হাওড়া: জমা জলের গ্রাসে খেলার মাঠ। ফলে খেলতে না পেরে মন মরা ছেলেদের দল। এমনিতেই স্মার্টফোনের রমরমায় আজকাল আর সেভাবে মাঠে খেলতে আসে না অল্পবয়সী ছেলেমেয়েরা। সেখানে খেলার মাঠে জল জমে থাকার কারণে আরও বেশি করে ছেলের দল মাঠ বিমুখ হয়ে পড়ছে। এমনই বেহাল অবস্থা আন্দুলে।
হাওড়া জেলার আন্দুলের আড়গোড়ি স্পোর্টিং ময়দান যথেষ্ট নামকরা একটি মাঠ। একসময় এই মাঠে খেলার জন্য হাপিত্যেশ করে থাকত ছেলের দল। এমন মাঠ গোটা জেলায় হয়ত হাতে গোনা কয়েকটা আছে। জনবহুল এলাকার এক প্রান্তে বিশাল আকারের মাঠ। মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে কংক্রিটের দর্শক আসন। একসময় এই মাঠে বড় বড় টুর্নামেন্ট চলত। মাঠে খেলোয়াড়ের দাপাদাপিতে উচ্ছ্বাসে মেতে উঠতেন দর্শকরা।২০০৯ সালে এই মাঠে কংক্রিটের দর্শক আসনের উদ্বোধন হয়। তারপর আরও খেলার প্রতি উৎসাহিত হয়ে ওঠে স্থানীয় যুবকরা। তবে সেই উৎসাহ বেশি দিন ধরে রাখতে পারেনি স্থানীয়রা।
আরও পড়ুন: স্কুল-পড়ুয়া সব আছে, রোজ হয় মিড ডে মিল, তবুও এখানে শিকেয় উঠেছে পড়াশোনা!
উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই জমা জল গ্রাস করে এই খেলার মাঠটিকে। বর্তমানে আড়গোড়ি স্পোর্ট ময়দানের করুণ অবস্থা। একসময় যে মাঠে গোটা বছর স্থানীয় ছেলেরা দাপিয়ে বেড়াত, সেই মাঠে জন্মেছে কচুরিপানা। হাওয়ার তোড়ে মাঠে ভেসে বেড়াচ্ছে কচুরিপানার দল। গোলপোস্টের নিচে ছই হোগলার মত জলজ গাছ বেড়ে উঠছে। মাঠের গোলপোস্টের প্রায় অর্ধেক জলের তলায় থাকে সারা বছর। গত ১৪ বছর ধরে এই সমস্যা চলছে।
স্থানীয়রা জানান, বর্তমানে বছরে মাত্র দু-একটা মাস খেলার উপযোগী থাকে এই মাঠ। অভিযো,গ স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি দেখার জন্য বারবার অনুরোধ করেও কোনও ফল হয়নি। ফলে ক্রমশ হতাশা গ্রাস করেছে এলাকার মানুষকে।
রাকেশ মাইতি