Category Archives: হাওড়া

Indian Railways: আর কোনওভাবে মহিলা হেনস্তা বরদাস্ত নয়, নারী সুরক্ষায় দারুণ কড়া রেল, বেচাল দেখলেই পুড়ে দেওয়া হবে জেলে

হাওড়া: মহিলা যাত্রীদের নিরাপত্তায় আরও জোরালো পদক্ষেপ রেলের৷  মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী নয়। বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও কঠোর রেল। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রেল । পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি সুরক্ষিত যাত্রা পরিষেবা সরবরাহ করতে মহিলা সুরক্ষার অধীনে একটি প্রচার শুরু করেছে। Photo- Representative 
হাওড়া: মহিলা যাত্রীদের নিরাপত্তায় আরও জোরালো পদক্ষেপ রেলের৷  মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী নয়। বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও কঠোর রেল। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রেল । পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি সুরক্ষিত যাত্রা পরিষেবা সরবরাহ করতে মহিলা সুরক্ষার অধীনে একটি প্রচার শুরু করেছে। Photo- Representative
২০২৪ সালের আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালায়। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেফতার ও বিচার করে। এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা বন্ধ করতে, ৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। Photo- Representative 
২০২৪ সালের আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালায়। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেফতার ও বিচার করে। এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা বন্ধ করতে, ৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। Photo- Representative
নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে সেগুলি হল:ট্রেন এসকর্ট এবং নজরদারি: ১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা। ৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা। Photo- Representative 
নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে সেগুলি হল:
ট্রেন এসকর্ট এবং নজরদারি:
১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা। ৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা। Photo- Representative
যাত্রী সচেতনতা এবং সংবেদনশীলতা:সুরক্ষা প্রোটোকল এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মত শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা প্রচার নিয়মিতভাবে পরিচালিত হয়। Photo- Representative
যাত্রী সচেতনতা এবং সংবেদনশীলতা:
সুরক্ষা প্রোটোকল এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মত শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা প্রচার নিয়মিতভাবে পরিচালিত হয়। Photo- Representative
উন্নত পর্যবেক্ষণ:ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের ১২৭ টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে। Photo- Representative
উন্নত পর্যবেক্ষণ:
ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের ১২৭ টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে। Photo- Representative
একক মহিলা ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা:৮৮টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য ১৫টি স্টেশনে 'মেরি সহেলি' দল মোতায়েন করা হয়েছে। যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদ ভাবে যাত্রা করতে পারেন। Photo- Representative
একক মহিলা ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা:
৮৮টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য ১৫টি স্টেশনে ‘মেরি সহেলি’ দল মোতায়েন করা হয়েছে। যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদ ভাবে যাত্রা করতে পারেন। Photo- Representative
মাতঙ্গিনী স্কোয়াড:শহরতলির অঞ্চলগুলিতে প্রায় ২৫টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে। যাদের মাধ্যমে সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা। Photo- Representative
মাতঙ্গিনী স্কোয়াড:
শহরতলির অঞ্চলগুলিতে প্রায় ২৫টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে। যাদের মাধ্যমে সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা। Photo- Representative
শিশু উদ্ধার ও পাচার বিরোধী অভিযান:অভাবী শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।শুধু আগস্ট মাসেই অপারেশন ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।অপারেশন এএএইচটি (মানব পাচার রোধ)-এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে । Photo- Representative
শিশু উদ্ধার ও পাচার বিরোধী অভিযান:
অভাবী শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।শুধু আগস্ট মাসেই অপারেশন ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।অপারেশন এএএইচটি (মানব পাচার রোধ)-এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে । Photo- Representative
আরপিএফ উপস্থিতি আরAজোরদার করা :মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়ে তুলতে পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। Photo- Representative
আরপিএফ উপস্থিতি আরAজোরদার করা :
মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়ে তুলতে পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। Photo- Representative
এই সক্রিয় পদক্ষেপটি যে কোনও সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে।পূর্ব রেলওয়ে মহিলা ও শিশু যাত্রীদের উপর বিশেষ আলোকপাত করেছে যা যাত্রীদের সুরক্ষা মর্যাদা এবং স্বাচ্ছন্দ্যভাব বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত। Photo- Representative  Input- Rakesh Maity
এই সক্রিয় পদক্ষেপটি যে কোনও সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে।পূর্ব রেলওয়ে মহিলা ও শিশু যাত্রীদের উপর বিশেষ আলোকপাত করেছে যা যাত্রীদের সুরক্ষা মর্যাদা এবং স্বাচ্ছন্দ্যভাব বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত। Photo- Representative  Input- Rakesh Maity

Howrah News: পুজোর বাজার কড়া নাড়ছে, তার আগেই দারুণ সমস্যায় হাওড়ার ফুল চাষিরা

হাওড়া: পুজোর বাজার ধরার আগেই সমস্যায় বাগনানের কয়েক হাজার ফুল চাষী! সারা বছর অপেক্ষায় থাকা পুজোর বাজার ধরার। বিশ্বকর্মা পুজো থেকে একটানা কয়েক মাস একটু বাজারদর ভাল মেলে। যে কারণে একটু আরও বেশি আশাবাদী হয় ফুল চাষিরা। কয়েক বছর আগে পর্যন্ত এলাকায় চাষের জমিতে ধান পাট বা পান চাষ বেশি দেখা যেত। তবে বর্তমান সময়ে এই সমস্ত চাষ প্রায় নেই বললেই চলে।  কারণ এই সমস্ত চাষের পরিবর্তে ফুল চাষ অনেক বেশি লাভজনক। অন্যান্য চাষ ছেড়ে ফুলের চাষে ঝুঁকেছে। বিভিন্ন রকম ফুল চাষ করেই কারও স্বাচ্ছন্দে সংসার চলছে। আবার কেউ অন্যান্য কাজের ফাঁকে ফুল চাষ করছে। গত কুড়ি বছরের দারুণভাবে ফুলের চাষ বেড়েছে।

আরও পড়ুন: চরম অমানবিকতা, বিনা চিকিৎসায় মৃত্যু হল এক রেলযাত্রীর

তবে লাভজনক এই ফুল চাষ যে কারণে অলাভজনক হয়ে পড়ছে। প্রকৃতির খামখেয়ালিপনা অন্যদিকে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে সমস্যায় হাজার হাজার চাষী। অধিকাংশ কৃষকের কথায়, ঠিকমতো জমির জল নিকাশি হচ্ছে না। যে কারণে যত্ন সহকারে খরচ করে লাগানো গাছ বর্ষায় বাঁচিয়ে রাখা যাচ্ছে না। ফলের সমস্যায় চাষিরা। বিগত কয়েক বছরে ফুল চাষীদের সামনে যে সমস্যা খারাপ হয়েছে। তাতে দিন দিন কোন ঠাসা হয়ে পড়ছে হাজার হাজার ফুলচাষী। এবার আর মাত্র কয়েকটা দিন পরই পুজো। কিছুদিন আগে অতিবৃষ্টি গাছের গোড়ায় জল জমে সমস্যা। এই সমস্যা মূলত নিকাশি বহাল না থাকার কারণে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী ও খাল সংলগ্ন জমি মালিকদের কারণ ও ১০০ দিনের কাজ না হওয়ার কারণে নিকাশি সমস্যা।বিরামপুর বাঁকুড়দহ কাঁটাপুকুর হেলেদ্বীপ চাঁদগেড়িয়া বুলগেড়িয়া বিভিন্ন গ্রামের প্রায় ৬-৭ হাজার পরিবার ফুল চাষের সঙ্গে যুক্ত।

রাকেশ মাইতি

Knowledge story: ক’দিন পরেই আকাশের দখল নেবে পেটকাটি চাঁদিয়ালরা! জানেন কি কোন ঘুড়ির কী নাম?

ঘুড়ির জন্ম ৪০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের টারাস্টাস শহর থেকে ঘুড়ির চল। সেই থেকে সারা বিশ্বজুড়ে ঘুড়ি ওড়ানোর চল। কত রকমের যে ঘুড়ি রয়েছে তার ঠিক নেই। মুখপোড়া বগ্গা মোমবাতি চাঁদিয়াল বলমার পেটকাটি চৌরঙ্গী মতো ঘুরি বেশি পরিচিত।
ঘুড়ির জন্ম ৪০০ খ্রিস্টপূর্বাব্দে, গ্রিসের টারাস্টাস শহর থেকে ঘুড়ির চল। সেই থেকে সারা বিশ্ব জুড়ে ঘুড়ি ওড়ানোর চল। কত রকমের যে ঘুড়ি রয়েছে তার ঠিক নেই। মুখপোড়া বগ্গা, মোমবাতি, চাঁদিয়াল, বলমার, পেটকাটি, চৌরঙ্গীরীোূ মতো ঘুরি বেশি পরিচিত।
বলমার চৌকা আকৃতি ঘড়ি গোটা শরীর এক কালার ঠিক মধ্যভাগে আলাদা রঙের গোল অর্থাৎ বলাকৃতি। সময় এই বলা আকৃতির বিভিন্ন রঙ দেখা যায়।
বলমার চৌকা আকৃতি ঘড়ি গোটা শরীর এক কালার ঠিক মধ্যভাগে আলাদা রঙের গোল অর্থাৎ বলাকৃতি। সময় এই বলা আকৃতির বিভিন্ন রঙ দেখা যায়।
মুখপোড়া চোকাকৃতি ঘুড়ির গোটা শরীর একটি কালার। সময়ে লেজ আলাদা কালার বা গোটা শরীর কালার হয়ে থাকে। অর্ধ গোলাকৃতি মাথার দিকের অন্য কালার। এদিকে কোথাও গ্লাস চাঁদ মার্কও বলা হয়ে থাকে।
মুখপোড়া চোকাকৃতি ঘুড়ির গোটা শরীর একটি কালার। সময়ে লেজ আলাদা রঙের বা গোটা শরীর কালার হয়ে থাকে। অর্ধ গোলাকৃতি মাথার দিকের অন্য রঙের। এদিকে কোথাও গ্লাস চাঁদ মার্কও বলা হয়ে থাকে।
মোমবাতি এই মার্কা ঘুড়ির প্রতি আকর্ষণ এক অন্য মাত্রায়। চৌকা আকৃতি ঘুড়ির মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা চেতকাঠি বরাবর সরু এক কালার। আর দুই পাস অন্য কালার।
মোমবাতি এই মার্কা ঘুড়ির প্রতি আকর্ষণ এক অন্য মাত্রায়। চৌকা আকৃতি ঘুড়ির মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা চেতকাঠি বরাবর সরু এক রঙের। আর দুই পাস অন্য রঙের।
পেটকাটি ' খুব পরিচিত একটি ঘুড়ি। চৌকা আকৃতি আড়াআড়ি দুইভাগ। দুই ভাগে দুই রঙের।
পেটকাটি ‘ খুব পরিচিত একটি ঘুড়ি। চৌকা আকৃতি আড়াআড়ি দুইভাগ। দুই ভাগে দুই রঙের।
ভেরিয়াল বা তিনপেরে চৌকা আকৃতি ঘুড়ি তিন রঙের হতে দেখা যায়।
ভেরিয়াল বা তিনপেরে চৌকা আকৃতি ঘুড়ি তিন রঙের হতে দেখা যায়।
চাপরাশ ' অনেকটা পেটকাটির মত, তবে আড়াড়ি দুই ভাগের মাঝে অন্য রঙ থাকে।
চাপরাশ  অনেকটা পেটকাটির মত, তবে আড়াড়ি দুই ভাগের মাঝে অন্য রঙ থাকে।
ময়ূরপঙ্খী চৌকাকৃতি ঘুড়ির মাথার দিক থেকে ঘুড়ির ধার বরাব দুই দিকে এক রকমের কালার। মাথা থেকে লেজ পর্যন্ত অন্য একটি কালার।
ময়ূরপঙ্খী  চৌকাকৃতি ঘুড়ির মাথার দিক থেকে ঘুড়ির ধার বরাব দুই দিকে এক রকমের কালার। মাথা থেকে লেজ পর্যন্ত অন্য একটি কালার।
বিশ্বকর্মা বা মকর সংক্রান্তি মানেই আকাশ জুড়ে চাঁদিয়াল পেটকাটি বলমার মুখপোড়া চৌরঙ্গী মোমবাতি ময়ূরপঙ্খীর দাপাদাপি। এক-দু'দশক আগে পর্যন্ত ময়ূরপঙ্খী চাঁদিয়াল বলমারের দু'পেরে চৌরঙ্গী কাঁচি তিনপেরে মুখপোড়া গোঁপচাঁদ ঘুড়ি নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। এখনকার বহু ছেলেদের এসব হয়তো অজানা। তবে আজও একাংশের মানুষের মধ্যে ঘড়ি নিয়ে কৌতল লেগেই রয়েছে।
বিশ্বকর্মা বা মকর সংক্রান্তি মানেই আকাশ জুড়ে চাঁদিয়াল, পেটকাটি, বলমার, মুখপোড়া, চৌরঙ্গী, মোমবাতি, ময়ূরপঙ্খীর দাপাদাপি।
এক-দু’দশক আগে পর্যন্ত ময়ূরপঙ্খী, চাঁদিয়াল, বলমারের ঘুড়ি নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। এখনকার বহু ছেলেদের এসব হয়তো অজানা। তবে আজও একাংশের মানুষের মধ্যে ঘড়ি নিয়ে কৌতূহল লেগেই রয়েছে।

Indian Railway fire: ট্রেনের চাকায় ধোঁয়া দেখলে কতটা আতঙ্কিত হবেন? জরুরী তথ্য দিল ভারতীয় রেল

ট্রেনের চাকায় ধোঁয়া দেখলে অনেক সময়ই অনেকে আতঙ্কিত হন। তবে ট্রেনের চাকায় ধোঁয়া দেখলে সব সময় আতঙ্কের কারণ নয়! এবার এই বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রেল। ব্রেক বাইন্ডিংয়ের কারণেও ধোঁয়া নির্গত হয়। ব্রেক বাইন্ডিং ব্রেক সু এবং ট্রেনের চাকার মধ্যে ঘর্ষণের কারণে ধোঁয়া নির্গত হয়।

আরও পড়ুন: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর

ব্রেক বাইন্ডিং কী?

রেল জানিয়েছে, ব্রেক বাইন্ডিং ঘটে যখন একটি ট্রেনের ব্রেক সঠিকভাবে ছেড়ে দেয় না। যার ফলে চাকাগুলি অবাধে ঘোরা বন্ধ করে দেয়। যদিও ব্রেক বাইন্ডিং প্রাথমিকভাবে উদ্বেগজনক মনে হতে পারে, এটি সাধারণত একটি গুরুতর সমস্যা নয় এবং দ্রুতই ঠিক করা যেতে পারে। উদাহরণ হিসাবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক একটি ঘটনায়, ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরোয় যা যাত্রীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে ট্রেনের চালক এবং গার্ড ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সমস্যার সমাধান করেন।

আরও পড়ুন: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর

ব্রেক বাইন্ডিং এবং ধোঁয়া নির্গমন

অ্যালার্ম চেইন টানা, ব্যালাস্ট হিট ইত্যাদির মত বিভিন্ন কারণে এক বা একাধিক কোচে অবাঞ্ছিত ব্রেক প্রয়োগ করা হতে পারে। এই ধরনের আকস্মিক, অনিচ্ছাকৃত ব্রেক প্রয়োগ ICF রেকের ব্রেক ব্লক এবং চাকার মধ্যে যোগাযোগের পয়েন্টগুলিতে ধোঁয়া দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে পূর্ব রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “পূর্ব রেলওয়ে যাত্রীদের আশ্বস্ত করছে যে যখনই ব্রেক প্রয়োগের কারণে ধোঁয়া তৈরি হয় আমাদের রেলের কর্মীরা পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রশিক্ষিত এবং পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি। ব্রেক বাইন্ডিংয়ের ক্ষেত্রে অগ্নি নিরাপত্তার কোনও সমস্যা নেই। কারণ এটি একটি যান্ত্রিক ঘটনা যা শুধুমাত্র দুটি পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে”।

Tragic Death: চরম অমানবিকতা, বিনা চিকিৎসায় মৃত্যু হল এক রেলযাত্রীর

হাওড়া: হঠাৎ অসুস্থ হয়ে এক রেল যাত্রীর মৃত্যু হল। এক্ষেত্রে অমানবিকতার প্রশ্ন উঠেছে রেলকর্মীর বিরুদ্ধে। জানা যায় হাওড়া থেকে আমতা শাখার ডাঁশি স্টেশনে। অন্যান্য দিনের মত সোমবার রাত্রে বেশ কয়েকজন যাত্রী ট্রেন ধরতে গিয়ে এক অসুস্থ ব্যক্তি লাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তখনও ওই অসুস্থ ব্যক্তির শ্বাস প্রশ্বাস চলছিল বলেই জানান উদ্ধারকারীরা।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের পর প্রশ্নে মহিলা নিরাপত্তা! ক্যারাটের কোন স্টেপগুলি মেয়েদের জেনে রাখা দরকার?

এরপর সেই ৫০ ঊর্ধ্ব অসুস্থ ব্যক্তিকে তাঁরা উদ্ধার করে নিয়ে আসেন প্ল্যাটফর্মে। স্টেশন গার্ড ও রেলকর্মীদের সহযোগিতায় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার জন্য বেশ কিছু মানুষ এগিয়ে আসেন। কিন্তু তাদের অভিযোগ বারবার রেল কর্মীদের ডাকা হলেও কোন সাড়া মেলেনি। যার ফলে অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে পড়েন সাধারণ ট্রেন যাত্রীরা। অভিযোগ প্রবীণ ব্যক্তিকে বাঁচাতে কোনরকম পদক্ষেপ নেয়নি ওই স্টেশনের রেলকর্মীরা। বহুবার ডাকাডাকি করেও কেউ এগিয়ে আসেনি বা সহযোগিতা করেননি। অনেকেই মনে করছেন, হয়ত সময়মত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারলে প্রাণে  বাচঁতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

রাকেশ মাইতি

Eastern Railway: রেলে বড় ব্যবস্থা, এল নতুন লোকাল ট্রেন, থাকছে ক্যামেরা-ফোন! বিপদে পড়লেই মেয়েরা জানাতে পারবেন দ্রুত, ভারতীয় রেলের বিশেষ রেক

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এসে পৌঁছনো রেক।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এসে পৌঁছনো রেক।
নতুন ওই রেকে জি পি এস নির্ভর, প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেম ছাড়াও প্রত্যেক কোচে রয়েছে সি সি ক্যামেরা।
নতুন ওই রেকে জি পি এস নির্ভর, প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেম ছাড়াও প্রত্যেক কোচে রয়েছে সি সি ক্যামেরা।
মহিলা কামরায় সিসি ক্যামেরা ছাড়াও থাকছে টক ব্যাক ব্যবস্থা।
মহিলা কামরায় সিসি ক্যামেরা ছাড়াও থাকছে টক ব্যাক ব্যবস্থা।
ট্রেনের চলার পথে প্যান্টোগ্রাফের সমস্যা হচ্ছে কিনা দেখতে সেখানেও থাকছে আধুনিক ক্যামেরা।
ট্রেনের চলার পথে প্যান্টোগ্রাফের সমস্যা হচ্ছে কিনা দেখতে সেখানেও থাকছে আধুনিক ক্যামেরা।
এছাড়াও ট্রেনের সামনে এবং দু পাশে ক্যামেরা থাকছে। স্টেনলেস স্টিলের রেকে প্রত্যেক কামরায় যাত্রীদের আসনও একই উপাদানে তৈরি। যা যাত্রীদের আরও বেশি আরামদায়কের পাশাপাশি নিরাপত্তা দেবে এই রেক।
এছাড়াও ট্রেনের সামনে এবং দু পাশে ক্যামেরা থাকছে। স্টেনলেস স্টিলের রেকে প্রত্যেক কামরায় যাত্রীদের আসনও একই উপাদানে তৈরি। যা যাত্রীদের আরও বেশি আরামদায়কের পাশাপাশি নিরাপত্তা দেবে এই রেক।

Food Recipe: তেলেভাজার দোকান থেকে ফুলুরি কিনুন… বাড়িতেই বানান ফুলুরির ঝাল! দারুণ সুস্বাদু

গ্রাম থেকে শহর বাঙালির হেঁসলে জায়গা করে নিয়েছে নানা রকমের খাবারের সম্ভার। মাছ-ভাতে বাঙালির এখন চাইনিজ তন্দুরির মতো দেশি বিদেশি নানা খাবারে বেজায় আগ্রহ। তবে পুরনো দিনের সহজ সরল রেসিপি কিন্তু হারিয়ে যায়নি। এর মধ্যে অন্যতম ‘ ঝাল ফুলুরি ‘। ফুলুরি বলতে তেলেভাজা, এটাই সাধারণভাবে পরিচিত। তবে ফুলুরিও যে ঝালে বেশ জনপ্রিয়তা অনেকের হয়তো অজানা।

খুব সহজেই তেলেভাজার দোকান থেকে কিনে আনা ফুলুরি দিয়ে মুখোরচক ফুলুরির ঝাল তৈরি করা যেতে পারে। এর জন্য প্রয়োজন সামান্য কয়েকটা উপকরণ। পেঁয়াজ টমেটো দিয়ে মসলা কষিয়ে টকটকে লাল ঝালের উপর ফুলুরি ছেড়ে দিতে পারলেই তৈরি ঝাল ফুলুরি।

উপকরণ- ভাজা ফুলুরি, পেঁয়াজ, টম্য়োটো, আদা, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো ভাজা মশলা

পদ্ধতি- গরম পাত্রে তেল ঢেলে পেঁয়াজ, টমেটো, হলুদ, লঙ্কা, আদা-রসুন ভাল করে মসলা কশিয়ে নিয়ে তেল ছেড়ে এলে, তাতে পরিমাণ মতো জল দিন। ফুটতে আরম্ভ হলে ফুলুরি ছেড়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ব্যাস নিমিষে তৈরি ঝাল ফুলুরি। এবার গরম গরম পরিবেশন করুন।

Heavy Rainfall ALert in South Bengal: সোমবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস! পুজোর আগেই দুশ্চিন্তা

রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই তালিকায় রয়েছে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই তালিকায় রয়েছে।
এর মধ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
এর মধ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকড়া জেলায়।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকড়া জেলায়।

Recipe: মাছ মাংসর রেসিপিকে হার মানাবে নিরামিষ এই টিক্কা,রইল রেসিপি

হাওড়া: মুখরোচক নিরামিষ টিক্কা! বর্তমান সময়ে ছোট বড় সকলেরই মুখরোচক খাবারের প্রতি বেশি নজর। তাই বাড়িতেই সামান্য কয়েকটি উপকরণ দিয়েবানিয়ে ফেলুন সয়াবিনের টিক্কা।

খুব সহজেই  রান্নাটা করা যায়। ছোট বড় সকলেরই পছন্দের।  বাচ্চারা তো  একঘেয়ে খাবার খেতেই চায় না, বড়দের-ও নিত্যনতুন খাবার পছন্দ।  তারউপর মাথায় রাখতে হবে,শুধু স্বাদ হলেই হল না, পুষ্টিগুণ-ও থাকতে হবে। সেইদিক দিয়ে একশোয় একশো এই সয়াবিনের টিক্কা।

সয়াবিনের টিক্কা বানাতে লাগবে কর্নফ্লাওয়ার, সিদ্ধ করা আলু, লঙ্কাগুঁড়ো ,হলুদগুঁড়ো, নুন, জিরেগুঁড়ো, অল্প একটু আদাবাটা, চিনি। প্রথমে সয়াবিন  ভিপিয়ে নিয়ে জল বার করে নিতে হবে। তার পর সয়াবিন বেটে নিতে হবে। সয়াবিনের মিশ্রণে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার ও আলু সিদ্ধ দিয়ে ভাল করে মেখে নিতে হবে। মেশাতে হবে লঙ্কাগুঁড়ো,হলুদ, জিরে ও মরিচগুঁড়ো,নুন, চিনি ও আদা বাটা। এই মিশ্রণ থেকে ছোট ছোট বলেরাকারে কেটে,হাত দিয়ে চেপে চ্যাপ্টা আকারের গড়ে তাওয়ায় অল্প তেলে সেঁকে নিলেই তৈরি  সয়াবিন টিক্কা।

রাকেশ মাইতি

Local train special feature: রেলের মাইলস্টোন! কলকাতার লোকাল ট্রেনে বিপদে পড়লেই সরাসরি কথা বলা যাবে চালকের সঙ্গে

দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। কিছু দিন পর পরই আলোচনায় আসে একের পর এক রেল দুর্ঘটনার খবর। এবার দুর্ঘটনা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল।
দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। কিছু দিন পর পরই আলোচনায় আসে একের পর এক রেল দুর্ঘটনার খবর। এবার দুর্ঘটনা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল।
পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিশেষ ক্ষমতা সম্পন্ন আইসিএফ থ্রি-ফেজ ইএমইউ রেক আনতে চলেছে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিশেষ ক্ষমতা সম্পন্ন আইসিএফ থ্রি-ফেজ ইএমইউ রেক আনতে চলেছে।
এই রেকগুলিতে থাকবে ইমারজেন্সি টক-ব্যাক ইউনিট। এই ইউনিটের সাহায্যে ট্রেনের যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা বিপদে পড়লেই বিপদে পড়লেই সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রীর সঙ্গে।
এই রেকগুলিতে থাকবে ইমারজেন্সি টক-ব্যাক ইউনিট। এই ইউনিটের সাহায্যে ট্রেনের যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা বিপদে পড়লেই বিপদে পড়লেই সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রীর সঙ্গে।
এই ধরনের কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হল ৪ সেপ্টেম্বর ব্যান্ডেল-নৈহাটি ৩৭৫৪২ লোকালে। ধীরে ধীরে এই ধরনের কোচ অন্যান্য লোকাল ট্রেনেও লাগানো হবে বলে জানা গিয়েছে।
এই ধরনের কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হল ৪ সেপ্টেম্বর ব্যান্ডেল-নৈহাটি ৩৭৫৪২ লোকালে। ধীরে ধীরে এই ধরনের কোচ অন্যান্য লোকাল ট্রেনেও লাগানো হবে বলে জানা গিয়েছে।