আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গ, দার্জিলিং, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, হাওড়া, হুগলি IMD Latest Weather Update: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের টানা বর্ষণের সম্ভাবনা দুই বঙ্গে, চলতে পারে লক্ষ্মীপুজোর পর পর্যন্ত Gallery September 29, 2024 Bangla Digital Desk বর্ষা যেন এবার কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টির তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই গরম বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, বলা যেতে পারে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পড়শি দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় ফের ডিভিসি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ফের প্লাবিত হতে পারে।