কোচবিহার: এপ্রিল মাস থেকেই ধীরে ধীরে গরমের পরিস্থিতি বাড়তে শুরু করেছিল জেলা জুড়ে। বর্তমানে গরমের পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেও গরমের পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত কমতে নারাজ। বাড়ির বাইরে যেমন গরম আবার বাড়ি ভিতরেও তেমনই গরম। তবে এই গরম থেকে রেহাই পাওয়ার কিছু প্রাকৃতিক উপায়ও রয়েছে। এমন কিছু গাছ রয়েছে যা ঘরের ভেতরের আবহাওয়া ঠান্ডা রাখতে সাহায্য করে।
ইনডোর প্ল্যান্ট বিশেষজ্ঞ চিনময় সাহা জানান, “ঘরের মধ্যে গাছপালা রাখলে যে শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘরকে ঠান্ডা রাখে সেটাই নয়। এই ধরনের গাছপালা ঘরের বাতাসে আর্দ্রতা বাড়িয়ে তোলে। এদের মধ্যে প্রথমেই আসে স্নেকপ্ল্যান্ট যেমন বাড়ির অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে। ঠিক তেমনি বাতাস দূষণমুক্ত রাখতেও সাহায্য করে। এই গাছের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। তার জেরেই এর থেকে গরম হাওয়ার বদলে ঠান্ডা হাওয়া নির্গত হয়। আবার বাতাসে আর্দ্রতাও বজায় থাকে।
আরও পড়ুন: বাড়ির ছাদেই চাষ হচ্ছে এই ফল! জটিল রোগের মহা-ওষুধ! সেই সঙ্গে দারুণ লাভ, বাড়বে আয়!
দ্বিতীয় রাবার গাছ, রাবার গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দীর্ঘ ক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম। ফলে ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ঘর দ্রুত গরম হয়ে যায়। কাজেই ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখতে এই গাছ দারুণ কার্যকর।
বাতাস বিশুদ্ধ করতে মানি প্ল্যান্ট খুবই কার্যকর। মানি প্ল্যান্ট বাতাস থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে পারে। বিশুদ্ধ বাতাস সব সময়ই বেশি ঠান্ডা। বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম।। এরিকাপাম এক দিকে ঘর ঠান্ডা রাখে। আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।
Sarthak Pandit