Tag Archives: Mahalaya

Do’s and Don’ts on Mahalaya: মহালয়ায় ভুলেও এই কাজ নয়, আপনার সুখ কোথায় ভেসে যাবে, সাবধান হন, পালন করুন পুণ্য নিয়মে

:বুধবার মহালয়াতে করুন এই কাজ ভাগ্যের হাল ফেরাবে। মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এই দিন কিছুটোটকা মেনে চলবেন এ বিষয়ে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানিয়েছেন মহালয়ার দিনে কী কী করা উচিত এবং কী করা উচিত নয়৷ Photo- Representative
:বুধবার মহালয়াতে করুন এই কাজ ভাগ্যের হাল ফেরাবে। মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এই দিন কিছুটোটকা মেনে চলবেন এ বিষয়ে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানিয়েছেন মহালয়ার দিনে কী কী করা উচিত এবং কী করা উচিত নয়৷ Photo- Representative
১) মহালয়ার দিন ব্রাহ্মণ ভোজন  করান। পাঁচ জন কিংবা সাত জন কে এদিন সেবা করান। এ ছাড়া দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ করুন কিংবা তাঁদের খাবার বা ফলদান করুন। Photo- Representative
১) মহালয়ার দিন ব্রাহ্মণ ভোজন  করান। পাঁচ জন কিংবা সাত জন কে এদিন সেবা করান। এ ছাড়া দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ করুন কিংবা তাঁদের খাবার বা ফলদান করুন। Photo- Representative
২) এছাড়া মহালয়ার এদিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। Photo- Representative
২) এছাড়া মহালয়ার এদিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। Photo- Representative
৩) মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। Photo- Representative
৩) মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। Photo- Representative
৪) মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর উপকারে লাগে এমন জিনিস দান করুন। Photo- Representative
৪) মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর উপকারে লাগে এমন জিনিস দান করুন। Photo- Representative
৫) মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। Photo- Representative
৫) মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। Photo- Representative
কোন কোন কাজ করবেন না:১) এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই। Photo- Representative
কোন কোন কাজ করবেন না:
১) এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই। Photo- Representative
২) এই দিন কাউকে কিছু ধার দেবেন না। Photo- Representative
২) এই দিন কাউকে কিছু ধার দেবেন না। Photo- Representative
৩) এই দিন বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করবেন না। Photo- Representative
৩) এই দিন বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করবেন না। Photo- Representative
৪) যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তা হলে এই দিন কিনবেন না। Photo- Representative
৪) যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তা হলে এই দিন কিনবেন না। Photo- Representative
৫) বাড়িতে কোনও ভিখারি যদি এই দিন আসে, তা হলে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। এই কিছু কিছু নিয়ম মেনে চললেই মহালয়া থেকেই ফিরবে আপনার জীবনের হাল। Photo- Representative  Input- Piya Gupta
৫) বাড়িতে কোনও ভিখারি যদি এই দিন আসে, তা হলে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। এই কিছু কিছু নিয়ম মেনে চললেই মহালয়া থেকেই ফিরবে আপনার জীবনের হাল। Photo- Representative  Input- Piya Gupta

মহালয়াতে হবে বৃষ্টি? বৃষ্টিতে নাজেহাল হবে কোন কোন জেলা! কী বলছে ওয়েদার আপডেট

দক্ষিণবঙ্গের বৃষ্টি-দুর্ভোগে দিন চারেকের স্বস্তি। উপকূল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি। কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ । তবে আগামী মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির আশঙ্কা।

IMD Latest Weather Update: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের টানা বর্ষণের সম্ভাবনা দুই বঙ্গে, চলতে পারে লক্ষ্মীপুজোর পর পর্যন্ত

বর্ষা যেন এবার কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টির তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
বর্ষা যেন এবার কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টির তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তবে তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই গরম বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, বলা যেতে পারে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তবে তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই গরম বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, বলা যেতে পারে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পড়শি দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় ফের ডিভিসি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ফের প্লাবিত হতে পারে।
পড়শি দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় ফের ডিভিসি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ফের প্লাবিত হতে পারে।

IMD Latest Weather Update: শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! বড় প্রভাব পড়বে পুজোর কেনাকাটায়

শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ, পুজোর কেনাকাটায় কিছুটা হলেও ভাটা পড়েছিল। অনেকেই টানা বৃষ্টি নিয়ে চিন্তিত, পুজোয় আবার বৃষ্টি হবে না তো! প্রতীকী ছবি।
শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ, পুজোর কেনাকাটায় কিছুটা হলেও ভাটা পড়েছিল। অনেকেই টানা বৃষ্টি নিয়ে চিন্তিত, পুজোয় আবার বৃষ্টি হবে না তো! প্রতীকী ছবি।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। প্রতীকী ছবি।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। প্রতীকী ছবি।
অর্থাৎ শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। মৎস্যজীবীদের জন্য তাই কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রতীকী ছবি।
অর্থাৎ শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। মৎস্যজীবীদের জন্য তাই কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রতীকী ছবি।
যদিও পুজোর কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যা এখন থেকেই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। প্রতীকী ছবি।
যদিও পুজোর কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যা এখন থেকেই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। প্রতীকী ছবি।
আগামী কিছু দিন আবহাওয়ার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী কিছু দিন আবহাওয়ার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Durga Puja 2024: শহরের মোড়গুলোতে চলবে মহালয়া! পুজোর আগেই শহরকে সাজিয়ে তুলবে পুরনিগম

শিলিগুড়ি: দুর্গা পুজো উপলক্ষে জাকজকম করে শহরকে সাজাতে চলেছে পুরনিগম। মহালয়া থেকে শহরকে সাজিয়ে তোলা হবে। কার্নিভ্যালের দিন বিসর্জনের শোভাযাত্রার পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ অক্টোবর পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। কার্নিভ্যালে যারা অংশ নেবে তাদের মধ্যে বিচারকের রায় নিয়ে ৩টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। প্রতিটি ক্লাবকেই আর্থিক পুরস্কার দেওয়া হবে। এছাড়াও কার্নিভ্যালে অংশগ্রহণকরি ক্লাবগুলির জন্য ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। শুধু কার্নিভ্যালই নয়, বিচারকদের বিচারে সেরা ৩টি ক্লাবকে পুরস্কৃতও করা হবে। তবে ২৭ অক্টোবর বিজয়া সম্মিলনির আয়োজন করা হচ্ছে। সেখানে পুরনিগমের বিচারে শারদ সম্মান দেওয়া হবে কয়েকটি ক্লাবকে। একই দিনে কার্নিভ্যালের পুরস্কারও দেওয়া হবে।

আরও পড়ুন: ভাগ্য বদলে দেবে এই ফল, হাতে আসবে বিপুল টাকা !

আরও পড়ুন: রাজস্থানি নকশা, চোখ ধাঁধানো আলোর সাজে সেজে উঠবে শিলিগুড়ির এই মণ্ডপ! কাজ চলছে জোর কদমে

এদিন বৈঠক শেষে মেয়র বলেন, ‘কার্নিভ্যালে শিলিগুড়ির সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা অংশ নেবেন। শিলিগুড়ি শহরের বেশ কিছু রাস্তা আমরা সাজিয়ে তুলব।’ মেয়রের কথায়, ‘গতবার কার্নিভ্যালে ২৩টি ক্লাব অংশ নিয়েছিল। এবারও বেশ কিছু ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাবকে এয়ারভিউ মোড়ে অনুষ্ঠানের জন্য ৫ মিনিট করে গতবার সময় দেওয়া হয়েছিল। এবার সেই সময়টা একটু বাড়াব।’ মেয়র আরও বলেন, ‘ যারা অংশ নিতে ইচ্ছুক তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করব। মহালয়ার দিন থেকেই শহরকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। গোটা শহর জুড়ে ৬১ জায়গায় মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী বাজবে। এছাড়াও গোটা শহরকে আলোয় মুড়ে ফেলবে পুরনিগম।’

অনির্বাণ রায়