Category Archives: দক্ষিণবঙ্গ

Heat Stroke Symptoms & Cure: কোন লক্ষণ দেখে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে? কারও হিট স্ট্রোক হলে কী করবেন? জানুন

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: এই প্রচণ্ড রোদ গরমে যারা মাঠে-ঘাটে এবং রাস্তায় কাজ করেন তাঁদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন ক্রমাগত তাপে শরীরের তাপমাত্রা ১০৪° ফারেনহাইটের থেকেও বেশি হয়ে যায়, তখন শরীরের যে ঘর্ম গ্রন্থিগুলো রয়েছে তার ঘাম নিঃসরণের মেকানিজমটা বন্ধ হয়ে যায়। যার ফলে শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে গেলেও ঘাম নিঃসরণ হয়ে শরীরকে ঠান্ডা করতে পারে না। যার ফলে হিট স্ট্রোক দেখা যায়।

তবে কীভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে ? কারও হিট স্ট্রোক হলে কী করা প্রয়োজন ? নিশ্চয়ই জানেন না ? তবে এই গরমের সময়, এই কয়েকটি বিষয় জেনে নেওয়া খুবই প্রয়োজন। এই বিষয় জানা থাকলে যে কোনও সময় কাজে লাগতে পারে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই বিষয়ে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন।

আরও পড়ুন : একসঙ্গে কমবে ব্লাড সুগার, বাড়তি ওজন! শুধু খিচুড়িতে চালের বদলে দিন এটা

ডক্টর মিলটন বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, হিট স্ট্রোক হলে , শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর থেকেও বেশি হয়ে যাবে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া , মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা এবং কথা জড়িয়ে যাওয়া , হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হওয়া এবং হার্টরেট অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে।

এই ধরনের লক্ষণ দেখা দিলে কী করবেন ?

যার শরীরের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাবে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ছায়া আছে এমন জায়গায় নিয়ে যেতে হবে এবং ঠান্ডা জল অথবা জলের মধ্যে বরফ দিয়ে ওই ব্যক্তির সারা গায়ে ঢেলে দিতে হবে। এবং যে কোনও সুতির কাপড় ভিজিয়ে ওই ব্যক্তির শরীর বার বার মুছিয়ে দিতে হবে। যদি হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকে তাহলে তাকে ঠান্ডা জল খাওয়ানো যেতে পারে। তবে পরবর্তীতে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন।

Lok Sabha Elections 2024: মন রাখলেন ভক্তদের! কীর্তির প্রচারে শেষবেলায় ঝড় তুললেন আরও এক তারকা প্রার্থী

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : প্রচার শেষ হওয়ার আগে হাতে আর মাত্র একটা দিন। জমজমাট প্রচার চলছে জেলা জুড়ে। আর শেষ বেলার সেই প্রচারে দুর্গাপুরে চমক দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করলেন তৃণমূলের আরও এক তারকা প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব। তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে কীর্তি আজাদের সমর্থনে ২ কিলোমিটার রোড শো করেছেন তিনি।

এদিন, দুর্গাপুরের স্টিল টাউনশিপের নিউটন জেসি বোস রোড থেকে শুরু হয় কীর্তি আজাদের সমর্থনে এই রোড শো। হুডখোলা গাড়িতে চেপে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন এই টলিউড তারকা। সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো নেতারা। স্টিল টাউনশিপ থেকে শুরু হওয়া এই রোড শো শেষ হয় রঘুনাথপুর সম্মিলনী ময়দানে।

আরও পড়ুন: আসছে পশ্চিমী ঝঞ্ঝা…! বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য! ২ রাজ্যে হিটওয়েভ অ্যালার্ট! কী হবে বাংলায়? আইএমডি-র বিরাট সতর্কতা

আর এই দুই কিলোমিটার রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে। পাশাপাশি দেবকে দেখতে তার ভক্তদের ভিড়ও উপচে পড়েছিল। উল্লেখ্য, দেবের এই রোড শো কর্মসূচি ছিল গত বৃহস্পতিবার বিকেলে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জেলার আকাশ জুড়ে দেখা যায় কালো মেঘের ঘনঘটা। তুমুল বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। যার ফলে তৃণমূলের এই কর্মসূচি বাতিল হয়ে যায়।

কিন্তু দেবকে দেখতে সেখানে ঘণ্টা দুই-তিনেক আগে থেকেই তাঁর ভক্তরা অপেক্ষা করছিলেন। অপেক্ষা ছিলেন দলের কর্মী সমর্থকরা। তাই বৃহস্পতিবারের কর্মসূচি বাতিল হলেও শুক্রবার সেই কর্মসূচি পুনরায় রাখা হয়।। আর সেই কর্মসূচি অনুযায়ী এদিন দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।

নয়ন ঘোষ

Higher Secondary Results 2024: বাবা রিকশা চালক.., মা বাঁধেন বিড়ি…, উচ্চমাধ্যমিকে বিরাট চমক বসিরহাটের রুবিনা খাতুনের!

বসিরহাট: মা সংসারের হাল ধরতে বিড়ি বাঁধেন, ওদিকে বাবার দিন কাটে রিকশা টেনে। টানাটানির সেই সংসারেই উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে চমক দিল হাসনাবাদের রুবিনা খাতুন।

এ যেন দারিদ্রের কাছে হার না মানা এক সাহসী উত্থানের গল্প। উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদের বরুনহাট এলাকার মেয়ে রুবিনা খাতুন চরম অনটনের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছে। ত্রিপলের ছাউনির ঘরে কোনওক্রমে বসবাস। প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি না পড়াশোনার তেমন ঝোঁক। এমনকি এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নয়। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলল রুবিনা। যার মধ্যে ভূগোলে ৯৯, দর্শনে ৯৮ নম্বর তুলেছে রুবিনা।

আরও পড়ুন: কাচ্চি বিরিয়ানির হাঁড়ি কেন ‘লাল’ কাপড়েই মোড়া থাকে…? অধিকাংশ বিরিয়ানি প্রেমিকদেরই অজানা! চমকে দেবে ‘সঠিক’ উত্তর

মাথার উপরে নেই শক্তপোক্ত ছাদ। তবুও অসম্ভবকে সম্ভব করে দেখাল রুবিনা। উত্তর ২৪ পরগনা হাসনাবাদ ব্লকের বরুনহাট হাই স্কুলের ছাত্রী রুবিনা খাতুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৪৭৯ যা প্রায় ৯৬ শতাংশ। রুবিনা ছোট থেকেই খুবই মেধাবী। সে ভূগোল নিয়ে পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। কিন্তু আর্থিক অনটন তাঁর উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা।

রুবিনার গৃহশিক্ষক তাপস রায় জানান, “ও ছোট থেকে খুব মেধাবী, আর্থিক অবস্থা খুব ভাল নয়। আমরা সবাই রুবিনার পাশে আছি। উচ্চ শিক্ষার জন্য সব রকম সাহায্য করব।’ রুবিনা জানায় ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়। কিন্তু চরম সঙ্গে লড়াই করে রুবিনা কি পারবে সেই সাফল্যে পৌঁছতে? সেটাই এখন রুবিনার কাছে বড় চ্যালেঞ্জ।

জুলফিকার মোল্যা

Weather update: দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ তিন জেলায়

কলকাতা: আগামী দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে কলকাতা সহ দুই জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী দুই ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় আসতে চলেছে তিন জেলায়।

শুধু ঝড় নয়, বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তিন জেলায়। আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জানিয়েছে আলিপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা-সহ দুই জেলার।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

আগেই হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ ছয় জেলায়। বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

IMD Thunderstorm Alert: বিহার-ওড়িশা হয়ে অসম পর্যন্ত ঘূর্ণাবর্তের জাল, ফের একবার প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব, ৫০-৬০ কিমি গতিতে বইবে হাওয়া

বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ থ্রু বিস্তৃত রয়েছে ওড়িশার সাইক্লোনিক সার্কুলেশন ক্ষেত্রের উপর দিয়ে৷ অন্যদিকে এটি যুক্ত রয়েছে অসম ও তার পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণাবর্তের সঙ্গে৷ এর ফলে বাংলার ভাগ্যে ফের একবার ঝড়-বৃষ্টির তাণ্ডব৷ 
বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ থ্রু বিস্তৃত রয়েছে ওড়িশার সাইক্লোনিক সার্কুলেশন ক্ষেত্রের উপর দিয়ে৷ অন্যদিকে এটি যুক্ত রয়েছে অসম ও তার পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণাবর্তের সঙ্গে৷ এর ফলে বাংলার ভাগ্যে ফের একবার ঝড়-বৃষ্টির তাণ্ডব৷
আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং ইতঃস্তত বিক্ষিপ্ত  বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং ইতঃস্তত বিক্ষিপ্ত  বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কলকাতার হাওয়া অফিসের জারি করা সাম্প্রতিক ওয়েদার আপডেট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১ তারিখ ফের একবার তোলপাড় করা ঝড় বৃষ্টির প্রকোপ  হবে৷
কলকাতার হাওয়া অফিসের জারি করা সাম্প্রতিক ওয়েদার আপডেট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১ তারিখ ফের একবার তোলপাড় করা ঝড় বৃষ্টির প্রকোপ  হবে৷
জারি হয়েছে বৃষ্টির প্রাবল্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট৷ ঘণ্টায় ৫০- ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ তার সঙ্গী হবে বজ্র-বিদ্যুৎ সব বৃষ্টি৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া,  কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷
জারি হয়েছে বৃষ্টির প্রাবল্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট৷ ঘণ্টায় ৫০- ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ তার সঙ্গী হবে বজ্র-বিদ্যুৎ সব বৃষ্টি৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া,  কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷
বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। ঝড় রীতিমত তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দুর্যোগ। ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। ঝড় রীতিমত তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দুর্যোগ। ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।‌ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সঙ্গেবজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।‌ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সঙ্গেবজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে বহাল থাকছে ঝড় বৃষ্টি। উত্তরের একাধিক জেলাতে বৃষ্টির তান্ডব চলবে। বিশেষ করে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে এইদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মালদহে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে বহাল থাকছে ঝড় বৃষ্টি। উত্তরের একাধিক জেলাতে বৃষ্টির তান্ডব চলবে। বিশেষ করে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে এইদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মালদহে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিগত বেশ কিছুদিন দিনে তাপমাত্রার অনেকখানি পরিবর্তন হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । বিক্ষিপ্তভাবে চলেছে ঝড় বৃষ্টির তান্ডব। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে।
পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিগত বেশ কিছুদিন দিনে তাপমাত্রার অনেকখানি পরিবর্তন হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । বিক্ষিপ্তভাবে চলেছে ঝড় বৃষ্টির তান্ডব। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে।
টানা গরমের হাত থেকে বিগত দু চার দিন অনেকখানি স্বস্তি মিলেছে। ‌ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি জেলা পুরুলিয়া। বিক্ষিপ্তভাবে এই কয়েকদিনের বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রোদের দাপটও অনেকখানি কম রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গোটা জেলার মানুষেরা।
টানা গরমের হাত থেকে বিগত দু চার দিন অনেকখানি স্বস্তি মিলেছে। ‌ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি জেলা পুরুলিয়া। বিক্ষিপ্তভাবে এই কয়েকদিনের বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রোদের দাপটও অনেকখানি কম রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গোটা জেলার মানুষেরা।
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। Input- Sharmistha Banerjee
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। Input- Sharmistha Banerjee

Ratha Yatra 2024: মাহেশের রথযাত্রা এখনও অনেক দেরি, অক্ষয় তৃতীয়াতে হয়ে গেল চন্দন যাত্রা, কী সেই সনাতন রীতি

হুগলি:  হুগলির মাহেশর জগন্নাথ মন্দিরে রথ যাত্রার শুভ আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার মাধ্যমে। কথিত আছে এই দিনেই নাকি জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্মকে স্বপ্ন দিয়েছিলেন তার সারা গায়ে চন্দনের প্রলেপ দেওয়ার জন্য। সেই থেকেই প্রতি বছর এই দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দির এর মতন হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কপালে চন্দনের পট্টি পড়ানো হয়।

কথিত ইতিহাস অনুযায়ী, রাজা ইন্দ্রদ্যুম্মকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়ে বলেন গরম থেকে রেহাই পাওয়ার জন্য তাকে চন্দন প্রলেপ দিতে বলা হয়। এর ঠিক ৪২ দিন বাদে রাজার কাছে আবার স্বপ্ন আসে যেখানে ঠাকুর বলেন চন্দনের জন্য তার মাথা ধরে গেছে তাই তাকে স্নান করাতে হবে।

আরও পড়ুন – Tarapith Mandir: তারাপীঠে তারা মা-র মন্দিরে বড়সড় রদবদল, একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল

ঠাকুরের আদেশ অনুযায়ী রাজা ১০৮ টি কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করান। সেই থেকেই চন্দন যাত্রার ৪৫ দিন বাদে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন হয়। এই স্নান এর পরে ঠাকুরের নাকি খুব জ্বর আসে। তাই জন্য স্নান যাত্রার পরে ১২ দিনের জন্য ঠাকুরকে গর্ভগৃহে নিভৃত বাসে রাখা হয়। ১২ দিনের মধ্যে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন তারপর তাকে নিয়ে রথযাত্রা শুরু হয়।

মাহেশের জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই মানুষজন ভিড় করেছিলেন চন্দন উৎসব দেখার জন্য কপালে চন্দনের প্রলেপ পড়ানোর জন্য এলাকার স্থানীয় মহিলারা আগের দিন রাত থেকেই চন্দন বাটতে শুরু করে দেয়। চন্দন বাটা হয়ে গেলে সেই চন্দনকে একটি বিশেষ কাপড়ের চুবিয়ে রাখা হয়। ও সেই কাপড়ের পট্টিটি চন্দন যাত্রা দিন জগন্নাথ দেবের কপালে লাগিয়ে দেওয়া হয়।

চন্দন যাত্রা অনুষ্ঠান শেষে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন, উৎসব আজ থেকে শুরু হল চন্দন যাত্রা উৎসব। আজকের পর থেকে টানা ৪২ দিন ধরে চলবে চন্দনযাত্রা উৎসব। বলা হয় এই দিন থেকেই রথযাত্রা আরম্ভ হয়। তিনি আরওবলেন অবশেষে চন্দন যাত্রার মধ্যে হয় মাহেশের রথের শুভ আরম্ভ হল। আজ থেকে ঠিক ৪৭ দিন বাদে মহেশের রথের চাকা গড়াবে।

আবার ভক্তবৃন্দদের ঢল নামবে মহাপ্রভু জগন্নাথ এর রথের টান দেওয়ার জন্য। আজ থেকে শুরু হয় পুরীতে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ,আর মাহেশে সূচনা হয় চন্দন যাত্রা উৎসবের। আজ থেকে আগামী ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। তারপর হবে স্নান যাত্রা উৎসব। বলা যায় চন্দন যাত্রা দিয়ে আজ থেকে মাহেশে রথযাত্রারও সূচনা হয়ে গেল।চন্দন যাত্রায় মাহেশ জগন্নাথ মন্দিরে সকাল থেকে ভক্তদের ভীর।মন্দিরের গর্ভগৃহের দ্বার খোলার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব।

মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানান,অক্ষয় তৃতীয় হল একটি অত্যন্ত শুভ দিন।বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস।অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। ৬২৮ বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি একই রকম রয়েছে।কোনো ক্ষয় নেই।এটাই মাহেশ জগন্নাথের মাহাত্ম্য।

Rahi Halder

HS Result 2024: বিরাট কোহলির ভক্ত. উচ্চমাধ্যমিকে পঞ্চম! অঙ্ক নিয়ে গবেষণা করার ইচ্ছা সৌনকের

উত্তর ২৪ পরগনা: বরানগরের বাসিন্দা, বিরাট কোহলির ভক্ত এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রীতিমতো তাক লাগিয়ে দিল। আগামী দিনে অঙ্ক নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে তার। কলকাতার স্কটিজ চার্চ স্কুলের কৃতি এই ছাত্রের নাম সৌনক কর। তার প্রাপ্ত নম্বর ৪৯২। নিজের এই সাফল্যের জন্য স্কুলের পাশাপাশি মা ও দিদির প্রেরণাকেই স্বীকৃতি দিচ্ছে সে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 

পড়াশোনার পাশাপাশি কোন বিষয়ে গভীরে জানতে ইন্টারনেটের সাহায্য নিতো সৌনক, জানালো নিজের মুখেই। পাশাপাশি, ক্রিকেট খেলা তার ভালোবাসার অন্য একটি জায়গা। তিনি বিরাট কোহলির ফ্যান। পড়াশুনার ফাঁকে অবসর সময়ে ক্রিকেট খেলা দেখেই আনন্দ নিত কৃতি এই ছাত্র। এলাকার ছেলের সাফল্যের কথা শুনেই বাড়িতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি বিশ্বজিৎ বর্ধন। মিষ্টি খাইয়ে বিশেষ অভিনন্দন জানান রাজ্যে পঞ্চম স্থান অধিকার করা এই কৃতি ছাত্রকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার ছেলের এমন সাফল্যে আজ খুশি প্রতিবেশী পরিবার সহ এলাকার মানুষজনও।
Rudra Narayan Roy

Lok sabha elections 2024: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

রানাঘাট: শুক্রবার বিজেপির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের ভাষণে এ দিন উঠে এল সন্দেশখালি প্রসঙ্গও।

শুক্রবার রানাঘাটের সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকান্ত এ দিন বলেন, “রানাঘাট আসনে আমাদের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই, ৪ লক্ষ মার্জিন বাড়ানোর লড়াই। তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবে না রানাঘাট থেকে জেতার।” সেই সঙ্গে মুকুটমণিকে প্রার্থী করা নিয়ে তিনি বলেন, “ওদের যদি নেতা থাকত তা হলে আমাদের বিধায়ককে চুরি করে নিয়ে যাওয়ার দরকার হতো না। মুকুটমনি পাকেটমানি হয়ে চলে যাবে।”

আরও পড়ুন: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক’টি ম্যাচ খেলবে?

মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্তের কটাক্ষ, “আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। উনি জয় বাংলা শ্লোগান দেন। মুখ্যমন্ত্রী জানেন বিজেপি ৩০টি আসন পাবে, তাই তিনি ইভিএম নিয়ে বলছেন। এ বার একটি আসন হলেও তৃণমূল এর থেকে বেশি পাবে। ৩০টি আসন পেলে ৬ মাস অপেক্ষা করতে হবে না, তার আগেই বিজেপি এর মুখ্যমন্ত্রী নবান্নে বসবে। আমি কথা দিয়ে গেলাম এখান থেকে।”

অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে সুকান্ত বলেন, “আমাদের বিরোধীদের এখন দুটোই পজিশন আছে। নয় জেল, অথবা বেল।এখন বেল পেয়েছেন পড়ে জেলেও যেতে পারেন।” পাশাপাশি সন্দেশখালি প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশকে আক্রমণ করে বলেন, “পুলিশ এক জন রিতাকে ১৬৪ করিয়েছে। পুলিশ করিয়েছে ম্যাজিস্টেট-এর সামনে। পুলিশ কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাতে ধর্ষনের অভিযোগ আছে। এর মধ্য বিজেপি কোথায় এল? পুলিশ তা হলে ভুল বুঝিয়ে করিয়েছে? তা হলে দায় তো পুলিশের, তৃণমূল কংগ্রেসের, বিজেপির তো নয়।”

প্রসঙ্গত, রানাঘাটে আগামী ১৩ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপির হয়ে এই নির্বাচনে লড়ছেন জগন্নাথ সরকার। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। সিপিএস থেকে দাঁড়িয়েছেন অলোকেশ দাস।

Lok Sabha Election 2024: আসবেন প্রধানমন্ত্রী! তার আগেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়ার এই মাঠ

উত্তর ২৪ পরগনা: জগদ্দল পেপার মিল ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সভার মাঠ ঘিরেই এখন যত কান্ড। তবে এবার সেই মাঠেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়া। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার তরফে মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেবার অভিযোগ তোলে বিজেপি। তারপর তড়িঘড়ি মাঠ ঠিক করার কাজে নামে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন এসপিজির তরফ থেকেও মাঠ পরিদর্শন করা হয়। দেশের প্রধানমন্ত্রী আসছেন জেলায়, তাই প্রধানমন্ত্রীর সভার মাঠ দেখতে হাজির হয়েছিলেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর মধ্যে দিয়ে যেন সৌজন্যের রাজনীতি দেখল ব্যারাকপুর মহকুমার মানুষজন।

আরও পড়ুন: নজরে সন্দেশখালির রেখা পাত্র! কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? হলফনামার তথ্য

যদিও, জগদ্দলের বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তারা জগদ্দলের বিধায়কের উদ্দেশ্যে জয়শ্রী রাম স্লোগান দিতে থাকেন। সোমনাথ শ্যাম বলেন, মাঠে আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ উনি আমাদের প্রধানমন্ত্রী। যতক্ষণ তিনি মঞ্চে না উঠছেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী। মঞ্চে উঠে বিজেপির বক্তা, সুতরাং মাঠে আসাটা আমরা কর্তব্যের মধ্যে পড়ে, তাই তিনি এই সভার মাঠ পরিদর্শনে এসেছেন বলেও জানান। পাশাপাশি এদিন মাঠ পরিদর্শন আসেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ও। তিনি বলেন, খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেভেল করা হচ্ছে। কিন্তু পুরসভার তরফে কোনও সহযোগিতা করা হয়নি। উল্টে পুরসভা মাঠটি খুঁড়ে দিয়েছে। পেপার মিল কর্তৃপক্ষের মাঠ খুঁড়ে দেওয়া সত্ত্বেও, মিল কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এখন কড়া নিরাপত্তায় মোড়া হচ্ছে গোটা এলাকা।

Rudra Narayan Roy

Caring tips for old and rare books: পোকায় কাটা দুষ্প্রাপ্য বই ঝুরঝুরে হয়ে যাচ্ছে? রইল সহজ উপায়, দীর্ঘ দিন ঝকঝকে থাকবে বই

আপনার সংগ্রহের বইগুলো যদি সব সময় আপনাকে ব্যবহার করতে না হয় তাহলে সেগুলো সংরক্ষণ করার জন্য প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব সবচেয়ে ভালো। বইয়ের পরিমাণ যদি কম হয় তাহলে প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব ব্যবহার করতে পারেন বই সংরক্ষণের জন্য। প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব বইকে সূর্যরশ্মি, জল, বই খেয়ে ফেলার পোকা ইত্যাদির হাত থেকে রক্ষা করবে।
আপনার সংগ্রহের বইগুলো যদি সব সময় আপনাকে ব্যবহার করতে না হয় তাহলে সেগুলো সংরক্ষণ করার জন্য প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব সবচেয়ে ভালো। বইয়ের পরিমাণ যদি কম হয় তাহলে প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব ব্যবহার করতে পারেন বই সংরক্ষণের জন্য। প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব বইকে সূর্যরশ্মি, জল, বই খেয়ে ফেলার পোকা ইত্যাদির হাত থেকে রক্ষা করবে।
যেখানে সেখানে বই ফেলে রাখলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই বই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বুক শেলফ আদর্শ। কাঠ, মেটাল বা প্লাইউড বোর্ডের তৈরি শেলফ ব্যবহার করতে পারেন আপনার বই রাখার জন্য।
যেখানে সেখানে বই ফেলে রাখলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই বই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বুক শেলফ আদর্শ। কাঠ, মেটাল বা প্লাইউড বোর্ডের তৈরি শেলফ ব্যবহার করতে পারেন আপনার বই রাখার জন্য।
হঠাৎ করে দেখা যায় বইয়ের পাতাগুলো বাঁকা হয়ে গেছে কিংবা বইয়ের পাতাগুলো একে অপরের সঙ্গে লেগে গেছে। এগুলোর কারণ হিউমিডিটি। যে রুমের হিউমিডিটি কম সে রুমে বই বেশি দিন ভালো থাকে। সবচেয়ে ভালো হয় শতকরা ৩৫ ভাগ হিউমিডিটিতে বই রাখা।
হঠাৎ করে দেখা যায় বইয়ের পাতাগুলো বাঁকা হয়ে গেছে কিংবা বইয়ের পাতাগুলো একে অপরের সঙ্গে লেগে গেছে। এগুলোর কারণ হিউমিডিটি। যে রুমের হিউমিডিটি কম সে রুমে বই বেশি দিন ভালো থাকে। সবচেয়ে ভালো হয় শতকরা ৩৫ ভাগ হিউমিডিটিতে বই রাখা।
সরাসরি সূর্য রশ্মি পড়ে, গরম যন্ত্র—যেগুলো তাপ উৎপাদন করে সেগুলোর কাছাকাছি বই রাখবেন না। এতে বইয়ের বাঁধাই খুলে যেতে পারে। এ ছাড়া কাগজ শুষ্ক হয়ে বই বিকৃত হয়ে যেতে পারে। যে রুমে বই রাখবেন সেখানে ‘সফট লাইট’ ব্যবহার করুন।
সরাসরি সূর্য রশ্মি পড়ে, গরম যন্ত্র—যেগুলো তাপ উৎপাদন করে সেগুলোর কাছাকাছি বই রাখবেন না। এতে বইয়ের বাঁধাই খুলে যেতে পারে। এ ছাড়া কাগজ শুষ্ক হয়ে বই বিকৃত হয়ে যেতে পারে। যে রুমে বই রাখবেন সেখানে ‘সফট লাইট’ ব্যবহার করুন।
বই যেখানেই রাখুন না কেন কিছু ধুলোবালি তার ওপর জমেই যায়। কাজেই নির্দিষ্ট সময় পরপর বই পরিষ্কার করুন। বই পরিষ্কারের জন্য নরম কোনও কিছুর ঝাড়ু ব্যবহার করুন। বই মোছার জন্য সুতি কাপড় ব্যবহার করা ভালো।
বই যেখানেই রাখুন না কেন কিছু ধুলোবালি তার ওপর জমেই যায়। কাজেই নির্দিষ্ট সময় পরপর বই পরিষ্কার করুন। বই পরিষ্কারের জন্য নরম কোনও কিছুর ঝাড়ু ব্যবহার করুন। বই মোছার জন্য সুতি কাপড় ব্যবহার করা ভালো।
যে জায়গায় বা যে ঘরে বই রেখেছেন সেখানে কোন কিছু খাওয়া দাওয়া করলে কখনও জল লেগে আপনার বই নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া ব্যাকটেরিয়া বা বইপোকার উৎপাত শুরু হতে পারে। একবার বইপোকার উপদ্রব শুরু হলে তাকে ঠেকানো খুব সহজ নয়। কাজেই বই রাখার জায়গায় খাওয়া দাওয়া একেবারে বাদ দিন।
যে জায়গায় বা যে ঘরে বই রেখেছেন সেখানে কোন কিছু খাওয়া দাওয়া করলে কখনও জল লেগে আপনার বই নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া ব্যাকটেরিয়া বা বইপোকার উৎপাত শুরু হতে পারে। একবার বইপোকার উপদ্রব শুরু হলে তাকে ঠেকানো খুব সহজ নয়। কাজেই বই রাখার জায়গায় খাওয়া দাওয়া একেবারে বাদ দিন।
আপনার সংগ্রহের কিছু কিছু বইয়ের বাঁধাইয়ে কাগজের সঙ্গে গ্লু ব্যবহার করা হয়েছে। আপনি হয়তো সেটা জানেন না। কিছু কিছু পোকার খাবার হচ্ছে এই গ্লু। এই পোকাগুলো আপনার বই কেটে ফেলবে আপনার অগোচরে। পোকার হাত থেকে বই রক্ষা করার কার্যকরী উপায় হচ্ছে বইয়ের মাপে মোটা কাগজের কাভার তৈরি করে বইকে সেই কাভারের ভেতর ঢুকিয়ে দেওয়া।
আপনার সংগ্রহের কিছু কিছু বইয়ের বাঁধাইয়ে কাগজের সঙ্গে গ্লু ব্যবহার করা হয়েছে। আপনি হয়তো সেটা জানেন না। কিছু কিছু পোকার খাবার হচ্ছে এই গ্লু। এই পোকাগুলো আপনার বই কেটে ফেলবে আপনার অগোচরে। পোকার হাত থেকে বই রক্ষা করার কার্যকরী উপায় হচ্ছে বইয়ের মাপে মোটা কাগজের কাভার তৈরি করে বইকে সেই কাভারের ভেতর ঢুকিয়ে দেওয়া।
যেখানেই বই রাখুন না কেন বই খাড়া অথবা শুইয়ে রাখুন। এতে বইয়ের বাঁধাই, পৃষ্ঠা ইত্যাদি দীর্ঘদিন ভালো থাকবে। এভাবে রাখার জন্যই বইয়ের ডিজাইন তৈরি করা হয়েছে।
যেখানেই বই রাখুন না কেন বই খাড়া অথবা শুইয়ে রাখুন। এতে বইয়ের বাঁধাই, পৃষ্ঠা ইত্যাদি দীর্ঘদিন ভালো থাকবে। এভাবে রাখার জন্যই বইয়ের ডিজাইন তৈরি করা হয়েছে।