Tag Archives: Sports

Sports News: তুঙ্গে IPL-এর উত্তেজনা, তার মধ্যে মৃত্যু তারকা ক্রিকেটারের! বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর

কলকাতা: IPL-এর মাঝেই ক্রিকেট দুনিয়ার জন্য দুঃসংবাদ। বিশেষ করে পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দল ও বিশ্ব ক্রিকেটের জন্য দুঃসংবাদ। মৃত্যু হল পিএনজি মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্য়াপ্টেন কাইয়া আরুয়ার। মৃত্যুকালে কাইয়া আরুয়ার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। অলরাউন্ডার কাইয়া আরুয়ার মৃত্যুর খবরে পূর্ব-এশিয়া প্যাসিফিক ক্রিকেট সম্প্রদায় শোকাহত।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

২০১০ সালে, তিনি ইস্ট এশিয়া প্যাসিফিক ট্রফিতে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলেন। এরপর কেয়া পিএনজি-র হয়ে ইস্ট-এশিয়া প্যাসিফিক পাথওয়ে ইভেন্ট এবং প্যাসিফিক গেমস ক্রিকেটে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি ছবি পোস্ট করে এই খবরটি প্রকাশ করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, উনি একজন অসাধারণ অধিনায়ক ছিলেন। ৩৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি পিএনজি দলকে নেতৃত্ব দিয়েছেন।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

আরও পড়ুন: তাইওয়ান-চিনের পর এবার ভারত, হিমাচল-কাশ্মীরে বড় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় আসছে?

কাইয়া আরুয়াকে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য PNG স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৮ সালের ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে PNG-এর অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। কাইয়া আরুয়ার কাঁধে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। একই বছর, কাইয়াকে ওমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২০১৯ ইস্ট এশিয়া প্যাসিফিক টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে তাঁর নেতৃত্বে পিএনজি চ্যাম্পিয়ন হয়েছিল। তাঁর নেতৃত্বেই ২০১৯ সালে টি-২০ মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারেও জায়গা তৈরি করেছিল। তিনি একজন লেফট আর্ম রিস্ট স্পিনার এবং বিধ্বংসী ব্যাটার ছিলেন। তিনি পিএনজি’কে ৩৯ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে ২৯ ম্যাচে জয়লাভ করেছিলেন।

Local Sports: জিমনাস্টিকে পরপর দুই বছর দেশের মধ্যে দ্বিতীয় নদিয়ার মেয়ে

নদিয়া: জিমন্যাস্টিকে তাক লাগানো সাফল্য এই বাংলার মেয়ের। পরপর দু’বছর দেশের মধ্যে দ্বিতীয় হলেন নদিয়ার দিয়া। অনূর্ধ্ব-১২ জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় এই চমকে দেওয়া সাফল্য অর্জন করেছে বাংলার মেয়ে। উত্তরপ্রদেশের এলাহাবাদের খিলগাঁও-এ জাতীয় সাব-জুনিয়র ২০২৪ আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে এবারেও দ্বিতীয় হয়েছে নদিয়ার দিয়া হালদার।

নদিয়ার শিমুরালি সংস্কৃতি সংঘে জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করে দিয়া হালদার। তার এই সাফল্য বাংলার মানুষের কাছে গর্বের। এবারের জাতীয় প্রতিযোগিতায় অলরাউন্ড বিভাগে দিয়ার সংগ্রহীত পয়েন্ট ছিল ৪৬.৫০। প্রথম স্থানাধিকারীর থেকে মাত্র ০.৩৫ পয়েন্ট কম। এছাড়াও সে ব্যক্তিগত ইভেন্টে আন-ইভেন বারে তৃতীয় হয়েছে, ব্যালান্সিং বিমে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এদিকে এই প্রতিযোগিতায় টিম ইভেন্টে প্রথম হয়েছে বাংলা। ফলে একটি স্বর্ণপদকও পেয়েছে দিয়া।

আর‌ও পড়ুন: হলুদ চাষ করে নিজের পায়ে দাঁড়ান

এবারের জাতীয় প্রতিযোগিতায় নদিয়ার এই কৃতি কিশোরী একটি সোনা, দুটি রুপো একটি ব্রোঞ্জ জিতেছে। মোট চারটি পদক পেয়েছে সে। এই সাফল্যের মধ্যেই আছে ক্ষোভের সুর। রাজ্য জিমনাস্টিকস প্রতিযোগিতায় অনেকেই দিয়াকে যোগ্য প্লেয়ারের সম্মান দেয়নি বলে ক্ষোভ তার কোচ ও পরিবারের।

মৈনাক দেবনাথ

বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে রোলার স্কেটিং! কত টাকা দাম এই স্কেটিংয়ের জানেন?

উত্তর দিনাজপুর: বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে স্কেটিং। ইউটিউবে দেখে দিনে দিনে বহু ছেলে মেয়েরাই স্কেটিং-এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। জুতোর নিচে চাকা জড়ানো এই স্কেটে চড়েই আনন্দ বাড়ছে বর্তমান প্রজন্মের।

এই রোলার স্কেটিং শিখতে কতদিন সময় লাগে? কত দাম এই স্কেটিং-এর? কতটা উপকারিতা রয়েছে এই স্কেটিং এর জানেন কী? ওজন কমাতে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়ামের পরামর্শ দেন ডাক্তাররা।

রোলার স্কেটিং এর মাধ্যমে প্রচুর শারীরিক ব্যায়াম হয়ে থাকে যাদের শরীরে ওজন বেড়ে গিয়েছে তারা রোলার স্কেটিং করেই তাদের ওজন কমাতে পারেন। এই রোলার স্কেটিং কত দিনের কোর্স ?

আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে যাবে ‘এই’ দল! প্লে-অফের আগে বিদায়! বিরাট সম্ভাবনা

রোলার স্কেটিং এর প্রশিক্ষণদাতা হৃদয় রায় জানান, এই রোলের স্কেটিং শেখাটা সম্পূর্ণ নির্ভর করে স্কেটারের উপর। কারো এক মাস কারো আবার দু-তিন মাস সময় লাগে স্কেটিং শিখতে। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করে স্কেটারের আগ্রহের উপর।

এই রোলার স্কেটিং বর্তমানে অনেকে ইউটিউব দেখে শিখে থাকেন। তবে বিশিষ্ট কোন প্রতিষ্ঠান থেকে এটি শিখতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা । এই রোলারস্কেটিং শিখতে আপনার প্রয়োজন রোলার স্কেটিং সু, মোজা, সেফটি গার্ড, ও একটি হেলমেট।

এই রোলার স্কেটিং-এ এক দিকে যেমন শিশুদের মেধার বিকাশ ঘটে, অপরদিকে শরীরের ওজন কমাতেও এটি সাহায্য করে। এই রোলার স্কেটিং এর সু বা জুতোর দাম কত, এই ব্যাপারে হৃদয় রায় জানান, এই সু কোয়ালিটির উপর নির্ভর করে। একটি ভাল সু কিনতে দশ হাজার টাকার মতো দাম হয়।

আরও পড়ুন- শাহরুখের পাশে বসা সুন্দরী কে? কেকেআর ম্যাচে ‘রহস্য’! কিং খানের কাছের মানুষ

অনলাইনে যে কোনও জায়গায় এটা কিনতে পাওয়া যায়।পাঁচ বছরের পর থেকে যে কোনও শিশু এই রোলার স্কেটিং শিখতে পারেন। তবে রাস্তায় নয়, প্রশিক্ষণরত অবস্থায় বাড়ির আশেপাশে মাঠে এই রোলার স্কেটিং চালাবেন। কারণ স্কেটিং শিখতে গিয়ে পাকা রাস্তায় পড়ে অনেক সময় হাত-পা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাই অবশ্যই রোলার স্কেটিং শিখতে হলে আপনাকে বেছে নিতে হবে বাড়ির উঠোন কিংবা খোলা মাঠ। তাই রোলার স্কেটিং শিখতে আপনি যদি আগ্রহী হন তবে আজকের প্রতিবেদন আপনার জন্যই।

পিয়া গুপ্তা

IPL News: ৫ রানে ৫ উইকেট! IPL-এ মাত্র একজনেরই আছে এই রেকর্ড! বলুন তো, কে সেই ভারতীয় প্লেয়ার?

আইপিএল (IPL) মানেই রেকর্ডের ছড়াছড়ি। গত ১৫ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতের এই কোটিপতি লিগ। টি-২০ ক্রিকেটে ব্যাটারদের রেকর্ডের পাশাপাশি বোলারদেরও একাধিক রেকর্ড রয়েছে।
আইপিএল (IPL) মানেই রেকর্ডের ছড়াছড়ি। গত ১৫ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতের এই কোটিপতি লিগ। টি-২০ ক্রিকেটে ব্যাটারদের রেকর্ডের পাশাপাশি বোলারদেরও একাধিক রেকর্ড রয়েছে।
কখনও চার-ছয়ের বন্যা, কখনও আবার কম বলে হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরির রেকর্ড গড়ে চলেছেন ব্যাটাররা। বোলাররাও পিছিয়ে নেই কখনও হ্যাটট্রিক তো কখনও আবার চার উইকেট কিংবা ফাইফার নিচ্ছেন তাঁরা। এভাবেই আইপিএলের রেকর্ডঝাঁপি ভর্তি হচ্ছে।
কখনও চার-ছয়ের বন্যা, কখনও আবার কম বলে হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরির রেকর্ড গড়ে চলেছেন ব্যাটাররা। বোলাররাও পিছিয়ে নেই কখনও হ্যাটট্রিক তো কখনও আবার চার উইকেট কিংবা ফাইফার নিচ্ছেন তাঁরা। এভাবেই আইপিএলের রেকর্ডঝাঁপি ভর্তি হচ্ছে।
আইপিএলের ইতিহাসে ৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড খুব কমই রয়েছে। ভারতের কিংবদন্তি তারকা ক্রিকেটার অনিল কুম্বলে অতীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই ম্যাচে জিতেছিল।

আইপিএলের ইতিহাসে ৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড খুব কমই রয়েছে। ভারতের কিংবদন্তি তারকা ক্রিকেটার অনিল কুম্বলে অতীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই ম্যাচে জিতেছিল।
রোহিত শর্মার এই বিশেষ রেকর্ডটি সম্পর্কে মনে আছে? ব্যাটার হলেও আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালে ডেকান চার্জার্সে খেলার সময় রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এসে তিনি এই রেকর্ড গড়েছিলেন।
রোহিত শর্মার এই বিশেষ রেকর্ডটি সম্পর্কে মনে আছে? ব্যাটার হলেও আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালে ডেকান চার্জার্সে খেলার সময় রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এসে তিনি এই রেকর্ড গড়েছিলেন।
মুম্বইয়ের সেই সময় ৩০ বলে ৪৫ রানের প্রয়োজন ছিল। রোহিতকে বল করতে পাঠিয়েছিলেন ওই সময় ডেকান চার্জার্সের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। রোহিতের হ্যাটট্রিকের তালিকায় ছিল অভিষেক নায়ার, হরভজন সিং ও জেপি ডুমিনির উইকেট।

মুম্বইয়ের সেই সময় ৩০ বলে ৪৫ রানের প্রয়োজন ছিল। রোহিতকে বল করতে পাঠিয়েছিলেন ওই সময় ডেকান চার্জার্সের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। রোহিতের হ্যাটট্রিকের তালিকায় ছিল অভিষেক নায়ার, হরভজন সিং ও জেপি ডুমিনির উইকেট।
যদিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রের ঝুলিতে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩ বার হ্যাটট্রিক করেছেন।
যদিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রের ঝুলিতে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩ বার হ্যাটট্রিক করেছেন।

Karate: ক্যারাটে শেখার কী প্রয়োজন রয়েছে? কী হবে এই ক্যারাটে শিখে? জানুন বিস্তারিত

পূর্ব বর্ধমান: রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে, বর্ধমান ক্যারাটে ডো এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হয়, একটি অ্যাডভান্স স্তরের ক্যারাটে প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাতে পূর্ব বর্ধমান জেলার চারটি সাবডিভিশনের মোট ১১০ জন অংশগ্রহণ করে।

প্রত্যেকের মধ্যেই এক ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। রাজ্য ক্যারাটে সংস্থার প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরের জয়েন্ট সেক্রেটারি প্রেমজিৎ সেন। তিনি প্রত্যেক ছাত্র ছাত্রীকে অ্যাডভান্স স্তরের ক্যারাটের বিশেষ কিছু প্রশিক্ষণ দেন।

আরও পড়ুন:  মুখ ফস্কে মেয়ের ‘গোপন’ প্রেমিকের নাম বলে ফেললেন! ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়ার মায়ের পোস্ট নিয়ে শোরগোল

বিভিন্ন আধুনিক কৌশল ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরতেও দেখা যায় প্রেমজিৎ সেনকে। তবে কী কারণে এহেন একটা উদ্যোগ নেওয়া হল বর্ধমান ক্যারাটে ডো এসোসিয়েশনের তরফ থেকে? অ্যাডভান্স স্তরের ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে কী লাভ হবে ছাত্র ছাত্রীদের ? চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী জানাচ্ছেন বর্ধমান ক্যারাটে ডো এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দেবাশীষ কুমার মন্ডল।

তিনি বলেন , “এমন একজন একজন শিক্ষককে এনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে বাচ্চারা খুব উপকৃত হয়। ক্যারেটের আধুনিক কায়দা, নিয়ম শিখে নেওয়া প্রয়োজন এবং সেই জন্যই এই কর্মশালা। এছাড়াও তিনি বলেন ছাত্র ছাত্রীর পাশাপাশি রেফারিদেরও জাজমেন্ট করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে খেলোয়াড় এবং রেফারি প্রত্যেকেই উপকৃত হবেন।”

কম বেশি এখন বহুজনকেই ক্যারাটে প্রশিক্ষণ নিতে দেখা যায়। অনেকের মধ্যেই ক্যারাটে শেখার একটা ইচ্ছে থাকে। তবে তার আগে জেনে নেওয়া দরকার ক্যারাটে শেখার কী প্রয়োজন রয়েছে। কী হবে এই ক্যারাটে শিখে? এটা শেখার পর ভবিষ্যত কী রয়েছে ? কত বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে ? চলুন জেনে নেওয়া যাক।

এই বিষয়ে রাজ্য ক্যারাটে সংস্থার প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরের জয়েন্ট সেক্রেটারি প্রেমজিৎ সেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ক্যারেটের অনেক রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। ক্যারাটে শুধুমাত্র যে আত্মরক্ষা করা শেখায় তা কিন্তু নয়। ক্যারাটে তিনটে ডি এর উপর নির্ভর করে। যেমন – ডিসিপ্লিন, ডিভোশন এবং ডিটারমিনেশন। এই তিনটে ডি যখন মানুষের থাকে তখন ডিপ্রেশন আসে না। আর যে কোনও মানুষ যদি ডিসিপ্লিন মেনে জীবন যাপন করে , ডেডিকেশন এর উপর জীবন যাপন করে তাহলে লক্ষ্য পূরণ করতে পারবে। চাকরির ক্ষেত্রেও ক্যারাটে শিখে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তিনি বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করা যেতে পারে।”

রবিবার বর্ধমান ক্যারাটে ডো এসোসিয়েশনের তরফ থেকে প্রশিক্ষণ শেষে প্রত্যেক ছাত্র ছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সংস্থার কথায় আগামী দিনেও এই ধরনের ক্যারাটে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

বনোয়ারীলাল চৌধুরী

International Chess Tournament: তমলুকে আন্তর্জাতিক দাবার আসর

পূর্ব মেদিনীপুর: দাবা খেলা বাড়ায় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও একাগ্রতা। তাই তমলুকে বসল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আসর। দাবা খেলার মাধ্যমে ব্যক্তির বুদ্ধিমত্তা ও একাগ্রতা প্রকাশ পায়। কারণ ক্ষুরধার মস্তিষ্ক এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় দাবা খেলায়।

আর‌ও পড়ুন: লরির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা, বেঘোরে প্রাণ গেল কৃষকের

একসময় গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দাবার আসর বসত। কিন্তু বর্তমানে সেই রেওয়াজ প্রায় দেখাই যায় না। আর তাই বর্তমান প্রজন্মের মধ্যে দাবা খেলার প্রসার ঘটাতে তমলুকে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে এই প্রতিযোগিতার আসর বসেছে। ৫ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অল ইন্ডিয়া রেটিং টুর্নামেন্ট ঘিরে দাবারুদের মধ্যে ভালই সাড়া পড়েছে। রবিবার পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুমোদিত এই টুর্নামেন্টটি পরিচালনা করছে পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা। এই ধরনের টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ তথা জেলায় প্রথম। এই প্রতিযোগিতায় বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে মোট ৩৫০ জন প্রতিযোগী এসে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তাম্রলিপ্তের পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা সহ পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার সভাপতি পিনাকী রঞ্জন ঘোষ।

সৈকত শী

Local Sports: ইনডোর গেম টেবিল টেনিসে ঝুঁকছে নতুন প্রজন্ম

দক্ষিণ দিনাজপুর: আউটডোর গেমসের পাশাপাশি ইনডোর গেমসেও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর জেলার ছেলেমেয়েদের ইনডোর গেমসে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তাদের উদ্যোগে জেলায় টেবিল টেনিসের ব্যাপক প্রসার ঘটেছে।

আর‌ও পড়ুন: হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবনের এই গ্রাম, দেখুন ভিডিও…

বালুরঘাট চৌরঙ্গী ক্লাবের উদ্যোগে রাজ্য স্তরের আমন্ত্রণ মূলক টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। তিন দিন ধরে চলা এই টেবিল টেনিস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের বেশি প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, মোট ৬ টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

এই টুর্নামেন্টের বিষয়ে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র জানান, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস খেলাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে। পিছিয়ে নেই কেউ। এমনকি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস খেলায় নেতৃত্ব দেবে বলেও আশা করা যায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বালুরঘাট শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ক্রিকেট, ফুটবল খেলার যেভাবে প্রচলন রয়েছে ঠিক তেমনভাবেই টেবিল টেনিস খেলার বিস্তার ঘটছে। শহরে একাধিক ক্লাব দীর্ঘদিন ধরেই টেবিল টেনিসের ক্যাম্প করে আসছে। তাদের মধ্যে অন্যতম এই বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তারা নিয়মিতভাবেই প্রতিবছর রাজ্য স্তরের টেবিল টেনিস টুর্নামেন্ট করে থাকে। এমনকি এই ক্লাবের টুর্নামেন্ট খেলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা ভিড় জমিয়ে থাকেন।

সুস্মিতা গোস্বামী

Local Sports: কর্ফ বলে আশার আলো দেখাচ্ছে হাওড়ার দুই সন্তান

হাওড়া: কর্ফ বলে আশার আলো। ক্রিকেট বা ফুটবলের মত জনপ্রিয় খেলা নয়, এই নতুন খেলাতেই এবার বাজিমাতের আশা। সাঁকরাইল ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম ঘিরে এই আশার জায়গা তৈরি হয়েছে।

আর‌ও পড়ুন: কামারপুকুর নয়, শ্রীরামকৃষ্ণের বাবার পৈত্রিক ভিটে অন্য গ্রামে! পা রাখুন সেই পুণ্যভূমিতে

জাতীয় স্তরের কর্ফ বল প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার সুরজিৎ ও সুমিত। প্রত্যন্ত গ্রাম থেকে বাংলার অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ পেয়েছে তারা। গ্রামাঞ্চলের খেটে খাওয়া পরিবার থেকে তাদের উঠে আসা। আগ্রায় সদ্য সমাপ্ত কর্ফ বল সিনিয়র ও সাব-জুনিয়র ন্যাশনাল প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সুরজিৎ ও সুমিত। তারা নলপুর স্পোর্টস অ্যাকাডেমি থেকে উঠে এসেছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই শিবির থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সুযোগ পাচ্ছে ছেলে-মেয়েরা। যার মধ্য দিয়ে ভবিষ্যতের আশার আলো দেখছেন গ্রামের মানুষ। এই প্রসঙ্গে অনিমেষ নস্কর জানান, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের মধ্যে রয়েছে বহু প্রতিভা। রঘুদেববাটি, চক শ্রীকৃষ্ণ, কন্যামণি, নলপুর, বেটিয়ারি, মনোহরপুর, উলা, দাদপুর, সারেঙ্গা সহ বিভিন্ন গ্রামের ছেলে ও মেয়েরা খেলাধুলোয় প্রশিক্ষিত হচ্ছে। এরাই বাংলার আগামী দিনের ক্রীড়া জগতের ভবিষ্যৎ।

রাকেশ মাইতি

Local Sports: জুডোয় সোনা জিতল পূর্ব বর্ধমানের সাত্ত্বিক

পূর্ব বর্ধমান: পঞ্চাশতম ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতল স্কুল পড়ুয়া সাত্ত্বিক দে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা সে। ছোটো থেকেই বাবার কাছে ক্যারেট অনুশীলন করে। এর আগেও একাধিক প্রতিযোগিতা থেকে সাফল্য এসেছে। এবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে।

আর‌ও পড়ুন: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক

মার্চের ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্টিত হয়। যেখানে ৫৫ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে কাটোয়ার সাত্ত্বিক। সেখানে মোট ১৯ টি জেলা অংশগ্রহণ করে। যার মধ্যে পূর্ব বর্ধমান ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ একাধিক জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিল। উক্ত প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ১১৮০ জন। যাদের মধ্যে ৫৫ কেজি ইভেন্টে সোনা পায় কাটোয়ার সাত্ত্বিক দে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আট-নয় বছর ধরে ক্যারাটে শিখছে সাত্ত্বিক। আন্তর্জাতিক স্তরে জোড়া স্বর্ণপদক জয়ী সাত্বিক জানিয়েছে সর্বপ্রথম বাবার হাত ধরেই সে এই ক্যারাটে প্রশিক্ষণ শুরু করে। সাত্ত্বিকের বাবা নিজেও একজন ক্যারাটে প্রশিক্ষক এবং দীর্ঘদিন ধরে তিনি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন। ছেলের এই সাফল্যের আনন্দে আত্মহারা সাত্ত্বিকের বাবা তরকচন্দ্র দে জানিয়েছেন, আমি চাইব আমি যেমন আমার ছেলেকে শিখিয়েছি, সেও যেন বড় হয়ে অন্যদের ভাল করে এই প্রশিক্ষণ দিতে পারে।

বনোয়ারীলাল চৌধুরী

Local Sports: সিভিক ভলেন্টিয়ারের দারুণ কীর্তি! হাত ধরে ১০ পদক এল বাংলায়

মালদহ: সিভিক ভলেন্টিয়ারের দুর্দান্ত কীর্তি। তাইকোন্ড প্রশিক্ষণ দিয়ে রাজ্যকে এনে দিলেন বিরাট সাফল্য। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতায় পদক জিতল মালদহের ১০ খুদে খেলোয়াড়। তাদের মধ্যে ছয় জন সোনা, তিনজন রুপো ও একজন ব্রোঞ্জ পদক পেয়েছে।

আরও পড়ুন: ভেটকি-ইলিশকে দামে টেক্কা দিচ্ছে কই! বাড়ির চৌবাচ্চায় চাষ করে মালামাল হয়ে যান

পদক প্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণির পড়ুয়া আবার কেউ দশম শ্রেণিতে পড়ে। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। ইংরেজবাজার থানায় কর্তব্যরত তিনি। কাজের ফাঁকে নিয়মিত সকালে এলাকার খুদেদের প্রশিক্ষণ দেন। কোচ অমিত কুমার ঘোষ বলেন, ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এলাকার খুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাইকোন্ড শেখাই। জাতীয় স্তরে প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই সাফল্য পেয়েছে, পদক জিতেছে। আগামীতে আরও ভাল ফলাফল কামনা করছি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গত ১৬ ও ১৭ মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে মালদহের মাধবনগর তাইকোন্ড ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মালদহের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে মোট ১০ টি পদক জিতেছে। তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষি মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রুপো পেয়েছেন রনি দাস, চিন্ময়ী পাল ও রীমিতা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত। সিভিক ভলেন্টিয়ার কোচের এই সাফল্য বেশ সাড়া ফেলেছে জেলায়।

হরষিত সিংহ