেন বাতিল থাকছে। ২৩ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার আদ্র ডিভিশনের এই সিদ্ধান্ত।
দানার প্রভাব পড়ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারিভাবে । 'দানা'র সঙ্গে মোকাবিলা করতে সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। (প্রতিবেদন- শর্মিষ্ঠা ব্যানার্জি)
দানার প্রভাব পড়ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারিভাবে । ‘দানা’র সঙ্গে মোকাবিলা করতে সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। (প্রতিবেদন- শর্মিষ্ঠা ব্যানার্জি)

Digha: তেড়ে আসছে দানবীয় ‘দানা’! তীব্র শক্তিশালী ঘূর্নিঝড়ের আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটল দিঘায়, যা করল পর্যটকরা…শুনলে ভয়ে কাঁপবেন

সময় যত গড়াচ্ছে 'দানা'র প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দিঘা-সহ জেলার সবকটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে আগাম সর্তকতা মূলক পদক্ষেপ হিসাবে পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেয়।
সময় যত গড়াচ্ছে ‘দানা’র প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দিঘা-সহ জেলার সবকটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে আগাম সর্তকতা মূলক পদক্ষেপ হিসাবে পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেয়।
মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকের দেখা না মিললেও দিঘায় ভাল পরিমাণ পর্যটক রয়ে গিয়েছে। আর তাতেই ঘুম উড়েছে প্রশাসনের। পর্যটকদের সমুদ্র সৈকতের ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু পর্যটকদের বেপরোয়া মনোভাব। এবার দিঘা সমুদ্র সৈকতে পড়ল বাঁশের বেড়া।
মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকের দেখা না মিললেও দিঘায় ভাল পরিমাণ পর্যটক রয়ে গিয়েছে। আর তাতেই ঘুম উড়েছে প্রশাসনের। পর্যটকদের সমুদ্র সৈকতের ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু পর্যটকদের বেপরোয়া মনোভাব। এবার দিঘা সমুদ্র সৈকতে পড়ল বাঁশের বেড়া।
বুধবার সন্ধের পর দিঘার সৈকত সরণিতে বহু পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। পর্যটকের একাংশের দাবি আবহাওয়া এখনও সেভাবে খারাপ হয়নি তাই তারা হোটেল খালি করে বাড়ি ফিরে যায়নি। আবার কোনও কোনও পর্যটকদের মত ঘূর্ণিঝড়ে দিঘার এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য দিঘায় এসেছেন।
বুধবার সন্ধের পর দিঘার সৈকত সরণিতে বহু পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। পর্যটকের একাংশের দাবি আবহাওয়া এখনও সেভাবে খারাপ হয়নি তাই তারা হোটেল খালি করে বাড়ি ফিরে যায়নি। আবার কোনও কোনও পর্যটকদের মত ঘূর্ণিঝড়ে দিঘার এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য দিঘায় এসেছেন।
বুধবার সন্ধ্যের পর এবং বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই সৈকত সরণীতে পর্যটকদের ঘুরে বেড়াতে লক্ষ্য করা যায়। দিঘায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ শুধু নয়, কার্যত প্রশাসন পর্যটকদের কাছে কাতর আবেদন জানিয়েছে হোটেল খালি করে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তারপরেও পর্যটকেরা হোটেল খালি করেনি। অথচ তাদের বেপরোয়া মনোভাব চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।
বুধবার সন্ধ্যের পর এবং বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই সৈকত সরণীতে পর্যটকদের ঘুরে বেড়াতে লক্ষ্য করা যায়। দিঘায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ শুধু নয়, কার্যত প্রশাসন পর্যটকদের কাছে কাতর আবেদন জানিয়েছে হোটেল খালি করে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তারপরেও পর্যটকেরা হোটেল খালি করেনি। অথচ তাদের বেপরোয়া মনোভাব চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে দিঘাতে, পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এমনকি সমুদ্র পাড়েও যাতে পর্যটকেরা না আসেন সে ক্ষেত্রে NDRF টিম তৎপর।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে দিঘাতে, পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এমনকি সমুদ্র পাড়েও যাতে পর্যটকেরা না আসেন সে ক্ষেত্রে NDRF টিম তৎপর।
বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে, সৈকত সরণিতে প্রবেশের রাস্তা। চলছে NDRF টিমের টহলদারি। তা সত্ত্বেও কিছু সংখ্যক পর্যটক ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালবেলা দিঘা সৈকত সরণীতে ঘুরে বেড়াতে লক্ষ্য করা যায়।
বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে, সৈকত সরণিতে প্রবেশের রাস্তা। চলছে NDRF টিমের টহলদারি। তা সত্ত্বেও কিছু সংখ্যক পর্যটক ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালবেলা দিঘা সৈকত সরণীতে ঘুরে বেড়াতে লক্ষ্য করা যায়।
প্রশাসন সূত্রে জানা যায় ২৪ অক্টোবর দুপুরের মধ্যে দিঘা সমস্ত হোটেল খালি করার জন্য আবারও নির্দেশিকা দেওয়া হয়েছে।দিঘার হোটেল খালি করার বিষয়ে কলকাতার এক পর্যটক জানিয়েছেন, 'প্রশাসন নির্দেশিকা দিয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায় ২৪ অক্টোবর দুপুরের মধ্যে দিঘা সমস্ত হোটেল খালি করার জন্য আবারও নির্দেশিকা দেওয়া হয়েছে।দিঘার হোটেল খালি করার বিষয়ে কলকাতার এক পর্যটক জানিয়েছেন, ‘প্রশাসন নির্দেশিকা দিয়েছে।
 ঝড়ের এই রূপ দেখার জন্য দিঘায় এসেছেন। আতঙ্কের কিছু নেই। প্রশাসনের বারণ সত্ত্বেও সৈকত সরণিতে এসেছেন। প্রাকৃতিক দুর্যোগে দিঘার এই ভয়ংকর রূপ দেখার আগ্রহ নিয়েই সৈকত সরণীতে এসেছেন।
ঝড়ের এই রূপ দেখার জন্য দিঘায় এসেছেন। আতঙ্কের কিছু নেই। প্রশাসনের বারণ সত্ত্বেও সৈকত সরণিতে এসেছেন। প্রাকৃতিক দুর্যোগে দিঘার এই ভয়ংকর রূপ দেখার আগ্রহ নিয়েই সৈকত সরণীতে এসেছেন।
কথায়  বলে 'কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।' ঘূর্ণিঝড়ের কারণে যেখানে ঘুম উড়েছে উপকূলবর্তী জনজীবনের সেখানে দিঘায় আসা একশ্রেণীর পর্যটকের মনোভাব চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।
কথায় বলে ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ ঘূর্ণিঝড়ের কারণে যেখানে ঘুম উড়েছে উপকূলবর্তী জনজীবনের সেখানে দিঘায় আসা একশ্রেণীর পর্যটকের মনোভাব চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।

Pet Care during Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় দানা! কীভাবে পোষ্যদের নিরাপদে রাখবেন? ওদের ভালর জন্য কী কী করবেন, ভুলেও করবেন না কোন কাজ? জানুন

মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়ে পড়ে পশুপ্রাণীরাও৷ ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে সতর্কতা নিন আপনার বাড়ির গবাদি পশু এবং অন্য পোষ্যদের নিয়ে৷
মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়ে পড়ে পশুপ্রাণীরাও৷ ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে সতর্কতা নিন আপনার বাড়ির গবাদি পশু এবং অন্য পোষ্যদের নিয়ে৷

 

হাতের কাছে মজুত রাখুন অ্যানিম্যাল ইমার্জেন্সি কিট৷ যাতে স্বল্প আঘাতে প্রাথমিক চিকিৎসা দ্রুত করা যায়৷
হাতের কাছে মজুত রাখুন অ্যানিম্যাল ইমার্জেন্সি কিট৷ যাতে স্বল্প আঘাতে প্রাথমিক চিকিৎসা দ্রুত করা যায়৷

 

কখনওই পোষ্যকে বাড়িতে একা ফেলে চলে যাবেন না৷ নিজেদের যদি কোনও নিরাপদ স্থানে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যান পোষ্যকেও৷
কখনওই পোষ্যকে বাড়িতে একা ফেলে চলে যাবেন না৷ নিজেদের যদি কোনও নিরাপদ স্থানে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যান পোষ্যকেও৷

 

নিজেদের পাশাপাশি মজুত রাখুন পশুদের খাবারও৷ সঙ্গে পর্যাপ্ত জল৷ পশুখাদ্য অমিল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের পরে৷
নিজেদের পাশাপাশি মজুত রাখুন পশুদের খাবারও৷ সঙ্গে পর্যাপ্ত জল৷ পশুখাদ্য অমিল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের পরে৷

 

বিড়াল, কুকুর ও গবাদি পশু থাকলে তাদের গলায় ঘণ্টা বেঁধে দিন৷ তাহলে তাদের গতিবিধিতে নজর রাখতে সুবিধে হবে৷
বিড়াল, কুকুর ও গবাদি পশু থাকলে তাদের গলায় ঘণ্টা বেঁধে দিন৷ তাহলে তাদের গতিবিধিতে নজর রাখতে সুবিধে হবে৷

 

ঝড়ের সময় কখনওই কোনও প্রাণীকে বেঁধে রাখবেন না৷ তাহলে বিপর্যয়ে তারা পালাতে পারবে না৷
ঝড়ের সময় কখনওই কোনও প্রাণীকে বেঁধে রাখবেন না৷ তাহলে বিপর্যয়ে তারা পালাতে পারবে না৷

 

বাড়ির বাইরে তাদের ছেড়ে দেবেন না৷ গৃহপালিত পশুরা তাদের মানবসঙ্গীর উপর খুবই নির্ভরশীল হয়৷ নিজেদের বাঁচাতে তারা পারে না সবসময়৷
বাড়ির বাইরে তাদের ছেড়ে দেবেন না৷ গৃহপালিত পশুরা তাদের মানবসঙ্গীর উপর খুবই নির্ভরশীল হয়৷ নিজেদের বাঁচাতে তারা পারে না সবসময়৷

 

ঘরে বা বাইরে উঠোনে ধারালো ও ভারী জিনিস খোলা অবস্থায় রাখবেন না৷ এতে আপনাদের মতো আহত হতে পারে পোষ্যরাও৷ পারলে পোষ্যের গলায় একটা কার্ডে আপনার নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখে রাখুন৷
ঘরে বা বাইরে উঠোনে ধারালো ও ভারী জিনিস খোলা অবস্থায় রাখবেন না৷ এতে আপনাদের মতো আহত হতে পারে পোষ্যরাও৷ পারলে পোষ্যের গলায় একটা কার্ডে আপনার নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখে রাখুন৷

 

প্রবল ঝড়, বজ্রপাতের সময় আপনার পোষ্যরাও ভয় পায়৷ সে সময় তাদের পাশে থাকুন৷ সাহচর্য দিন৷
প্রবল ঝড়, বজ্রপাতের সময় আপনার পোষ্যরাও ভয় পায়৷ সে সময় তাদের পাশে থাকুন৷ সাহচর্য দিন৷

Cyclone Dana Fear: দানা আতঙ্কে আগেই জল ছাড়ল মাইথন-পাঞ্চেত জলাধার, কতটা জল ছাড়া হল? ফের কি জল ছাড়তে হবে?

আসানসোল ও দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দানা ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পড়তে শুরু করেছে। ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তার আগে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে সব রকম প্রস্তুতি। প্রস্তুতি নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।

বাংলায় যাতে বানভাসি পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ছাড়া হয়েছে জল। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবারই ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ১৫ হাজার কিউসেক জল। ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। যে কারণে জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজও।

আরও পড়ুন: ভয়ঙ্কর কঠিন সব রোগে ভুগছেন সলমান-ক্যাটরিনা-রণবীর-অনুষ্কা, এসব নিয়ে কেউ খোঁজই রাখে না!

প্রায় ৪৫ হাজার ৯০০ কিউসেক জল মঙ্গলবার ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। মূলত বাঁধগুলির জল ধারণ ক্ষমতা বাড়াতে আগে থেকে জল ছেড়ে রাখা হয়েছে বলে খবর। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ল্যান্ডফলের পর যদি ঘূর্ণিঝড়ের গতিপথ ঝাড়খণ্ডের দিকে হয়, তাহলে পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন হলে দামোদরের জলাধারগুলিতে হু-হু করে জল এসে ঢুকবে। তখন প্রচুর পরিমাণে জল ছাড়তে হবে। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য আগের থেক কিছুটা জল ছেড়ে জলাধারগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ভয়! শিয়ালদহ থেকে ১৯০ লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

অন্যদিকে, গতবার ঘূর্ণিঝড়ের সময় অন্ডাল বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়েছিল। শিল্পাঞ্চলজুড়ে ব্যাপক বৃষ্টির কারণেই এমনটা হয়েছিল। তবে এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমানের জন্য অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ করা না হলেও, সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনও।

নয়ন ঘোষ

Cyclone Dana Latest Update: ‘সিভিয়ার’ সাইক্লোন দানা এখন ঠিক কোথায়? কতক্ষণে শুরু তোলপাড়? কলকাতায় কতটা জলোচ্ছ্বাস? বড় খবর

*সাইক্লোনের দোসর জোয়ার ভাটার এফেক্ট। আজ বৃহস্পতিবার বিকাল ৫.৫০ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর হতে পারে ৪.০৪ মিটার (১৩.২৫ ফুট)। পুরসভা সূত্রে জানা গিয়েছে গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা আট'টা পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি। 
*সাইক্লোনের দোসর জোয়ার ভাটার এফেক্ট। আজ বৃহস্পতিবার বিকাল ৫.৫০ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর হতে পারে ৪.০৪ মিটার (১৩.২৫ ফুট)। পুরসভা সূত্রে জানা গিয়েছে গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা আট’টা পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি।
*তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা উপকূলের দিকে এগিয়ে আসছে দুর্বার গতিতে। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামরা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান। মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল। ফাইল ছবি। 
*তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা উপকূলের দিকে এগিয়ে আসছে দুর্বার গতিতে। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামরা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান। মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল। ফাইল ছবি।
*ঘূর্ণিঝড় দানার প্রকোপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যজুড়ে। হুগলি জেলাতেও পড়েছে দানার প্রকোপ। জেলা জুড়ে জারি করা হয়েছে কমলা সর্তকতা। ঘূর্ণিঝড় এর ল্যান্ড ফলের আগেই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলাতে প্রস্তুত জেলা প্রশাসন। একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফাইল ছবি। 
*ঘূর্ণিঝড় দানার প্রকোপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যজুড়ে। হুগলি জেলাতেও পড়েছে দানার প্রকোপ। জেলা জুড়ে জারি করা হয়েছে কমলা সর্তকতা। ঘূর্ণিঝড় এর ল্যান্ড ফলের আগেই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলাতে প্রস্তুত জেলা প্রশাসন। একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফাইল ছবি।
*ঘূর্নিঝড় দানা মোকাবিলায় হুগলি জেলায় একাধিক কন্ট্রোল রুম থেকে নজরদারি। ১৮,০০০ পরিবার চিহ্নিত করে সরিয়ে শিবিরে রাখার সিদ্ধান্ত। শতাধিক শিবির করা হয়েছে খবর জেলা প্রশাসন সূত্রে। ফাইল ছবি। 
*ঘূর্নিঝড় দানা মোকাবিলায় হুগলি জেলায় একাধিক কন্ট্রোল রুম থেকে নজরদারি। ১৮,০০০ পরিবার চিহ্নিত করে সরিয়ে শিবিরে রাখার সিদ্ধান্ত। শতাধিক শিবির করা হয়েছে খবর জেলা প্রশাসন সূত্রে। ফাইল ছবি।
*জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মাসুদুর রহমান জানান, ঝড়ের গতিপ্রকৃতি জানতে, দুর্যোগে প্রভাব কতটা জানতে চুঁচুড়ায় জেলাশাসক দফতরে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি চারটে মহকুমা হেড কোয়ার্টারে চারটি, তেরোটি পুরসভা এবং আঠারোটি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফাইল ছবি। 
*জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মাসুদুর রহমান জানান, ঝড়ের গতিপ্রকৃতি জানতে, দুর্যোগে প্রভাব কতটা জানতে চুঁচুড়ায় জেলাশাসক দফতরে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি চারটে মহকুমা হেড কোয়ার্টারে চারটি, তেরোটি পুরসভা এবং আঠারোটি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফাইল ছবি।
*শুকনো খাবার, শিশুদের খাদ্য, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। দানার প্রভাবে হুগলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ফাইল ছবি। 
*শুকনো খাবার, শিশুদের খাদ্য, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। দানার প্রভাবে হুগলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ফাইল ছবি।
*যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। ২৫ তারিখ থেকে হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। ফাইল ছবি। 
*যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। ২৫ তারিখ থেকে হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। ফাইল ছবি।
*শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে। ফাইল ছবি।
*শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে। ফাইল ছবি।