Tag Archives: durga puja photo 2024


Puja Special Resipe: চপ-কাটলেট-ফ্রাই-এর সঙ্গে মেয়োনিজ চাই-ই-চাই, কেনা নয়, মেয়োনিজ বানান বাড়িতেই, রইল রেসিপি

পুজোয় অনেকেই প্যান্ডেল হপিং নয়, ঘরোয়া আড্ডা পছন্দ করেন। আর আড্ডা মানে সঙ্গে দেদার চপ-কাটলেট-ফ্রাই! সঙ্গে চাই মেয়োনিজ। বাজারচলতি নানা ব্র্যান্ডের মেয়োনিজ পাওয়া যায়। কিন্তু সে-সব আদৌ স্বাস্থ্যকর নয়! গাদাগাদা ফ্যাট-কোলেস্টেরল! কাজেই, বাড়িতেই বানিয়ে ফেলুন মেয়োনিজ।
পুজোয় অনেকেই প্যান্ডেল হপিং নয়, ঘরোয়া আড্ডা পছন্দ করেন। আর আড্ডা মানে সঙ্গে দেদার চপ-কাটলেট-ফ্রাই! সঙ্গে চাই মেয়োনিজ। বাজারচলতি নানা ব্র্যান্ডের মেয়োনিজ পাওয়া যায়। কিন্তু সে-সব আদৌ স্বাস্থ্যকর নয়! গাদাগাদা ফ্যাট-কোলেস্টেরল! কাজেই, বাড়িতেই বানিয়ে ফেলুন মেয়োনিজ।
মেয়োনিজ তৈরি করতে লাগবে একটা ডিম, এক টেবিলচামচ সর্ষেগুঁড়ো, এক টেবিলচামচ হোয়াইট ভিনিগার, পরিমাণমত নুন, তেল, এক চা-চামচ লেবুর রস।
মেয়োনিজ তৈরি করতে লাগবে একটা ডিম, এক টেবিলচামচ সর্ষেগুঁড়ো, এক টেবিলচামচ হোয়াইট ভিনিগার, পরিমাণমত নুন, তেল, এক চা-চামচ লেবুর রস।
প্রথমে ফুড প্রসেসরে ২ চা-চামচ তেল, ডিম, সর্ষেগুঁড়ো, ভিনিগার ও নুন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ৩০ সেকেন্ড পর মিশ্রণটায় হালকা হলদেটে রং ধরলে ব্লেন্ডার চালু অবস্থাতেই খুব ধীরে তেল মেশাতে হবে।
প্রথমে ফুড প্রসেসরে ২ চা-চামচ তেল, ডিম, সর্ষেগুঁড়ো, ভিনিগার ও নুন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ৩০ সেকেন্ড পর মিশ্রণটায় হালকা হলদেটে রং ধরলে ব্লেন্ডার চালু অবস্থাতেই খুব ধীরে তেল মেশাতে হবে।
মিশ্রণের হলদেটে রং কমে আসলে ব্লেন্ডার চালু থাকা অবস্থাতেই লেবুর রস মিশিয়ে আরও ১৫-২০ সেকেন্ড ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মেয়োনিজ।
মিশ্রণের হলদেটে রং কমে আসলে ব্লেন্ডার চালু থাকা অবস্থাতেই লেবুর রস মিশিয়ে আরও ১৫-২০ সেকেন্ড ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মেয়োনিজ।
তবে মেয়োনিজ সবসময় খাওয়া উচিৎ নয়। এ'নিয়ে পুষ্টিবিদ দেবারতি ঘোষ জানান, মেয়োনিজ ওজন বাড়ায়, এটি আপনার স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়।
তবে মেয়োনিজ সবসময় খাওয়া উচিৎ নয়। এ’নিয়ে পুষ্টিবিদ দেবারতি ঘোষ জানান, মেয়োনিজ ওজন বাড়ায়, এটি আপনার স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়।
মেয়োনিজ শরীরে অস্বাস্থ্যকর চর্বি জমাতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক। মেয়োনিজের অত্যধিক ব্যবহার শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায়, হার্টের জন্য-ও ভাল নয়।
মেয়োনিজ শরীরে অস্বাস্থ্যকর চর্বি জমাতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক। মেয়োনিজের অত্যধিক ব্যবহার শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায়, হার্টের জন্য-ও ভাল নয়।

Weekend Trip: হোমস্টের বিছানায় বসেই বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দর্শন, হাতে গরম গরম মোমো-কফি! কালিম্পংয়ের এই গ্রাম ঘুরে নিন পুজোর ছুটিতে

*প্রকৃতির কোলে মজা উপভোগ করতে হলে ছুটে যেতেই হবে পাহাড়ি এই গ্রামে। কোলাহলপূর্ন জীবন থেকে একটু বিরতি নিতে হলে যেতে হবে কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রাম চারখোলে।
*প্রকৃতির কোলে মজা উপভোগ করতে হলে ছুটে যেতেই হবে পাহাড়ি এই গ্রামে। কোলাহলপূর্ন জীবন থেকে একটু বিরতি নিতে হলে যেতে হবে কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রাম চারখোলে।
*চারখোল মানে চারদিক দিয়ে খোলা। এখানে প্রকৃতি যেন আপনার হাতের মুঠোয়। শুধু আপনার যে কোনও দিকে হাতটা বাড়ানোর অপেক্ষা, প্রকৃতি যেন গদগদ হয়ে উঠবে আপনার হাতের স্পর্শে। এ এক অদ্ভুত ভালবাসা।
*চারখোল মানে চারদিক দিয়ে খোলা। এখানে প্রকৃতি যেন আপনার হাতের মুঠোয়। শুধু আপনার যে কোনও দিকে হাতটা বাড়ানোর অপেক্ষা, প্রকৃতি যেন গদগদ হয়ে উঠবে আপনার হাতের স্পর্শে। এ এক অদ্ভুত ভালবাসা।
*শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ৭২ কিলোমিটার দুরে সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন ভাবে সাজিয়েছে প্রকৃতি। পরিবার ও বন্ধুবান্ধদের সঙ্গে নিয়ে উপভোগ করুন ছুটি।
*শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ৭২ কিলোমিটার দুরে সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন ভাবে সাজিয়েছে প্রকৃতি। পরিবার ও বন্ধুবান্ধদের সঙ্গে নিয়ে উপভোগ করুন ছুটি।
*নিজেদের পছন্দমতো খাবার অর্ডারের ব্যবস্থাও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন। তিন'চারদিন সময় কাটানোর জন্য অসাধারণ। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য। খাবারের সঙ্গে রাতে থাকছে বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও।
*নিজেদের পছন্দমতো খাবার অর্ডারের ব্যবস্থাও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন। তিন’চারদিন সময় কাটানোর জন্য অসাধারণ। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য। খাবারের সঙ্গে রাতে থাকছে বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও।
*এনজেপি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌঁছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। সময় লাগে মাত্র ২ ঘণ্টার মতো। কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করলে খরচ হবে ৩৫০০ টাকা।
*এনজেপি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌঁছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। সময় লাগে মাত্র ২ ঘণ্টার মতো। কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করলে খরচ হবে ৩৫০০ টাকা।
*চারখোলে রয়েছে অনক হোম স্টে। বেশিরভাগই ডিলাক্স রুম। মাথাপিছু খরচ হবে ১২০০ টাকা, সঙ্গে প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে। একটা ঘরে সর্বনিম্ন তিন জনের থাকার ব্যবস্থা রয়েছে। সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস্ আর ডিনার পাবেন এই টাকার মধ্যেই।
*চারখোলে রয়েছে অনক হোম স্টে। বেশিরভাগই ডিলাক্স রুম। মাথাপিছু খরচ হবে ১২০০ টাকা, সঙ্গে প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে। একটা ঘরে সর্বনিম্ন তিন জনের থাকার ব্যবস্থা রয়েছে। সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস্ আর ডিনার পাবেন এই টাকার মধ্যেই।
*চারখোলে ট্রেকের পথে অজস্র ভিউ পয়েন্ট এবং বার্ডস ওয়াচিং পয়েন্ট ফটোগ্রাফারদের জন্য আদর্শ। এই অফবিট পরিবেশে বিভিন্ন রঙের প্রজাপতিও নজর কাড়বে।
*চারখোলে ট্রেকের পথে অজস্র ভিউ পয়েন্ট এবং বার্ডস ওয়াচিং পয়েন্ট ফটোগ্রাফারদের জন্য আদর্শ। এই অফবিট পরিবেশে বিভিন্ন রঙের প্রজাপতিও নজর কাড়বে।

Mustard Seeds vs Poppy Seeds: বাঙাল রান্নাঘরের সরষে নাকি ঘটিবাড়ির পোস্ত? বর্ষায় কোনটা খেলে কমবে ওজন, গাঁটের ব্যথা? সুস্থ হার্ট? জানুন এখনই

সরষে এবং পোস্ত-দু’টোই বাঙালি হেঁশেলের অবিচ্ছেদ্য অঙ্গ৷ রোজকার রান্না থেকে ভূরিভোজ, এই দুই উপকরণ ছাড়া গতি নেই৷ স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও ভান্ডার এই দুই মশলা৷
সরষে এবং পোস্ত-দু’টোই বাঙালি হেঁশেলের অবিচ্ছেদ্য অঙ্গ৷ রোজকার রান্না থেকে ভূরিভোজ, এই দুই উপকরণ ছাড়া গতি নেই৷ স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও ভান্ডার এই দুই মশলা৷

 

কিন্তু কোনটা বেশি উপকারী? কোনটায় স্বাস্থ্যগুণ বেশি? বাঙালবাড়ির সরষে নাকি ঘটি রান্নাঘরের পোস্ত? জানুন কোন উপকরণে সারবে কোন অসুখ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
কিন্তু কোনটা বেশি উপকারী? কোনটায় স্বাস্থ্যগুণ বেশি? বাঙালবাড়ির সরষে নাকি ঘটি রান্নাঘরের পোস্ত? জানুন কোন উপকরণে সারবে কোন অসুখ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷

 

সরষেদানায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি ক্যানসার উপাদান৷ এছাড়াও আছে গ্লুকোসাইনোলেটস এবং আইসোথিয়োসায়ানেটস৷
সরষেদানায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি ক্যানসার উপাদান৷ এছাড়াও আছে গ্লুকোসাইনোলেটস এবং আইসোথিয়োসায়ানেটস৷

 

সরষেদানায় আছে হজমে উপকারী উপকরণ এবং মেটাবলিক গুণ৷ ফলে বদহজম সংক্রান্ত সব সমস্যা দূর হয়৷
সরষেদানায় আছে হজমে উপকারী উপকরণ এবং মেটাবলিক গুণ৷ ফলে বদহজম সংক্রান্ত সব সমস্যা দূর হয়৷

 

পোস্তদানায় আছে প্রচুর ক্যালসিয়াম৷ তাই হাড়ের রোগ দূরে থাকে৷ এর ওমেগা ফ্যাটি অ্যাসিড ভাল রাখে হার্ট৷
পোস্তদানায় আছে প্রচুর ক্যালসিয়াম৷ তাই হাড়ের রোগ দূরে থাকে৷ এর ওমেগা ফ্যাটি অ্যাসিড ভাল রাখে হার্ট৷

 

অ্যান্টি ইনফ্লেম্যাটরি অর্থাৎ আর্থ্রাইটিস বা গেঁটে বাত নিয়ন্ত্রণ করতে খেতে হবে সরষেদানা৷ মেটাবলিক বেনেফিট বা মেদ ঝরিয়ে ওজন কমানোর জন্য ভরসা রাখতে হবে সরষেদানায়৷
অ্যান্টি ইনফ্লেম্যাটরি অর্থাৎ আর্থ্রাইটিস বা গেঁটে বাত নিয়ন্ত্রণ করতে খেতে হবে সরষেদানা৷ মেটাবলিক বেনেফিট বা মেদ ঝরিয়ে ওজন কমানোর জন্য ভরসা রাখতে হবে সরষেদানায়৷

 

হাড়ের অসুখ এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখবে পোস্তদানা৷
হাড়ের অসুখ এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখবে পোস্তদানা৷

Puja Special Recipe: ইলিশ কিংবা পনির নয়, এবার পুজোর ভোজে বানিয়ে ফেলুন অন্য স্বাদের পটলের পাতুরি

ভাজা হোক কিংবা দোলমা, বাঙালি মানেই পটল-প্রেমী! আর রোজকার আলু পটলের ঝোল বা ডালনা তো আছেই! কিন্তু পুজোর দুপুরে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন একেবারে অন্যরকমপটলের পাতুরি। সবাই হাত চেটে খাবে
ভাজা হোক কিংবা দোলমা, বাঙালি মানেই পটল-প্রেমী! আর রোজকার আলু পটলের ঝোল বা ডালনা তো আছেই! কিন্তু পুজোর দুপুরে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন একেবারে অন্যরকমপটলের পাতুরি। সবাই হাত চেটে খাবে
 পুজোয় অনকেই বাড়ির খাবার পছন্দ করেন। কাজেই ষষ্টী বা সপ্তমীর দুপুরে বানিয়ে ফেলুন সর্ষে পোস্তয় মাখোমাখো পটলের পাতুরি।রেসিপি দিয়েছেন আসানসোলের একটি বাঙালি রেস্তোরাঁর অন্যতম শেফ বর্ণালী দেবনাথ
পুজোয় অনকেই বাড়ির খাবার পছন্দ করেন। কাজেই ষষ্টী বা সপ্তমীর দুপুরে বানিয়ে ফেলুন সর্ষে পোস্তয় মাখোমাখো পটলের পাতুরি।রেসিপি দিয়েছেন আসানসোলের একটি বাঙালি রেস্তোরাঁর অন্যতম শেফ বর্ণালী দেবনাথ
পটলের পাতুরি বানাতে পটলের পাশাপাশি লাগবে সর্ষে পোস্ত বাটা, নারকেল কোড়া, টক দই, কলা পাতা, সর্ষের তেল, নুন, হলুদ এবং কাঁচালঙ্কা ।
পটলের পাতুরি বানাতে পটলের পাশাপাশি লাগবে সর্ষে পোস্ত বাটা, নারকেল কোড়া, টক দই, কলা পাতা, সর্ষের তেল, নুন, হলুদ এবং কাঁচালঙ্কা ।
পটলগুলি লম্বালম্বি করে দু'ভাগে কেটে, নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন। অন্য একটি পাত্রে সর্ষে পোস্ত বাটা, নারকেল কোড়া, টক দই, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল ভালভাবে মিশিয়ে নিন।
পটলগুলি লম্বালম্বি করে দু’ভাগে কেটে, নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন। অন্য একটি পাত্রে সর্ষে পোস্ত বাটা, নারকেল কোড়া, টক দই, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল ভালভাবে মিশিয়ে নিন।
ওই মিশ্রণের সঙ্গে পটলগুলি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর কলা পাতায় দুটি করে পটল রেখে, সেটিকে ভালভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে পনেরো মিনিট রান্না করতে হবে। পনেরো মিনিট পরে ঢকা খুলে একটা প্লেটের সাহায্যে সাবধানে উল্টে নিতে হবে। আবার সাত আট মিনিট মত কম আঁচে রান্না করতে হবে।
ওই মিশ্রণের সঙ্গে পটলগুলি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর কলা পাতায় দুটি করে পটল রেখে, সেটিকে ভালভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে পনেরো মিনিট রান্না করতে হবে। পনেরো মিনিট পরে ঢকা খুলে একটা প্লেটের সাহায্যে সাবধানে উল্টে নিতে হবে। আবার সাত আট মিনিট মত কম আঁচে রান্না করতে হবে।

Skin Care Tips: শিল্পার মতো চকচকে ত্বক চান? এই পানীয়তে ঘি মিশিয়ে খান! জানুন ডাক্তারের পরামর্শ

সকালে ঘুম থেকে উঠেই কফির কাপে চুমুক। আহ। মুহূর্তে শরীর চাঙ্গা। অনেকে আবার কফির সঙ্গে সামান্য ঘি মিশিয়ে নেন। হ্যাঁ, এর অনেক উপকারিতা। ঘি-কফির যুগলবন্দীই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সকালে ঘুম থেকে উঠেই কফির কাপে চুমুক। আহ। মুহূর্তে শরীর চাঙ্গা। অনেকে আবার কফির সঙ্গে সামান্য ঘি মিশিয়ে নেন। হ্যাঁ, এর অনেক উপকারিতা। ঘি-কফির যুগলবন্দীই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী রকুলপ্রীত এবং শিল্পা শেঠির ঘি মিশিয়ে কফি পান করেন। তাঁদের মতে, এতে ত্বক হয় ঝকঝকে। অভিনেত্রীর কপি পানের তেমনই টোটকা ভিডিওই এখন সোশ্যাল মিডিয়া ঘুরছে। এভাবে কফি খেলে কী কী উপকার হয়?
অভিনেত্রী রকুলপ্রীত এবং শিল্পা শেঠির ঘি মিশিয়ে কফি পান করেন। তাঁদের মতে, এতে ত্বক হয় ঝকঝকে। অভিনেত্রীর কপি পানের তেমনই টোটকা ভিডিওই এখন সোশ্যাল মিডিয়া ঘুরছে। এভাবে কফি খেলে কী কী উপকার হয়?
ঘি মিশিয়ে কফি পানের উপকারিতা: সফদরজংয়ের চিকিৎসক টিনা কৌশিক লোকাল 18-কে বলেন, ঘি মেশানো কফি দুর্দান্ত পানীয়। ঘি স্বাস্থ্যকর চর্বির ভাল উৎস। যা হজমশক্তি বাড়ায়, পাশাপাশি শরীরকে শক্তি সরবরাহ করে। অন্য দিকে, কফিতে রয়েছে ক্যাফিন। এটা শরীর ও মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে।
ঘি মিশিয়ে কফি পানের উপকারিতা: সফদরজংয়ের চিকিৎসক টিনা কৌশিক লোকাল 18-কে বলেন, ঘি মেশানো কফি দুর্দান্ত পানীয়। ঘি স্বাস্থ্যকর চর্বির ভাল উৎস। যা হজমশক্তি বাড়ায়, পাশাপাশি শরীরকে শক্তি সরবরাহ করে। অন্য দিকে, কফিতে রয়েছে ক্যাফিন। এটা শরীর ও মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে।
অনেকেই মনে করেন, বেশি ঘি খেলে ওজন বেড়ে যায়। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং নিয়মিত ঘি সেবনে ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনটাই বললেন চিকিৎসক টিনা কৌশিক। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশিয়নের একটি গবেষণাতেও দেখা গিয়েছে, ঘি-তে ফ্যাট থাকার কারণে দীর্ঘসময় পেট ভর্তি থাকে। অতিরিক্ত খাওয়ার ইচ্ছা থাকে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
অনেকেই মনে করেন, বেশি ঘি খেলে ওজন বেড়ে যায়। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং নিয়মিত ঘি সেবনে ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনটাই বললেন চিকিৎসক টিনা কৌশিক। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশিয়নের একটি গবেষণাতেও দেখা গিয়েছে, ঘি-তে ফ্যাট থাকার কারণে দীর্ঘসময় পেট ভর্তি থাকে। অতিরিক্ত খাওয়ার ইচ্ছা থাকে না। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
হজমেও সহায়ক: কফিতে ঘি মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে। অন্যান্য খাবার হজমেও সাহায্য করে এই পানীয়। আরও উপকারিতা রয়েছে। অঙ্গের ফোলাভাব কমায়। অন্ত্রকে শক্তিশালী রাখে। তাছাড়া এই পানীয় হরমোন উৎপাদনেও ভারসাম্য বজায় রাখে। ফলে মেজাজ থাকে তরতাজা।
হজমেও সহায়ক: কফিতে ঘি মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে। অন্যান্য খাবার হজমেও সাহায্য করে এই পানীয়। আরও উপকারিতা রয়েছে। অঙ্গের ফোলাভাব কমায়। অন্ত্রকে শক্তিশালী রাখে। তাছাড়া এই পানীয় হরমোন উৎপাদনেও ভারসাম্য বজায় রাখে। ফলে মেজাজ থাকে তরতাজা।
চিকিৎসক টিনা কৌশিক বলেন, ঘি মেশানো কফি শিরায় জমে থাকা কোলেস্টেরল গলিয়ে দেয়। ফলে হার্ট ভাল থাকে। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই পানীয় উপকারী।
চিকিৎসক টিনা কৌশিক বলেন, ঘি মেশানো কফি শিরায় জমে থাকা কোলেস্টেরল গলিয়ে দেয়। ফলে হার্ট ভাল থাকে। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই পানীয় উপকারী।
ঘি মেশানো কফি কাদের জন্য বিপজ্জনক: ঘি মেশানো কফি সবার জন্যই উপকারী। নিয়মিত পান করলে কিছু না কিছু স্বাস্থ্য উপকারিতা মিলবেই। তবে চিকিৎসক টিনা কৌশিকের মতে, যাঁদের কোনও রোগে ভুগছেন বা কোনও স্বাস্থ্য সমস্যার জন্য নিয়মিত ওষুধ খান, তাঁদের ঘি মেশানো কফি খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
ঘি মেশানো কফি কাদের জন্য বিপজ্জনক: ঘি মেশানো কফি সবার জন্যই উপকারী। নিয়মিত পান করলে কিছু না কিছু স্বাস্থ্য উপকারিতা মিলবেই। তবে চিকিৎসক টিনা কৌশিকের মতে, যাঁদের কোনও রোগে ভুগছেন বা কোনও স্বাস্থ্য সমস্যার জন্য নিয়মিত ওষুধ খান, তাঁদের ঘি মেশানো কফি খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

Weight Loss: দুটো ছোট্টো দানা! রোজ সকালে ভুলবেন না খেতে! হু হু করে কমবে কেজি কেজি ওজন! সুগারও থাকবে ঠিকঠাক!

এলাচ ভারতীয় মশলার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুগন্ধি স্বাদের জন্য পরিচিত, এটি এমন একটি মশলা যা শুধুমাত্র আপনার খাবারের স্বাদই বাড়ায় না কিন্তু স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
এলাচ ভারতীয় মশলার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুগন্ধি স্বাদের জন্য পরিচিত, এটি এমন একটি মশলা যা শুধুমাত্র আপনার খাবারের স্বাদই বাড়ায় না কিন্তু স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
পুষ্টিবিদ তামান্না মাক্কর জানান, নিয়মিত খালি পেটে প্রতিদিন দুটি এলাচ খাওয়া খুবই উপকারী। শরীরের অনেক উপকার করে।
পুষ্টিবিদ তামান্না মাক্কর জানান, নিয়মিত খালি পেটে প্রতিদিন দুটি এলাচ খাওয়া খুবই উপকারী। শরীরের অনেক উপকার করে।
NCBI রিপোর্ট অনুযায়ী, এলাচের মধ্যে রয়েছে ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরে রাখে, যা আপনার খিদে কমায়। এছাড়াও, এলাচ বিপাক বৃদ্ধিতেও অবদান রাখে, যা ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
NCBI রিপোর্ট অনুযায়ী, এলাচের মধ্যে রয়েছে ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরে রাখে, যা আপনার খিদে কমায়। এছাড়াও, এলাচ বিপাক বৃদ্ধিতেও অবদান রাখে, যা ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
পরিপাকতন্ত্র সুস্থ রাখুনএলাচ হজমকারী এনজাইমের নিঃসরণকে উৎসাহিত করে, যা খাবারের মসৃণ হজম করতে সাহায্য করে। খালি পেটে এলাচ খাওয়া কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং গ্যাসের মতো হজমের সমস্যা দূর করতে সহায়ক প্রমাণিত হতে পারে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেট ফোলা কমাতেও সহায়ক।
পরিপাকতন্ত্র সুস্থ রাখুন
এলাচ হজমকারী এনজাইমের নিঃসরণকে উৎসাহিত করে, যা খাবারের মসৃণ হজম করতে সাহায্য করে। খালি পেটে এলাচ খাওয়া কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং গ্যাসের মতো হজমের সমস্যা দূর করতে সহায়ক প্রমাণিত হতে পারে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেট ফোলা কমাতেও সহায়ক।
দুর্গন্ধ দূর করুননিঃশ্বাসে দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা, যার সমাধান হতে পারে এলাচ। এলাচের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সকালে খালি পেটে একটি এলাচ চিবিয়ে খেলে আপনার নিঃশ্বাস সতেজতায় ভরে যাবে।
দুর্গন্ধ দূর করুন
নিঃশ্বাসে দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা, যার সমাধান হতে পারে এলাচ। এলাচের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সকালে খালি পেটে একটি এলাচ চিবিয়ে খেলে আপনার নিঃশ্বাস সতেজতায় ভরে যাবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানএলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। নিয়মিত এলাচ খাওয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান
এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। নিয়মিত এলাচ খাওয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকেকিছু গবেষণা ইঙ্গিত দেয় যে এলাচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে এটি ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে এলাচ খাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে
কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে এলাচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে এটি ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে এলাচ খাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

 

ত্বকের জন্য উপকারীএলাচের মধ্যে রয়েছে ভাল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা ত্বককে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বককে শক্ত করে এবং বলিরেখা কমায়। এ ছাড়া এলাচের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ কমাতেও সহায়ক।
ত্বকের জন্য উপকারী
এলাচের মধ্যে রয়েছে ভাল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা ত্বককে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বককে শক্ত করে এবং বলিরেখা কমায়। এ ছাড়া এলাচের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ কমাতেও সহায়ক।