Category Archives: হাওড়া

Howrah News: মাটির শৌখিন জিনিসের বাড়ছে চাহিদা! রথের মেলায় আশার আলো দেখছে মৃৎশিল্পীরা

হাওড়া: রথের মেলা আশার আলো দেখাচ্ছে মৃৎশিল্পীদের! রথের আগে চরম ব্যস্ততা কুমোরবাড়িতে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সারা দেশের মানুষের কাছে দারুন আকর্ষণের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওড়িশার পুরীতে রথযাত্রা উপলক্ষে কয়েক লক্ষ মানুষ হাজির হয়। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বাংলার মানুষের কাছে এর কদর অন্য মাত্রায়। পুরীর রথ যাত্রার পরই বিখ্যাত শ্রীরামপুরের মাহেশের রথ। এছাড়াও সারা বাংলা জুড়ে বেশ কয়েকটি প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরোনো সে দিনের রথের মেলা মানে পাপড় জিলাপি আর মাটির জিনিসপত্রের পসরা। সেই পুরনো রীতি আজও অক্ষত বহু স্থানে।

আরও পড়ুন: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবে

গ্রামের বহু মানুষের কাছে রথ মানে জিলিপ পাপড় চারা গাছ আর মাটির জিনিসের মেলা। এই পুরোনো রীতি আজও দেখা যায় সারা বাংলার বিভিন্ন প্রান্তে। তাই রথের মেলায় জিলাপি পাপড় কিংবা মাটির সরঞ্জামের অপেক্ষায় থাকেন অনেকে। হাওড়া জেলায় বিভিন্ন প্রান্তে সারা বছর প্রচুর মেলা আয়জিত হয়। সেই দিক থেকে রথের মেলায় রয়েছে পুরানো দিনের ছোঁয়া। ক্ষুদেদের হাত ধরে বড়রাও স্মৃতিচারণা করতে রথের মেলায় হাজির হয়।কালের নিয়মে মাটিরে জিনিসপত্রের ব্যবহার কম হতে শুরু করেছে। তবে মাটির বোকা ভাঁড় বা ভাঁড় এর ভাল চাহিদা আজও। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার ভার দারুন চাহিদা। পুজোর আগে লক্ষীর ভান্ডার ভাঁড় তৈরিতে চরম ব্যস্ততা। তাতেই মুখের চওড়া হাসি মৃৎশিল্পীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Local train: স্টেশন থামতে ভুলে গেল বর্ধমান লোকাল! ফিরে এল যাত্রী নামাতে, চুঁচুড়ায় বিপত্তি

অদ্ভুত ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন লাইনে। নির্দিষ্ট স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে সোজা চলে যায় হুগলি স্টেশনে। প্রতীকী ছবি।
অদ্ভুত ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন লাইনে। নির্দিষ্ট স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে সোজা চলে যায় হুগলি স্টেশনে। প্রতীকী ছবি।
পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকালে। প্রতীকী ছবি।
পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকালে। প্রতীকী ছবি।
ট্রেনটির শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়া স্টেশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না জানিয়ে চলে যায় হুগলি স্টেশনে।
ট্রেনটির শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়া স্টেশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না জানিয়ে চলে যায় হুগলি স্টেশনে।
বিষয়টির ফলে চুঁচুরা স্টেশনে নামবেন বলে যে সব যাত্রীরা অপেক্ষা করছিলেন তাঁরা বিপদে পড়ে যান। পরে তারা দেখেন হঠাৎ করে উল্টো দিকে চলেছে ট্রেন। ফিরে এসে নামিয়ে দেয় চুঁচুড়া স্টেশনের যাত্রীদের। প্রতীকী ছবি।
বিষয়টির ফলে চুঁচুরা স্টেশনে নামবেন বলে যে সব যাত্রীরা অপেক্ষা করছিলেন তাঁরা বিপদে পড়ে যান। পরে তারা দেখেন হঠাৎ করে উল্টো দিকে চলেছে ট্রেন। ফিরে এসে নামিয়ে দেয় চুঁচুড়া স্টেশনের যাত্রীদের। প্রতীকী ছবি।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”।

Howrah News: উলুবেড়িয়া পৌরসভার সফলতা পিছনে আসল কারণ কী! জানলে অবাক হবেন

হাওড়া: বাংলার সেরা পৌরসভার তালিকায় উলুবেড়িয়া পৌরসভা!  এই সফলতার পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।  মুখ্যমন্ত্রীর নির্দেশ পুঙ্খানুপুঙ্খ পালন অন্যতম কারণ এমনটাই জানান হয় পুরসভার পক্ষ থেকে। কাজের নিরিখে শতাব্দি প্রাচীন কলকাতা পৌরসভা ও হাওড়া পৌরসভাকে টেক্কা দিয়ে সফলতা উলুবেড়িয়া পৌরসভার। পৌরসভা এলাকায় মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা এবং মানুষের বাড়ি তৈরির সুবাদে মুখ্যমন্ত্রীর দ্বারা প্রশংসিত। ২০১৫-১৬ সাল থেকে ২৮৯০৬ টি বাড়ি এবং চার দফায় ৩৯ ৪৯০ বাড়িতে পানীয় জলের সং‌যোগ।

আরও পড়ুন: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন

উলুবেড়িয়া পুরসভার তরফে জানা যায়, খুব ছোট ছোট কয়েকটি বিষয় দারুণভাবে কার্যকর হয়েছে এই কাজে। সমস্ত কাজের সমীক্ষা এবং প্রতি সপ্তাহে একদিন পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার এবং আধিকারিক একত্রিত হয়ে কাজের পর্যালোচনা, নাগরিকসভা করা, একই সঙ্গে কমপ্লেন বক্সের মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের সহযোগিতা করা। সেই দিক থেকে এই সফলতার পেছনে পুরসভা এলাকার সাধারণ মানুষের ভূমিকা রয়েছে অসীম।এ প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, এই প্রশংসা পেয়ে আনন্দিত উৎসাহিত আপ্লুত আমরা। আগামী দিনে আরও মানুষের জন্য কাজের উৎসাহ বাড়বে বলেই জানিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Local Train News: ৮ দিনের বিরাট বদল! হাওড়া ডিভিশনে বদলাচ্ছে ট্রেনের টাইম, জেনে নিন সময়সূচি

হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের জন্য কয়েকদিন বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রন। রেল সূত্রে জানা যাচ্ছে, ট্যাম্পিং মেশিনের কাজের জন্য,০২/০৭/২০২৪ থেকে ১০/০৭/২০২৪ পর্যন্ত অনেক ট্রেন নিয়ন্ত্রিত থাকবে। তবে ০৫/০৭/২০২৪ তারিখ ছাড়া। (রাকেশ মাইতি)
হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের জন্য কয়েকদিন বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রন। রেল সূত্রে জানা যাচ্ছে, ট্যাম্পিং মেশিনের কাজের জন্য,০২/০৭/২০২৪ থেকে ১০/০৭/২০২৪ পর্যন্ত অনেক ট্রেন নিয়ন্ত্রিত থাকবে। তবে ০৫/০৭/২০২৪ তারিখ ছাড়া। (রাকেশ মাইতি)
হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলির মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০মিনিটের ট্র্যাফিক ব্লকের কাজের পরিকল্পনা করা হয়েছে। বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। এই কাজেফলে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে কাটোয়া - টেনিয়া মধ্যবর্তী।
হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলির মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০মিনিটের ট্র্যাফিক ব্লকের কাজের পরিকল্পনা করা হয়েছে। বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। এই কাজের ফলে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে কাটোয়া – টেনিয়া মধ্যবর্তীতে।
এই কাজের জন্য০৭ ০৭/২০২৪, ০৩/০৭/২০২৪, ০৪/০৭/২০২৪, ০৬/০৭/২০২৪ তারিখে বাতিল: আজিমগঞ্জ থেকে: 03090, 03076 কাটোয়া থেকে: 03089, 03075
এই কাজের জন্য০৭?/০৭/২০২৪, ০৩/০৭/২০২৪, ০৪/০৭/২০২৪, ০৬/০৭/২০২৪ তারিখে বাতিল: আজিমগঞ্জ থেকে: 03090, 03076 কাটোয়া থেকে: 03089, 03075
আগামী ০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে বাতিল: কাটোয়া থেকে: 03061, 03095, 03099আজিমগঞ্জ থেকে: 03062, 03096 আহমদপুর থেকে: 03100 তাছাড়া 03083, ৩.৫০মিনিটের পরিবর্তে ৫.২০টায় পুনঃনির্ধারণ করা হবে।
আগামী ০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে বাতিল: কাটোয়া থেকে: 03061, 03095, 03099
আজিমগঞ্জ থেকে: 03062, 03096 আহমদপুর থেকে: 03100 তাছাড়া 03083, ৩.৫০মিনিটের পরিবর্তে ৫.২০টায় পুনঃনির্ধারণ করা হবে।
০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে03059 কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়িতে (০১.২০) এবং 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে (০৪.৩০) আসার পরে ব্লক শুরু হবে। ব্লকের পর প্রথম ট্রেন 03083 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল ইউপি লাইনে এবং 13422 মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।
০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে 03059 কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়িতে (০১.২০) এবং 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে (০৪.৩০) আসার পরে ব্লক শুরু হবে। ব্লকের পর প্রথম ট্রেন 03083 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল ইউপি লাইনে এবং 13422 মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।

Illegal Parking: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন

হাওড়া: জাতীয় সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এটি! একশ্রেণীর ব্যবসায়ী ও চালকের উদাসীনতার ফলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জাতীয় সড়কে। এমনটাই বিস্ফোরক মন্তব্য জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজারের। ব্যস্ততম জাতীয় সড়কে ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে। চেষ্টা করে দুর্ঘটনা কিছুটা কম হয়েছে, বলেই জানাচ্ছেন সড়ক কর্তৃপক্ষ। যদিও এই দুর্ঘটনা ঘটার বেশ কিছু কারণ রয়েছে। জাতীয় সড়ক দুর্ঘটনা ঘটার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এক শ্রেণীর চালক ও কিছু ব্যবসায়ী। জাতীয় সড়কের সার্ভিস রোড বা মেন রোড দখল করে পার্কিং দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ। এর ফলে বহু দুর্ঘটনা জাতীয় সড়কে।

জাতীয় সড়কের ফুটপাত দখল করে দোকানপাট। অবৈধ পার্কিং সহ বেশ কিছু বিষয় রয়েছে যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ হল অবৈধ পার্কিং। হাওড়া জেলা জুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড প্রায় সর্বত্র দখল করে রয়েছে বড় বড় যানবাহন। এমন কি মেন রোডেও দেখা যায় রোডের একপাশে দাঁড়িয়ে রয়েছে ট্রাক । খুব সাধারন ঘটনা হলেও, এই ঘটনার জেরে অকালে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে।

আরও পড়ুনRath Yatra: মুর্শিদাবাদের জগন্নাথ পাড়ি দিচ্ছেন বিদেশে! অবাক করা সৃষ্টি জেলার শিল্পীর

এ প্রসঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, রাস্তার উপর পার্কিং মারাত্মক বিপজ্জনক। কিছু কারখানা মালিক এবং একশ্রেণীর চালক এই সমস্যার সৃষ্টি করছে। যার ফলে অল্পতেই ঘটছে দুর্ঘটনা। যদিও হাওড়া এবং উলুবেড়িয়াতে পার্কিং করার নির্দিষ্ট স্থান রয়েছে।দুর্ঘটনা মুক্ত জাতীয় সড়ক করতে হলে বন্ধ করতে হবে অবৈধ পার্কিং। তিনি আরও বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দুর্ঘটনা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে এই কাজে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।

রাকেশ মাইতি

Birthday Celebration: সাড়ম্বরে স্কুলে জন্মদিন উদযাপন! মাসের শেষ শনিবারের অপেক্ষায় থাকে সবাই

হাওড়া: সাড়ম্বরে জন্মদিন উদযাপন বিদ্যালয়ে। জন্মদিনে ছাত্র-ছাত্রীদের মুখে সন্তান স্নেহে পায়েস তুলে দিলেন শিক্ষক-শিক্ষিকারা। এখানেই শেষ নয়, জন্মদিন উপলক্ষে বিদ্যালয় চত্বর সাজানোর পাশপাশি জন্মদিনে ছাত্রদের হাতে তুলে দেওয়া হল উপহার। উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন উদযাপন উপলক্ষে এমনই অবাক করা দৃশ্য নজরে এল।

এমনিতে রাজ্যের অন্যান্য সরকারি বিদ্যালয়গুলিতে যখন পড়ুয়ার সংখ্যা কমছে, তখন উল্টো পথে হেঁটে হাওড়া জেলার এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিন পালন হয় প্রতিমাসের শেষ শনিবার। জন্মদিন এলেই দারুণ খাওয়া-দাওয়া, গিফট পাওয়ার আনন্দে উৎসাহিত হয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা। আরও আত্মিক বন্ধন গড়ে তুলতে হয় রাখি বন্ধন। শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন। একইসঙ্গে শিশুকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ প্রেম জাগাতে জন্মদিনে শিশুর নামে গাছ লাগানো হয়। নামকরণ করা সেই গাছের রাখি পরিয়ে দেয় ছোট ছোট পড়ুয়ারা।

আর‌ও পড়ুন: ভুটান পাহাড়ের জলে হড়পা বানের আশঙ্কা জয়গাঁয়

এই বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাছে এতটাই প্রিয় যে, প্রাক্তন হ‌ওয়ার পরেও আত্মিক যোগ থেকে যায়। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পরেও স্কুলের বাগান তৈরি, স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এবং তাদের জন্মদিন পালনে এসে হাজির হয় বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী। বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত জন্মদিন স্থান পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত ক্যালেন্ডারে।

এই প্রসঙ্গে বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, এমন বিদ্যালয়ই বেছে নিয়েছিলাম যেখানে বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের জন্য নিজে কিছু করতে পারব। তাই সে সময় বেছে নিয়েছিলাম প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়। সেই মতই এগিয়ে চলা। ভাল কাজ করার ইচ্ছে তো ছিল। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক, বাড় মংরাজপুর ও মংরাজপুর দুই গ্রামের মানুষ দারুনভাবে সহযোগিতা করেছেন। তার ফলেই এসেছে এই সাফল্য।

রাকেশ মাইতি

Local Train Cancel: সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল

হাওড়া: সপ্তাহের প্রথম দিনেই ট্রেনে যাত্রী ভোগান্তি হাওড়ায়, দক্ষিন-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। আপাতত বন্ধ রয়েছে হাওড়া আমতা লাইনের ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিনে সকালে এই সমস্যার জেরে আটকে পরে দিনের প্রথম ট্রেন। ফলে নাজেহাল বহু যাত্রী।

সোমবার সকাল ছ’টা নাগাদ সমস্যা শুরু হয়। এই সমস্যার জেরে কয়েক ঘণ্টা কেটে গেলেও সমাধান হয়নি। রেলের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ যাত্রীদের। এই ঘটনা পরিচর্যার অভাব বলেই মনে করছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ ছোট ছোট উপসর্গই জানায় শরীরে বাসা বাঁধছে মারণ ক্যানসার, কোনগুলি ভুলেও অবহেলা করবেন না? জানা দরকার

অন্যদিকে, হাওড়া-আমতা শাখায় নানা সমস্যা রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তাঁরা আরও অভিযোগ করেন, প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পরতে হয় যাত্রীদের। তার উপর সপ্তাহ শুরু কাজের প্রথম দিন সকালে এমন ঘটনা। সমস্যায় কর্মসংস্থামুখী মানুষ ব্যবসায়িক চাকরিজীবী। ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও সমস্যার সম্মুখীন। রেল সূত্রে জানা গিয়েছে, দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে।

রাকেশ মাইতি

East-West Metro: গঙ্গার তলাতেও এবার মেট্রোয় নেটওয়ার্ক থাকবে

হাওড়া: গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় এবার আরও ভাল নেটওয়ার্ক পাওয়া যাবে মেট্রোয়। ফলে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রুটে পুরোটাই এবার থেকে যাত্রীরা প্রয়োজনে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। কারণ গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য যখন টানেলের মধ্যে মেট্রো প্রবেশ করবে তখনও আর নেটওয়ার্কের সমস্যা হবে না।

মাসখানেক আগে হুগলি নদীর নিচে দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। ফলে খুব সহজেই হাওড়া-কলকাতা দুই শহর যুক্ত হয়েছে মেট্রো পরিষেবার মাধ্যমে। অল্প দিনে এই মেট্রো রুট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের কাছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রো রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। অনেকে আবার গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো করে যাওয়ার অভিজ্ঞতা লাভের জন্য এই রুটে মেট্রোয় চেপে বসছেন।

আর‌ও পড়ুন: পাট্টা বিলি নিয়ে বিলম্ব, নিশানায় ভূমি সংস্কার দফতর

তবে এই দুর্দান্ত অভিজ্ঞতার মধ্যেই যাত্রীদের একটি অভিযোগ ছিল গোড়া থেকেই। সিঁড়ি বেয়ে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে পৌঁছলেই অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক চলে যায়। বিশেষ করে গঙ্গার নিচে মেট্রো প্রবেশ করলে তখন আর এক ফোঁটাও নেটওয়ার্ক পাওয়া যায় না। এই পরিস্থিতিতে যাত্রীর স্বাচ্ছন্দের দিকে তাকিয়ে মেট্রো কর্তৃপক্ষ নদীর তলদেশ দিয়ে এই ৪.৮ কিমি রুটে নিরবিচ্ছিন্ন মোবাইল পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এই লক্ষ্যে ইতিমধ্যেই একটি টেলিকম সংস্থা কাজ শুরু করেছে। প্রতিটি স্টেশনেই সেই কাজ চলছে। যার মাধ্যমে ভূগর্ভস্থ রুটে ফাইভ-জি নেটওয়ার্ক খুব শীঘ্রই পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে বলে খবর।

রাকেশ মাইতি

Traffic Jam: ‌অবশেষে যানজট মুক্ত হ‌ওয়ার পথে রানিহাটি

হাওড়া: ‌যানজট মুক্ত হওয়ার পথে রানিহাটি। দীর্ষ সমস্যার সমাধান হতে চলেছে ১৬ নম্বর জাতীয় সড়কের এই অংশে। অফিস ফিরতি সময়ে কলকাতা ও কোলাঘাটগামী উভয় লেনে যানজট প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ক্রমশ বাড়ছে যানবাহনের সংখ্যা। সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হাওড়ার এই জাতীয় সড়কের। যানজটে জাতীয় সড়কের পাশাপশি রানিহাটি-আমতা রোডেও যানজট যাত্রী ভোগান্তি বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে জাতীয় সড়ক বা আমতা রানিহাটি হয়ে আসা অ্যাম্বুলেন্স ও দমকলের মত জরুরি পরিষেবাতেও ব্যাপক প্রভাব ফেলে এই যানজটে। তবে অবশেষে সেই দুর্ভোগ দূর হতে চলেছে।

বেআইনি নির্মাণ ও রাস্তার উপর যত্রতত্র টোটো, অটো, ট্রাকের পার্কিং রানিহাটির যানজট সমস্যাকে আরও জটিল করছে। সমস্যার সমাধানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত কয়েকদিন যাবত জাতীয় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ চলছে। সেই মত হাওড়ার রানিহাটিতেও দখলদার উচ্ছেদ হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা স্বস্তির মুখ দেখেছেন।

আর‌ও পড়ুন: অ্যাপ্রোচ রোডে মাটি পড়লেও সেতু ব্যবহারে ভয় স্থানীয়দের, সুন্দরবনে এ কী কাণ্ড!

এখন জাতীয় সড়কে উড়ালপুল এবং সার্ভিস রোড নির্মাণ হলে দূরপাল্লার যানবাহন বিনা বাধায় যেতে পারবে। একইসঙ্গে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস হলে সহজেই রানিহাটি-আমতা রোডে বিনা বাধায় যান চলাচল করতে পারবে। এতে আমজনতা ভোগান্তি থেকে রক্ষা পাবে। এই প্রসঙ্গে জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার অশোক কুমার পায়রা জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা সম্পূর্ণরূপে কম করা সম্ভব। এর জন্য অবৈধ পার্কিং, অবৈধ কাটিং এবং আন অথরাইজড এনক্লোজমেন্ট দূর করতে হবে। এই সমস্যা সমাধানে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাদের এই কাজে এগিয়ে আসতে হবে। যাতে কোনওভাবে জাতীয় সড়ক বাধা প্রাপ্ত বা নিয়ম ভঙ্গ না হয়। স্থানীয়দের আশা খুব শীঘ্রই এই যানজটের সমস্যা দূর হতে চলেছে।

রাকেশ মাইতি

Poisonous Snake Panic: বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ! শহরের মধ্যে প্রবল আতঙ্ক

হাওড়া: বিষধর সাপের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। শহরের মধ্যে সাপের আতঙ্কে কাঁটা বাসিন্দারা। ঘটনাটি হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের। বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। এই পরিস্থিতিতে পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে প্রবল চিন্তায় পড়ে গিয়েছে এখানকার মানুষজন।

বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে থাকে। নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধের পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। আর তাই গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। এবারও বর্ষার বহু আগে থেকেই সাপের উপদ্রব শুরু হয়েছে হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায়।

আর‌ও পড়ুন: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমা জল সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই এলাকায়। তবে গত কয়েক বছরে এখানকার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এলাকায় বাস করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। সাপে কামড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটছে।

হাওড়া পুরসভা বা বন দফতরকে জানিয়েও কোন‌ও লাভ হয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসনিক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী জানান, এর জন্য হাওড়া পুরসভায় এই সমস্যা সমাধানের নির্দিষ্ট কোনও দফতর বা বিভাগ নেই। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন।

রাকেশ মাইতি