Category Archives: কোচবিহার
24 Hours Business Strike: লোকসভা নির্বাচনের মধ্যেই চলছে ২৪ ঘণ্টার বনধ! পড়ল ব্যাপক প্রভাব
কোচবিহার: অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোট হয়েছে কোচবিহারে। তবে গোটা নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তারই মধ্যে ২৪ ঘণ্টার বন্ধের ডাক শহর কোচবিহারে। এলাকার ব্যবসায়ীরা পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে শুক্রবার বনধের পথে হেঁটেছেন। ব্যবসায়ী সমিতির ডাকা এই ২৪ ঘণ্টার বনধের জেরে হয়রানীর মুখে পড়েছে সাধারণ মানুষ।
কোচবিহার পুরসভার বিরুদ্ধে একরাশ অভিযোগ জানিয়ে ক্ষোভ উগরে দেন শহরের ব্যবসায়ীরা। তাঁদের থেকে মোটা টাকার কর আদায় করা হলেও পুরসভা কোনরকম প্রতিশ্রুতি রাখছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। এই কারণেই ১৭ মে, অর্থাৎ শুক্রবার সকাল থে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বনধের কারণে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। সকাল থেকেই ব্যবসায়ী সমিতির সদস্যরা সমস্ত পেট্রোল পাম্প ও দোকানপাট বন্ধ করে দেন।
আরও পড়ুন: আর হিমঘরে আলু রাখতে চাইছেন না কৃষকরা
ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন জানান, সমস্যার সমাধানের কথা বলে কোচবিহার পুরসভাকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর অনেকটা সময় চলে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এই ২৪ ঘণ্টার বনধের ডাক। তবে ওষুধ দোকানের মত জরুরি পরিষেবাকে বনধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।
জায়গার নাম পরিবর্তন, নতুন নির্দেশিকা প্রত্যাহার, বাজার সংস্কার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানোর মটর সাতটি বিষয় উল্লেখ করে বনধের পথে হেঁটেছেন ব্যবসায়ী সমিতি। এদিকে সকাল থেকেই শহরের পেট্রোল পাম্প বন্ধ থাকায় সমস্যায় পড়ে আমজনতা। অনেকেই দরকার থাকা সত্ত্বেও বাজার করতে পারেননি।
সার্থক পণ্ডিত
Home Remedies For Thyroid: থাইরয়েডে কষ্ট পাচ্ছেন? এই ছয় ঘরোয়া উপাদানেই দূর হবে সমস্যা! জানুন কী করতে হবে
Drinking Water Crisis: গরমে পানীয় জল নিয়ে নাজেহাল, হতাশায় হাল ছেড়েছেন পঞ্চায়েত সদস্য
কোচবিহার: তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই ভয়াবহ গরমের মধ্যেই মাথাভাঙা মহকুমা এলাকায় জলের কষ্ট মারাত্মক আকার ধারণ করেছে। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ।
কোচবিহারের মাথাভাঙা দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এলাকায় তিনটি সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্যাঙ্ক তিনটি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। মূলত এই কারণে তীব্র গরমে জল পেতে প্রচুর কষ্ট করতে হচ্ছে এলাকার মানুষদের। এক স্থানীয় বাসিন্দা নারায়ণ বর্মন জানান, পানীয় জলের ট্যাঙ্ক বসানোর সময় থেকেই সমস্যার সূত্রপাত। তারপর দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের ট্যাঙ্ক। বারংবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন ‘কুড়মি’ অজিত
এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বর্মন জানান, পঞ্চায়েত সমিতির সভার সময় বিষয়টি তিনি জানিয়েছিলেন। তবে কোনও সদুত্তর পাননি। দীর্ঘ সময় ধরে এই একই অবস্থা হয়ে রয়েছে এলাকায়। তাই তিনি বর্তমান সময়ে আর কোনও প্রকার প্রস্তাব রাখেন না পঞ্চায়েতের সভায়।
সার্থক পণ্ডিত
Two Teenage Girls Death: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর…
কোচবিহার: আচমকাই পুকুরে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর। আকস্মিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘুঘুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গালের কুঠিতে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই দুই কিশোরী। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর একজনের নাম মৌসুমী পারভিন (১২)। অপরজনের নাম নুর বানু (৯)। এদিন দুপুরে দুজনে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। আচমকাই জলে ডুবে যায় তারা। স্থানীয়রা তৎপরতার সঙ্গে দুজনকে উদ্ধার করেন জল থেকে। তারপর দ্রুত তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: পেটের দায়ে বিহার থেকে বাংলায় কাজে এসেছিলেন, নদীতে নামতেই ভয়ঙ্কর পরিণতি দুই তরুণীর
কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। একইসঙ্গে গ্রামের দুই কিশোরীর মৃত্যুতে সকলে ভেঙে পড়েছেন।
সার্থক পণ্ডিত
Missing School Student: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের
কোচবিহার: নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনও খোঁজ মেলেনি খাগড়াবাড়ির মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন দাসের। ফোন করলে সুইচ অফ বলছে। ফলে প্রবল উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধানে নেমে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই সায়নের সব বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু বিশেষ একটা এগোনো সম্ভব হয়নি। সেভাবে কোনও কিছু জানতে না পারায় পুলিশ অদ্ভুত এক ধোঁয়াশার মধ্যে আছে। অন্যদিকে দু’সপ্তাহ পরেও ওই মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ থাকায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
আরও পড়ুন: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধে নাগাদ সায়ন বন্ধুদের সঙ্গে সাগরদিঘি চত্বরে ঘুরতে গিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। চলতি বছরের রামভোলা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়বে বলে পড়াশোনাও শুরু করে দিয়েছিল। তবে আচমকাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের দিন রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান নেই।
সায়নের মামা উজ্জ্বল দাস জানান, সায়নের ছেলেবেলাতেই বাবা মারা গিয়েছিল। তারপর থেকে তার মা বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করে ছেলেকে বড় করে তোলেন। নিখোঁজ হওয়ার দিন সায়ন দাসের পরনে ছিল ধূসর ও সাদা রঙের বিন্দু ওয়ালা একটি ফুল হাতা গেঞ্জি, নেভি ব্লু কালারের ট্রাকসুট, সাদা জুতো। এছাড়াও একটি কালো চামড়ার পিঠ ব্যাগ ছিল তার সঙ্গে। যদি কোনও ব্যক্তি সায়নের খোঁজ পান তবে অবশ্যই ৯৭৭৫০৮১৯১০ নম্বরে যোগাযোগ করবেন।
সার্থক পণ্ডিত
New Cultivation Idea: এত্ত বড় লাউও হয়? সাইজ দেখে চোখ কপালে উঠবে! ওজন জানলে ভয় পেয়ে যাবেন
তুফানগঞ্জ: লাউ চাষ করতে দেখা যায় বহু কৃষককেই। বাজারে যে সমস্ত লাউ কিনতে পাওয়া যায় সেগুলির বেশিরভাগ খুব একটা বড় মাপের হয় না। তবে এবার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় পরীক্ষমূলকভাবে নতুন এক লাউ চাষ করা হয়েছে। এই চাষ করেছেন তুফানগঞ্জের এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি। দীর্ঘ সময় থেকেই কৃষির প্রতি নেশা এই ব্যক্তির। তবে পেশাগত ভাবে তিনি একজন শিক্ষক। তবে শিক্ষকতার পর ফাঁকা সময় পেলেই বিভিন্ন ধরনের নিত্যনতুন চাষ করতে পছন্দ করেন তিনি। এই ব্যক্তির নাম রূপম পাল। তাঁর বাড়ি তুফানগঞ্জের ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বিশেষ এই চাষের বিষয়ে রূপম পাল জানান, “দেশ-বিদেশের বহু ধরনের ফলের চাষ তিনি ইতিমধ্যেই করেছেন। তবে এ বার তিনি করেছেন এক বিশেষ ধরনের লাউ চাষ। উত্তরপ্রদেশের এক কৃষি বিজ্ঞানী নরেন্দ্র শিবানী গবেষণার মাধ্যমে এই বিশেষ লাউয়ের প্রজাতি তৈরি করেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে এই বিশেষ লাউয়ের বীজ তিনি নিয়ে এসেছিলেন। পশ্চিমবঙ্গের এক জায়গায় এটি পরীক্ষামূলকভাবে চাষ করে সাফল্য পাওয়া গিয়েছে। তাই তিনি এ বার অসময়ে এই লাউ চাষ করে পরীক্ষা করলেন। সাধারণভাবে এই এক একটি লাউ ৭-৮ ফুট লম্বা হয়ে থাকে। তবে তার বাড়িতে এখনও পর্যন্ত চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা লাউ হয়েছে।”
আরও পড়ুনঃ নেংটি ইঁদুর-বাঘের গল্প শোনালেন অভিষেক! ভোট প্রচারে অভিনব ভাবনা, কারণ জানলে চমকে উঠবেন
তিনি আরও জানান, “তিনি দুটি লাউ গাছ লাগিয়েছিলেন। দুটির মধ্যে যে পরিমাণ লাউ ফলেছে। তাতে এটুকু বোঝা সম্ভব প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম এই গাছ। তাই বাণিজ্যিকভাবে এই লাউয়ের চাষ করলে কৃষক হতাশ হবেন না এটুকু নিশ্চিত। এ ছাড়া বাজারের অন্যান্য লাউয়ের মতো এই লাউ দেখতে না হওয়ায় মানুষের মধ্যে একটা আলাদা আকর্ষণ রয়েছে।”
কোচবিহার জেলার উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র মান জানান, “প্রায়শই নিত্যনতুন ধরনের চাষ করতে পছন্দ করেন রূপম পাল। তাঁকে দেখে কৃষকদের মধ্যে প্রথাগত চাষের বাইরে নতুন ধরনের চাষের প্রতি আগ্রহ বাড়ে।” তবে বর্তমান সময়ে প্রকাণ্ড মাপের এই লাউ চাষ করে দারুন ভাইরাল হয়েছেন এই ব্যক্তি।
Sarthak Pandit
Viral Young Man: সাইকেল নিয়ে দিনমজুরের অবাক কাণ্ড
কোচবিহার: সমাজ সচেতনতার বার্তা দেওয়া এবং দেশ ভ্রমণের ইচ্ছে। এই দুই বিষয়ে যখন একত্রে মিলে যায় তখন মানুষ করতে পারে না এমন কাজ বলতে গেলে নেই। এমনটাই প্রমাণ করে দিয়েছেন বাঁকুড়া জেলার এক যুবক। তাঁর নাম বিপ্লব সিংহ। তিনি পেশাগতভাবে একজন দিনমজুর। তাঁর বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ এলাকায়।
ছোট থেকেই তাঁর দেশ ঘুরে দেখার অদম্য ইচ্ছে। মূলত এই কারণেই একদিন সাইকেল নিয়ে দেশ ভ্রমণের বেরিয়ে পড়েন। তবে শুধুমাত্র দেশ ভ্রমণ নয়, পাশাপাশি দেশের মানুষকে সমাজ সচেতনতার বিভিন্ন বার্তা দিয়ে চলেছেন প্রতিনিয়ত।
আরও পড়ুন: ৬ মাসের উপর বন্ধ চা বাগান, এখন চালু হল না ভাতা
বিপ্লব সিংহের সাইকেলের সামনে একটি ল্যামিনেশন করা কাগজের মধ্যে লেখা রয়েছে এই সমাজ সচেতনতার বার্তাগুলি। প্রথমত, ধূমপান ও মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এছাড়াও বাইক চালানোর সময় সব সময় হেলমেট পরা উচিত। তাতে নিজের জীবন যদি বাঁচে। তেমনই অন্যের জীবন বাঁচানো সম্ভব হয়। দ্বিতীয়ত, পরিবেশ রক্ষা মানব সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তো মাটি এবং গাছপালা রক্ষা করা আমাদের কর্তব্য। যাত্রা শুরু করেছিল বাঁকুড়া থেকে। সেখান থেকে এসে যায় ভুটান পর্যন্ত। তারপর সেখান থেকে এসে যায় অরুণাচলপ্রদেশ। তবে তাঁর এখানেই ইচ্ছে শেষ হয়নি।গোটা দেশের বিভিন্ন অংশ ঘুরে দেখা বাকি।
বিপ্লব সিংহ জানান, ছোট থেকেই তাঁর দেশ ঘুরে দেখার অদম্য ইচ্ছে ছিল। সামর্থের অভাবে এতদিন স্বপ্ন পূরণ করতে পারেননি। পেশাগতভাবে দিনমজুরির কাজ করে সংসার চলে তাঁর। তবে কিছুদিন পূর্বে তাঁর এলাকার এক সমাজসেবী চিত্তরঞ্জন মাহাত তাঁকে উৎসাহ প্রদান করেন। তারপরেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণের উদ্দেশ্য।
এখনও পর্যন্ত ৩৬ দিনে প্রায় সাড়ে ছাব্বিশশো কিলোমিটার সাইকেল চালিয়েছেন। চলার পথে রাত্রিযাপন করতে তিনি থামছেন বিভিন্ন থানাগুলিতে। এখনও পর্যন্ত প্রায় ২২ টি থানায় রাত্রি যাপন করেছে। আগামী দিনে আরও অনেকটা পথচলার ইচ্ছে রয়েছে তাঁর।
সার্থক পণ্ডিত
Bison Attack: তুমুল তাণ্ডব বাইসনের, শেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু
কোচবিহার: ফের লোকালয়ে হানা বাইসনের। তার তুমুল তাণ্ডবে তৈরি হল আতঙ্কের পরিবেশ। মাথাভাঙা-২ ব্লকে এদিন জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে একটি বাইশন। চাষের জমিতে প্রথমে তাণ্ডব শুরু করে পূর্ণবয়স্ক বাইসনটি। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই বাইসন দেখতে ভিড় করেন উৎসুক বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরকে।
মাথাভাঙার লোকালয়ে বাইসনের উৎপাত শুরু হয়েছে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। তবে তার তাণ্ডবে কেউ হতাহত হয়নি। যদিও বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বাইসনটিকে ধরতে না পারায় শেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। তারপর বাইসনটিকে গাড়িতে করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল, লরির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু
কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজনকুমার নাথ জানান, বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে তাকে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।
সার্থক পণ্ডিত
Watermelon Molasses: আখ, খেজুরের গুড় তো অনেক খেলেন! তরমুজের গুড়ও পুষ্টির ভাণ্ডার, কী ভাবে বানাবেন
শীতলকুচি: গরমের মরশুমে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ উঠতে দেখা যায়। তবে অন্যান্য মরশুমে পাওয়া যায় না। তবে তরমুজের উপকারিতা কিন্তু রয়েছে অনেকটাই। তরমুজের উপকারিতা যেন সারা বছর পাওয়া যায়, তাই এক যুবক তৈরি করেছেন তরমুজের গুড়। যা সারা বছর রেখে খাওয়া সম্ভব। আখের রস ও খেজুরের রসের যেমন গুড় হয়, ঠিক তেমনই তরমুজের রসের এবং গুড় হওয়া সম্ভব। তাই তো আচমকাই একদিন বাজার থেকে তরমুজ কিনে এনে এই গুড় তৈরির পরিকল্পনা শুরু করেন এই যুবক। বর্তমান সময়ে তাঁর তৈরি এই গুড় পরিবারের মানুষদের পাশাপাশি এলাকার মানুষদেরও মন জয় করেছে।
রমজান আলি জানান, বছরের একটি বিশেষ মরশুমেই তরমুজ কিনতে পাওয়া যায় বাজারে। সারা বছর বাজারে থাকে না। তবে এর উপকারিতা রয়েছে অনেকটাই। তাই যাতে তরমুজের উপকারিতা সারা বছর পাওয়া যায়। মূলত সেই চিন্তা ভাবনা থেকেই এই গুড় তৈরির পরিকল্পনা শুরু করেন তিনি। প্রথমে তরমুজের রস বার করে তা ভাল করে ছেঁকে নিতে হয়। তারপর একটি পাত্রে নিয়ে গরম করতে হয়। ধীরে ধীরে রসটি ঘন হতে থাকে। তখন পাত্র থেকে নামিয়ে তা ঠান্ডা করার জন্য রাখা হয়। ঠান্ডা হয়ে গেলে তা হুবহু গুড়ের আকার ধারণ করে। যা খেতে দারুণ সুস্বাদু হয়ে হয়ে থাকে। তাই সকলেই খেতে দারুণ পছন্দ করছেন এই তরমুজের গুড়।
আরও পড়ুন: ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’ রক্ষা করে অনেককিছু! দেখুন তালগাছের দারুণ সব উপকারিতা
আরও পড়ুন: দেবের গলায় মালা! স্বপ্নপূরণে চোখে জল অনুরাগীর, লেখা হল আবেগের আখ্যান
রমজান আলী স্ত্রী মেরিনা খাতুন জানান, তরমুজের তৈরি এই গুড় বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে দারুণ পছন্দ করছেন। রুটি কিংবা পাউরুটির সঙ্গে এই গুড় খেতে দারুন সুস্বাদু লাগে। এছাড়া এই গুড় দিয়ে পিঠে তৈরি করলে দারুণ সুস্বাদু হয়। চিকিৎসক সৌরভ সরকার জানান, তরমুজ এমনিতেই স্বাস্থ্যের জন্য দারুন উপকারী একটি ফল। তাই তরমুজ খেলে বিভিন্ন ধরনের উপকারিতা মানব শরীর পেয়ে থাকে। তবে বছরের একটি মরশুমে পাওয়া যায় এই ফল। যদি গুড় তৈরির মাধ্যমে এর উপকারিতা সারা বছর পাওয়া যায় তবে বিষয়টি ভালই হবে। বর্তমান সময়ে তরমুজের তৈরি গুড় শীতলকুচি এলাকায় বেশ ভাইরাল। সঙ্গে তরমুজের গুড় প্রস্তুতকারী এই যুবকও ভাইরাল নেট দুনিয়ায়।
সার্থক পণ্ডিত