Tag Archives: heatwave

Room Cooling Tips: AC ছাড়াই ঘর ভরবে শীতল হাওয়ায়! এই তাপপ্রবাহে সস্তায় ঠান্ডা থাকুন, Air Cooler-এর জন্য ছোট্ট একটা টোটকা

বাংলাজুড়ে অস্বাভাবিক গরমে নাজেহাল প্রত্যেকে। বিপজ্জনক মাত্রা ছুঁতে চলেছে এই সপ্তাহেই। এই সময় সকাল থেকেই সূর্যের প্রকোপ দেখা যায় এবং বাতাসও প্রচণ্ড গরম হতে শুরু করে।
বাংলাজুড়ে অস্বাভাবিক গরমে নাজেহাল প্রত্যেকে। বিপজ্জনক মাত্রা ছুঁতে চলেছে এই সপ্তাহেই। এই সময় সকাল থেকেই সূর্যের প্রকোপ দেখা যায় এবং বাতাসও প্রচণ্ড গরম হতে শুরু করে।
অনেকের বাড়িতেই শুধুমাত্র ফ্যান রয়েছে, আবার কিছু কিছু বাড়িতে কুলারও ব্যবহার করা হয়। সকলেই নিজেদের সাধ্যমতো এই সময় ঘরবাড়ি ঠান্ডা রাখতে চেষ্টা করেন।
অনেকের বাড়িতেই শুধুমাত্র ফ্যান রয়েছে, আবার কিছু কিছু বাড়িতে কুলারও ব্যবহার করা হয়। সকলেই নিজেদের সাধ্যমতো এই সময় ঘরবাড়ি ঠান্ডা রাখতে চেষ্টা করেন।
কুলারগুলি ব্যবহারের আগে একে সঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় এগুলি ঘর ঠান্ডা করবে না। অনেকেরই এসি কেনার সাধ্য নেই, তাই গরম শুরু হতে না হতেই কেউ কেউ কুলারের আশ্রয় নেন।
কুলারগুলি ব্যবহারের আগে একে সঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় এগুলি ঘর ঠান্ডা করবে না। অনেকেরই এসি কেনার সাধ্য নেই, তাই গরম শুরু হতে না হতেই কেউ কেউ কুলারের আশ্রয় নেন।
সকলেই কুলার থেকে শীতল বাতাস পেতে চান এবং এর জন্য গ্রীষ্মকালে এটি ব্যবহারের আগে সঠিক ভাবে এটি প্রস্তুত করুন।
সকলেই কুলার থেকে শীতল বাতাস পেতে চান এবং এর জন্য গ্রীষ্মকালে এটি ব্যবহারের আগে সঠিক ভাবে এটি প্রস্তুত করুন।
শীতল বাতাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এর অবস্থান। অবস্থান ভাল না হলে কুলার থেকে শীতল বাতাস পাওয়ার সম্ভাবনা নেই।
শীতল বাতাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এর অবস্থান। অবস্থান ভাল না হলে কুলার থেকে শীতল বাতাস পাওয়ার সম্ভাবনা নেই।
তাই যখন গরমের মরশুমে প্রথমবার কুলার ইনস্টল করার দরকার হবে প্রথমে অবস্থান পরীক্ষা করা উচিত।
তাই যখন গরমের মরশুমে প্রথমবার কুলার ইনস্টল করার দরকার হবে প্রথমে অবস্থান পরীক্ষা করা উচিত।
এরপর এর কার্টেনটিকেও (হানি কম্ব প্যাড অথবা কুলিং প্যাড) দেখতে হবে। যদি এটি সম্পূর্ণরূপে ধুলোয় ঢেকে যায়, তাহলে এর মানে হল যে এটির মধ্য দিয়ে বাতাস সঠিক ভাবে যেতে পারে না। আর কার্টেনের ভেতর দিয়ে বাতাস ঠিকমতো না গেলে ঘর ঠান্ডা হবে না।
এরপর এর কার্টেনটিকেও (হানি কম্ব প্যাড অথবা কুলিং প্যাড) দেখতে হবে। যদি এটি সম্পূর্ণরূপে ধুলোয় ঢেকে যায়, তাহলে এর মানে হল যে এটির মধ্য দিয়ে বাতাস সঠিক ভাবে যেতে পারে না। আর কার্টেনের ভেতর দিয়ে বাতাস ঠিকমতো না গেলে ঘর ঠান্ডা হবে না।
কিছু মানুষ ৩-৪ বছর ধরে একই কার্টেনে চালাতে থাকেন, তবে এমনটি করা উচিত নয়। প্রতি ছয় মাস অন্তর কার্টেন বদলে ফেলা ভাল।
কিছু মানুষ ৩-৪ বছর ধরে একই কার্টেনে চালাতে থাকেন, তবে এমনটি করা উচিত নয়। প্রতি ছয় মাস অন্তর কার্টেন বদলে ফেলা ভাল।
অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে, কুলারের কার্টেন কালো হয়ে গিয়েছে এবং সম্পূর্ণরূপে ধুলোয় ঢেকে গিয়েছে, এটিও একটি লক্ষণ যে কার্টেনটি বদলে নেওয়া উচিত।
অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে, কুলারের কার্টেন কালো হয়ে গিয়েছে এবং সম্পূর্ণরূপে ধুলোয় ঢেকে গিয়েছে, এটিও একটি লক্ষণ যে কার্টেনটি বদলে নেওয়া উচিত।
এই কার্টেনটি মাত্র ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তবে একেক জায়গায় এই কার্টেনের একেক রকমের দাম।
এই কার্টেনটি মাত্র ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তবে একেক জায়গায় এই কার্টেনের একেক রকমের দাম।

Weather-Heatwave: শনিবার দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বাংলার এই জায়গায়? কোথায়? নামে রয়েছে বড় চমক

খড়গপুর: শনিবার (২৭ এপ্রিল) দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই পশ্চিমবঙ্গেরই এক জায়গায়। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। শনিবার খড়্গপুর গ্রামীণের এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি (৪৫.৮)! যা গতকাল (২৭ এপ্রিল) দেশের মধ্যে সর্বোচ্চ বলে শনিবার রাতে জানায় দিল্লির মৌসম ভবন (ভারতীয় আবহাওয়া বিভাগ)।
খড়গপুর: শনিবার (২৭ এপ্রিল) দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই পশ্চিমবঙ্গেরই এক জায়গায়। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। শনিবার খড়্গপুর গ্রামীণের এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি (৪৫.৮)! যা গতকাল (২৭ এপ্রিল) দেশের মধ্যে সর্বোচ্চ বলে শনিবার রাতে জানায় দিল্লির মৌসম ভবন (ভারতীয় আবহাওয়া বিভাগ)।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে দেশে দ্বিতীয় স্থানে ছিল অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল (প্রায় ৪৫ ডিগ্রি)। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পানাগড়, মেদিনীপুর, ঝাড়গ্রামেও গতকাল অর্থাৎ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রির আশেপাশে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে দেশে দ্বিতীয় স্থানে ছিল অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল (প্রায় ৪৫ ডিগ্রি)। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পানাগড়, মেদিনীপুর, ঝাড়গ্রামেও গতকাল অর্থাৎ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রির আশেপাশে।
যদিও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, শনিবার জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস! গত ২০ এপ্রিলের (৪৫.৯৯) পর চলতি মরশুমে এটাই এখনও অবধি জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানা গেছে।
যদিও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, শনিবার জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস! গত ২০ এপ্রিলের (৪৫.৯৯) পর চলতি মরশুমে এটাই এখনও অবধি জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানা গেছে।
এদিকে, যে কলাইকুন্ডা এলাকা বায়ুসেনা বিমান ঘাঁটির জন্য দেশে বিখ্যাত। এবার সেই কলাইকুন্ডাই সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে সারা দেশে প্রথম স্থান দখল করে নিল! যা মোটেই গর্বের নয়, বরং আতঙ্কের বলে জানাচ্ছেন এলাকাবাসী।
এদিকে, যে কলাইকুন্ডা এলাকা বায়ুসেনা বিমান ঘাঁটির জন্য দেশে বিখ্যাত। এবার সেই কলাইকুন্ডাই সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে সারা দেশে প্রথম স্থান দখল করে নিল! যা মোটেই গর্বের নয়, বরং আতঙ্কের বলে জানাচ্ছেন এলাকাবাসী।
এলাকার কৃষকরা জানাচ্ছেন, "শুকিয়ে যাচ্ছে ফসল। জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেলো বা মিনি সাবমার্সেবেল ফেলিওর হয়ে যাচ্ছে! এভাবে আর ক'দিন চললে যে কী হবে, তা ঈশ্বরই জানেন।"
এলাকার কৃষকরা জানাচ্ছেন, “শুকিয়ে যাচ্ছে ফসল। জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেলো বা মিনি সাবমার্সেবেল ফেলিওর হয়ে যাচ্ছে! এভাবে আর ক’দিন চললে যে কী হবে, তা ঈশ্বরই জানেন।”
এলাকার মহিলারা বলছেন, "পানীয় জলের কষ্ট বাড়ছে। অনেক দূর থেকে জল আনতে হচ্ছে।" অমর মাহাত নামে এলাকার এক সচেতন বাসিন্দা বললেন, "এসবের জন্য তো আমরাই দায়ী। গাছ কেটে ফাঁকা করে দিয়েছি আমরা। সেই তুলনায় গাছ রোপন করা হয়নি। প্রকৃতির উপর অত্যাচার চালিয়েছে মানুষ। আজ তাই প্রকৃতিও মানুষকে তার প্রতিক্রিয়া ফিরিয়ে দিচ্ছে!"
এলাকার মহিলারা বলছেন, “পানীয় জলের কষ্ট বাড়ছে। অনেক দূর থেকে জল আনতে হচ্ছে।” অমর মাহাত নামে এলাকার এক সচেতন বাসিন্দা বললেন, “এসবের জন্য তো আমরাই দায়ী। গাছ কেটে ফাঁকা করে দিয়েছি আমরা। সেই তুলনায় গাছ রোপন করা হয়নি। প্রকৃতির উপর অত্যাচার চালিয়েছে মানুষ। আজ তাই প্রকৃতিও মানুষকে তার প্রতিক্রিয়া ফিরিয়ে দিচ্ছে!”
এর মধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে,আজ, রবিবার বিকেল ৩টে পর্যন্ত জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। যা দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ রেকর্ড বা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে,আজ, রবিবার বিকেল ৩টে পর্যন্ত জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। যা দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ রেকর্ড বা সংগ্রহ করা হয়েছে।

Malda News: বইছে চরম ‘লু’! তীব্র তাপপ্রবাহে পুড়ছে মালদহ, পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার

মালদহ: বৈশাখের দাবদাহে পুড়ছে মালদহ। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় গত কয়েকদিন ধরেই উঠে এসেছে মালদহের নাম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক নাগাড়ে ৪০ ডিগ্রির ওপরে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ার সতর্কতা রয়েছে। প্রচন্ড গরমের কারণে একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু এরপরেও এমন বহু মানুষ রয়েছেন যাঁদের কাজের প্রয়োজনে বের না হলেই নয়। অনেকে আবার কাজ করেন প্রখর রোদের মধ্যেই। মালদহের ইংরেজবাজারে পুর কর্মীদের পাশে দাঁড়াল মানবিক পুরসভা। একদিকে প্রচন্ড গরমের মধ্যেও পুরপরিষেবা বজায় রাখার দায়বদ্ধতা। অন্যদিকে পুরকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা। এই দুইয়ে মিলিয়ে রাস্তায় বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত পুর কর্মীদের জন্য বড় ঘোষণা মালদহের ইংরেজবাজার পুরসভার।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এখন থেকে প্রতিদিন পুরকর্মীরা পাবেন পুরসভার তরফে গ্লুকোজ। প্রত্যেকের মাথায় টুপির ব্যবস্থাও করেছে পুরসভা। এর পাশাপাশি একনাগাড়ে কাজ থেকে রেহাই দিতে দৈনিক এক ঘন্টা করে ‘বিশ্রাম’ নিতে পারবেন পুরসভার কর্মীরা। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।মালদহের ইংরেজবাজার পুরসভায় হাজারেরও বেশি কর্মী রয়েছেন যাঁরা প্রতিদিন আউটডোরে বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত থাকেন। এঁদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, বিদ্যুৎ বিভাগের কর্মী, যান নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কর্মী এবং জল সরবরাহ বিভাগের কর্মীরা। সূর্য যখন মধ্যগগনে অর্থাৎ গরম সবচেয়ে বেশি। সেইসব সময়েও রাস্তায় কাজ করতে হয় এইসব পুরকর্মীদের।

আবার এঁরা পথে না নামলে পুর পরিষেবাও ব্যাহত হতে বাধ্য। নানান জরুরী কাজকর্মের সঙ্গে যুক্ত এমন হাজারেরও বেশি কর্মীদের জন্য এবার টুপির ব্যবস্থা করেছে পুরসভা। প্রতিটি কর্মী যখন রাস্তায় বেরিয়ে কাজ করবেন, মাথায় বাধ্যতামূলক ভাবে থাকবে টুপি। প্রতিটি টুপিতে থাকছে পুরসভার নির্দিষ্ট লোগো। এছাড়া কর্মী পিছু প্রতিদিন বরাদ্দ হচ্ছে গ্লুকোজ। কাজের ফাঁকে প্রয়োজন মতো এক ঘন্টা বিশ্রামে থাকতে পারবেন পুরকর্মীরা। নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে পরিষেবা চালানোর নির্দেশ দিয়েছে পুরসভা। এমন নির্দেশে খুশি পুরকর্মীরাও।

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW

AC helmet for heat relief: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের অনেক প্রান্তেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। তার মধ্যে যারা রোদের মধ্যে বেরোচ্ছেন বা সারাক্ষণ রোদে দাঁড়িয়েই ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর। আবার অনেকেই আছেন যাদের হেলমেট পরতে হয় যেমন ট্রাফিক পুলিশ, বা বাইক বা স্কুটি নিয়ে যারা যাতায়াত করেন। তাদের জন্য স্বস্তির খবর। তৈরি করা হয়েছে এসি হেলমেট। কোথায় পাওয়া যাচ্ছে এই এসি হেলমেট?

আরও খবর: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাতের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রের তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই ধরনের হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারিচালিত এই হেলমেটগুলি রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ভাদোদরার ট্রাফিক পুলিশদের। আপাতত ৪৫০ জন পুলিশকর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দেওয়ার উদ্যোগ এই প্রথম নয়। গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে। এ ছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই ধরনের হেলমেট দেওয়া শুরু হয়েছে। অনলাইনে এই ধরনের হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।

Kolkata Heatwave: ৪১.৬ ডিগ্রি সেঃ! ১৯৮০-র পর ফের এপ্রিলে এত গরম কলকাতায়! কত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে, জানুন

অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷
অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷

 

আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷

 

এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷
এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷

 

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷

 

দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷
দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷

 

বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷
বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷

 

এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷
এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷

 

কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

 আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Weather Update: আরও বাড়বে গরম, কলকাতার তাপমাত্রা ছাড়াবে ৪১! সতর্কতা জারি হাওয়া অফিসের, দেখুন

এপ্রিল জুড়ে তাপপ্রবাহ! রাজ্যে আরও দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার পারদ ৪১ ডিগ্রি ছাড়াবে। পশ্চিমের জেলায় লু পরিস্থিতির সতর্কতা। আগামী ৩ দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে।

Intense Heat Child Care: গরমে হঠাৎ বাড়ে শিশুদের শরীরের তাপমাত্রা! কেন, কী করবেন, চিকিৎসকের পরামর্শ

দক্ষিণ ২৪ পরগনা: জানেন কি আপনি, এই গরমে শিশুদের শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সমস্যা হয় খুবই। এই সমস্যা কেন হয় তা জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ হিমাদ্রি পাল।

তিনি জানিয়েছেন, মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নামক একটি গ্রন্থি। ৫ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে এই হাইপোথ্যালামাস সঠিকভাবে বিকশিত হয় না।

আরও পড়ুনDarjeeling Tourism: ভোট থোড়াই কেয়ার! তীব্র গরম থেকে বাঁচতে বাঙালি এখন পাহাড়মুখী! দার্জিলিং-এর ৯০ শতাংশ হোটেল বুকড

অপরদিকে ৬৫ বছরের অধিক ব্যক্তিদের এই হাইপোথ্যালামাসের কার্যকারিতা কমে যায়। ফলে বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপমাত্রা মিলাতে না পেরে। শরীরকে অতিরিক্ত গরম করে দেয়।

সেক্ষেত্রে মনে হতে পারে শিশুদের জ্বর আসছে। এমন অবস্থায় শিশুদেরকে ফ্লুইড খাওয়াতে হবে। শিশুরা অনেকসময় জলের কথা বলতে পারে না। সেজন্য তাদেরকে নিয়ম করে জল খাওয়াতে হবে।

আরও পড়ুন Special Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

ফলে এই সময় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। গরম হাওয়া লেগে শ্বাসতন্ত্রের ক্ষতিও হতে পারে। সেই কারণে প্রচন্ড গরমে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি‌। একান্ত বের হতে হলে মুখে রুমাল বেঁধে বের হওয়ার অনুরোধ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক। গরমে নিজেও সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন এই অনুরোধ তাঁর।

নবাব মল্লিক

Severe Heatwave Alert: আর কমলা অ্যালার্ট নয়, এবার জারি রেড অ্যালার্ট, হুড়মুড়িয়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ

: তীব্র গরমের দাপটে বেহাল দশা দক্ষিণের মানুষের। এর উপর রয়েছে রোদের ঝলকানি। বৈশাখের প্রথম থেকেই শরীর ভাজা পোড়া হয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ প্রতিনিয়তই বাড়ছে জেলাগুলিতে কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না মানুষজন৷ কোনও রকম ওয়েদার আপডেটেও মিলছে না স্বস্তির কোনও আভাস৷ আইএমডি নিজেদের ওয়েদার বুলেটিনে জানিয়েছে আগামী ৫ দিনেও কোথাও সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই৷
: তীব্র গরমের দাপটে বেহাল দশা দক্ষিণের মানুষের। এর উপর রয়েছে রোদের ঝলকানি। বৈশাখের প্রথম থেকেই শরীর ভাজা পোড়া হয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ প্রতিনিয়তই বাড়ছে জেলাগুলিতে কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না মানুষজন৷ কোনও রকম ওয়েদার আপডেটেও মিলছে না স্বস্তির কোনও আভাস৷ আইএমডি নিজেদের ওয়েদার বুলেটিনে জানিয়েছে আগামী ৫ দিনেও কোথাও সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই৷

 

তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। পুড়বে দক্ষিণ বঙ্গের চার থেকে পাঁচটি জেলা।
তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। পুড়বে দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলা।
: আবহাওয়া তার উগ্র রূপ দেখাতে শুরু করেছে। দেশের সমতল অঞ্চলে পরিস্থিতির অবনতি হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ গোটা দক্ষিণ ভারত প্রচণ্ড গরমের কবলে। 
: আবহাওয়া তার উগ্র রূপ দেখাতে শুরু করেছে। দেশের সমতল অঞ্চলে পরিস্থিতির অবনতি হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ গোটা দক্ষিণ ভারত প্রচণ্ড গরমের কবলে।
সকাল ১০টার পর থেকে কারফিউ-এর মতো পরিস্থিতির সৃষ্টি হয় তা দেখেই আঁচ করা যায়। সকালেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাড়িয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বার  হওয়া এড়াতে শুরু করেছেন৷
সকাল ১০টার পর থেকে কারফিউ-এর মতো পরিস্থিতির সৃষ্টি হয় তা দেখেই আঁচ করা যায়। সকালেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাড়িয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বার  হওয়া এড়াতে শুরু করেছেন৷
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুসারে  কলকাতায় তাপমাত্রার পারদ বুধবার দুপুর দুটো নাগাদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছুঁয়ে ফেলবে৷ পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ শতাংশ থাকবে ইনডোরে৷
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুসারে  কলকাতায় তাপমাত্রার পারদ বুধবার দুপুর দুটো নাগাদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছুঁয়ে ফেলবে৷ পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ শতাংশ থাকবে ইনডোরে৷
এই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফিল লাইক তাপমাত্রা অবশ্য আরও পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হবে৷
এই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফিল লাইক তাপমাত্রা অবশ্য আরও পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হবে৷
অন্যদিকে, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জনগণকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়াও জলের বোতল, ছাতা নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জনগণকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়াও জলের বোতল, ছাতা নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলিকেও সতর্ক করা হয়েছে।
তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলিকেও সতর্ক করা হয়েছে।

 

থাকবে লাল ও কমলা সতর্কবার্তা। আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
থাকবে লাল ও কমলা সতর্কবার্তা। আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
রুক্ষ বাঁকুড়া বুধবার পুড়ছে রোদের ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপে। অপেক্ষা শুধুই বৃষ্টির।
রুক্ষ বাঁকুড়া বুধবার পুড়ছে রোদের ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপে। অপেক্ষা শুধুই বৃষ্টির।
১১ টা থেকে দুপুর চারটা পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।
এগারোটা থেকে দুপুর চারটে পর্যন্ত বাইরে বের হতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।
বুধবার বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে সঙ্গে বেড়েছে বায়ুতে আদ্রতা। রোদ কমলে গুমোট হবে আবহাওয়া।
বুধবার বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। সঙ্গে বেড়েছে বায়ুতে আদ্রতা। রোদ কমলে গুমোট হবে আবহাওয়া।
সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। সঙ্গে বইবে গরম হওয়া অর্থাৎ লু।
সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। সঙ্গে বইবে গরম হাওয়া অর্থাৎ লু।
এদিকে আইএমডি ওয়েদার আপডেটে অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কখনও বিক্ষিপ্ত ভাবে হালকা, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে৷
এদিকে আইএমডি ওয়েদার আপডেটে অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কখনও বিক্ষিপ্ত ভাবে হালকা, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে৷
এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। গোটা জেলা জুড়েই বইছে লু। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। গোটা জেলা জুড়েই বইছে লু। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই। আগামী এক থেকে দু'দিনের মধ্যে আরও ২-৪ ডিগ্রি পর্যন্তবাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলায়। এছাড়াও ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি , বীরভূম, ঝাড়গ্রাম এই ৬ জেলায়।
তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই। আগামী এক থেকে দু’দিনের মধ্যে আরও ২-৪ ডিগ্রি পর্যন্তবাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলায়। এছাড়াও ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি , বীরভূম, ঝাড়গ্রাম এই ৬ জেলায়।
ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে উত্তরবঙ্গেও। হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং , কালিম্পং এবং জলপাইগুড়িতে। তাপপ্রবাহের প্রভাব পড়তে চলেছে পাহাড়েও। উত্তরবঙ্গেও বাড়বে গরম এবং তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ এমনটাই পূর্বভাস মিলেছে। ‌
ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে উত্তরবঙ্গেও। হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং , কালিম্পং এবং জলপাইগুড়িতে। তাপপ্রবাহের প্রভাব পড়তে চলেছে পাহাড়েও। উত্তরবঙ্গেও বাড়বে গরম এবং তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ এমনটাই পূর্বভাস মিলেছে। ‌
ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছিল দক্ষিণের দু-একটি জেলায়। তবে প্রবল ঝড় বৃষ্টির প্রভাব পড়েনি দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়ার বিশেষ পরিবর্তন হতে দেখা যায়নি। গরমের হাত থেকে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না দক্ষিণ বঙ্গবাসী। ‌ Input- Sharmistha Banerjee
ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছিল দক্ষিণের দু-একটি জেলায়। তবে প্রবল ঝড় বৃষ্টির প্রভাব পড়েনি দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়ার বিশেষ পরিবর্তন হতে দেখা যায়নি। গরমের হাত থেকে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না দক্ষিণ বঙ্গবাসী। ‌ Input- Sharmistha Banerjee

Room Cooling Tips: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!

তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected 
তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected 
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected 
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected 
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected
 এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected 
এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected 
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)