Tag Archives: Weight Loss Diet Chart

দ্রুত মেদ ঝরানোর চাবিকাঠি থাক হাতে, ঋতুস্রাব বন্ধের পর কয়েকদিন মহিলাদের যা পরামর্শ দিলেন ডায়েটিশিয়ান

অনেকেই বলে থাকেন যে মহিলাদের চেয়ে পুরুষদের ওজন তাড়াতাড়ি কমে। কথাটা একেবারে মিথ্যেও নয়। আদিমকাল থেকেই পুরুষরা শারীরিকভাবে অধিক সক্রিয়, শরীর বিবর্তনের ধারায় সেইভাবেই মানিয়ে নিয়েছে নিজেকে। পরিশ্রম বেশি, তাই মেদ ঝরতে সময় লাগে কম- এটাই সহজ কথা। তবে, চাইলে মহিলারা অবিশ্বাস্য দ্রুত গতিতে মেদ ঝরাতেই পারেন।
অনেকেই বলে থাকেন যে মহিলাদের চেয়ে পুরুষদের ওজন তাড়াতাড়ি কমে। কথাটা একেবারে মিথ্যেও নয়। আদিমকাল থেকেই পুরুষরা শারীরিকভাবে অধিক সক্রিয়, শরীর বিবর্তনের ধারায় সেইভাবেই মানিয়ে নিয়েছে নিজেকে। পরিশ্রম বেশি, তাই মেদ ঝরতে সময় লাগে কম- এটাই সহজ কথা। তবে, চাইলে মহিলারা অবিশ্বাস্য দ্রুত গতিতে মেদ ঝরাতেই পারেন।
কীভাবে, সেই রহস্য এবার ব্যাখ্যা করেছেন নয়ডার ডায়েট অ্যান্ড ডিলাইট ক্লিনিকের ডায়েটিশিয়ান খুশবু শর্মা। খুশবুর দাবি, পুরুষের শরীরে লিন মাসল মহিলার তুলনায় বেশি। সেই সঙ্গে বেশি টেস্টোস্টেরন লেভেল। ফলে, মেদ ঝরাতে তাদের বেশি বেগ পেতে হয় না। অন্য দিকে, মহিলাদের শরীরে ফ্যাট বেশি, গর্ভধারণের সুবিধার জন্য এভাবেই প্রকৃতি তৈরি করেছে তাদের শরীর। তাই ওজন কমতে সময় লাগে বেশি।
কীভাবে, সেই রহস্য এবার ব্যাখ্যা করেছেন নয়ডার ডায়েট অ্যান্ড ডিলাইট ক্লিনিকের ডায়েটিশিয়ান খুশবু শর্মা। খুশবুর দাবি, পুরুষের শরীরে লিন মাসল মহিলার তুলনায় বেশি। সেই সঙ্গে বেশি টেস্টোস্টেরন লেভেল। ফলে, মেদ ঝরাতে তাদের বেশি বেগ পেতে হয় না। অন্য দিকে, মহিলাদের শরীরে ফ্যাট বেশি, গর্ভধারণের সুবিধার জন্য এভাবেই প্রকৃতি তৈরি করেছে তাদের শরীর। তাই ওজন কমতে সময় লাগে বেশি।
তবে, প্রকৃতি যদি একদিকে বংশবিস্তারের প্রয়োজনে মহিলাদের শরীরে স্নেহপদার্থের সঞ্চার তুলনায় বেশি করে থাকে, তেমনই মেদ ঝরানোর অমোঘ এক সময়কালও নির্দিষ্ট করে দিয়েছে। ঋতুচক্রের কথা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। খুশবু বলছেন যে দ্রুত ওজন ঝরাতে চাইলে তাই ঋতুস্রাব বন্ধ হওয়ার পরের সময়টাকে কাজে লাগাতে হবে। Representative Image
তবে, প্রকৃতি যদি একদিকে বংশবিস্তারের প্রয়োজনে মহিলাদের শরীরে স্নেহপদার্থের সঞ্চার তুলনায় বেশি করে থাকে, তেমনই মেদ ঝরানোর অমোঘ এক সময়কালও নির্দিষ্ট করে দিয়েছে। ঋতুচক্রের কথা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। খুশবু বলছেন যে দ্রুত ওজন ঝরাতে চাইলে তাই ঋতুস্রাব বন্ধ হওয়ার পরের সময়টাকে কাজে লাগাতে হবে। Representative Image
ঠিক কত দিন, তাও স্পষ্ট করে বলে দিয়েছেন এই ডায়েটিশিয়ান। জানিয়েছেন, মেদ ঝরাতে চাইলে ঋতুস্রাব বন্ধের ৬ দিনের মাথা থেকে ১৪ দিন- এই ৯ দিনই যথেষ্ট। সেই সময়ে লো ক্যালোরি ডায়েট মেনে খাওয়াদাওয়া করতে হবে। এই ধরনের ডায়েটে ক্যালোরি আর ফ্যাট দুই থাকে কম, কিন্তু পুষ্টিগুণ থাকে পূর্ণরূপেই। Representative Image
ঠিক কত দিন, তাও স্পষ্ট করে বলে দিয়েছেন এই ডায়েটিশিয়ান। জানিয়েছেন, মেদ ঝরাতে চাইলে ঋতুস্রাব বন্ধের ৬ দিনের মাথা থেকে ১৪ দিন- এই ৯ দিনই যথেষ্ট। সেই সময়ে লো ক্যালোরি ডায়েট মেনে খাওয়াদাওয়া করতে হবে। এই ধরনের ডায়েটে ক্যালোরি আর ফ্যাট দুই থাকে কম, কিন্তু পুষ্টিগুণ থাকে পূর্ণরূপেই। Representative Image
অতএব, এই ৯ দিন মাছ, ফল, মুর্গি, ডিম, রাজমা, ছোলা, সিয়া সিডস, ড্রাই ফ্রুটস, দই, ব্রকোলি পাতে রাখতে হবে। তবে কোনটা কী পরিমাণে কার শরীরের জন্য লাগবে, সেটা জানতে ডায়েটিশিয়ানের সাহায্য দরকার। এই ৯ দিন এক দিকে যেমন লো ক্যালোরি ডায়েট চলবে, অন্য দিকে তেমনই চলবে শরীরচর্চা। শুধু খাবার দিয়ে কিছু হবে না। ৯ দিন পরে গোটা মাস ফিরে যাওয়া যাবে আগের খাদ্যাভ্যাসে, শরীরচর্চা কিন্তু চালিয়ে যেতে হবে। Representative Image
অতএব, এই ৯ দিন মাছ, ফল, মুর্গি, ডিম, রাজমা, ছোলা, সিয়া সিডস, ড্রাই ফ্রুটস, দই, ব্রকোলি পাতে রাখতে হবে। তবে কোনটা কী পরিমাণে কার শরীরের জন্য লাগবে, সেটা জানতে ডায়েটিশিয়ানের সাহায্য দরকার। এই ৯ দিন এক দিকে যেমন লো ক্যালোরি ডায়েট চলবে, অন্য দিকে তেমনই চলবে শরীরচর্চা। শুধু খাবার দিয়ে কিছু হবে না। ৯ দিন পরে গোটা মাস ফিরে যাওয়া যাবে আগের খাদ্যাভ্যাসে, শরীরচর্চা কিন্তু চালিয়ে যেতে হবে। Representative Image

Weight Loss Tips: যৌবন থাকবে অটুট, মহিলাদের অমৃত …! পিরিয়ড শেষ হওয়ার পর মাত্র ১০ দিন খান ‘এটি’, তলপেটের মেদ সেকেন্ডে ভ্যানিশ, হুড়মুড়িয়ে কমবে ওজন!

আজকাল শরীরের ওজন বৃদ্ধি মানুষের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারীদের জন্য। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় নারীদের ওজন দ্রুত বাড়ে, তবে তা কমাতে সময় লাগে। তবে পুরুষরা পরিশ্রম করে দ্রুত ওজন কমায়। এই ধরনের পার্থক্য শারীরিক এবং হরমোনের কারণে হয়।
আজকাল শরীরের ওজন বৃদ্ধি মানুষের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারীদের জন্য। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় নারীদের ওজন দ্রুত বাড়ে, তবে তা কমাতে সময় লাগে। তবে পুরুষরা পরিশ্রম করে দ্রুত ওজন কমায়। এই ধরনের পার্থক্য শারীরিক এবং হরমোনের কারণে হয়।
এমন পরিস্থিতিতে ওজন কমানোর জন্য মহিলারা ওয়ার্কআউট এবং ডায়েটিং করেও কোন লাভ হয় না। ওজন কমানোর পদ্ধতি সম্পর্কে নির্দেশিকা এবং সঠিক তথ্যের অভাব থাকলে এটি ঘটে। তাই সঠিক নিয়ম মেনেই ওজন কমানো উচিত৷
এমন পরিস্থিতিতে ওজন কমানোর জন্য মহিলারা ওয়ার্কআউট এবং ডায়েটিং করেও কোন লাভ হয় না। ওজন কমানোর পদ্ধতি সম্পর্কে নির্দেশিকা এবং সঠিক তথ্যের অভাব থাকলে এটি ঘটে। তাই সঠিক নিয়ম মেনেই ওজন কমানো উচিত৷
 বিশেষজ্ঞরা মহিলাদের এমন একটি পদ্ধতি বলেছেন যার মাধ্যমে তারা মাত্র ৯-১০ দিনে পুরুষদের তুলনায় দ্রুত ওজন কমাতে পারে। এখন প্রশ্ন হল, কীভাবে মহিলারা দ্রুত ওজন কমাতে পারেন? ওজন কমাতে মহিলাদের কি খাওয়া উচিত? খুশবু শর্মা, ডায়েট ফর ডিলাইট ক্লিনিক নয়ডার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এ বিষয়ে বিস্তারিত বলেছেন৷
বিশেষজ্ঞরা মহিলাদের এমন একটি পদ্ধতি বলেছেন যার মাধ্যমে তারা মাত্র ৯-১০ দিনে পুরুষদের তুলনায় দ্রুত ওজন কমাতে পারে। এখন প্রশ্ন হল, কীভাবে মহিলারা দ্রুত ওজন কমাতে পারেন? ওজন কমাতে মহিলাদের কি খাওয়া উচিত? খুশবু শর্মা, ডায়েট ফর ডিলাইট ক্লিনিক নয়ডার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এ বিষয়ে বিস্তারিত বলেছেন৷
ক্লিনিকাল ডায়েটিশিয়ান খুশবু শর্মার মতে, পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে বেশি চর্বি থাকে। বিশেষত, হরমোন এর জন্য দায়ী হতে পারে। আসলে, হরমোনের কারণে, মহিলাদের শরীরে আরও বেশি চর্বি জমা হয়৷
ক্লিনিকাল ডায়েটিশিয়ান খুশবু শর্মার মতে, পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে বেশি চর্বি থাকে। বিশেষত, হরমোন এর জন্য দায়ী হতে পারে। আসলে, হরমোনের কারণে, মহিলাদের শরীরে আরও বেশি চর্বি জমা হয়৷
ডায়েটিশিয়ান বলছেন, মহিলাদের তুলনায় পুরুষদের দ্রুত ওজন কমানো কঠিন নয়। প্রকৃতপক্ষে, পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় বেশি চর্বিহীন পেশী থাকে। এর পাশাপাশি পুরুষদেরও টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে। তাই পুরুষরা দ্রুত এবং সহজে ওজন কমাতে পারে।
ডায়েটিশিয়ান বলছেন, মহিলাদের তুলনায় পুরুষদের দ্রুত ওজন কমানো কঠিন নয়। প্রকৃতপক্ষে, পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় বেশি চর্বিহীন পেশী থাকে। এর পাশাপাশি পুরুষদেরও টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে। তাই পুরুষরা দ্রুত এবং সহজে ওজন কমাতে পারে।
পুষ্টিবিদরা দাবি করেন যে মাসের এই ৯ দিন যদি মহিলারা তাদের খাদ্যাভাস কঠোর করেন তবে তাদের ওজন দ্রুত হ্রাস পাবে। আপনার পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ৬ তম দিন থেকে ১৪ দিন পর্যন্ত, কম ক্যালোরিযুক্ত ডায়েট নিন। একসঙ্গে একটি দুর্দান্ত ব্যায়াম করুন। তারপর পুরো মাস ধরে স্বাভাবিক ডায়েট এবং ওয়ার্কআউট চালিয়ে যান। আপনার ওজন খুব দ্রুত কমে যাবে।
পুষ্টিবিদরা দাবি করেন যে মাসের এই ৯ দিন যদি মহিলারা তাদের খাদ্যাভাস কঠোর করেন তবে তাদের ওজন দ্রুত হ্রাস পাবে। আপনার পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ৬ তম দিন থেকে ১৪ দিন পর্যন্ত, কম ক্যালোরিযুক্ত ডায়েট নিন। একসঙ্গে একটি দুর্দান্ত ব্যায়াম করুন। তারপর পুরো মাস ধরে স্বাভাবিক ডায়েট এবং ওয়ার্কআউট চালিয়ে যান। আপনার ওজন খুব দ্রুত কমে যাবে।
ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত মহিলারা কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত। প্রকৃতপক্ষে, এই খাবারগুলিতে ক্যালরি এবং চর্বি খুব কম, তবে প্রচুর পুষ্টি সরবরাহ করে। এর জন্য আপনি ফল, মাছ, মুরগির মাংস, ডিম, শুকনো ফল, কিডনি বিন, ছোলা, চিয়া বীজ, দই এবং ব্রকোলি খেতে পারেন। তবে এসব খাবার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত মহিলারা কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত। প্রকৃতপক্ষে, এই খাবারগুলিতে ক্যালরি এবং চর্বি খুব কম, তবে প্রচুর পুষ্টি সরবরাহ করে। এর জন্য আপনি ফল, মাছ, মুরগির মাংস, ডিম, শুকনো ফল, কিডনি বিন, ছোলা, চিয়া বীজ, দই এবং ব্রকোলি খেতে পারেন। তবে এসব খাবার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Health Benefits of Fermented Foods: ওজন কমাতে এই ‘পচা’ খাবারের বিরাট উপকারিতা, আপনি ফার্মেন্টেড ফুড খান? কী হয় খেলে? জানুন

ফার্মেন্টেড ফুড, শুনেই মনে হচ্ছে তো যে এই খাবার খেয়ে সুস্থ থাকা যাবে? বাঙালির প্রিয় পান্তা ভাতের মতোই এই তালিকায় রয়েছে নানা ধরনের মজে যাওয়া খাবার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ফার্মেন্টেড ফুড, শুনেই মনে হচ্ছে তো যে এই খাবার খেয়ে সুস্থ থাকা যাবে? বাঙালির প্রিয় পান্তা ভাতের মতোই এই তালিকায় রয়েছে নানা ধরনের মজে যাওয়া খাবার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পুষ্টিবিদেরা বলছেন, ফার্মেন্টেড ফুড অর্থাৎ 'পচা' বা মজে যাওয়া খাবার খেলে শরীর স্বাস্থ্য উপকৃত হয়। এবং ফার্মেন্টেড ফুডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে।
পুষ্টিবিদেরা বলছেন, ফার্মেন্টেড ফুড অর্থাৎ ‘পচা’ বা মজে যাওয়া খাবার খেলে শরীর স্বাস্থ্য উপকৃত হয়। এবং ফার্মেন্টেড ফুডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে।
পুজোর কটা দিন পেটের উপর যথেচ্ছ অত্যাচার চালানোর পর কীভাবে সুস্থ বিপাকহারে ফিরবেন?
পুজোর কটা দিন পেটের উপর যথেচ্ছ অত্যাচার চালানোর পর কীভাবে সুস্থ বিপাকহারে ফিরবেন?
পুষ্টিবিদেরা বলছেন, এক্ষেত্রে ফার্মেন্টেড ফুডের প্রভাব খুবই কার্যকরী। এবং আজকাল অনেকেই এই খাবারগুলি খেয়ে সুস্থ থাকার প্রমাণ পেয়েছেন।
পুষ্টিবিদেরা বলছেন, এক্ষেত্রে ফার্মেন্টেড ফুডের প্রভাব খুবই কার্যকরী। এবং আজকাল অনেকেই এই খাবারগুলি খেয়ে সুস্থ থাকার প্রমাণ পেয়েছেন।
এই ধরনের ফার্মেন্টেড খাবারের মধ্যে ভাল ব্যাক্টেরিয়া পরিমাণ বেশি থাকে। তা অন্ত্র ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হজমের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের টক দই, ছাঁচ, ঘোল, বাটারমিল্ক খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এই ধরনের ফার্মেন্টেড খাবারের মধ্যে ভাল ব্যাক্টেরিয়া পরিমাণ বেশি থাকে। তা অন্ত্র ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হজমের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের টক দই, ছাঁচ, ঘোল, বাটারমিল্ক খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পুষ্টিবিদেরা বলছেন, শুধু ইডলি-দোসা নয়, এখন ভারতের বাজার ছেয়ে গিয়েছে কিমচি, মিসো, গ্রিক ইয়োগার্ট এবং অ্যাপল সাইডার ভিনিগারের মতো 'ফার্মেন্টেড' খাবারে।
পুষ্টিবিদেরা বলছেন, শুধু ইডলি-দোসা নয়, এখন ভারতের বাজার ছেয়ে গিয়েছে কিমচি, মিসো, গ্রিক ইয়োগার্ট এবং অ্যাপল সাইডার ভিনিগারের মতো ‘ফার্মেন্টেড’ খাবারে।
এই খাবারগুলির মধ্যেও প্রোবায়োটিকের পরিমাণ অনেকটাই বেশি। পেট ভাল রাখতে প্রতি দিনের খাবারে আর কী কী যোগ করা যেতে পারে?
এই খাবারগুলির মধ্যেও প্রোবায়োটিকের পরিমাণ অনেকটাই বেশি। পেট ভাল রাখতে প্রতি দিনের খাবারে আর কী কী যোগ করা যেতে পারে?
কোরিয়ার ঐতিহ্যশালী একটি খাবার হল কিমচি। বিভিন্ন সব্জি মজিয়ে আচারের মতো করেই তৈরি করতে হয় বিশেষ এই খাবারটি। টক এবং ঝালের মিশ্রণে তৈরি এই আচার স্যান্ডউইচ, রুটি বা পরোটার র‌্যাপের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে।
কোরিয়ার ঐতিহ্যশালী একটি খাবার হল কিমচি। বিভিন্ন সব্জি মজিয়ে আচারের মতো করেই তৈরি করতে হয় বিশেষ এই খাবারটি। টক এবং ঝালের মিশ্রণে তৈরি এই আচার স্যান্ডউইচ, রুটি বা পরোটার র‌্যাপের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে।
খাবার এবং পানীয়ের জগতে বেশ কয়েক বছর ধরে কম্বুচা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কম্বুচা হল এক ধরনের মজানো চা। অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোবায়োটিক এবং প্রাকৃতিক বেশ কিছু অ্যাসিডে সমৃদ্ধ এই পানীয়, সোডা বা অন্যান্য চায়ের বিকল্প হয়ে উঠতেই পারে।
খাবার এবং পানীয়ের জগতে বেশ কয়েক বছর ধরে কম্বুচা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কম্বুচা হল এক ধরনের মজানো চা। অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোবায়োটিক এবং প্রাকৃতিক বেশ কিছু অ্যাসিডে সমৃদ্ধ এই পানীয়, সোডা বা অন্যান্য চায়ের বিকল্প হয়ে উঠতেই পারে।
যাঁদের পেটে দুধ সহ্য হয় না, তাঁরা ছানা, দই কিংবা ইয়োগার্ট খেয়ে থাকেন। এখন তার সঙ্গে যোগ হয়েছে কেফিরও। স্বাদ অনেকটা ইয়োগার্টের মতোই। তবে এতটা ঘন নয়। তাই স্মুদি হিসেবে সহজেই খাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
যাঁদের পেটে দুধ সহ্য হয় না, তাঁরা ছানা, দই কিংবা ইয়োগার্ট খেয়ে থাকেন। এখন তার সঙ্গে যোগ হয়েছে কেফিরও। স্বাদ অনেকটা ইয়োগার্টের মতোই। তবে এতটা ঘন নয়। তাই স্মুদি হিসেবে সহজেই খাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Weight Loss Tips: সকালে খালি পেটে এক চুমুক…! ৭ দিনেই গলবে মোমের মতো মেদ, শরীর থেকে নিংড়ে বের করবে সুগার, এই নিয়ম মানলেই গ্যারান্টি!

গোটা ধনে এমন একটি ভেষজ যা ভারতীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা, যা জানলে আপনি অবাক হবেন। প্রতিদিন এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও এটি আপনার হার্ট এবং হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়।
গোটা ধনে এমন একটি ভেষজ যা ভারতীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা, যা জানলে আপনি অবাক হবেন। প্রতিদিন এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও এটি আপনার হার্ট এবং হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়।
 ডাঃ সোনিয়া রাওয়াত বলেন, ওজন কমানোর ক্ষেত্রেও এটি খুবই উপকারী। এতে ভিটামিন এ, সি, কে, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস-সহ একাধিক পুষ্টি রয়েছে।
ডাঃ সোনিয়া রাওয়াত বলেন, ওজন কমানোর ক্ষেত্রেও এটি খুবই উপকারী। এতে ভিটামিন এ, সি, কে, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস-সহ একাধিক পুষ্টি রয়েছে।
প্রতিদিন সকালে আপনার খাদ্যতালিকায় ধনেপাতার রস রাখতে পারেন। সকালে এক গ্লাস ধনেপাতার রস পান করা হজমের সমস্যার জন্য সেরা ঘরোয়া প্রতিকার হতে পারে।
প্রতিদিন সকালে আপনার খাদ্যতালিকায় ধনেপাতার রস রাখতে পারেন। সকালে এক গ্লাস ধনেপাতার রস পান করা হজমের সমস্যার জন্য সেরা ঘরোয়া প্রতিকার হতে পারে।
 এটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়ায়, যা হজমে সহায়তা করে এবং ফোলাভাব, গ্যাস এবং বদহজম কমায়। এটি পেট ফাঁপা এবং অন্যান্য পেট সম্পর্কিত অস্বস্তি দূর করতেও সাহায্য করতে পারে।
এটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়ায়, যা হজমে সহায়তা করে এবং ফোলাভাব, গ্যাস এবং বদহজম কমায়। এটি পেট ফাঁপা এবং অন্যান্য পেট সম্পর্কিত অস্বস্তি দূর করতেও সাহায্য করতে পারে।
যারা ওজন কমাতে চান তারা তাদের দৈনন্দিন রুটিনে সহজে তৈরি এই পানীয়টি রাখতে পারেন। ধনেতে ক্যালরি কম থাকে। এছাড়া এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে। ধনের জল ওজন কমাতে সাহায্য করে।
যারা ওজন কমাতে চান তারা তাদের দৈনন্দিন রুটিনে সহজে তৈরি এই পানীয়টি রাখতে পারেন। ধনেতে ক্যালরি কম থাকে। এছাড়া এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে। ধনের জল ওজন কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস রোগীদের জন্য গোটা ধনে খুবই উপকারী । এটি আপনার চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি খালি পেটে পান করলে সারাদিন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে।
ডায়াবেটিস রোগীদের জন্য গোটা ধনে খুবই উপকারী । এটি আপনার চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি খালি পেটে পান করলে সারাদিন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে।
ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ ধনে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ধনেতে রয়েছে ভিটামিন সি, যা সংক্রমণ প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। প্রতিদিন সেবন করলে সর্দি, কাশি এবং চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ ধনে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ধনেতে রয়েছে ভিটামিন সি, যা সংক্রমণ প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। প্রতিদিন সেবন করলে সর্দি, কাশি এবং চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Weight Loss Tips: কোমর বেড়ে ২৮-৪০? থলথলে চর্বি মাত্র ১০ দিনেই ভ্যানিশ! রান্নাঘরের ‘এই’ ম্যাজিক মশলাতেই কমবে কেজি কেজি ওজন, জিম-ডায়েট করতে হবে না

 শরীরে যখনই মেদ বাড়ে, তার প্রভাব সবার প্রথমে পেট ও কোমরে দেখা যায়। পেটের অতিরিক্ত মেদ থাকলে শরীরের আকৃতি খারাপ দেখাতে শুরু করে। মেদ বাড়ার কারণে শরীরে রোগও বাড়ে। খারাপ জীবনযাপনের কারণে স্থূলতা বেড়ে গেলে তা কমানো যায়।
শরীরে যখনই মেদ বাড়ে, তার প্রভাব সবার প্রথমে পেট ও কোমরে দেখা যায়। পেটের অতিরিক্ত মেদ থাকলে শরীরের আকৃতি খারাপ দেখাতে শুরু করে। মেদ বাড়ার কারণে শরীরে রোগও বাড়ে। খারাপ জীবনযাপনের কারণে স্থূলতা বেড়ে গেলে তা কমানো যায়।
ডায়েটিশিয়ান স্বাতী বিষ্ণোই এর মতে, আপনি যদি পেটের চর্বির সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ঘরোয়া প্রতিকারের সাহায্যে তা কমাতে পারেন। বাড়ির রান্নাঘরে পাওয়া কিছু মশলা ব্যবহার করে একটি বিশেষ পাউডার তৈরি করতে হবে।
ডায়েটিশিয়ান স্বাতী বিষ্ণোই এর মতে, আপনি যদি পেটের চর্বির সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ঘরোয়া প্রতিকারের সাহায্যে তা কমাতে পারেন। বাড়ির রান্নাঘরে পাওয়া কিছু মশলা ব্যবহার করে একটি বিশেষ পাউডার তৈরি করতে হবে।
পেটের চর্বি কমানোর কার্যকরী উপায় এই পাউডার যা বাড়িতে তৈরি করা যায়। এই পাউডার নিয়মিত ব্যবহারে অবশ্যই আপনার পেটের চর্বি কমবে।
পেটের চর্বি কমানোর কার্যকরী উপায় এই পাউডার যা বাড়িতে তৈরি করা যায়। এই পাউডার নিয়মিত ব্যবহারে অবশ্যই আপনার পেটের চর্বি কমবে।
পেটের চর্বি বার্নিং পাউডার তৈরি করতে আপনার প্রয়োজন হবে দারুচিনি, আদা, হলুদ, এলাচ, মধু এবং লেবুর রস। সব জিনিস সমান পরিমাণে নিয়ে ভাল করে মিশিয়ে নিন।  সমস্ত জিনিস মিশিয়ে পাউডার তৈরি করতে পারেন বা আপনি রোজ তৈরি করে প্রতিদিন খেতে পারেন।
পেটের চর্বি বার্নিং পাউডার তৈরি করতে আপনার প্রয়োজন হবে দারুচিনি, আদা, হলুদ, এলাচ, মধু এবং লেবুর রস। সব জিনিস সমান পরিমাণে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সমস্ত জিনিস মিশিয়ে পাউডার তৈরি করতে পারেন বা আপনি রোজ তৈরি করে প্রতিদিন খেতে পারেন।
দুই চা চামচ এই গুঁড়ো এক গ্লাস জলের সঙ্গে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খাবার পর খান। এই ঘরোয়া প্রতিকারের সাহায্যে পেটের চর্বি দ্রুত গলতে শুরু করবে। নিয়ম মেনে খেলে মাত্র ১০ দিনেই ফল পাবেন হাতেনাতে৷
দুই চা চামচ এই গুঁড়ো এক গ্লাস জলের সঙ্গে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খাবার পর খান। এই ঘরোয়া প্রতিকারের সাহায্যে পেটের চর্বি দ্রুত গলতে শুরু করবে। নিয়ম মেনে খেলে মাত্র ১০ দিনেই ফল পাবেন হাতেনাতে৷
এই টিপসটি ব্যবহার করে দেখুন এবং আপনি যদি অল্প সময়ের মধ্যে পেটের চর্বি কমাতে চান, তবে সকাল এবং সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করুন। এমনকি মাত্র ৩০ মিনিটের হালকা ব্যায়াম করলেও চর্বি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।
এই টিপসটি ব্যবহার করে দেখুন এবং আপনি যদি অল্প সময়ের মধ্যে পেটের চর্বি কমাতে চান, তবে সকাল এবং সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করুন। এমনকি মাত্র ৩০ মিনিটের হালকা ব্যায়াম করলেও চর্বি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়া আপনার খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন এবং যেসব খাবারে চর্বি ও ক্যালরি বেশি থাকে সেগুলো এড়িয়ে চলুন, এগুলি নিয়মিত করলে দ্রুত ফলাফল দেখতে পাবেন শরীরে।
এছাড়া আপনার খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন এবং যেসব খাবারে চর্বি ও ক্যালরি বেশি থাকে সেগুলো এড়িয়ে চলুন, এগুলি নিয়মিত করলে দ্রুত ফলাফল দেখতে পাবেন শরীরে।

Weight Loss Tips: ঠিক ‘এত’ চামচ তেল দিন রান্নায়…! পুজোর আগে কমে যাবে ২-৪ কেজি ওজন, মানুন এই ডায়েট

পুজোর আগে ওজন নিয়ে চিন্তা করছেন? খুব খুব সহজেই দু’চার কেজি অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারেন। পুজোর আগে খোঁজখবর শুরু পোশাকের। অনলাইনের দৌলতে আরও হাতের মুঠোয়ে এই ফ্যাশনেবল পোশাকের দুনিয়া। কিন্তু মন খারাপের বিষয় হল, ওজন বেশি হওয়ার কারণে অনেক সময় পছন্দের পোশাক থেকে সরে আসতে হয়।
পুজোর আগে ওজন নিয়ে চিন্তা করছেন? খুব খুব সহজেই দু’চার কেজি অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারেন। পুজোর আগে খোঁজখবর শুরু পোশাকের। অনলাইনের দৌলতে আরও হাতের মুঠোয়ে এই ফ্যাশনেবল পোশাকের দুনিয়া। কিন্তু মন খারাপের বিষয় হল, ওজন বেশি হওয়ার কারণে অনেক সময় পছন্দের পোশাক থেকে সরে আসতে হয়।
তবে কিছুদিন আগে থেকে খাবারে কিছু নিয়ম মানতে পারলে এই পুজোর শপিং আরও ফাটাফাটি হয়ে যায়। জীবনযাপনে অনিয়মের ফলে কেবল পেটই নয়, মেদ জমেছে উরু, কোমরেও। একটু নিয়ম মেনে ডায়েট করলে এক মাসে ৩-৪ কেজি ওজন ঝরানো অসম্ভব নয়। অনেকে আবার অনেক বেশি কড়াকড়ি করে ফেলে।
তবে কিছুদিন আগে থেকে খাবারে কিছু নিয়ম মানতে পারলে এই পুজোর শপিং আরও ফাটাফাটি হয়ে যায়। জীবনযাপনে অনিয়মের ফলে কেবল পেটই নয়, মেদ জমেছে উরু, কোমরেও। একটু নিয়ম মেনে ডায়েট করলে এক মাসে ৩-৪ কেজি ওজন ঝরানো অসম্ভব নয়। অনেকে আবার অনেক বেশি কড়াকড়ি করে ফেলে।
এ প্রসঙ্গে ডায়েটিশিয়ান অরিজিৎ দে জানাচ্ছেন, কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেন। কেবল তরল ডায়েট মেনে চলেন। এই প্রকার ডায়েটে আপনার ওজন দ্রুত ঝরবে বটে, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। যে ডায়েট মেনে চলবেন তা হল।
এ প্রসঙ্গে ডায়েটিশিয়ান অরিজিৎ দে জানাচ্ছেন, কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেন। কেবল তরল ডায়েট মেনে চলেন। এই প্রকার ডায়েটে আপনার ওজন দ্রুত ঝরবে বটে, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। যে ডায়েট মেনে চলবেন তা হল।
১) অতিরিক্ত ক্যালোরি-যুক্ত খাবার যেমন, ভাজাভুজি, কেক-মিষ্টি, চকোলেট, নরম পানীয়, প্রক্রিয়াজাত খাবার আগামী প্রায় এক মাস একেবারে এড়িয়ে চলুন।
১) অতিরিক্ত ক্যালোরি-যুক্ত খাবার যেমন, ভাজাভুজি, কেক-মিষ্টি, চকোলেট, নরম পানীয়, প্রক্রিয়াজাত খাবার আগামী প্রায় এক মাস একেবারে এড়িয়ে চলুন।
২) ডায়েট থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে খেয়াল রাখতে হবে, এই এক মাস যেন জটিল কার্বহাইড্রেট-যুক্ত খাবারই খাওয়া হয়। যেমন সাধারণ পাউরুটির পরিবর্তে ব্রাউন ব্রেড, ভাত খেতে ইচ্ছা করলে ডালিয়া, ওটস, ময়দার বদলে আটার রুটি খাওয়া যেতেই পারে।
২) ডায়েট থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে খেয়াল রাখতে হবে, এই এক মাস যেন জটিল কার্বহাইড্রেট-যুক্ত খাবারই খাওয়া হয়। যেমন সাধারণ পাউরুটির পরিবর্তে ব্রাউন ব্রেড, ভাত খেতে ইচ্ছা করলে ডালিয়া, ওটস, ময়দার বদলে আটার রুটি খাওয়া যেতেই পারে।
৩) একেবারে তেল-মশলা ছাড়া খাবার দু’-এক দিন খেয়ে নিলেও দীর্ঘ দিন খাওয়া যায় না। শরীরে কোনও জটিল রোগ না থাকলে একবারে তেল ছাড়া খাবার খাওয়া উচিতও নয়। ওজন ঝরাতে চাইলে সারা দিনের রান্নায় চার থেকে পাঁচ চামচ তেল ব্যবহার করতে পারেন। ডায়েটে মাখন না রাখাই ভাল।
৩) একেবারে তেল-মশলা ছাড়া খাবার দু’-এক দিন খেয়ে নিলেও দীর্ঘ দিন খাওয়া যায় না। শরীরে কোনও জটিল রোগ না থাকলে একবারে তেল ছাড়া খাবার খাওয়া উচিতও নয়। ওজন ঝরাতে চাইলে সারা দিনের রান্নায় চার থেকে পাঁচ চামচ তেল ব্যবহার করতে পারেন। ডায়েটে মাখন না রাখাই ভাল।
৪) বাঙালি রান্নায় আলুর চল ভীষণ বেশি। মাছের ঝোল থেকে বিরিয়ানি, সবেতেই আলু চাই-ই চাই! তবে ওজন ঝরাতে চাইলে কিন্তু দিনে এক থেকে দু’টুকরোর বেশি আলু খাওয়া যাবে না।
৪) বাঙালি রান্নায় আলুর চল ভীষণ বেশি। মাছের ঝোল থেকে বিরিয়ানি, সবেতেই আলু চাই-ই চাই! তবে ওজন ঝরাতে চাইলে কিন্তু দিনে এক থেকে দু’টুকরোর বেশি আলু খাওয়া যাবে না।
৫) ডায়েটে বেশি করে ফল রাখতে হবে। বাঙালিদের ফল খাওয়ার অভ্যাস কম, তবে ওজন ঝরাতে চাইলে দিনে একটি থেকে দু’টি ফল খেতেই হবে। এ ক্ষেত্রে কলা রোজ না খাওয়াই ‌ভাল। এতে অনেক ক্যালোরি থাকে। এ ছাড়া, যে কোনও মরসুমি ফলও খেতে পারেন।
৫) ডায়েটে বেশি করে ফল রাখতে হবে। বাঙালিদের ফল খাওয়ার অভ্যাস কম, তবে ওজন ঝরাতে চাইলে দিনে একটি থেকে দু’টি ফল খেতেই হবে। এ ক্ষেত্রে কলা রোজ না খাওয়াই ‌ভাল। এতে অনেক ক্যালোরি থাকে। এ ছাড়া, যে কোনও মরসুমি ফলও খেতে পারেন।
৬) ওজন ঝরাতে চাইলে দিনে আড়াই থেকে তিন লিটার জল কিন্তু খেতেই হবে। আর সাত থেকে আট ঘণ্টার ঘুমও ভীষণ জরুরি।
৬) ওজন ঝরাতে চাইলে দিনে আড়াই থেকে তিন লিটার জল কিন্তু খেতেই হবে। আর সাত থেকে আট ঘণ্টার ঘুমও ভীষণ জরুরি।
৭) বাজারে অনেক সংস্থাই দাবি করে তাদের ওষুধ, ক্যাপসুল কিংবা মিল সাপ্লিমেন্ট খেলে সহজেই অনেকটা ওজন কমানো যায়। কিন্তু ওজন কমানোর কোনও ‘শর্ট কাট’ নেই। এই প্রকার সাপ্লিমেন্ট একেবারেই খাওয়া উচিত নয়। এ সবের কারণে শরীরে বাসা বাঁধতে পারে হাজার রোগ।
৭) বাজারে অনেক সংস্থাই দাবি করে তাদের ওষুধ, ক্যাপসুল কিংবা মিল সাপ্লিমেন্ট খেলে সহজেই অনেকটা ওজন কমানো যায়। কিন্তু ওজন কমানোর কোনও ‘শর্ট কাট’ নেই। এই প্রকার সাপ্লিমেন্ট একেবারেই খাওয়া উচিত নয়। এ সবের কারণে শরীরে বাসা বাঁধতে পারে হাজার রোগ।
ডায়েটেশিয়ান অরিজিৎ দে আরও জানান, শরীরে কোনও রকম জটিল রোগ না থাকলে এই ডায়েট চার্ট মেনে চলতেই পারলেই প্রায় নিশ্চিত কয়েক কেজি ওজন কম হতে পারে।
ডায়েটেশিয়ান অরিজিৎ দে আরও জানান, শরীরে কোনও রকম জটিল রোগ না থাকলে এই ডায়েট চার্ট মেনে চলতেই পারলেই প্রায় নিশ্চিত কয়েক কেজি ওজন কম হতে পারে।

Weight Loss Tips: মাত্র ৭ দিনে মোমের মতো গলবে মেদ…! এটিই ওজন কমানোর ‘ব্রক্ষ্মাস্ত্র’! জিম ছাড়াই রকেটের গতিতে ছিপছিপে রোগা, পাবেন ‘পারফেক্ট ফিগার’

দীর্ঘ জীবনের জন্য সুস্থ ও ফিট থাকার জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। বর্তমান সময়ে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং জাঙ্ক ফুড খাওয়ার কারণে মানুষের ওজন দ্রুত বাড়ছে। স্থূলতার শিকার হচ্ছে কোটি কোটি মানুষ।
দীর্ঘ জীবনের জন্য সুস্থ ও ফিট থাকার জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। বর্তমান সময়ে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং জাঙ্ক ফুড খাওয়ার কারণে মানুষের ওজন দ্রুত বাড়ছে। স্থূলতার শিকার হচ্ছে কোটি কোটি মানুষ।
শরীরের ওজন সীমা ছাড়িয়ে গেলে ডায়াবেটিস, রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ওজন কমানো চ্যালেঞ্জিং, তবে স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করলে ওজন দ্রুত কমানো যায়। মানুষ ওজন কমানোর মাধ্যমে ফিটনেস উন্নত করতে পারে।
শরীরের ওজন সীমা ছাড়িয়ে গেলে ডায়াবেটিস, রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ওজন কমানো চ্যালেঞ্জিং, তবে স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করলে ওজন দ্রুত কমানো যায়। মানুষ ওজন কমানোর মাধ্যমে ফিটনেস উন্নত করতে পারে।
 সিনিয়র ডায়েটিশিয়ান কামিনী সিনহা বলেছেন যে শরীরের ওজন কমাতে সর্বদা স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করা উচিত। অনেকেই ওজন কমানোর জন্য খাবার বাদ দেন, যার কারণে তাদের পেশী দুর্বল হতে শুরু করে। এটি অনেক গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।
সিনিয়র ডায়েটিশিয়ান কামিনী সিনহা বলেছেন যে শরীরের ওজন কমাতে সর্বদা স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করা উচিত। অনেকেই ওজন কমানোর জন্য খাবার বাদ দেন, যার কারণে তাদের পেশী দুর্বল হতে শুরু করে। এটি অনেক গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।
 ওজন কমানোর জন্য মানুষের খাওয়া-দাওয়া বন্ধ করা একদম উচিত নয়। স্বাস্থ্যকর খাবার, উন্নত জীবনযাপন এবং ব্যায়ামের মাধ্যমে দ্রুত ওজন কমানো যায়। ওজন কমাতে ডায়েট এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওজন কমানোর জন্য মানুষের খাওয়া-দাওয়া বন্ধ করা একদম উচিত নয়। স্বাস্থ্যকর খাবার, উন্নত জীবনযাপন এবং ব্যায়ামের মাধ্যমে দ্রুত ওজন কমানো যায়। ওজন কমাতে ডায়েট এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়েটিশিয়ান বলেছেন, দ্রুত ওজন কমাতে আপনার খাদ্যতালিকায় যতটা সম্ভব ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করুন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্যালরির পরিমাণ কমাতে সাহায্য করে। ফলে ওজন দ্রুত কমতে শুরু করে। আপনার খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি যেমন পালং শাক, মেথি এবং স্যালাড রাখুন । প্রোটিন সমৃদ্ধ ডাল, ছোলা, মাছ, মুরগির মাংস এবং ডিম খেতে হবে। এই কারণে, প্রোটিন ওজন কমানোর সময় আপনার পেশী শক্তিশালী রাখে।
ডায়েটিশিয়ান বলেছেন, দ্রুত ওজন কমাতে আপনার খাদ্যতালিকায় যতটা সম্ভব ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করুন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্যালরির পরিমাণ কমাতে সাহায্য করে। ফলে ওজন দ্রুত কমতে শুরু করে। আপনার খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি যেমন পালং শাক, মেথি এবং স্যালাড রাখুন । প্রোটিন সমৃদ্ধ ডাল, ছোলা, মাছ, মুরগির মাংস এবং ডিম খেতে হবে। এই কারণে, প্রোটিন ওজন কমানোর সময় আপনার পেশী শক্তিশালী রাখে।
ওজন কমাতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন কমাতে প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং বিপাককে উৎসাহিত করে। জল খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সারা দিনে প্রচুর জল পান করুন, তবে রাতে খুব বেশি জল পান করা এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করলে ঘুমের মান নষ্ট হয়ে যায়।
ওজন কমাতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন কমাতে প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং বিপাককে উৎসাহিত করে। জল খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সারা দিনে প্রচুর জল পান করুন, তবে রাতে খুব বেশি জল পান করা এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করলে ঘুমের মান নষ্ট হয়ে যায়।
ডায়েটিশিয়ানের মতে, শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন৷ শারীরিক কার্যকলাপ ওজন কমাতে উল্লেখযোগ্য অবদান রাখে। প্রতিদিন কমপক্ষে ৩০-৪৫ মিনিট কার্ডিও ওয়ার্কআউট করুন। যেমন দৌঁড়ানো, সাঁতার কাটা বা জাম্পিং জ্যাক। এটি ক্যালরি পোড়াতে সাহায্য করে। ঘরে বসে হালকা ডাম্বেল দিয়েও ব্যায়াম করতে পারেন। আপনি যদি ব্যায়ামের জন্য সময় খুঁজে না পান তবে সারা দিন হাঁটার চেষ্টা করুন। লিফটের পরিবর্তে সিঁড়ি নিন এবং হাঁটার চেষ্টা করুন।
ডায়েটিশিয়ানের মতে, শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন৷ শারীরিক কার্যকলাপ ওজন কমাতে উল্লেখযোগ্য অবদান রাখে। প্রতিদিন কমপক্ষে ৩০-৪৫ মিনিট কার্ডিও ওয়ার্কআউট করুন। যেমন দৌঁড়ানো, সাঁতার কাটা বা জাম্পিং জ্যাক। এটি ক্যালরি পোড়াতে সাহায্য করে। ঘরে বসে হালকা ডাম্বেল দিয়েও ব্যায়াম করতে পারেন। আপনি যদি ব্যায়ামের জন্য সময় খুঁজে না পান তবে সারা দিন হাঁটার চেষ্টা করুন। লিফটের পরিবর্তে সিঁড়ি নিন এবং হাঁটার চেষ্টা করুন।
চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। চিনিযুক্ত পানীয় এবং মিষ্টি থেকে দূরে থাকুন। অতিরিক্ত পরিমাণে চিনি শরীরে চর্বি জমতে পারে এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বার্গার, পিৎজা এবং বেকারি পণ্য খাওয়া এড়িয়ে চলুন। এগুলি রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঘটায়, যা ওজন বৃদ্ধিতে অবদান রাখে। ওজন কমাতে হলে জাঙ্ক ফুড থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে।
চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। চিনিযুক্ত পানীয় এবং মিষ্টি থেকে দূরে থাকুন। অতিরিক্ত পরিমাণে চিনি শরীরে চর্বি জমতে পারে এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বার্গার, পিৎজা এবং বেকারি পণ্য খাওয়া এড়িয়ে চলুন। এগুলি রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঘটায়, যা ওজন বৃদ্ধিতে অবদান রাখে। ওজন কমাতে হলে জাঙ্ক ফুড থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে।
ভাল ঘুম  এবং মানসিক চাপ কমান৷ ঘুমের সরাসরি প্রভাব পড়ে ওজন কমানোর ওপর। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমোন । পর্যাপ্ত ঘুমের ফলে শরীরের মেটাবলিজম ঠিকঠাক কাজ করে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে যা ওজন কমাতে সাহায্য করে।
ভাল ঘুম এবং মানসিক চাপ কমান৷ ঘুমের সরাসরি প্রভাব পড়ে ওজন কমানোর ওপর। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমোন । পর্যাপ্ত ঘুমের ফলে শরীরের মেটাবলিজম ঠিকঠাক কাজ করে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে যা ওজন কমাতে সাহায্য করে।
এছাড়া ভাল মানসিক স্বাস্থ্যও ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাসের কৌশলগুলি চাপ কমাতে সহায়ক হতে পারে। এটি ওজন কমাতেও সাহায্য করে। মনে রাখবেন যে সত্যিকারের ওজন হ্রাস একটি ক্রমাগত প্রক্রিয়া এবং হঠাৎ করে ঘটে না। এটি কমতে সময় নেয়।
এছাড়া ভাল মানসিক স্বাস্থ্যও ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাসের কৌশলগুলি চাপ কমাতে সহায়ক হতে পারে। এটি ওজন কমাতেও সাহায্য করে। মনে রাখবেন যে সত্যিকারের ওজন হ্রাস একটি ক্রমাগত প্রক্রিয়া এবং হঠাৎ করে ঘটে না। এটি কমতে সময় নেয়।

High Cerbs Food in Weight Loss Diet: শর্করা বেশি হলেও খুব উপকারী! এই মিষ্টি খাবারগুলি খেয়েই নিশ্চিন্তে রোগা হতে পারবেন

ওজন কমানোর জন্য যাঁরা মরিয়া, তাঁদের ডায়েট নিয়ে চিন্তার অন্ত নেই৷ বেশির ভাগ সময়েই দেখা যায় তাঁরা সবার আগে ডায়েটচার্ট থেকে বাদ দিচ্ছেন শর্করাজাত খাবার৷
ওজন কমানোর জন্য যাঁরা মরিয়া, তাঁদের ডায়েট নিয়ে চিন্তার অন্ত নেই৷ বেশির ভাগ সময়েই দেখা যায় তাঁরা সবার আগে ডায়েটচার্ট থেকে বাদ দিচ্ছেন শর্করাজাত খাবার৷

 

তবে একাধিক হাইকার্বস খাবার আছে, যেগুলি অন্যদিকে স্বাস্থ্যকরও৷ শর্করার পরিমাণ বেশি হলেও ওজন কমানোর ডায়েটে সেগুলি রাখাই যায়৷ বলছেন পুষ্টিবিদ নিধি নিগম৷
তবে একাধিক হাইকার্বস খাবার আছে, যেগুলি অন্যদিকে স্বাস্থ্যকরও৷ শর্করার পরিমাণ বেশি হলেও ওজন কমানোর ডায়েটে সেগুলি রাখাই যায়৷ বলছেন পুষ্টিবিদ নিধি নিগম৷

 

রাঙা আলুতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস৷ ফলে এনার্জির ঘাটতি হয় না শরীরে৷ এছাড়াও আছে ভিটামিন ’, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ডায়েটরি ফাইবার৷
রাঙা আলুতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস৷ ফলে এনার্জির ঘাটতি হয় না শরীরে৷ এছাড়াও আছে ভিটামিন ’, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ডায়েটরি ফাইবার৷

 

রাঙা আলুর অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে কমে যায় ইনফ্লেম্যাশন৷ ফলে ওজন নিয়ন্ত্রণে উপকারী এই মিষ্টি সবজি৷
রাঙা আলুর অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে কমে যায় ইনফ্লেম্যাশন৷ ফলে ওজন নিয়ন্ত্রণে উপকারী এই মিষ্টি সবজি৷

 

সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসে কার্বোহাইড্রেটস বেশি৷ আবার একইসঙ্গে বাদামি ভাতে পুষ্টিগুণও বেশি৷ এই চালে প্রচুর ম্যাগনেসিয়াম আছে৷ তাই ব্লাড সুগার ও ওজন কমাতে কার্যকর ব্রাউন রাইস৷
সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইসে কার্বোহাইড্রেটস বেশি৷ আবার একইসঙ্গে বাদামি ভাতে পুষ্টিগুণও বেশি৷ এই চালে প্রচুর ম্যাগনেসিয়াম আছে৷ তাই ব্লাড সুগার ও ওজন কমাতে কার্যকর ব্রাউন রাইস৷

 

শর্করার পাশাপাশি কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন সি এবং ডায়েটরি ফাইবার৷ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় কলা৷ রোগা হতে চাইলে ডায়েটে পরিমিত পরিমাণে কলা রাখা যায়৷
শর্করার পাশাপাশি কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন সি এবং ডায়েটরি ফাইবার৷ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় কলা৷ রোগা হতে চাইলে ডায়েটে পরিমিত পরিমাণে কলা রাখা যায়৷

 

প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে কিনোয়া দানাশস্যে৷ এছাড়াও আছে মিনারেলস৷ এর উদ্ভিজ্জ যৌগ ব্লাড সুগার কমায়৷ ভাল রাখে হার্ট৷ গ্লাটেনমুক্ত হওয়ায় গমের ভাল বিকল্প এই শস্য৷
প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে কিনোয়া দানাশস্যে৷ এছাড়াও আছে মিনারেলস৷ এর উদ্ভিজ্জ যৌগ ব্লাড সুগার কমায়৷ ভাল রাখে হার্ট৷ গ্লাটেনমুক্ত হওয়ায় গমের ভাল বিকল্প এই শস্য৷

 

ওটসে আছে কমপ্লেক্স কার্বস ও ফাইবার৷ অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টি ওবেসিটি, অ্যান্টি অ্যালার্জিক গুণে ভরা ওটস রাখুন ডায়েটে৷ ফল, বাদাম, মধুসমেত ওটস সেরা অপশন প্রাতরাশে৷
ওটসে আছে কমপ্লেক্স কার্বস ও ফাইবার৷ অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টি ওবেসিটি, অ্যান্টি অ্যালার্জিক গুণে ভরা ওটস রাখুন ডায়েটে৷ ফল, বাদাম, মধুসমেত ওটস সেরা অপশন প্রাতরাশে৷

 

ছোলায় আছে ডায়েটরি ফাইবার, ভিটামিন, মিনারেলস ও প্রোটিন৷ শরীরের একাধিক উপকারিতায় খুবই প্রয়োজনীয় এই দানাশস্য৷ স্যালাডে বেশি করে খান সিদ্ধ ছোলা৷
ছোলায় আছে ডায়েটরি ফাইবার, ভিটামিন, মিনারেলস ও প্রোটিন৷ শরীরের একাধিক উপকারিতায় খুবই প্রয়োজনীয় এই দানাশস্য৷ স্যালাডে বেশি করে খান সিদ্ধ ছোলা৷

 

 ওজন কমিয়ে রোগা হতে চাইলে ডায়েট থেকে কার্বস পুরোপুরি বাদ দেওয়া কাজের কথা নয়৷ বরং ডায়েট থেকে রিফাইন্ড কার্বস যেমন পাস্তা, সাদা পাউরুটি বাদ দিতে হবে৷ ডাক্তারের পরামর্শমতো ব্যালান্সড ডায়েট ও শারীরিক পরিশ্রমের ভারসাম্যই পারে বাড়তি ওজন কমাতে৷
ওজন কমিয়ে রোগা হতে চাইলে ডায়েট থেকে কার্বস পুরোপুরি বাদ দেওয়া কাজের কথা নয়৷ বরং ডায়েট থেকে রিফাইন্ড কার্বস যেমন পাস্তা, সাদা পাউরুটি বাদ দিতে হবে৷ ডাক্তারের পরামর্শমতো ব্যালান্সড ডায়েট ও শারীরিক পরিশ্রমের ভারসাম্যই পারে বাড়তি ওজন কমাতে৷

Weight Loss Journey: হুহু করে ওজন কমবে! ডায়েটে রাখুন ঘি-ভাত,আরও কী কী খেতে পারবেন?

কলকাতা: জল খেলেও ওজন বাড়ছে! ডায়েট করলেও চেহারা ঠিক হচ্ছে না? মুষড়ে না পড়ে ভেবে দেখুন, কোথাও ভুল হচ্ছে না তো? মেনু থেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দিলেও যে মুশকিল! আলু, সাদা ভাত, কলা এমনকি ঘিও যে রাখতে হবে পাতে। কী বলছেন বিশেষজ্ঞরা?

এখনকার সময়ে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বেড়েছে রোগা হওয়ার হিড়িক। এক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ হল, প্রতিদিনের প্রয়োজনীয় উপকরণের যেন ঘাটতি না হয় শরীরে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কথাটা এখন আর কারও অজানা নয়। ঘরে ঘরে যুব প্রজন্ম এখন এই পদ্ধতিতেই রোগা হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে, বন্ধুর কথা শুনে বা ইন্টারনেট ঘেঁটে ফাস্টিং বা উপোস শুরু করা একেবারেই নিরাপদ নয়, এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, এক এক জনের শরীরের জন্য যে এক এক মন্ত্র! পরিমিত খাবার খাওয়ার পাশাপাশি চালিয়ে যেতে হবে শরীরচর্চাও, নির্দেশ পুষ্টিবিদদের। খাবারের তালিকা থেকে ফ্যাট এবং কার্বোহাইড্রেট বাদ দেওয়াও চলবে না।

অনেকেই মনে করেন, ভাত খেলে চর্বি বাড়ে। আলু তো নৈব নৈব চ! ক্যালরি বেশি বলে প্রিয় হলেও খাদ্যতালিকা থেকে বাদ পড়ে যায় আম। এই প্রবণতা কি আদৌ যুক্তিযুক্ত? পুষ্টিবিদ করিশ্মা শাহ জানালেন, একেবারেই না। তাঁর মতে, “পছন্দের খাবার পাত থেকে সরিয়ে নেওয়া মানেই ডায়েট নয়। এতে হিতে বিপরীত হতে পারে।” শরীর তার প্রয়োজনীয় পুষ্টি না পেলেও ওজন কমানো কঠিন হয়ে পড়ে। বরং, পছন্দের আলুসেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়েও নিয়ন্ত্রণে রাখা যাবে ওজন। কী কী পুষ্টিগুণ রয়েছে আপনার প্রিয় খাবারগুলির? জেনে নিন।

আরও পড়ুন-হোমওয়ার্ক এত কঠিন! অভিভাবকদেরই করতে হচ্ছে, শিশুরা পারছে না, ক্ষুব্ধ মা

ঘি- ফ্যাটের পরিমাণ বেশি হলেও ঘিতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড আসলে বিপাকে সাহায্য করে। যা আখেরে ওজন কমায়। সেই সঙ্গে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ঘিয়ের বিকল্প নেই। তবে পরিমাণে বেশি নয়! কতটা খাবেন? বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এক চামচ ঘি খাওয়াই যায়। তার বেশি না।

সাদা ভাত- সবাই আজকাল ব্রাউন রাইস খাওয়ার দিকে ঝুঁকেছেন। ঢেঁকিছাঁটা চালের পুষ্টিগুণ নিয়ে সন্দেহ নেই, তবে সাদা ভাতও ফ্যালনা নয় এমনই বলছেন বিশেষজ্ঞরা। একেবারে ভাত খাওয়া বন্ধ করে দিয়ে অন্য খাবারের উপর বেশি নির্ভরশীল হলে খিদে পাবে তাড়াতাড়ি। তার চেয়ে পরিমিত ভাতের সঙ্গে সবজি এবং লিন প্রোটিন (মুরগির মাংস) মিশিয়ে খান। ব্যালান্স ডায়েট করতে গেলে পাতে ভাত রাখা জরুরি বলেই মনে করছেন পুষ্টিবিদরা।

আম- ফলের রাজা, খেতেও খাসা! এদিকে খেলেই নাকি বাড়ছে ওজন। আম এড়িয়ে চলছেন তাই নবীন প্রজন্ম। কিন্তু আমেও যে রয়েছে মরসুমি ফলের গুণ। ভিটামিন, মিনেরেলস এর পাশাপাশি আমে রয়েছে ফাইবার। বিপাকে সাহায্য করার পাশাপাশি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহযোগিতা করে সুস্বাদু এই ফল। তাই দূরে সরিয়ে রাখা কেন? পাতে থাকুক আমও, বলছেন পুষ্টিবিদরা।

কলা- খেতে মিষ্টি, ক্যালরি বেশি তাই অনেকেই ভয় পান কলা খেতে। এ বিষয়েও আশ্বস্ত করছেন পুষ্টিবিদরা। কলায় থাকে পটাসিয়াম এবং ফাইবার। শরীরের শক্তি বাড়াতে সহায়ক কলা। পেশির সচলতা এবং বিপাক হার বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এই ফল। কারণ, একবার কলা খেলে অনেক্ষন ভরা থাকবে পেট। খিদে পাবে না।

Weight Loss Tips: যৌবনে পড়বে না ভাটা! ভাত-আলু খেয়েও ওজন কমবে রকেটের গতিতে! মোমের মতো গলবে মেদ! সেরা ম্যাজিক টিপস পুষ্টিবিদের

Weight Loss Tips: যৌবনে পড়বে না ভাটা! ভাত-আলু খেয়েও ওজন কমবে রকেটের গতিতে! মোমের মতো গলবে মেদ!  সেরা ম্যাজিক টিপস পুষ্টিবিদের
Weight Loss Tips: যৌবনে পড়বে না ভাটা! ভাত-আলু খেয়েও ওজন কমবে রকেটের গতিতে! মোমের মতো গলবে মেদ! সেরা ম্যাজিক টিপস পুষ্টিবিদের
কিন্তু অনেক সময় মানুষ এগুলো খাওয়া বন্ধ করে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যার কারণে এটি সহজেই ওজন বাড়াতে পারে। শুধু তাই নয়, স্টার্চ খাবার খাওয়ার কারণে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যেতে পারে।
কিন্তু অনেক সময় মানুষ এগুলো খাওয়া বন্ধ করে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যার কারণে এটি সহজেই ওজন বাড়াতে পারে। শুধু তাই নয়, স্টার্চ খাবার খাওয়ার কারণে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যেতে পারে।
কিন্তু অনেক সময় মানুষ এগুলো খাওয়া বন্ধ করে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যার কারণে এটি সহজেই ওজন বাড়াতে পারে। শুধু তাই নয়, স্টার্চ খাবার খাওয়ার কারণে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যেতে পারে।
কিন্তু অনেক সময় মানুষ এগুলো খাওয়া বন্ধ করে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যার কারণে এটি সহজেই ওজন বাড়াতে পারে। শুধু তাই নয়, স্টার্চ খাবার খাওয়ার কারণে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যেতে পারে।
পুষ্টিবিদ জানালেন, স্টার্চযুক্ত আইটেম অন্তত ২৪ ঘন্টা ফ্রিজে রাখলে স্টার্চের বৈশিষ্ট্যগুলি প্রতিরোধী স্টার্চে পরিবর্তিত হয় যা অন্ত্রের জন্য স্বাস্থ্যকর এবং মেটাবলিজমও বাড়ায়।
পুষ্টিবিদ জানালেন, স্টার্চযুক্ত আইটেম অন্তত ২৪ ঘন্টা ফ্রিজে রাখলে স্টার্চের বৈশিষ্ট্যগুলি প্রতিরোধী স্টার্চে পরিবর্তিত হয় যা অন্ত্রের জন্য স্বাস্থ্যকর এবং মেটাবলিজমও বাড়ায়।
তিনি আরও বলেন, প্রতিরোধী স্টার্চ আপনার শরীরের জন্য খুবই উপকারী। এটি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়ায়, এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, এটি আপনার পেট ভরা রাখে যাতে আপনি বারবার ক্ষুধার্ত না হন, পাশাপাশি এটি কোলন ক্যান্সার এবং আইবিএসের মতো রোগগুলিকে দূরে রাখতে সাহায্য করে।
তিনি আরও বলেন, প্রতিরোধী স্টার্চ আপনার শরীরের জন্য খুবই উপকারী। এটি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়ায়, এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, এটি আপনার পেট ভরা রাখে যাতে আপনি বারবার ক্ষুধার্ত না হন, পাশাপাশি এটি কোলন ক্যান্সার এবং আইবিএসের মতো রোগগুলিকে দূরে রাখতে সাহায্য করে।
এভাবে এক বা দুই দিন আগে ভাত বা আলু রান্না করে ফ্রিজে রেখে তারপর খাবার হিসেবে ব্যবহার করুন। আপনার এই পদ্ধতিতে পাস্তা এবং কলার মতো স্টার্চযুক্ত খাবার খাওয়া উচিত। এটি করলে এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধ করা যায় এবং এটি স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী হবে।
এভাবে এক বা দুই দিন আগে ভাত বা আলু রান্না করে ফ্রিজে রেখে তারপর খাবার হিসেবে ব্যবহার করুন। আপনার এই পদ্ধতিতে পাস্তা এবং কলার মতো স্টার্চযুক্ত খাবার খাওয়া উচিত। এটি করলে এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধ করা যায় এবং এটি স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী হবে।
এই কৌশলটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে এবং আপনি কোনও উদ্বেগ ছাড়াই এই সুস্বাদু স্বাস্থ্যকর জিনিসগুলি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন।
এই কৌশলটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে এবং আপনি কোনও উদ্বেগ ছাড়াই এই সুস্বাদু স্বাস্থ্যকর জিনিসগুলি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন।