Category Archives: লাইফস্টাইল

Taki-Travel: ইচ্ছামতী নদীর ধারে টাকি! গরমের ছুটিতে দারুণ বেড়ানোর জায়গা! জানুন বিস্তারিত

মহানগর কলকাতার কাছে এমনই এক অসাধারন জায়গা আছে, যায় নাম টাকি। এখানে এলে ছুঁয়ে দেখা যায় প্রাচীন ইতিহাসকে।
মহানগর কলকাতার কাছে এমনই এক অসাধারন জায়গা আছে, যায় নাম টাকি। এখানে এলে ছুঁয়ে দেখা যায় প্রাচীন ইতিহাসকে।
নদীর এপারে টাকি শহর এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা ও কালিগঞ্জ। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা।
নদীর এপারে টাকি শহর এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা ও কালিগঞ্জ। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা।
সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি পেতে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট। গরান, গেঁওয়া, হেতাল গোলপাতা, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই মিনি সুন্দরবনের দেখা মিলবে।
সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি পেতে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট। গরান, গেঁওয়া, হেতাল গোলপাতা, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই মিনি সুন্দরবনের দেখা মিলবে।
এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বেশ কিছু জমিদারবাড়ি, প্রাচীন দুর্গা মন্দির, সুপ্রাচীন নলকূপ ইত্যাদি। ইছামতী নদী তীরের এই শহর দেশভাগের স্মৃতি বহন করে চলেছে।
এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের বেশ কিছু জমিদারবাড়ি, প্রাচীন দুর্গা মন্দির, সুপ্রাচীন নলকূপ ইত্যাদি। ইছামতী নদী তীরের এই শহর দেশভাগের স্মৃতি বহন করে চলেছে।
রায়চৌধুরীর জমিদারবাড়ি পুরোনো আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ।
রায়চৌধুরীর জমিদারবাড়ি পুরোনো আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরী পৈতৃক ভিটে। এই জমিদার বাড়ি ঘিরে আছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ।
প্রাচীন সীমান্ত শহর টাকির পর্যটন কেন্দ্র গুলির ঘোরার পাশাপাশি বহু প্রাচীন এই জোড়া শিব মন্দির ঘুরতে ভুল করবেন না।
প্রাচীন সীমান্ত শহর টাকির পর্যটন কেন্দ্র গুলির ঘোরার পাশাপাশি বহু প্রাচীন এই জোড়া শিব মন্দির ঘুরতে ভুল করবেন না।

Cinnamon health benefits: রান্নায় ব্যবহার করেই ফেলে দেন, দারচিনির গুণাগুণ জানলে কিন্তু চমকে উঠবেন

বিভিন্ন রান্নাকে স্বাদ এবং গন্ধে অতুলনীয় করে তুলতে ব্যবহার করা হয় গরমমশলা। বাঙালির রান্নায় গরমমশলা খুবই গুরুত্বপূর্ণ। সেই গরমমশলার একটি উপাদান হল দারচিনি। দারচিনি আমরা সবাই রান্নায় ব্যবহার করি, কিন্তু না খেয়ে ফেলে দিই। জানেন দারচিনির কত গুণ?

১. অ্যান্টিঅক্সিডেন্ট: পলিফেনল-সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ দারচিনি। নিয়মিত দারচিনি খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়,যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

২. অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ: শরীরে যে কোনও রকম জ্বালা কমানোর ক্ষমতা রয়েছে এই মশলার। দেহের কোনও টিস্যুর ক্ষতি হলে বা দেহের কোথাও জ্বালা হলে দারচিনি সেবন করতে পারেন।

৩. হার্টের স্বাস্থ্যের জন্য: হার্টের স্বাস্থ্যের জন্য দারচিনি খুবই ভাল। ৩-৪ চামচ করে নিয়মিত দারচিনি খেলে ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল কমে। যার ফলে হৃদরোগের সম্ভাবনা কমে।

৪. ক্যানসার প্রতিরোধ: গবেষকদের মতে, ক্যানসারের চিকিৎসা এবং এই রোগের ঝুঁকি কমাতেও কার্যকর দারচিনি। ক্যানসার আক্রান্ত কোষ অর্থাৎ মেলানোমা যাতে শরীরে ছড়িয়ে না পড়ে তাতেও ভূমিকা রয়েছে দারচিনির।

আরও পড়ুন: গিনেস বুকে নাম তোলার শখ বলে বেছে নিলেন গাছকে, কী করলেন যুবক?

৫. ব্লাড সুগার কমাতে: রক্তে ব্লাড সুগার কমাতে বেশ কার্যকর দারচিনি। রক্তে সুগারের মাত্রা, কমাতে টাইপ-২ ডায়াবিটিসের ক্ষেত্রে এই মশলা বেশ উপকারি।

৬. ব্যাক্টেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কমাতে: ব্যাক্টেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কমাতে দারচিনি বেশ উপকারি। লিস্টেরিয়া এবং সালমোনেলা নামক ব্যাক্টেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে দারচিনি।

The Savoury South: কলকাতায় বসেই দিব্যি চেখে দেখা যাবে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার; এলাহি আয়োজন শহরের পাঁচতারা হোটেলে

শহরবাসী যাতে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারে, তার জন্য বিশেষ আয়োজন করেছে কলকাতার তাজ সিটি সেন্টার নিউ টাউন। আসলে ৪ মে থেকে আগামী ১২ মে পর্যন্ত শামিয়ানায় আয়োজিত হয়েছে সাদার্ন স্পাইস-এর এক বিশেষ পপ-আপ। অর্থাৎ চেন্নাইয়ের তাজ করমণ্ডলের সেই প্রসিদ্ধ স্বাদ উপভোগ করতে পারবেন কলকাতাবাসীও। Photo: Siddhartha Sarkar
শহরবাসী যাতে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারে, তার জন্য বিশেষ আয়োজন করেছে কলকাতার তাজ সিটি সেন্টার নিউ টাউন। আসলে ৪ মে থেকে আগামী ১২ মে পর্যন্ত শামিয়ানায় আয়োজিত হয়েছে সাদার্ন স্পাইস-এর এক বিশেষ পপ-আপ। অর্থাৎ চেন্নাইয়ের তাজ করমণ্ডলের সেই প্রসিদ্ধ স্বাদ উপভোগ করতে পারবেন কলকাতাবাসীও। Photo: Siddhartha Sarkar
প্রসঙ্গত কলকাতার তাজ সিটি সেন্টার নিউটাউন চত্বরেই অবস্থিত শামিয়ানা। আর এখানেই মিলছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের প্রত্যন্ত অঞ্চলের রকমারি আমিষ এবং নিরামিষ খাবার চেখে দেখার সুযোগ। অর্থাৎ অতিথিরা কলকাতায় বসে বসেই দিব্যি পাড়ি দিতে পারবেন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কারণ খাবারের পাশাপাশি, সাজসজ্জার ক্ষেত্রেও রাখা হয়েছে দক্ষিণী ছোঁয়া।
প্রসঙ্গত কলকাতার তাজ সিটি সেন্টার নিউটাউন চত্বরেই অবস্থিত শামিয়ানা। আর এখানেই মিলছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের প্রত্যন্ত অঞ্চলের রকমারি আমিষ এবং নিরামিষ খাবার চেখে দেখার সুযোগ। অর্থাৎ অতিথিরা কলকাতায় বসে বসেই দিব্যি পাড়ি দিতে পারবেন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কারণ খাবারের পাশাপাশি, সাজসজ্জার ক্ষেত্রেও রাখা হয়েছে দক্ষিণী ছোঁয়া।
আর চেন্নাইয়ের তাজ করমন্ডলের শ্যেফ ই. প্রকাশের (Chef E. Prakash, Taj Coromandel) তত্ত্বাবধানেই বঙ্গের অতিথিদের রসনাতৃপ্তির জন্য ঐতিহ্যবাহী এবং অতুলনীয় স্বাদের দক্ষিণী খাবারের মেন্যু তৈরি করা হয়েছে। এখানে এলে অতিথিরা চেখে দেখতে পারেন রকমারি দক্ষিণী ঐতিহ্যবাহী খানাপিনা।
আর চেন্নাইয়ের তাজ করমন্ডলের শ্যেফ ই. প্রকাশের (Chef E. Prakash, Taj Coromandel) তত্ত্বাবধানেই বঙ্গের অতিথিদের রসনাতৃপ্তির জন্য ঐতিহ্যবাহী এবং অতুলনীয় স্বাদের দক্ষিণী খাবারের মেন্যু তৈরি করা হয়েছে। এখানে এলে অতিথিরা চেখে দেখতে পারেন রকমারি দক্ষিণী ঐতিহ্যবাহী খানাপিনা।
স্যুপের মধ্যে থাকছে তুলসী রসম এবং কোঝি মেলাগু চারু। এরপর অ্যাপেটাইজার হিসেবে রাখা হয়েছে উলুন্ডু বড়াই, পোড়ি ইডলি, মুরুঙ্গাই কীরাই আদাই, এরাল পোরিচাথু, কোঝি উপ্পু কারি এবং ভাইগাই কারি সুক্কা। এবার আসা যাক বিভিন্ন ধরনের কারির কথায়। রয়েছে উরুলাই পাত্তানি কারা মশালা, কাইকারি কুর্মা, আরাচিভিত্তা সম্বর, বিটরুট বিনস পারুপ্পু উসিলি, রয়ালা ইগুরু, মীন মঙ্গা কারি, করাইকুড়ি চিকেন কারি এবং আত্তু এরাচি কুঝাম্বু।
স্যুপের মধ্যে থাকছে তুলসী রসম এবং কোঝি মেলাগু চারু। এরপর অ্যাপেটাইজার হিসেবে রাখা হয়েছে উলুন্ডু বড়াই, পোড়ি ইডলি, মুরুঙ্গাই কীরাই আদাই, এরাল পোরিচাথু, কোঝি উপ্পু কারি এবং ভাইগাই কারি সুক্কা। এবার আসা যাক বিভিন্ন ধরনের কারির কথায়। রয়েছে উরুলাই পাত্তানি কারা মশালা, কাইকারি কুর্মা, আরাচিভিত্তা সম্বর, বিটরুট বিনস পারুপ্পু উসিলি, রয়ালা ইগুরু, মীন মঙ্গা কারি, করাইকুড়ি চিকেন কারি এবং আত্তু এরাচি কুঝাম্বু।
এখানেই শেষ নয়, রয়েছে বিরিয়ানিও। এই তালিকায় রাখা হয়েছে কাইকারি বিরিয়ানি, পাল্লিপালায়াম চিকেন বিরিয়ানি এবং রায়ালাসীমা মামসাম বিরিয়ানি। এর পাশাপাশি রয়েছে ভাত এবং রুটি জাতীয় খাবারও। সেই তালিকায় যোগ করা হয়েছে বিসি বেলা হুলি আন্না, থায়ির সাদম, স্টিমড পোন্নি রাইস, কেরালা রেড রাইস, পরোটা এবং আপ্পম। এছাড়া থাকবে থালির ব্যবস্থাও। ফলে অতিথিরা চাইলে ভেজ কিংবা নন-ভেজ দুই ধরনের থালিই চেখে দেখতে পারবেন।
এখানেই শেষ নয়, রয়েছে বিরিয়ানিও। এই তালিকায় রাখা হয়েছে কাইকারি বিরিয়ানি, পাল্লিপালায়াম চিকেন বিরিয়ানি এবং রায়ালাসীমা মামসাম বিরিয়ানি। এর পাশাপাশি রয়েছে ভাত এবং রুটি জাতীয় খাবারও। সেই তালিকায় যোগ করা হয়েছে বিসি বেলা হুলি আন্না, থায়ির সাদম, স্টিমড পোন্নি রাইস, কেরালা রেড রাইস, পরোটা এবং আপ্পম। এছাড়া থাকবে থালির ব্যবস্থাও। ফলে অতিথিরা চাইলে ভেজ কিংবা নন-ভেজ দুই ধরনের থালিই চেখে দেখতে পারবেন।
শেষ পাতে তো মিষ্টি চাইই! সেই কথা মাথায় রেখে মেন্যুতে রাখা হয়েছে এলানীর পায়সম, কুম্বাকোনম কাপি আইসক্রিম এবং সেমিয়া পাল পায়সম। এলাহি খাওয়াদাওয়ার পাশাপাশি পানীয় না হলে তো আর জমবে না! সেই কারণে রাখা হয়েছে পানীয়ের ব্যবস্থাও। অতিথিরা উপভোগ করতে পারবেন নীর মোর, টেন্ডার কোকোনাট ওয়াটার, ডাবরা কাপি এবং চায়া। এছাড়া মকটেল মেন্যুতে রাখা হয়েছে জিঞ্জার পাঞ্চ, পানগম, বসন্ত নীর এবং ত্রিবেণী সঙ্গমম। সব মিলিয়ে দু’জনের খরচ পড়বে ট্যাক্স-সহ ৪০০০ টাকা।
শেষ পাতে তো মিষ্টি চাইই! সেই কথা মাথায় রেখে মেন্যুতে রাখা হয়েছে এলানীর পায়সম, কুম্বাকোনম কাপি আইসক্রিম এবং সেমিয়া পাল পায়সম। এলাহি খাওয়াদাওয়ার পাশাপাশি পানীয় না হলে তো আর জমবে না! সেই কারণে রাখা হয়েছে পানীয়ের ব্যবস্থাও। অতিথিরা উপভোগ করতে পারবেন নীর মোর, টেন্ডার কোকোনাট ওয়াটার, ডাবরা কাপি এবং চায়া। এছাড়া মকটেল মেন্যুতে রাখা হয়েছে জিঞ্জার পাঞ্চ, পানগম, বসন্ত নীর এবং ত্রিবেণী সঙ্গমম। সব মিলিয়ে দু’জনের খরচ পড়বে ট্যাক্স-সহ ৪০০০ টাকা।
এই প্রসঙ্গে কলকাতা তাজ সিটি সেন্টার নিউটাউনের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “চেন্নাইয়ের তাজ করমণ্ডলের দক্ষিণ ভারতীয় স্পেশালিটি রেস্তোরাঁ ‘সাদার্ন স্পাইস’-কে কলকাতায় আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের অতিথিরা যাতে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। দক্ষিণ ভারতের সমৃদ্ধ স্বাদ উপভোগ করার জন্য শামিয়ানায় আমরা সকলকে স্বাগত জানাচ্ছি।”
এই প্রসঙ্গে কলকাতা তাজ সিটি সেন্টার নিউটাউনের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “চেন্নাইয়ের তাজ করমণ্ডলের দক্ষিণ ভারতীয় স্পেশালিটি রেস্তোরাঁ ‘সাদার্ন স্পাইস’-কে কলকাতায় আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের অতিথিরা যাতে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। দক্ষিণ ভারতের সমৃদ্ধ স্বাদ উপভোগ করার জন্য শামিয়ানায় আমরা সকলকে স্বাগত জানাচ্ছি।”

Tea Effects on Skin: দুধ চা খেলে কি আদৌ গায়ের রং কালো হয়ে যায়? ৯০% মানুষই এই ভুলটা করে, আসল সত্যিটা জানালেন চিকিৎসক

গরম হোক বা শীত, ঘুম থেকে উঠে কিংবা বিকেলে এক কাপ চা চাই-ই চাই৷ বেশিরভাগ মানুষ চায়ে চুমুক না দিলে অস্বস্তি বোধ করেন। প্রচণ্ড গরমেও চায়ের স্টলে ধোঁওয়া ওঠা চায়ে চুমুক দিতে দেখা যায় লোকজনকে।
গরম হোক বা শীত, ঘুম থেকে উঠে কিংবা বিকেলে এক কাপ চা চাই-ই চাই৷ বেশিরভাগ মানুষ চায়ে চুমুক না দিলে অস্বস্তি বোধ করেন। প্রচণ্ড গরমেও চায়ের স্টলে ধোঁওয়া ওঠা চায়ে চুমুক দিতে দেখা যায় লোকজনকে।
অনেকেই চায়ের প্রতি এতটাই নেশা থাকে যে প্রচণ্ড গরমেও সারাদিনে বেশ কয়েক কাপ চা খেয়ে ফেলেন। তবে বলা হয় যে, চা অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়। অনেকে এটাকে সত্য বলে মেনে নিচ্ছেন, আবার কেউ কেউ এটাকে নিছক গুজব বলছেন। আপনিও যদি এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন এর সত্যতা।
অনেকেই চায়ের প্রতি এতটাই নেশা থাকে যে প্রচণ্ড গরমেও সারাদিনে বেশ কয়েক কাপ চা খেয়ে ফেলেন। তবে বলা হয় যে, চা অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়। অনেকে এটাকে সত্য বলে মেনে নিচ্ছেন, আবার কেউ কেউ এটাকে নিছক গুজব বলছেন। আপনিও যদি এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন এর সত্যতা।
ইউপির কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. যুগল রাজপুত বলেছেন যে চা খাওয়ার সঙ্গে মানুষের গায়ের রঙের কোনও সম্পর্ক নেই। যারা মনে করেন চা খেলে গায়ের রং কালো হয়ে যেতে পারে তারা ভুলটাই জানেন।
ইউপির কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. যুগল রাজপুত বলেছেন যে চা খাওয়ার সঙ্গে মানুষের গায়ের রঙের কোনও সম্পর্ক নেই। যারা মনে করেন চা খেলে গায়ের রং কালো হয়ে যেতে পারে তারা ভুলটাই জানেন।
চিকিৎসকের মতে, মানুষের কখনওই এটা বিশ্বাস করা উচিত নয়। মানুষের ত্বকের রং তাদের জিনগত কারণের উপর নির্ভর করে। আপনি যতই চা খান না কেন, আপনার গায়ের রঙের সঙ্গে এর কোনও প্রভাব নেই। বেশি গরম চা পান করলে অনেক সময় উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে, কিন্তু চা ঠোঁটের রং পরিবর্তন করে না।
চিকিৎসকের মতে, মানুষের কখনওই এটা বিশ্বাস করা উচিত নয়। মানুষের ত্বকের রং তাদের জিনগত কারণের উপর নির্ভর করে। আপনি যতই চা খান না কেন, আপনার গায়ের রঙের সঙ্গে এর কোনও প্রভাব নেই। বেশি গরম চা পান করলে অনেক সময় উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে, কিন্তু চা ঠোঁটের রং পরিবর্তন করে না।
চিকিৎসক যুগল রাজপুত জানান, চায়ে এমন অনেক উপাদান রয়েছে, যা অতিরিক্ত খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে, মানুষের চা পরিমাণমতো খাওয়া উচিত।
চিকিৎসক যুগল রাজপুত জানান, চায়ে এমন অনেক উপাদান রয়েছে, যা অতিরিক্ত খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে, মানুষের চা পরিমাণমতো খাওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের রং কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। ত্বকের রং ফর্সা করার জন্য অনেকেই নানা কিছু করে থাকেন, তারপরও ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করা যায় না। কিছু সময় পর ত্বক তার স্বাভাবিক রূপে ফিরে আসে।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের রং কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। ত্বকের রং ফর্সা করার জন্য অনেকেই নানা কিছু করে থাকেন, তারপরও ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করা যায় না। কিছু সময় পর ত্বক তার স্বাভাবিক রূপে ফিরে আসে।
চিকিৎসক জানিয়েছেন,গরমে ত্বক সুস্থ রাখতে মানুষের উচিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া৷ এবং শরীরকে হাইড্রেটেড রাখা। এই গরমের মরশুম ফল ও টাটকা শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন সি সমৃদ্ধ জিনিস খেলেও ত্বকের উন্নতি ঘটে। তবে  চা খেলে গায়ের রঙের কোনও পরিবর্তন হয় না৷
চিকিৎসক জানিয়েছেন,গরমে ত্বক সুস্থ রাখতে মানুষের উচিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া৷ এবং শরীরকে হাইড্রেটেড রাখা। এই গরমের মরশুম ফল ও টাটকা শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন সি সমৃদ্ধ জিনিস খেলেও ত্বকের উন্নতি ঘটে। তবে চা খেলে গায়ের রঙের কোনও পরিবর্তন হয় না৷

Cucumber Juice Health Benefits: ১ গ্লাস সবুজ রসের ম্যাজিক! নিমেষে ঝরবে মেদ! পালাবে কোষ্ঠকাঠিন্য, হাইপ্রেশার! দূর হবে মুখের দুর্গন্ধ

ত্বকের যত্নে শসার অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই পানীয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। শসার রস শরীর থেকে টক্সিন দূর করে, যার কারণে ত্বক পরিষ্কার ও সুস্থ থাকে।সুস্মিতা গোস্বামী
ত্বকের যত্নে শসার অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই পানীয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। শসার রস শরীর থেকে টক্সিন দূর করে, যার কারণে ত্বক পরিষ্কার ও সুস্থ থাকে।

 

ত্বকের যত্নে শসার অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই পানীয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। শসার রস শরীর থেকে টক্সিন দূর করে, যার কারণে ত্বক পরিষ্কার ও সুস্থ থাকে। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
ত্বকের যত্নে শসার অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই পানীয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। শসার রস শরীর থেকে টক্সিন দূর করে, যার কারণে ত্বক পরিষ্কার ও সুস্থ থাকে। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য শসার রস পান করা উপকারী। এটি মলত্যাগকে ও হজমের গতিকে ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য সারায় শসায় থাকা পুষ্টিগুণ।সুস্মিতা গোস্বামী
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য শসার রস পান করা উপকারী। এটি মলত্যাগকে ও হজমের গতিকে ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য সারায় শসায় থাকা পুষ্টিগুণ।

 

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য শসার রস পান করা উপকারী। এটি মলত্যাগকে ও হজমের গতিকে ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য সারায় শসায় থাকা পুষ্টিগুণ।সুস্মিতা গোস্বামী
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য শসার রস পান করা উপকারী। এটি মলত্যাগকে ও হজমের গতিকে ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য সারায় শসায় থাকা পুষ্টিগুণ।

 

শসাতে উপস্থিত পটাসিয়াম ইলেক্ট্রোলাইট যা কিডনি দ্বারা ধরে রাখা সোডিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই শসার রস পান করলে তা রক্তচাপ কমাতে সাহায্য করে।সুস্মিতা গোস্বামী
শসাতে উপস্থিত পটাসিয়াম ইলেক্ট্রোলাইট যা কিডনি দ্বারা ধরে রাখা সোডিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই শসার রস পান করলে তা রক্তচাপ কমাতে সাহায্য করে।

 

শসাতে উপস্থিত পটাসিয়াম ইলেক্ট্রোলাইট যা কিডনি দ্বারা ধরে রাখা সোডিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই শসার রস পান করলে তা রক্তচাপ কমাতে সাহায্য করে।সুস্মিতা গোস্বামী
শসাতে উপস্থিত পটাসিয়াম ইলেক্ট্রোলাইট যা কিডনি দ্বারা ধরে রাখা সোডিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই শসার রস পান করলে তা রক্তচাপ কমাতে সাহায্য করে।
প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে গরম আবহাওয়ায় তৃষ্ণা ও জ্বালাপোড়া থেকে সহজেই উপশম হয়। তাই, কার্যকর ঔষধি উপাদান হিসেবে শসা ব্যবহার করে।সুস্মিতা গোস্বামী
প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে গরম আবহাওয়ায় তৃষ্ণা ও জ্বালাপোড়া থেকে সহজেই উপশম হয়। তাই, কার্যকর ঔষধি উপাদান হিসেবে শসা ব্যবহার করে।
প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে গরম আবহাওয়ায় তৃষ্ণা ও জ্বালাপোড়া থেকে সহজেই উপশম হয়। তাই, কার্যকর ঔষধি উপাদান হিসেবে শসা ব্যবহার করে।সুস্মিতা গোস্বামী
প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে গরম আবহাওয়ায় তৃষ্ণা ও জ্বালাপোড়া থেকে সহজেই উপশম হয়। তাই, কার্যকর ঔষধি উপাদান হিসেবে শসা ব্যবহার করে।
ওজন কমানোর জন্যও শসার রস পান করা যেতে পারে । এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীর বিপাকীয় হার বাড়ানোর পাশাপাশি পাচনতন্ত্রের গতি বাড়ায়। সুস্মিতা গোস্বামী
ওজন কমানোর জন্যও শসার রস পান করা যেতে পারে । এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীর বিপাকীয় হার বাড়ানোর পাশাপাশি পাচনতন্ত্রের গতি বাড়ায়।
ওজন কমানোর জন্যও শসার রস পান করা যেতে পারে । এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীর বিপাকীয় হার বাড়ানোর পাশাপাশি পাচনতন্ত্রের গতি বাড়ায়। সুস্মিতা গোস্বামী
ওজন কমানোর জন্যও শসার রস পান করা যেতে পারে । এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীর বিপাকীয় হার বাড়ানোর পাশাপাশি পাচনতন্ত্রের গতি বাড়ায়।
শসার রসে থাকা জল সকলের ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়াও শসার রস আপনার ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল থেকেও রক্ষা করতে পারে।সুস্মিতা গোস্বামী
শসার রসে থাকা জল সকলের ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়াও শসার রস আপনার ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল থেকেও রক্ষা করতে পারে।
শসার রসে থাকা জল সকলের ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়াও শসার রস আপনার ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল থেকেও রক্ষা করতে পারে।সুস্মিতা গোস্বামী
শসার রসে থাকা জল সকলের ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়াও শসার রস আপনার ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল থেকেও রক্ষা করতে পারে।

Health Tips: ক্যালসিয়ামের ভাণ্ডার! হাড় রাখে মজবুত, ত্বক থাকে ভাল, শরীর একদম ফিট এই শাক খেলেই

গরমে কোনও শাক জন্মানো খুব কঠিন। কিন্তু পুঁই শাক প্রচণ্ড গরমেও জন্মায়। এটি স্বাস্থ্যের ধন। এতে অনেক ধরনের ভিটামিন রয়েছে। এছাড়া এতে রয়েছে অনেক ধরনের খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা অনেক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রয়োজনীয়। পুঁই শাক খেলে ত্বক  তরুণ থাকে।
গরমে কোনও শাক জন্মানো খুব কঠিন। কিন্তু পুঁই শাক প্রচণ্ড গরমেও জন্মায়। এটি স্বাস্থ্যের ধন। এতে অনেক ধরনের ভিটামিন রয়েছে। এছাড়া এতে রয়েছে অনেক ধরনের খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা অনেক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রয়োজনীয়। পুঁই শাক খেলে ত্বক তরুণ থাকে।
ইউনিভার্সিটি অফ ডিস্ট্রিক্ট কলাম্বিয়ার একটি গবেষণা পত্র অনুসারে, পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং আয়রন রয়েছে। এতে পালং শাকের চেয়ে তিন গুণ বেশি ভিটামিন সি এবং দেড় গুণ বেশি ভিটামিন এ রয়েছে।
ইউনিভার্সিটি অফ ডিস্ট্রিক্ট কলাম্বিয়ার একটি গবেষণা পত্র অনুসারে, পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং আয়রন রয়েছে। এতে পালং শাকের চেয়ে তিন গুণ বেশি ভিটামিন সি এবং দেড় গুণ বেশি ভিটামিন এ রয়েছে।
পুঁই শাকের কান্ডেও ঔষধি গুণ রয়েছে। এটি হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। এর পাশাপাশি এটি প্রস্রাবের রোগেও খুবই উপকারী।
পুঁই শাকের কান্ডেও ঔষধি গুণ রয়েছে। এটি হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। এর পাশাপাশি এটি প্রস্রাবের রোগেও খুবই উপকারী।
পুঁই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যার কারণে এটি হাড়কে খুব মজবুত করে। এই শাক গরম জলে ফুটিয়ে পান করলেও গলা ব্যথা উপশম হয়। পুঁই শাকে পটাসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
পুঁই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যার কারণে এটি হাড়কে খুব মজবুত করে। এই শাক গরম জলে ফুটিয়ে পান করলেও গলা ব্যথা উপশম হয়। পুঁই শাকে পটাসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
ডায়েটিশিয়ান গরিমা গোয়েল জানিয়েছেন যে, পুঁই শাক ক্যালসিয়ামে পূর্ণ। এর পাশাপাশি এতে ভিটামিন কে এবং আয়রনের কোনও ঘাটতি নেই। তাই এই শাক খেলে হাড় মজবুত থাকে। দ্বিতীয়ত, এটি হাড়ের বয়স সম্পর্কিত ক্ষয় রোধ করে। এতে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমে।
ডায়েটিশিয়ান গরিমা গোয়েল জানিয়েছেন যে, পুঁই শাক ক্যালসিয়ামে পূর্ণ। এর পাশাপাশি এতে ভিটামিন কে এবং আয়রনের কোনও ঘাটতি নেই। তাই এই শাক খেলে হাড় মজবুত থাকে। দ্বিতীয়ত, এটি হাড়ের বয়স সম্পর্কিত ক্ষয় রোধ করে। এতে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমে।
এতে থাকা ভিটামিন সি ত্বকের জন্য সবচেয়ে উপকারী। এর ফলে ত্বক পুষ্টি পায় এবং কোলাজেনের উৎপাদনও বৃদ্ধি পায়। তাই ভিটামিন সি ত্বকের বয়সজনিত রোগ কমাতে সাহায্য করে।
এতে থাকা ভিটামিন সি ত্বকের জন্য সবচেয়ে উপকারী। এর ফলে ত্বক পুষ্টি পায় এবং কোলাজেনের উৎপাদনও বৃদ্ধি পায়। তাই ভিটামিন সি ত্বকের বয়সজনিত রোগ কমাতে সাহায্য করে।

Health Tips: রান্নার স্বাদ বাড়াতে টম্যাটো দিচ্ছেন? কাঁচা তো দূর, রান্না খাবারও কারা ভুলেও ছোঁবেন না? জানুন চিকিৎসকের মত

*ডায়েটে বেশি করে টম্যাটো খাচ্ছেন? টম্যাটো খাওয়া ভাল, তবে বেশি খেলে বিপদও ডেকে আনে। কী সমস্যা হতে পারে বেশি টম্যাটো খেলে, কি বলছেন বিশেষজ্ঞরা, জানুন... প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি। 
*ডায়েটে বেশি করে টম্যাটো খাচ্ছেন? টম্যাটো খাওয়া ভাল, তবে বেশি খেলে বিপদও ডেকে আনে। কী সমস্যা হতে পারে বেশি টম্যাটো খেলে, কি বলছেন বিশেষজ্ঞরা, জানুন… প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি। 
*টম্যাটো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। টম্যাটোয় রয়েছে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ রয়েছে বিপুল পরিমাণে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ ত্বক ও চোখের সুস্থতা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইল ছবি। ফাইল ছবি। 
*টম্যাটো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। টম্যাটোয় রয়েছে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ রয়েছে বিপুল পরিমাণে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ ত্বক ও চোখের সুস্থতা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইল ছবি। ফাইল ছবি। 
*কিন্তু টম্যাটো বেশি খাওয়া ভাল না খারাপ কি বলছেন ডাক্তার কিংশুক প্রামানিক, শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টম্যাটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে। ফাইল ছবি। 
*কিন্তু টম্যাটো বেশি খাওয়া ভাল না খারাপ কি বলছেন ডাক্তার কিংশুক প্রামানিক, শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টম্যাটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে। ফাইল ছবি। 
*টম্যাটোয় রয়েছে ক্যালসিয়াম এবং অক্সালেট, যা প্রায়শই হজম হয় না এবং শরীর থেকে সহজে বের করে দেয় না। এই খনিজগুলো জমা হয় এবং এটি কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে। ফাইল ছবি। 
*টম্যাটোয় রয়েছে ক্যালসিয়াম এবং অক্সালেট, যা প্রায়শই হজম হয় না এবং শরীর থেকে সহজে বের করে দেয় না। এই খনিজগুলো জমা হয় এবং এটি কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে। ফাইল ছবি। 
*টম্যাটোয় থাকা হিস্টামিন যৌগটি থেকে অ্যালার্জি হতে পারে। ত্বকে ফুসকুড়ি, কাশি, হাঁচি এবং গলায় চুলকানি এটি খাওয়ার পরেই দৃশ্যমান হতে পারে। যদিও ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদরা একইভাবে টম্যাটোর ত্বকের উপকারিতাকে প্রশংসা করেন, তবে এগুলো খুব বেশি খাওয়া আপনার ত্বকের জন্য ভাল নাও হতে পারে। ফাইল ছবি। 
*টম্যাটোয় থাকা হিস্টামিন যৌগটি থেকে অ্যালার্জি হতে পারে। ত্বকে ফুসকুড়ি, কাশি, হাঁচি এবং গলায় চুলকানি এটি খাওয়ার পরেই দৃশ্যমান হতে পারে। যদিও ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদরা একইভাবে টম্যাটোর ত্বকের উপকারিতাকে প্রশংসা করেন, তবে এগুলো খুব বেশি খাওয়া আপনার ত্বকের জন্য ভাল নাও হতে পারে। ফাইল ছবি। 
*টম্যাটো বেশি খাওয়ার ফলে লাইকোপেনোডার্মিয়া হতে পারে, রক্তে অতিরিক্ত লাইকোপিনের কারণে সৃষ্ট একটি অবস্থা। এটি আপনার ত্বককে নিস্তেজ করে দেয়। ফাইল ছবি।
*টম্যাটো বেশি খাওয়ার ফলে লাইকোপেনোডার্মিয়া হতে পারে, রক্তে অতিরিক্ত লাইকোপিনের কারণে সৃষ্ট একটি অবস্থা। এটি আপনার ত্বককে নিস্তেজ করে দেয়। ফাইল ছবি।

Anti Aging Oil: ত্বক দেখে বোঝা যাবে না বয়স! ৫০-এও জোয়ান! মাখুন সস্তার এই তেল! করিনা কাপুর খানও ব্যবহার করেন

 আজকাল মেয়েদের মুখে বয়সের ছাপ সময়ের অনেক আগেই পড়তে থাকে! অনেকের ৩০-এর পর থেকেই মুখে রিঙ্কেলস দেখা যায়! তবে এখনও এমন অনেককেই দেখা যায় যাদের বয়স ৫০ হয়ে গেলেও মুখে বয়সের ছাপ একটুও পড়েনি! একেবারে টান টান ত্বক! photo source colected
আজকাল মেয়েদের মুখে বয়সের ছাপ সময়ের অনেক আগেই পড়তে থাকে! অনেকের ৩০-এর পর থেকেই মুখে রিঙ্কেলস দেখা যায়! তবে এখনও এমন অনেককেই দেখা যায় যাদের বয়স ৫০ হয়ে গেলেও মুখে বয়সের ছাপ একটুও পড়েনি! একেবারে টান টান ত্বক! photo source collected
কী করে এমন টানটান ত্বক রাখা সম্ভব! তার জন্য নিশ্চয় প্রতি সপ্তাহে পার্লারে ছুটতে হয়! না এটা একেবারেই ভুল ধারণা! আমাদের মা ঠাকুমারা পার্লারে যেতেন না! ঘরেই তাঁদের ত্বক ঝকঝকে করে তুলতেন! বয়স বাড়লেও না পড়ত বলিরেখা না পাকা চুল থাকত! photo source collected
কী করে এমন টানটান ত্বক রাখা সম্ভব! তার জন্য নিশ্চয় প্রতি সপ্তাহে পার্লারে ছুটতে হয়! না এটা একেবারেই ভুল ধারণা! আমাদের মা ঠাকুমারা পার্লারে যেতেন না! ঘরেই তাঁদের ত্বক ঝকঝকে করে তুলতেন! বয়স বাড়লেও না পড়ত বলিরেখা না পাকা চুল থাকত! photo source collected
এর রহস্য আমাদের হাতের কাছেই আছে! নিমের তেল! নিম পাতা ব্যবহারেও ফল পেতে পারেন! তবে নিমের তেল ব্যবহারের সঠিক নিয়ম যদি জানেন তাহলে ৫০ পেরিয়ে গেলেও আপনাকে মনে হবে বয়স খুব বেশি হলে ৩০-এর ঘরে! কী করতে হবে? জানুন photo source collected
এর রহস্য আমাদের হাতের কাছেই আছে! নিমের তেল! নিম পাতা ব্যবহারেও ফল পেতে পারেন! তবে নিমের তেল ব্যবহারের সঠিক নিয়ম যদি জানেন তাহলে ৫০ পেরিয়ে গেলেও আপনাকে মনে হবে বয়স খুব বেশি হলে ৩০-এর ঘরে! কী করতে হবে? জানুন photo source collected
নিমের তেলে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা ত্বকে বলিরেখা পড়তে দেয় না। জোয়ান রাখতে সাহায্য করে! নতুন করে ত্বকের কোলাজেন তৈরি করে! photo source collected
নিমের তেলে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা ত্বকে বলিরেখা পড়তে দেয় না। জোয়ান রাখতে সাহায্য করে! নতুন করে ত্বকের কোলাজেন তৈরি করে! photo source collected
আপনার মুখে বলিরেখা দেখা দিলে নিমের তেল নিয়মিত ব্যবহারে মাত্র দু থেকে তিন মাসে ত্বক টানটান হবে! রোজ সকালে ঘুম থেকে উঠে মুখ ভাল করে ফেস-ওয়াশ দিয়ে ধুয়ে কয়েক ফোঁটা নিম তেল হাতের তালুতে নিয়ে দু'হাত ভাল করে ঘষুন! এবার গোটা মুখে ম্যাসাজ করুন! নীচ থেকে উপরের দিকে স্কিন টেনে ম্যাসাজ করুন! এভাবে রাতেও শুতে যাওয়ার আগে করুন! ফল চমকে দেবে! photo source collected
আপনার মুখে বলিরেখা দেখা দিলে নিমের তেল নিয়মিত ব্যবহারে মাত্র দু থেকে তিন মাসে ত্বক টানটান হবে! রোজ সকালে ঘুম থেকে উঠে মুখ ভাল করে ফেস-ওয়াশ দিয়ে ধুয়ে কয়েক ফোঁটা নিম তেল হাতের তালুতে নিয়ে দু’হাত ভাল করে ঘষুন! এবার গোটা মুখে ম্যাসাজ করুন! নীচ থেকে উপরের দিকে স্কিন টেনে ম্যাসাজ করুন! এভাবে রাতেও শুতে যাওয়ার আগে করুন! ফল চমকে দেবে! photo source collected
মুখে ব্রণ থাকলে নিম তেল মাখুন! আবার নিম পাতা পেস্ট করে ব্রণতে লাগিয়ে রাখুন রাতভর! কয়েকদিনেই ব্রণ ও দাগ গায়েব হবে! নিম পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ব্রণর সমস্যা একেবারে দূর করে দেবে! আর হবেই না! photo source collected
মুখে ব্রণ থাকলে নিম তেল মাখুন! আবার নিম পাতা পেস্ট করে ব্রণতে লাগিয়ে রাখুন রাতভর! কয়েকদিনেই ব্রণ ও দাগ গায়েব হবে! নিম পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ব্রণর সমস্যা একেবারে দূর করে দেবে! আর হবেই না! photo source collected
ত্বকে দাগ ছোপ থাকলে নিম তেল ম্যাসাজ করুন দিনে দুবার! নিম পাতার পেস্ট তৈরি করে তাতে সামান্য চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন! সামান্য হলুদও দিতে পারেন! মাস খানেকের মধ্যে ঝকঝক করবে ত্বক! করিনা কাপুর খানও এই উপায়েই নিজের ত্বকের যত্ন নেন!photo source collected
ত্বকে দাগ ছোপ থাকলে নিম তেল ম্যাসাজ করুন দিনে দুবার! নিম পাতার পেস্ট তৈরি করে তাতে সামান্য চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন! সামান্য হলুদও দিতে পারেন! মাস খানেকের মধ্যে ঝকঝক করবে ত্বক! করিনা কাপুর খানও এই উপায়েই নিজের ত্বকের যত্ন নেন!photo source collected
আপনার ত্বক যদি খুব শুষ্ক হয় তাহলে অবশ্যই নিম তেল মাখুন! নিম তেল ত্বককে ভিতর থেকে পরিষ্কারও করে কিন্তু! ত্বকে চুলকানির সমস্যা থাকলেও তা দূর হবে!photo source collected
আপনার ত্বক যদি খুব শুষ্ক হয় তাহলে অবশ্যই নিম তেল মাখুন! নিম তেল ত্বককে ভিতর থেকে পরিষ্কারও করে কিন্তু! ত্বকে চুলকানির সমস্যা থাকলেও তা দূর হবে!photo source collected
নিম তেল সব থেকে বেশি কাজ করবে ঘুমোতে যাওয়ার আগে মুখে মাখলে! রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে ভাল করে ম্যাসাজ করে নিন! সকালে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন! বলিরেখা থেকে শুরু করে ত্বকের সব সমস্যা থেকে মুক্তি মিলবে! তবে নিয়ম মেনে রোজ ব্যবহার করতে হবে!photo source collected
নিম তেল সব থেকে বেশি কাজ করবে ঘুমোতে যাওয়ার আগে মুখে মাখলে! রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে ভাল করে ম্যাসাজ করে নিন! সকালে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন! বলিরেখা থেকে শুরু করে ত্বকের সব সমস্যা থেকে মুক্তি মিলবে! তবে নিয়ম মেনে রোজ ব্যবহার করতে হবে!photo source collected

Cold Water Bath During Heatwave: প্রচণ্ড গরমে রোজ রাতে ঠান্ডা জলে স্নান? করলে কী হয়? চিকিৎসকের কথা জানলে চমকাবেন

গরম থেকে মুক্তি পেতে অনেকেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠান্ডা জল দিয়ে স্নান করতে পছন্দ করেন। গরমে ঠান্ডা জলে স্নান করলে সতেজ ভাব আসে। অনেকেই এই গরমের মরশুমে প্রতিদিন কয়েকবার স্নান করেন। অনেক গবেষণায় আরও জানা গিয়েছে যে রাতে স্নান করলে অনেক স্বাস্থ্যকর উপকার পাওয়া যায়।
গরম থেকে মুক্তি পেতে অনেকেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠান্ডা জল দিয়ে স্নান করতে পছন্দ করেন। গরমে ঠান্ডা জলে স্নান করলে সতেজ ভাব আসে। অনেকেই এই গরমের মরশুমে প্রতিদিন কয়েকবার স্নান করেন। অনেক গবেষণায় আরও জানা গিয়েছে যে রাতে স্নান করলে অনেক স্বাস্থ্যকর উপকার পাওয়া যায়।
এ কারণেই প্রতি ঋতুতে অনেকেই রাতে স্নান করেই ঘুমাতে যান। এখন প্রশ্ন হল, রাতে ঠান্ডা জলে স্নান করা উপকারী নাকি ক্ষতিকর? আসুন ডাক্তারের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি।
এ কারণেই প্রতি ঋতুতে অনেকেই রাতে স্নান করেই ঘুমাতে যান। এখন প্রশ্ন হল, রাতে ঠান্ডা জলে স্নান করা উপকারী নাকি ক্ষতিকর? আসুন ডাক্তারের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি।
নিউ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের প্রিভেনটিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের ডিরেক্টর ডাঃ সোনিয়া রাওয়াত নিউজ 18-কে বলেছেন যে গ্রীষ্মে রাতে স্নান করা খুব উপকারী হতে পারে। সারাদিন ঘোরাঘুরির কারণে মানুষের শরীরে ঘাম, ময়লা ও বিষাক্ত উপাদান জমে যায়।
নিউ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের প্রিভেনটিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের ডিরেক্টর ডাঃ সোনিয়া রাওয়াত নিউজ 18-কে বলেছেন যে গ্রীষ্মে রাতে স্নান করা খুব উপকারী হতে পারে। সারাদিন ঘোরাঘুরির কারণে মানুষের শরীরে ঘাম, ময়লা ও বিষাক্ত উপাদান জমে যায়।
এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে রাতে স্নান আপনার শরীর পরিষ্কার করে এবং ভাল ঘুম হতে সাহায্য করে। রাতে ঠান্ডা বা হালকা গরম জল দিয়ে স্নান করতে পারেন। রাতে স্নান করা আপনার মানসিক চাপ কমাতে পারে এবং আপনার মন ভাল করতে পারে। এটি আপনার ত্বককে সুস্থ রাখে।
এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে রাতে স্নান আপনার শরীর পরিষ্কার করে এবং ভাল ঘুম হতে সাহায্য করে। রাতে ঠান্ডা বা হালকা গরম জল দিয়ে স্নান করতে পারেন। রাতে স্নান করা আপনার মানসিক চাপ কমাতে পারে এবং আপনার মন ভাল করতে পারে। এটি আপনার ত্বককে সুস্থ রাখে। 
ডক্টর সোনিয়া রাওয়াত বলেন, রাতে স্নান করা উপকারী, তবে মানুষের কিছু বিষয় মাথায় রাখা উচিত। রাতের খাবারের পরপরই স্নান করা উচিত নয়, কারণ তা করলে হজমের সমস্যা হতে পারে। আসলে, রাতের খাবারের পরে আমাদের শরীর হজমের জন্য সক্রিয় হয়ে ওঠে এবং এই সময়ে স্নান করা এই প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে পারে।
ডক্টর সোনিয়া রাওয়াত বলেন, রাতে স্নান করা উপকারী, তবে মানুষের কিছু বিষয় মাথায় রাখা উচিত। রাতের খাবারের পরপরই স্নান করা উচিত নয়, কারণ তা করলে হজমের সমস্যা হতে পারে। আসলে, রাতের খাবারের পরে আমাদের শরীর হজমের জন্য সক্রিয় হয়ে ওঠে এবং এই সময়ে স্নান করা এই প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে পারে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, এমন অনেকেই রয়েছেন, যাঁরা ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য মূত্র পান করেন।
রাতের খাবারের আগে এবং ঘুমানোর অন্তত ১-২ ঘন্টা আগে মানুষের স্নান করা উচিত। আপনার যদি কোনও ধরনের স্বাস্থ্য সমস্যা থাকে এবং রাতে স্নান করলে আপনার সমস্যা বাড়ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
রাতের খাবারের আগে এবং ঘুমানোর অন্তত ১-২ ঘন্টা আগে মানুষের স্নান করা উচিত। আপনার যদি কোনও ধরনের স্বাস্থ্য সমস্যা থাকে এবং রাতে স্নান করলে আপনার সমস্যা বাড়ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

Health Tips: এক ড্রিঙ্কেই হবে চরম কামাল, ডায়াবেটিস হবে বশ, শরীরের মেদও হবে ভ্যানিশ

গ্রীষ্মকালে খানাপিনার বিশেষ খেয়াল রাখা উচিত। তাই এই সময় খাদ্যতালিকায় ঠান্ডা জিনিসগুলি তো রাখতেই হবে। আর তার সঙ্গে এমন খাবার খাদ্যতালিকায় যোগ করা উচিত, যা আমাদের শক্তি জোগাবে। এর মধ্যে অন্যতম হল মিলেট। গরমের দিনে তা সহজেই খাওয়া যেতে পারে। আর এই ধরনের মিলেট পেটের জন্য তো ভালই এবং পেট সংক্রান্ত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে সক্ষম। Photo- File 
গ্রীষ্মকালে খানাপিনার বিশেষ খেয়াল রাখা উচিত। তাই এই সময় খাদ্যতালিকায় ঠান্ডা জিনিসগুলি তো রাখতেই হবে। আর তার সঙ্গে এমন খাবার খাদ্যতালিকায় যোগ করা উচিত, যা আমাদের শক্তি জোগাবে। এর মধ্যে অন্যতম হল মিলেট। গরমের দিনে তা সহজেই খাওয়া যেতে পারে। আর এই ধরনের মিলেট পেটের জন্য তো ভালই এবং পেট সংক্রান্ত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে সক্ষম। Photo- File
দেহের ওজন কমাতে সাহায্য করে মিলেট। এর পাশাপাশি, ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্যও উপকারী এই দানাশস্য। যা বাজারে সহজলভ্য। আসলে মোটা দানার শস্যকেই মিলেট বলা হয়, আর এটা পুষ্টিগুণেও ভরপুর। মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়।
দেহের ওজন কমাতে সাহায্য করে মিলেট। এর পাশাপাশি, ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্যও উপকারী এই দানাশস্য। যা বাজারে সহজলভ্য। আসলে মোটা দানার শস্যকেই মিলেট বলা হয়, আর এটা পুষ্টিগুণেও ভরপুর। মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়।
বীরেন্দ্র নামে এক ব্যক্তি ফরিদাবাদের বল্লভগড় মান্ডিতে মিলেটের পানীয় বিক্রি করেন। তাঁর বক্তব্য, তিনি ২০২০ সাল থেকে অনলাইনে মিলেট বিক্রি করছেন। বীরেন্দ্র বলেন, “এখন আমি রাস্তায় মিলেট বিক্রি করছি, যাতে মিলেটের উপকারিতা সম্পর্কে সকলে জানতে পারেন।” এই মোটা দানাশস্যের তালিকার মধ্যে অন্যতম হল বাজরা, রাগি, বেরি, ঝাঙ্গোড়া, কুটকি, ছোলা এবং বার্লি ইত্যাদি। যা ক্যালসিয়াম এবং ফোলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদানে ভরপুর। 
বীরেন্দ্র নামে এক ব্যক্তি ফরিদাবাদের বল্লভগড় মান্ডিতে মিলেটের পানীয় বিক্রি করেন। তাঁর বক্তব্য, তিনি ২০২০ সাল থেকে অনলাইনে মিলেট বিক্রি করছেন। বীরেন্দ্র বলেন, “এখন আমি রাস্তায় মিলেট বিক্রি করছি, যাতে মিলেটের উপকারিতা সম্পর্কে সকলে জানতে পারেন।” এই মোটা দানাশস্যের তালিকার মধ্যে অন্যতম হল বাজরা, রাগি, বেরি, ঝাঙ্গোড়া, কুটকি, ছোলা এবং বার্লি ইত্যাদি। যা ক্যালসিয়াম এবং ফোলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদানে ভরপুর।
এই মিলেট সেবনের মাধ্যমে অনেক ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। হজমশক্তি ভাল হয়, হাড় মজবুত হয় এবং দেহের ওজনও থাকে নিয়ন্ত্রণে। এখানেই শেষ নয়, মিলেট আবার হার্টের জন্যও উপকারী। আবার যাঁরা রক্তশূন্যতায় ভুগছেন, তাঁদের জন্যও উপকারী। সেই সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে মিলেট।
এই মিলেট সেবনের মাধ্যমে অনেক ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। হজমশক্তি ভাল হয়, হাড় মজবুত হয় এবং দেহের ওজনও থাকে নিয়ন্ত্রণে। এখানেই শেষ নয়, মিলেট আবার হার্টের জন্যও উপকারী। আবার যাঁরা রক্তশূন্যতায় ভুগছেন, তাঁদের জন্যও উপকারী। সেই সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে মিলেট।
মিলেট শরীরকে হাইড্রেটেড রাখে:মিলেট সহজে হজমও করা যায়। আর সবথেকে বড় কথা হল, মিলেট ঠান্ডা প্রকৃতির খাবার। তাই এর ব্যবহার শরীরকে হাইড্রেটেড রাখে। খাদ্যতালিকায় মিলেট অন্তর্ভুক্ত করার উপায় কী? এটির লস্যি কিংবা রাবড়ি বানিয়ে খাওয়া যেতে পারে। আর মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। যা হাড় মজবুত করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে। কংনি বাজরা থেকে পোলাও, কাটলেট এবং ইডলি তৈরি করা যায়। আবার কোদো মিলেট সেবনে বার্ধক্যের লক্ষণ কমে যায় এবং ত্বকও থাকে তরতাজা। বীরেন্দ্র বলেন, বাড়িতে বানাতে চাইলে প্রথমে মিলেট ভাল করে সেদ্ধ করে নিতে হবে। তারপর এর মধ্যে জল অথবা দুধ মিশিয়ে লস্যি বানানো যেতে পারে। বর্তমানে তিনি গ্লাস প্রতি ২০-৩০ টাকা দরে এই পানীয় বিক্রি করছেন।
মিলেট শরীরকে হাইড্রেটেড রাখে:
মিলেট সহজে হজমও করা যায়। আর সবথেকে বড় কথা হল, মিলেট ঠান্ডা প্রকৃতির খাবার। তাই এর ব্যবহার শরীরকে হাইড্রেটেড রাখে। খাদ্যতালিকায় মিলেট অন্তর্ভুক্ত করার উপায় কী? এটির লস্যি কিংবা রাবড়ি বানিয়ে খাওয়া যেতে পারে। আর মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। যা হাড় মজবুত করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে। কংনি বাজরা থেকে পোলাও, কাটলেট এবং ইডলি তৈরি করা যায়। আবার কোদো মিলেট সেবনে বার্ধক্যের লক্ষণ কমে যায় এবং ত্বকও থাকে তরতাজা। বীরেন্দ্র বলেন, বাড়িতে বানাতে চাইলে প্রথমে মিলেট ভাল করে সেদ্ধ করে নিতে হবে। তারপর এর মধ্যে জল অথবা দুধ মিশিয়ে লস্যি বানানো যেতে পারে। বর্তমানে তিনি গ্লাস প্রতি ২০-৩০ টাকা দরে এই পানীয় বিক্রি করছেন।