Category Archives: হাওড়া

Manasa Puja 2024: ভাদ্র সংক্রান্তিতে মনসাদেবীর আরাধনায় মেতে ওঠে হাওড়ার এই গ্রাম

রাকেশ মাইতি, হাওড়া: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, আর পুজো মানেই, আপামর বাঙালির খুশির সঞ্চার মনে। পুজো মানেই আনন্দ উৎসব  খুশিতে মেতে উঠা।  নদী লাগোয়া একসময়ের কৃষিনির্ভর হাওড়ার এক  গ্রাম। যদিও বর্তমানে কৃষিকার্যের সঙ্গে অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষ। দুর্গাপুজোর আগেই গ্রামের এক বড় উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবছর। এখানে শিশু থেকে বৃদ্ধের কাছে, গ্রামের বড় উৎসব বলতে মনসাপুজোয় মেতে ওঠে। কয়েকদিন ব্যাপী পুজোর অনুষ্ঠান, নতুন পোশাকে মানুষ মনসাপুজোর উৎসবে মেতে ওঠেন।

প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিন থেকে এই পুজোর সূচনা হয় গ্রামে। প্রায় সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মনসাপুজো উদযাপিত হয়। পুজো উপলক্ষে গ্রামের অধিকাংশ পরিবারে আত্মীয়-স্বজন আসেন প্রতিবছর। মাতৃপুজোর আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হরিনাম সংকীর্তন অন্নকূট উৎসবের সঙ্গে কয়েক বছর রক্তদান শিবির আয়োজন হচ্ছে গদাইপুর গ্রামের বড় পুজোয়। পুজোর আয়োজনে গ্রামের সমস্ত মানুষ যে যার মতো সহযোগিতা করেন। আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা-প্রতি বছর গ্রামের মানুষের সামর্থ্য মতো, বেড়ে চলেছে পুজোর বহর।

আরও পড়ুন : সিদ্ধেশ্বরী রূপে পূজিতা দেবী দুর্গা, ২০০ বছরের প্রাচীন মন্দিরে ভক্ত সমাগম দুর্গাপুজোয়

এই গ্রামের মানুষের কাছে ঢের বেশি আনন্দের এই মনসাপুজো।গ্রামে ছোট বড় সকলেই নতুন পোশাকে পুজোর উৎসবে মেতে ওঠেন প্রতিবছর। সারা বছর গ্রামের মানুষ এই পুজোর কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন।

Howrah News: হাতে কাজ থাকলেও সমস্যায় ছোট প্রতিমা শিল্পীরা! দাবি সরকারি অনুদানের

হাওড়া: হাতে কাজ থাকলেও এই পুজোর মরশুমে সমস্যায় প্রতিমা শিল্পীরা! নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেজা তুলোর মত সাদা মেঘ, খোলা আকাশের নিচে মাথা দোলাচ্ছে সাদা কাশফুলের ডালি, সবুজ গাছে এসেছে শিউলির কুঁড়ি। প্রকৃতি জানান দিচ্ছে শরৎ এসেছে। শরৎ মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো আসে- পুজো যায়। তবু দিন বদলায় না ওদের। মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেওয়ার কারিগর মৃৎশিল্পীরা। এই পুজোতে প্রতিমা গড়ায় দারুণ ব্যস্ততার মাঝে, জেলার মৃৎশিল্পীদের মুখে বিষাদের সুর।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে চরম অশনি, ফুল চাষিদের মাথায় হাত, মা কালীর প্রিয় জবা ফুল একেবারেই পাওয়া যাচ্ছে না

চারিদিক সাজো সাজো রব। সারা বাংলা জুড়ে পুজো উপলক্ষে সর্বস্তরে মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম ব্যস্ততা। মা দুর্গা সকলের মঙ্গল ও উপার্জনের পথ দেখান। সমস্ত পেশার মানুষ হাতে কাজ পায় মা দুর্গার আশীর্বাদে। বাঙালির এই উৎসবের দিকে সারা বছর তাকিয়ে থাকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। আর যে কোনও পুজো মানেই প্রতিমা। প্রতিমা মানেই মৃৎশিল্পীদের ব্যস্ততা। কঠোর পরিশ্রম করেও মৃৎশিল্পীদের অবস্থার সেভাবে উন্নতি ঘটছে না। সমস্যায় একাংশের প্রতিমা শিল্পীরা।

আরও পড়ুন: প্রায় ৪০ বছর নিঃস্বার্থভাবে মানুষের পাশে ফরিদ মোল্লা, সময় বদলালেও বদলাননি এই নেতা!

শিল্পীদের কথায় জানা যায়, কঠোর পরিশ্রম করেও অনেক সময় লাভের মুখ সেভাবে দেখা যায় না। অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ দারুণ সমস্যায় ফেলে। প্রতিমা তৈরিতে অনেক গুণ খরচ বেড়ে যায়। সেভাবে দাম পাওয়া যায় না প্রতিমার। এ রাজ্যে সাংস্কৃতিক শিল্পী ও কুটির শিল্পের জন্য রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করলেও, ভাতা ব্যবস্থা করলেও এখনও পর্যন্ত মৃৎশিল্পীদের কথা ভাবাই হয়নি বলে অভিযোগ তাদের। দাবি উঠছে, মৃৎশিল্পীদের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার। উল্লেখ্য এ রাজ্যে কয়েক হাজার মৃৎশিল্পীর সঙ্গে লক্ষাধিক মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে। হাওড়ার শ্যামপুর এলাকার কয়েকশো মৃৎশিল্পী তাই সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Flood Situation: ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়নপুর ও দ্বীপাঞ্চল ভাটরা

হাওড়া: ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়নপুর ও দ্বীপাঞ্চল ভাটরা! সোমবার থেকে জলস্তর বৃদ্ধি হতে দেখা যায় মুণ্ডেশ্বরী ও কানা দামোদর নদীতে। মুণ্ডেশ্বরীর জল ক্রমশ গ্রাস করে আমতা ব্লকের ভাটোরা দীপাঞ্চলকে। অন্যদিকে উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা জল বাড়তি থাকে। বুধবার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে। ডিভিসির জল ছাড়ার খবর পেতেই স্থানীয় প্রশাসন তৎপর। সাধারণ মানুষকে সতর্কতা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বুধবার ভোর রাত থেকেই ক্রমশ জল বাড়ছে, ফলে আতঙ্কে রয়েছে সাধারন মানুষ। ইতিমধ্যেই জলের তলায় বসতবাড়ি রাস্তাঘাট বাজার হাট। জল বাড়ার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত।

আরও পড়ুন:  ফুঁসছে রূপনারায়ণ,ভেঙেছে বাঁধ, জল ঢুকেছে গ্রামে ! বানভাসীর আতঙ্কে খানাকুলের গোটা গ্রাম 

ডিভিসি’র ছাড়া জলে ভয়াবহ অবস্থা হাওড়ার উদয়নারায়নপুর ব্লকের কুরচি, শিবপুর উদয় নারায়নপুর বিভিন্ন গ্রাম জলের তলায়। সময় যত গড়াচ্ছে ততই জলস্তর বেড়ে ভয়াবহ আকার ধারণ করছে। অন্যদিকে আমতা ব্লকের দ্বীপাঞ্চলেও তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি, ঘোরাবেড়িয়া, চিতনান, উত্তর ভাটোরা সহ বেশ কয়েকটি গ্রাম। জলে প্লাবিত হয়েছে দোকান, বাজার, স্কুল, ফলে চরম সমস্যায় পড়েছে ওই গ্রামের কয়েক হাজার পরিবার। বিভিন্ন এলাকার মানুষকে পাকা বাড়ির ছাদ এবং স্কুল ও উঁচু স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় নামানো হয়েছে নৌকা, বুধবার সকাল থেকে সেই নৌকা করেই যাতায়াত করছে দুর্গত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: প্লাবিত বাজার! দোকানিরা বসেছে ব্রিজের উপর, ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা

গবাদি পশু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে বিশেষ নজরদারি। পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই এসডিও বিডিও স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা নজরদারি চালাচ্ছেন এলাকায় এলাকায়। এদিকে এলাকা প্লাবিত হওয়ার বহু চাষ জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।এ প্রসঙ্গে উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত বাবু জানান, পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার নিচ্ছে। দ্রুত গতিতে জল স্তর বাড়ছে। বিভিন্ন গ্রামের নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Howrah News: প্রায় ৪০ বছর নিঃস্বার্থভাবে মানুষের পাশে ফরিদ মোল্লা, সময় বদলালেও বদলাননি এই নেতা!

হাওড়া: অসহায় পরিবারে কন্যাদান থেকে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যান তিনি। ক্ষমতা হারালেও হারিয়ে যায়নি অসহায় মানুষের প্রিয় ফরিদ মোল্লা। দিন হোক বা রাত মানুষের ভরসার আর এক নাম পাঁচলার ফরিদ বাবু। আবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষের কাছের একজন হয়ে ওঠেন তিনি। এভাবেই মানব সেবায় প্রায় চার দশক নিজেকে নিয়োজিত রেখেছেন নেতাজি আদর্শে বিশ্বাসী জননেতা ফরিদ মোল্লা।

ছাত্র রাজনীতি থেকে জনপ্রতিনিধি হয়ে ওঠা। তারপর পেরিয়েছে বহু বছর, রাজ্যে ৩৪ বছরের বাম শাসন অবসান ঘটে। ২০১১ সালে তৃণমূল সরকারের প্রতিষ্ঠার পর দ্রুত সময়ে বদলাচ্ছে। চড়াই উৎরাই এর মধ্যে দিয়েও নিজেকে একই রেখেছেন ফরিদ বাবু। অন্তত তেমনটাই জানাচ্ছেন এলকার মানুষ।

স্কুল জীবন থেকে রাজনীতিতে হাতে খড়ি। তারপর জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান এরপর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতির দায়িত্ব। এরপর বাম শক্তির অবসান, দল রাজ্যের শাসন ক্ষমতা হারালেও এতটুকু মনোবল হারাননি ফরিদ বাবু। তাই তিনি কখনও মানুষের সঙ্গ ছাড়েননি। অসহায় মানুষের দায়িত্বভার নিজের কাঁধে। যখন রাজ্যে বাম ক্ষমতায়। তখন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা যেভাবে মানুষের সঙ্গ দিয়েছেন, একইভাবে এই বর্তমান সময়ে রয়েছেন মানুষের সঙ্গে।

স্থানীয় মানুষ জানান, এমন নেতা খুব কম দেখা মেলে। নিঃস্বার্থভাবে মানুষের কাজ করেন। জাতি-ধর্ম নির্বিশেষে কোনও রঙ বিচার না করেই মানুষের পাশে থাকেন। এই প্রসঙ্গে ফরিদ মোল্লা জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে বিশ্বাসী তিনি। নেতাজির আদর্শ দেশ গড়ার লক্ষ্যে আমার রাজনীতিতে প্রবেশ ছাত্র বয়সে, কখনও কী পেলাম আর কী পেলাম না এই হিসেব রাখি না। মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে যোগ দেওয়া। প্রবীণ নেতাদের আদর্শকে পাথেয় করেই তাই আজও এগিয়ে চলেছি।

রাকেশ মাইতি

Jaba Phul: নিম্নচাপের জেরে চরম অশনি, ফুল চাষিদের মাথায় হাত, মা কালীর প্রিয় জবা ফুল একেবারেই পাওয়া যাচ্ছে না

হাওড়া: বাজারে চড়া দামে বিকোচ্ছে জবা তবুও সমস্যায় জেলার জবা চাষী! সারা বছর চাহিদা থাকলেও, লাভের মুখ দেখতে পুজোর বাজারের অপেক্ষায় থাকতে হয় ফুল চাষীদের। এবার পুজোর বাজার শুরুর আগেই ক্ষতিগ্রস্ত চাষের জমি। বর্ষায় অতিমাত্রায় বৃষ্টি গাছের গোড়ায় জমা জল। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পরছে।
হাওড়া: বাজারে চড়া দামে বিকোচ্ছে জবা তবুও সমস্যায় জেলার জবা চাষী! সারা বছর চাহিদা থাকলেও, লাভের মুখ দেখতে পুজোর বাজারের অপেক্ষায় থাকতে হয় ফুল চাষীদের। এবার পুজোর বাজার শুরুর আগেই ক্ষতিগ্রস্ত চাষের জমি। বর্ষায় অতিমাত্রায় বৃষ্টি গাছের গোড়ায় জমা জল। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পরছে।
শুকিয়ে যাচ্ছে গাছের শাখা। ফলে গাছে নতুন কুঁড়ি দারুণ ভাবে কমেছে। ফুলের দাম বাড়লেও যোগান না থাকার ফলে লাভ পাচ্ছেন না কৃষক। এদিকে বেড়েছে খরচের পরিমাণ, গাছ বাঁচিয়ে রাখতে সার কীটনাশক বেশি মাত্রায় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কৃষক।এই সমস্যায় হাওড়ার বাগনান ব্লকের কয়েক হাজার ফুল চাষী পুজোর বাজারে ধরতে গাছ টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছেন চাষের জমিতে।
শুকিয়ে যাচ্ছে গাছের শাখা। ফলে গাছে নতুন কুঁড়ি দারুণ ভাবে কমেছে। ফুলের দাম বাড়লেও যোগান না থাকার ফলে লাভ পাচ্ছেন না কৃষক। এদিকে বেড়েছে খরচের পরিমাণ, গাছ বাঁচিয়ে রাখতে সার কীটনাশক বেশি মাত্রায় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কৃষক।এই সমস্যায় হাওড়ার বাগনান ব্লকের কয়েক হাজার ফুল চাষী পুজোর বাজারে ধরতে গাছ টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছেন চাষের জমিতে।
পুজোর মরশুমের শুরু থেকেই অন্যান্য ফুলের সঙ্গে জবের চাহিদা থাকে সর্বাধিক। অধিকাংশ চাষের জমি বা অধিকাংশ কৃষক জবা চাষের দিকে আগ্রহ দেখায়। জেলায় ফুল চাষ সূচনা লগ্ন থেকেই জবা ফুলের চাষ। দিন দিন জবা চাষের পরিমাণও বেড়েছে এলাকায়।
পুজোর মরশুমের শুরু থেকেই অন্যান্য ফুলের সঙ্গে জবের চাহিদা থাকে সর্বাধিক। অধিকাংশ চাষের জমি বা অধিকাংশ কৃষক জবা চাষের দিকে আগ্রহ দেখায়। জেলায় ফুল চাষ সূচনা লগ্ন থেকেই জবা ফুলের চাষ। দিন দিন জবা চাষের পরিমাণও বেড়েছে এলাকায়।
সিজন ফুলের চাষে যে পরিমাণ ঝুঁকি থাকে, সেই তুলনায় জবা চাষে ঝুঁকি কম। সেই দিক থেকে কয়েক বছরে এই চাষের প্রতি আগ্রহ বেড়েছে স্থানীয় মানুষের। তবে বর্তমানে জবা চাষেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে সমস্যায় জবা চাষী।
সিজন ফুলের চাষে যে পরিমাণ ঝুঁকি থাকে, সেই তুলনায় জবা চাষে ঝুঁকি কম। সেই দিক থেকে কয়েক বছরে এই চাষের প্রতি আগ্রহ বেড়েছে স্থানীয় মানুষের। তবে বর্তমানে জবা চাষেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে সমস্যায় জবা চাষী।
প্রাকৃতিক দুর্যোগ একইসঙ্গে নিকাশি বহাল না থাকার ফলে জবা চাষে সমস্যা।এ প্রসঙ্গে বাগনান বাঁকুড়দহ গ্রামের ফুল চাষিরা জানান, জেলার অধিকাংশ কৃষক ধান ও পাট চাষ ছেড়ে প্রায় প্রতি বছর কম বেশি সমস্যা দেখা যায়। এলাকার অধিকাংশ ফুল চাষীর অভিযোগ সরকারি কোনরকম সুযোগ-সুবিধাও মেলেনা।গতবছর তুলনামূলক বাজার ভালই কেটেছে। এবার কতটা গাছ বাঁচিয়ে ফুল ফোঁটাতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। Input- Rakesh Maity
প্রাকৃতিক দুর্যোগ একইসঙ্গে নিকাশি বহাল না থাকার ফলে জবা চাষে সমস্যা।এ প্রসঙ্গে বাগনান বাঁকুড়দহ গ্রামের ফুল চাষিরা জানান, জেলার অধিকাংশ কৃষক ধান ও পাট চাষ ছেড়ে প্রায় প্রতি বছর কম বেশি সমস্যা দেখা যায়। এলাকার অধিকাংশ ফুল চাষীর অভিযোগ সরকারি কোনরকম সুযোগ-সুবিধাও মেলেনা।গতবছর তুলনামূলক বাজার ভালই কেটেছে। এবার কতটা গাছ বাঁচিয়ে ফুল ফোঁটাতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। Input- Rakesh Maity

DVC flood situation: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে। তাই ডিভিসি এই দুই জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে।
নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে। তাই ডিভিসি এই দুই জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে।
সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়। সেটা বারতে বারতে ১ লাখ কিউসেকে দাঁড়ায়।
সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়। সেটা বারতে বারতে ১ লাখ কিউসেকে দাঁড়ায়।
অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমান বেরেছে।
অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমান বেরেছে।
ডিভিসি জানিয়েছে, নিম্নচাপের জন্য আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শানিবার থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।
ডিভিসি জানিয়েছে, নিম্নচাপের জন্য আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শানিবার থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।

Howrah News: জল জমা রুখতে হচ্ছে নিকাশি ব্যবস্থা! তাতেই দুর্ভোগে গ্রামের মানুষ

হাওড়া: নিকাশি বহাল রাখতে অবরুদ্ধ ব্যস্ত রাস্তা, সমস্যায় হাজারও মানুষ! রাস্তার পার্শ্ববর্তী নয়নজুলি কাটার কাজ শুরু হতেই সমস্যায় গ্রামবাসী। স্কুল কলেজ পড়ুয়া থেকে গ্রামের সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। টোটো, অটো, চারচাকার গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে। সেই রাস্তা বর্তমানে একজন মানুষের হাঁটা দায় হয়ে পড়েছে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। কংক্রিটের রাস্তার উপর কাদামাটি স্তুপ, তার উপর এই প্রাকৃতিক দুর্যোগ। মানুষের কাছে যেন গোদের উপর বিষফোঁড়া।

আরও পড়ুন: রয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা! তবুও আন্দুলে আবর্জনায় ঢাকছে রাস্তা, ভরাট হচ্ছে পুকুর

গ্রামের একমাত্র রাস্তা বেহাল দশা। কয়েক কিলোমিটার দীর্ঘ রাস্তা একপ্রকার যাতায়াতে অযোগ্য প্রায় দুই সপ্তাহ ধরে। হাওড়া সাঁকরাইল ব্লকের হামারিপুল থেকে আন্দুল যাবার কয়েক কিলোমিটার রাস্তা প্রায় যাতায়াত বন্ধ। সমস্যায় গ্রামের কয়েকশো পরিবার। বর্ষায় বিভিন্ন প্রান্তে জলজমা সমস্যা সমাধানেই এই নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে বলেই জানা যায় স্থানীয় মানুষের কথায়। যদিও কান্দুয়া হামারিপোল এলাকায় সেভাবে সমস্যা ছিল না বলেই জানাচ্ছেন স্থানীয় মানুষ। খাল কাটা দেখে খুশি হয়েছিল, গ্রামে বর্ষায়যে জলজমার সমস্যা দেখা দেয় তা চিরতরে সমাধান হবে। কিন্তু খাল কাটার কাজ শুরু হলে দারুণ ভাবে সমস্যায় পড়েন মানুষ। যে সমস্যা প্রভাব ফেলেছে গ্রামের কয়েকশো পরিবারের উপর।

আরও পড়ুন: প্রবল দুর্যোগে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে উঠে পড়ল বাংলাদেশি বার্জ! আতঙ্ক হুগলি পাড়ে

এর ফলে সমস্যায় পড়ুয়া থেকে গ্রামের সাধারণ মানুষ এমনকি অসুস্থ মানুষের চিকিৎসার করার জন্য নিয়ে ‌যেতেও বিপাকে পরতে হচ্ছে। এ প্রসঙ্গে গ্রামবাসী জানান, গ্রামের মানুষের সমস্যার দিকে গুরুত্ব না দিয়েই এই কাজ চলছে। মাঝে মাঝেই কাজ বন্ধ, খাল কেটে রাস্তার উপরেই মাটি জমা রাখা। রাস্তা দখল করে মাটি কাটার যন্ত্র গাড়ি। স্থানীয়দের অভিযোগ একাধিকবার এ বিষয়ে জানান হলেও কোনরকম সহযোগিতা করেনি, স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত অফিস। গ্রামের মানুষ বাধ্য হয়ে পথে নামেন। যদিও স্থানীয় সাকরাইল থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা সমাধানের। কবে সেই সমস্যা সমাধান হয়, সে দিকে তাকিয়ে গ্রামের মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Nabanna on Heavy rain: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

কলকাতা: রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই নিয়ে জেলাশাসকদের সঙ্গে জরুরী বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব। পাশাপাশি চার জেলাকে আজকের বৈঠকে বিশেষ ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলী,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আসছে প্রবল বৃষ্টি! সঙ্গে বজ্রপাতে কাঁপবে এলাকা

পাশাপাশি রবিবারের বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে,  ডিভিসি কত পরিমাণ জল ছাড়ছে তা নজর রাখতে হবে জলমগ্ন এলাকা গুলিতে ত্রাণ বিলি করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৫ হাজার ত্রিপল বিলি করা হয়েছে। সেই সঙ্গে যে বাড়িগুলি ভেঙে পড়েছে, জেলাশাসকদের সেগুলির বাসিন্দাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সিবিআইয়ের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে একাধিক এলাকায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যসচিব। কোন কোন এলাকায় জল বাড়ছে তা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে নবান্নকে, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেখানে যেখানে জল জমছে সেখানে পাম্প ব্যবহার করে দ্রুত জল বার করার নির্দেশ দেন মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার বিকেল ৫টা থেকে নবান্নে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব।

IMD Latest Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আসছে প্রবল বৃষ্টি! সঙ্গে বজ্রপাতে কাঁপবে এলাকা

Latest Weather Forecast: বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সতর্কতা রাজ্যের ৫ জেলায়। আগামী এক থেকে দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
Latest Weather Forecast: বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সতর্কতা রাজ্যের ৫ জেলায়। আগামী এক থেকে দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর।
আলিপুর সূত্রের খবর, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আলিপুর সূত্রের খবর, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে।
সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। কলকাতা-সহ বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে।

Crime News: অচেনা নাম্বার থেকে ফোন! রিসিভ করতেই ‘গ্রেফতারি’-র ফাঁদে সর্বস্বান্ত সরকারি কর্মী…জানলে শিউরে উঠবেন

রাকেশ মাইতি, হাওড়া: Crime News: অচেনা নাম্বার থেকে ফোন! রিসিভ করতেই ‘গ্রেফতারি’-র ফাঁদে সর্বস্বান্ত সরকারি কর্মী…জানলে শিউরে উঠবেন

হাওড়ার দাশনগর থানার অন্তর্গত কোণা মণ্ডলপাড়ার বাসিন্দা সুমন্ত কুমার বিশ্বাস। গত ৩১  অগাস্ট অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করতেই ওই প্রান্ত থেকে বলা হয় ‘ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি’ । সুমন্ত বাবুকে জানান হয়, তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তারই তদন্ত চলছে। এমন কথা শুনে অবাক হন তিনি, ফোনে ও প্রান্ত থেকে জানানো হয় তাঁর নামের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা পড়েছে। ফোনে একাধিক মেসেজ পাঠানো হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য এবং অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়।

আরও পড়ুন :  টাকার পাহাড়! বাড়ি! গাড়ি! চাকরি! চন্দ্রগ্রহণের পূর্ণিমায় ভাগ্য হাসছে এই ৫ রাশির

রীতিমতো ঘাবড়ে যান সুমন্তবাবু। এর পর তাদের দাবি মতো কয়েক দফায় ৭ লক্ষ ৫৫ হাজার টাকা অনলাইনে পাঠান। একই ভাবে ওই প্রান্ত থেকে টাকার দাবি বাড়তে থাকে। এভাবেই দাবি বাড়তে থাকায় সন্দেহ হয় সুমন্ত বাবুর। আইনজীবীর সহযোগিতা নেন তিনি। গত ৩ রা সেপ্টেম্বর দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

তদন্তে নেমে পুরো বিষয়টি এনসিআরপি বা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে ঘটনার বিস্তারিত জানায় পুলিশ। এর পর পুলিশ অভিযান চালিয়ে ধীরে ধীরে ৬ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে। আদালতের মাধ্যমে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।