Category Archives: হাওড়া
Howrah News: বহু মানুষ ঘর ছাড়া, উদয়নারায়ণপুর ও আমতার মানুষের ভরসা ত্রাণ
Illegal Work: সরাসরি কানাডার সঙ্গে চলত অবৈধ কাজ, হাতেনাতে পাকড়াও করল পুলিশ
হাওড়া: কানাডার সঙ্গে সরাসরি চলত অবৈধ কাজ! মারাত্মক ঘটনা হাওড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। হাওড়ার বালির একটি বিল্ডিংয়ে মানুষের নজর এড়িয়ে চলত মারাত্মক ঘটনা। হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ঘটনাটির সামনে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে আসে সফলতা। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণা। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, এই অবৈধ কল সেন্টারের সরাসরি যোগ রয়েছে কানাডায়।
আরও পড়ুন: বন্যা দুর্গত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, উৎকণ্ঠায় সাধারন মানুষ
বিভিন্ন কোম্পানির টেক টিমের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষকে এনি ডেস্ক বা টিম ভিউয়ার ওই জাতীয় এপ্লিকেশন ডাউনলোড করিয়ে সিস্টেম নিজেদের কন্ট্রোলে করে তথ্য এবং টাকা-পয়সা হাতিয়ে নিত। আরও জানা যায়, বিদেশে বিটকয়েন ও কিউআর কোড এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন চালাতে দুষ্কৃতীরা। হাওড়ার বালির একটি বিল্ডিং থেকেই ছক কষে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালয়।
যদিও কতদিন ধরে এই প্রতারণার জাল বিস্তার, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা যায়, কমপক্ষে ছয় মাস থেকে এক বছর এই অসাধু কাজ চলছে বলে অনুমান। আরওকারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কিভাবে কাজ চলত। কতদিন এই কাজ চলছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।
রাকেশ মাইতি
IMD Latest Weather Update: পুজোর আগেই দক্ষিণবঙ্গে মহাবিপদ! সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়
Bangla Video: শহরকে জঞ্জাল মুক্ত করতে এবার অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি, দেখুন
হাওড়া: আবর্জনামুক্ত শহর গড়ার পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরসভা। তার লক্ষ্যেই জঞ্জাল অপসারণে সুষ্ঠু ব্যবস্থার জন্য অত্যাধুনিক ১০ টি গাড়ি কেনা হয়েছে। এর আসল উদ্দেশ্য হল হাওড়াকে জঞ্জালমুক্ত করা। এই গাড়িগুলো হাওড়ার ৪ টি বিধানসভায় ঘুরে ঘুরে কাজ করবে। এর ফলে হাওড়া শহরাঞ্চল আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে।
জঞ্জাল মুক্ত করতে এই এতগুলো অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি এই প্রথম হাওড়া শহরাঞ্চলে কাজ করবে। এইগুলো কিনতে খরচ পড়েছে আনুমানিক প্রায় ৮৫ লক্ষ টাকা। এই গাড়িগুলোর বৈশিষ্ট্য হল ভ্যাট এই গাড়িতেই জমা হবে, সেখান থেকে জঞ্জাল নিয়ে ডাম্পিং স্টেশন বা ভাগাড়ে ময়লা পৌঁছে যাব। এর ফলে মাটিতে ময়লা পড়বে না। শহরের প্রধান রাস্তার ধারে ভ্যাটের আবর্জনার সঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনাও তুলে নেওয়া হবে। অগোছালো শহরকে সাজাতে উদ্যোগী হয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
আরও পড়ুন: জল সরবরাহের পাইপলাইন বসাতে খোঁড়া যাবে না রাস্তা, জানুন
হাওড়া পুরসভা এলাকায় জনসংখ্যা খুব বেশি। ফলে এই শহরে আবর্জনা জমার পরিমাণ অনেক বেশি। অনেক সময় দেখা যায় নজরদারির অভাবে রাস্তায় পড়ে আছে জঞ্জাল। পরিচ্ছন্নতার লক্ষ্যে এবার হাওড়া পুরসভা বেশ কিছু পদক্ষেপ করল। এতদিন পুরসভা এলাকায় ময়লা জমা হয় যেখানে, সেই বেলগাছিয়া ভাগাড়ে সন্ধ্যার পর অন্ধকার থাকার জন্য আবর্জনা বহন গাড়ি যায় না। সেখানে আলোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি সন্ধ্যার পরেও গাড়িগুলি ঘুরে ঘুরে ময়লা তুলবে সেই গাড়িগুলি রাতেও ভাগাড়ে গিয়ে ময়লা ফেলে আসতে পারবে। ফলে সহজেই কম সময়ের মধ্যে আবর্জনা সরিয়ে ফেলা যাবে।
রাকেশ মাইতি
IMD Latest Weather Update in West Bengal: পুজোর আগে আবার নিম্নচাপের আশঙ্কা! রবিবার থেকেই বিপদ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়
Flood: গ্রামের উপর দিয়ে বইছে ১০-১২ ফুট উচ্চতায় নদীর জল! ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি উদয়নারায়ণপুরে
হাওড়া: বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ইঞ্চি জল কমলেও, চিন্তা কমেনি মানুষের। বন্যায় বিধ্বস্ত আমতা-উদয়নারায়ণপুর। ডিভিসি’র ছাড়া জলেই এই ভয়াবহ বন্যা, বাড়ছে উদ্বেগ। বন্যা ভয়াবহ রূপ নিয়েছে, তবে দামোদরের পশ্চিমপাড়ের বাঁধ মেরামতির ফলে আরও বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে উদয়নারায়নপুরবাসী, এমনটাই মনে করছন অনেকে।
ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল। গ্রামের ভেতর দিয়ে বইছে ১০ থেকে ১২ ফুট উচ্চতায় নদীর জল। নতুন করে পরিস্থিতি আরও উদ্বেগের জায়গায় পৌঁছেছে | জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ বন্যাপীড়িত।
আরও পড়ুন:মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
ডিভিসি-র ছাড়া জল বৃহস্পতিবার দুপুর আশঙ্কা বলে জানা গেছে। ফলে, ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবারের দুপুর গড়াতে উদয়নারায়নপুরে কয়েক ইঞ্চি জল কমেছে বলে জানা যায় । বন্যা মোকাবিল প্রায় ৯০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ।
জেলা প্রশাসন সূত্রের খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উদয়নারায়ণপুর। এখানে ৬৮টি ত্রাণশিবিরে প্রায় দশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁদের পানীয় জল খাবার ও ওষুধ দেওয়া হয়েছে। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল, বাস স্ট্যান্ড ও ব্লক অফিস উদয়নারায়নপুর কলেজ ক্যাম্পাস জল থৈথৈ।
বুধবার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে। সঙ্গে ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। ত্রাণ ব্যবস্থার তদারকিতে ছিলেন মন্ত্রী পুলক রায়।
তিনি বলেন, ‘‘বন্যা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সব রকম পদক্ষেপ করা হয়েছে।’’ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি লক্ষীকান্ত দাস জানান,নদীতে জলের স্রোত বেশি থাকায় লঞ্চ আনা হলেও তা চালানোর মতো পরিস্থিতি নেই। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা আছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধ দিয়ে আসছেন। বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে খোলা হয়েছে বিশেষ ক্যাম্প। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।
রাকেশ মাইতি
Howrah News: সস্তায় ইলিশ-চিংড়ি-ভেটকি, শতাব্দী প্রাচীন বাংলার পাইকারি মাছ বাজার! কোথায় অবস্থিত জানেন?
হাওড়া: বাংলার বিখ্যাত হাওড়ার পাইকারি মাছ বাজার! কলকাতার যমজ শহর হাওড়া। অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃতীয় জনবহুল পুরসভা হল হাওড়া পৌরসভা। হাওড়া শহর হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। কলকাতার প্রবেশদ্বার হাওড়া শহর বা রবীন্দ্র সেতুকে বলা হয়। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের খুব কাছেই অবস্থিত শতাব্দী প্রাচীন হাওড়া মাছ বাজার।
আরও পড়ুনঃ ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল…! হারানো জেল্লা ফিরে পেতে লাগবে না ১টাকাও! ঘরোয়া ‘জিনিস’ করবে কামাল
কথাতেই রয়েছে মাছ ভাতে বাঙালি, হাওড়া কলকাতা শহর তো বটেই, এমনকী সারা বাংলার মানুষের চাহিদা মত বিভিন্ন মাছের যোগানে অন্যতম ভূমিকা এই বিশাল পাইকারি মাছ বাজারের। এখান থেকে সারা বাংলায় মাছ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে বাংলার বাইরে এবং বিদেশেও এখন থেকে রফতানি হয় মাছ। এই বাজার ইলিশ, ভেটকি, রুই ,কাতলা, চিংড়ি’র মত বিভিন্ন আকর্ষণীয় মাছের বিশাল সম্ভার।
এই বাজার প্রতিদিন ভোর হলেই কয়েকশো বিক্রেতা মাছের পসরা নিয়ে বসেন। ভোর থেকেই হাওড়া কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা হাজির হয়। সারা দিনে কয়েক হাজার বিক্রেতা আসেন এই বাজারে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন পথ, আকাশ পথ এবং সড়ক পথে মাছ আমদানি রফতানি হয়ে থাকে। পাইকারি এই মাছ বাজারের ন্যূনতম ৫ কেজি থেকে বিক্রি শুরু করে কুইন্টাল বা তারও বেশি বেচা কেনা চলে।
সর্বাধিক ক্রেতার ঢল থাকে ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত। সারা বছর আমদানির উপর মাছের দাম নির্ধারিত হয় বলে জানা গেছে ব্যবসায়ী সূত্রে।বাংলার অন্যতম মাছ বাজার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মাছের জোগান। ফলে অন্যান্য ক্ষুদ্র বাজারে তুলনায় হাওড়ার পাইকারি মাছ বাজারে মাছের দামও ন্যায্য বলেই জানা।
রাকেশ মাইতি