দক্ষিণ ২৪ পরগনা: প্রতি বছর আসা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কখনো আসছে ঝড়, কখনও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই সবের পিছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের হাত। এমন কথাই জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা শিক্ষকতা করতেন। সেজন্য তাঁর এই সম্বন্ধে সম্যক ধারণা রয়েছে। আর সেজন্য বাঁধ ভাঙা থেকে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নে তিনি এই কথাই বলেছেন।
ঘূর্ণিঝড় দানা আসার খবর শোনার পর থেকেই তিনি নিজে একাধিক নদীবাঁধ পরিদর্শন করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সাগরের ভাঙনের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আগে কপিলমুনি আশ্রমের সামনে থাকা চর অনেকটাই ভেঙেছে। সমুদ্রের মাঝে থাকা বেশ কিছু চর জলের তোড়ে নষ্ট হয়েছে। আর তার ফলে ঢেউ সরাসরি এসে সাগরদ্বীপে লাগছে আর যার ফলেই এই ঘটনা ঘটছে।
আরও পড়ুনঃ GK: বলুন তো, ভারতের কোন ট্রেন সাড়ে তিন বছর লেটে গন্তব্যে পৌছেছিল? এই ঘটনা জানলে চমকে যাবেন
তবে ভাঙন রোধে রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এর সঙ্গে তিনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন। কেন্দ্র সঠিকভাবে টাকা দিলে উন্নয়নের কাজ আরও ভালভাবে করা যেত বলে জানিয়েছেন তিনি। দুর্যোগ কাটার পর সাধারণ মানুষের পাশে থাকার কথাও জানিয়েছেন বঙ্কিম হাজরা।
নবাব মল্লিক