কোচবিহার: ৮ মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল। ফলাফলের নিরিখে কোচবিহার জেলা থেকে তিন কৃতী ছাত্রী রয়েছে সেরা দশের তালিকায়। এদের মধ্যে একজন হল অঙ্কিতা ঘোষ। যে দশম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৮৭। শতাংশের নিরিখে যা হল ৯৭.৪ শতাংশ। তবে এখানেই শেষ নয়। অঙ্কিতা কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মূলত অঙ্কিতার কারণেই এই প্রথম মেধা তালিকার সেরা দশের তালিকায় স্থান পেল তাঁর স্কুল। এই বিষয়টি তাঁর স্কুল কর্তৃপক্ষ ও স্কুল শিক্ষিকাদের রীতিমতো খুশি করে তুলেছে।
কৃতী ছাত্রী অঙ্কিতা ঘোষ জানান, “সারাদিনে নিয়ম করে পড়তে বসার বিষয়টি তাঁর ছিল না। কারণ, দিনের বেশিরভাগ সময় সে পড়াশোনার প্রতি ব্যয় করত। তবে পড়াশোনার পাশাপাশি টিভি দেখতে বেশ ভাল লাগে তাঁর। এছাড়াও ভাল লাগে বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে। তাঁর মোট গৃহ শিক্ষক ছিলেন পাঁচ জন। ভবিষ্যতে তাঁর পরিকল্পনা রয়েছে একজন ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার। মূলত সে কারণে প্রস্তুতি ও শুরু করে দিয়েছে সে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভাল ভাবেই দিয়েছিল সে। তবে সেরা দশের তালিকায় যে নাম থাকবে তা সে ভাবতেও পারেনি। বাবা-মা ও স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে সে নিজেও আনন্দিত হয়েছে অনেকটাই।”
অঙ্কিতার বাবা সাধন ঘোষ জানান, “পেশাগতভাবে ব্যবসায়ী তিনি। তাই এই মেয়েকে খুব একটা বেশি সময় দিতে পারতেন না। তবে মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। যে কারণে সে এই সাফল্যটা পেয়েছে। তাই তিনি রীতিমতো খুশি।”
এছাড়া অঙ্কিতার মা অঞ্জনা ঘোষ জানান, “ভবিষ্যতে মেয়ে যা হতে চায় তাতেই সমর্থন রয়েছে তাঁদের। তাঁর এই সাফল্যের কারণে তাঁরা সকলেই রীতিমতো খুশি।” এছাড়া অঙ্কিতার স্কুলের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী জানান, “অঙ্কিতার এই সাফল্য স্কুলের নাম উজ্জ্বল করেছে। ভবিষ্যতে অঙ্কিতা আরও সাফল্য অর্জন করুক এমনটাই প্রত্যাশা তাঁদের।” অঙ্কিতার সাফল্য শুধুমাত্র স্কুল কিংবা তার বাড়িতেই নয় ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। জেলার মানুষেরাও রীতিমতো খুশি অঙ্কিতার এই সাফল্যের কারণে।
Sarthak Pandit