Tag Archives: Chicken

Viral Chicken Fry Shop: সন্ধ‍্যের অন্ধকার হতেই এই দোকানে উপচে পড়ছে ভিড়! আসল কারণ জানলে হকচকিয়ে যাবেন

কোচবিহার: সন্ধ্যে নামলেই ফাস্টফুডের দোকানে ভিড় জমান বহু মানুষ। ফাস্ট ফুডের জগতে মুরগির মাংস বেশ অনেকটাই জনপ্রিয়। মূলত চিকেন ফ্রাই কম বেশি সকলের পছন্দের। এবার কোচবিহারের এক মুরগির মাংসের দোকান এই চিকেন ফ্রাই বিক্রি করার জন্য জনপ্রিয়তা লাভ করেছে। দোকানের কর্ণধার দীর্ঘ সময় ধরে মাংস বিক্রি করেন এই এলাকায়। তারপরে একদিন হঠাৎ করেই তিনি এই চিকেন ফ্রাই এর দোকান শুরু করেন। বর্তমান সময়ে সন্ধ্যে নামলেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমাচ্ছেন তাঁর এই দোকানে।

আরও পড়ুনঃ ঔষধি গুণে ভরপুর এই সবজি, ধারেকাছে ঘেঁষবে না পেটের রোগ! তবে মহিলাদের জন্য বিপজ্জনক

দোকানের কর্ণধার পরেশ বিশ্বাস জানান, “এই দোকান তিনি শুরু করেছিলেন মুরগির মাংসের দোকান হিসেবে। পরবর্তী সময়ে একদিন আচমকাই তাঁর মনে হয় তিনি এখানে চিকেন ফ্রাই-এর দোকান দেবেন। এমনি ভাবা, তেমনি কাজ। শুরু করা হয় ফ্রাই-এর দোকান।” বর্তমান সময়ে সন্ধ্যে নামলে তাঁর কর্মব্যস্ততা বেড়ে ওঠে কয়েকগুণ। দোকানের গ্রাহকদের ভিড় রীতিমতো উপচে পড়ে। ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি হয় সকলের। একটা সময় তিনি একা দোকান করলেও। বর্তমানে তাঁর দুই ছেলে তার সঙ্গেই দোকান করে। ছেলেরা সহযোগিতা করায় কাজ অনেকটা সহজ হয়।

কর্ণধারের এক ছেলে পাপন বিশ্বাস জানান যে, তাঁর বাবা এই দোকান শুরু করেছিলেন দীর্ঘ প্রায় ১৬ বছর আগে। বর্তমান সময়ে এই দোকান কিন্তু লোকের মুখে মুখেই ভাইরাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসেন এই দোকানের মাংসের স্বাদ নিতে। দোকানের এক গ্রাহক রাজু মোদক জানান, “আমার বাড়ি জেলার অন্যত্র হলেও, আমি প্রায়শই এই দোকানে আসি চিকেন ফ্রাই খেতে। এই দোকানের চিকেন ফ্রাই-এর মধ্যে এক আলাদা স্বাদ রয়েছে। চিকেন ফ্রাই বানানোর পরে যে মশলাগুলো দেওয়া হয়। সেগুলি এর স্বাদ আরও বাড়িয়ে তোলে।”

বর্তমানে, সন্ধ‍্যা নামলেই বহু মানুষের ভিড় জমছে এই দোকানে। ভিড় সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি হচ্ছে দোকানের প্রত্যেকটি মানুষের। সন্ধ্যা থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত চলছে এই দোকানের কর্মকাণ্ড। প্রতিদিন একই নিয়মে ধারাবাহিকভাবে এই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এই দোকানে। তাই একটা কথা বলাই যায়। এই দোকান বর্তমান সময়ে জেলার বুকে বেশ অনেকটাই ভাইরাল।

Sarthak Pandit

Bangla Video: মুরগি প্রতিপালন করে হয়ে উঠুন স্বনির্ভর! ব্যবসার মূল উপকরণ দেবে সরকার

মুর্শিদাবাদ: বাড়িতে মুরগি পালন করে হয়ে উঠুন স্বনির্ভর। বিশেষ করে পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিরাট উদ্যোগ নিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সবর্ত্র মহিলাদের স্বনির্ভর করার কাজ জোরকদমে চলছে। গরিব মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি রাজ্যে ডিমের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রক।

হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মোট ৪৮১ জনকে ১০ টি করে মুরগির বাচ্চা দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অসহায় দুঃস্থ মহিলারা যাতে ডিম উৎপাদন করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্যই এমন পদক্ষেপ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, বিএলডিও সন্তু দত্ত সহ আরও অনেকে।

আর‌ও পড়ুন: আলুর দোকানদারি করছেন বিডিও! ফিরল স্বস্তি, দেখুন ভিডিও

প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার সব সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা প্রদান করছে। আর সেই লক্ষ্যেই পরিবারের মহিলাদের হাতে মুরগির ছানা তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এই মুরগির বাচ্চাগুলোকে বড় করে সেই ডিম বিক্রির মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন মহিলারা। সরকারি প্রাণী মিত্ররা নির্দিষ্ট সময় অন্তর মুরগিগুলিকে ভ্যাকসিন দেবেন। তাছাড়া কীভাবে মুরগি প্রতিপালন করতে হবে তার নির্দেশিকা সম্বলিত একটি করে পুস্তিকা প্রত্যেক মহিলাকে দেওয়া হয়েছে।

কৌশিক অধিকারী

Bankura News: চিকেন-মাটন ফেল! বাঁকুড়ার ‘কুরকুরে ছাতু’ রাজ করছে বাজারে

বাঁকুড়া: সকালবেলা বাঁকুড়ার বাজারে এতদিন ফল, সবজি, মাছ মাংস কেনার সময় মানুষকে ভিড় করে বাছতে দেখা যেত। আর বর্ষাকালের ভোরবেলা থেকেই যে ভিড়টা দেখা যাচ্ছে তার কারণ ভিন্ন। ভোরবেলা থেকে ছাতু অর্থাৎ মাশরুম বাছাই করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন বাঁকুড়াবাসী। কারণ একটাই যে এই সময় পাওয়া যায় বিভিন্ন ধরনের সুস্বাদু ছাতু অর্থাৎ ছত্রাক।

অন্যতম হল কুরকুরে ছাতু। ছোট ছোট গোল গোল দেখতে এই ছাতু যেন হার মানাবে মাছ-মাংসকেও। স্বাদেও দুর্দান্ত তবে দামও বেশ চড়া। কয়েকদিন আগে পর্যন্ত এই ছাতুর দাম প্রায় ৮০০ টাকা কেজি চলছিল। তবে শুক্রবার সকালে বাঁকুড়ার মুখ্য দুই বাজার মাচানতলা এবং লালবাজারে কুরকুরে ছাতুর দাম ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম একটু কমায় বেশ খুশি সাধারন মানুষ। নিজের পছন্দমত বেছে নিচ্ছেন ছাতু।

বাঁকুড়া জেলার তথা জঙ্গলমহলে ছাতু খুবই জনপ্রিয় একটি খাবার। দেশের অন্যান্য জায়গায় যেটিকে মাশরুম নামে চেনা হয়, জঙ্গলমহলে তা ছাতু নামে পরিচিত। এই অঞ্চলের মানুষের কাছে অতি জনপ্রিয় সুস্বাদু একটি খাবার। মূলত এই কুরকুরে ছাতুটি পাওয়া যায় বাঁকুড়া জঙ্গলমহল এলাকা অর্থাৎ রাণীবাঁধ এবং খাতড়ার জঙ্গলে। তারপর এই ছাতু গুলিকে বাজারজাত করে বিক্রি করা হয়। কুরকুরে ছাতু খুব সহজেই রান্না করা যায়। মূলত বাজার থেকে কিনে কুরকুরে ছাতু বাড়ি নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ, সরষে এবং ঝিঙে দিয়ে রান্না করা হয়। বর্ষাকালের এই সময়টাতে বাঁকুড়ার ঘরে ঘরে কুরকুরে ছাতু রান্না করার গন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ India vs Sri Lanka: বাদ বিশ্বকাপের তারকারা! প্রথম ম্যাচেই ভারতীয় দলে মহাচমক দেবেন গম্ভীর? জানুন বিস্তারিত

বাঁকুড়ার আনাচে কানাচে যেরকম রয়েছে শিল্পবৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বনজ বৈচিত্র তেমনই বাঁকুড়া জঙ্গলমহলের খাদ্যাভাসেও রয়েছে বিপুল বৈচিত্র। জঙ্গলমহলের ছাতু অর্থাৎ মাশরুম একটি গুরুত্বপূর্ণ খাবার। বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় যেমন শিতাকে মাশরুম, ওয়েস্টার মাশরুম, পোঁয়াল মাশরুম এবং বালি মাশরুম। কখনও শুধুমাত্র মশলার সঙ্গে মিশিয়ে মুখরোচক ছাতু খান স্থানীয়রা। আবার ঝোল করে কিংবা পকোড়া করেও খাওয়া হয় জঙ্গলমহলের ছাতু। এবং সেই চিত্রই ধরা পড়লবাঁকুড়া শহরের মুখ্য বাজারে।

নীলাঞ্জন ব্যানার্জী

Parenting Tips: কম্পিউটার ফেল! এই ৫ খাবারে সন্তানের মাথা কাজ করবে দ্বিগুণ, তুখোড় মনযোগ! সকলের শীর্ষে থাকবে আপনার বাচ্চা

সন্তানের বুদ্ধি বাড়াতে একই সঙ্গে অনেক কিছুর প্রয়োজন। এই জন্য, নিয়মিত ব্যায়ামের সঙ্গে আপনার সন্তানের স্বাস্থ্যকর খাদ্যও প্রয়োজন কিন্তু।
সন্তানের বুদ্ধি বাড়াতে একই সঙ্গে অনেক কিছুর প্রয়োজন। এই জন্য, নিয়মিত ব্যায়ামের সঙ্গে আপনার সন্তানের স্বাস্থ্যকর খাদ্যও প্রয়োজন কিন্তু।
পুষ্টিবিদদের মতে, সার্বিক স্বাস্থ্যের জন্য তাজা ফল খাওয়া উচিত, তবে আপনি যদি আপনার মনকে তীক্ষ্ণ করতে চান তবে নিয়মিত তাজা ফল খান। ফলের মধ্যে আপেল, কমলা, ডালিম ও মৌসুমি ফল খাওয়া মস্তিষ্কের জন্য ভালো।
পুষ্টিবিদদের মতে, সার্বিক স্বাস্থ্যের জন্য তাজা ফল খাওয়া উচিত, তবে আপনি যদি আপনার মনকে তীক্ষ্ণ করতে চান তবে নিয়মিত তাজা ফল খান। ফলের মধ্যে আপেল, কমলা, ডালিম ও মৌসুমি ফল খাওয়া মস্তিষ্কের জন্য ভাল।
আমাদের শরীরের প্রতিটি অংশে কিছু না কিছু প্রোটিন আছে। মস্তিষ্ক এবং মেজাজকে চাঙ্গা করতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিনের জন্য আপনার দুধ, দই, ডিম, মুরগির মাংস, সয়া, মটরশুটি, শুকনো ফল, বীজ ইত্যাদি খাওয়া উচিত।
আমাদের শরীরের প্রতিটি অংশে কিছু না কিছু প্রোটিন আছে। মস্তিষ্ক এবং মেজাজকে চাঙ্গা করতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিনের জন্য আপনার দুধ, দই, ডিম, মুরগির মাংস, সয়া, মটরশুটি, শুকনো ফল, বীজ ইত্যাদি খাওয়া উচিত।
পুষ্টিবিদ মেরিনা বলেন যে শুকনো ফল এবং বীজে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি অসম্পৃক্ত চর্বি যা মস্তিষ্কের জন্য খুবই স্বাস্থ্যকর। শুকনো ফলের মধ্যে বাদাম, আখরোট, এপ্রিকট ইত্যাদি খাওয়ানোর।
পুষ্টিবিদ মেরিনা বলেন যে শুকনো ফল এবং বীজে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি অসম্পৃক্ত চর্বি যা মস্তিষ্কের জন্য খুবই স্বাস্থ্যকর। শুকনো ফলের মধ্যে বাদাম, আখরোট, এপ্রিকট ইত্যাদি খাওয়ানোর।
বীজের মধ্যে তেঁতুলের বীজ, চিয়া বীজ, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ ইত্যাদি খাওয়া মস্তিষ্কের জন্য খুবই উপকারী।
বীজের মধ্যে তেঁতুলের বীজ, চিয়া বীজ, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ ইত্যাদি খাওয়া মস্তিষ্কের জন্য খুবই উপকারী।
এগুলি ছাড়াও ভেষজ এবং মশলাও মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে পারে। হলুদ শিশু মস্তিষ্কের জন্য খুবই ভাল। হলুদে কারকিউমিন যৌগ পাওয়া যায় যা মস্তিষ্কের কোষে ফোলাভাব প্রতিরোধ করে।
এগুলি ছাড়াও ভেষজ এবং মশলাও মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে পারে। হলুদ শিশু মস্তিষ্কের জন্য খুবই ভাল। হলুদে কারকিউমিন যৌগ পাওয়া যায় যা মস্তিষ্কের কোষে ফোলাভাব প্রতিরোধ করে।
এছাড়াও, দারুচিনি, রোজমেরি এবং ঋষি উদ্ভিদের মতো ভেষজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি মস্তিষ্ক এবং মেজাজ ভাল রাখে করে। মনযোগ বাড়ায়। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
এছাড়াও, দারুচিনি, রোজমেরি এবং ঋষি উদ্ভিদের মতো ভেষজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি মস্তিষ্ক এবং মেজাজ ভাল রাখে করে। মনযোগ বাড়ায়। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

 

Chicken Price: উইকএন্ডে আরও চাপে বাঙালি! নাও মিলতে পারে মুরগির মাংস, পেলেও দাম হতে পারে দ্বিগুণ!

: অগ্নিমূল্য সবজির বাজার, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের পছন্দের মুরগির মাংসতেও এবার পড়তে চলেছে টান! শুরু হয়েছে  ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই আশঙ্কা তৈরি হয়েছে মুরগির মাংসের জোগানে।
: অগ্নিমূল্য সবজির বাজার, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের পছন্দের মুরগির মাংসতেও এবার পড়তে চলেছে টান! শুরু হয়েছে  ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই আশঙ্কা তৈরি হয়েছে মুরগির মাংসের জোগানে।
জানা গিয়েছে, রাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধড়ক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে। আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশি অত্যাচার ও তোলা আদায়ের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদনও জানান সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, রাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধড়ক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে। আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশি অত্যাচার ও তোলা আদায়ের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদনও জানান সংগঠনের সদস্যরা।
অনির্দিষ্টকালের জন্য মুরগির গাড়ির পরিষেবা বন্ধ হওয়ায় এবার বাজারে অত্যাধিক চড়া দামে কিনতে হতে পারে মুরগির মাংস। আর সেই মাংস পেতেও ছুটতে পারে কালঘাম মনে করছে সাধারণ মানুষ থেকে বিক্রেতারা। আর এতেই রীতিমত কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। ধর্মঘটে শামিল হয়েছেন জেলার সমস্ত মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও বলে জানা গিয়েছে৷
অনির্দিষ্টকালের জন্য মুরগির গাড়ির পরিষেবা বন্ধ হওয়ায় এবার বাজারে অত্যাধিক চড়া দামে কিনতে হতে পারে মুরগির মাংস। আর সেই মাংস পেতেও ছুটতে পারে কালঘাম মনে করছে সাধারণ মানুষ থেকে বিক্রেতারা। আর এতেই রীতিমত কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। ধর্মঘটে শামিল হয়েছেন জেলার সমস্ত মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও বলে জানা গিয়েছে৷
পাইকারি ও খুচরো দোকানদাররাও পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটকে সমর্থন করেছেন। আর তাই স্থানীয় মুরগির দোকান গুলিতেও আর পাওয়া যাবে না মাংস। পাশাপাশি মুরগির মাংসের পরিসেবা বন্ধ হওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারে জেলার বড় রেস্তোরাঁ থেকে রেস্টুরেন্ট গুলিও।
পাইকারি ও খুচরো দোকানদাররাও পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটকে সমর্থন করেছেন। আর তাই স্থানীয় মুরগির দোকান গুলিতেও আর পাওয়া যাবে না মাংস। পাশাপাশি মুরগির মাংসের পরিসেবা বন্ধ হওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারে জেলার বড় রেস্তোরাঁ থেকে রেস্টুরেন্ট গুলিও।
পুলিশের এই অত্যাচারের সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয় ওয়েস্ট বেঙ্গল পল্টি ফেডারেশনের উওর ২৪ পরগণা জেলা কমিটির তরফে।
পুলিশের এই অত্যাচারের সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয় ওয়েস্ট বেঙ্গল পল্টি ফেডারেশনের উওর ২৪ পরগণা জেলা কমিটির তরফে।
সংগঠনের অন্যতম সদস্য রতন পোদ্দার জানান , রাস্তায় মুরগির গাড়ি চলাচলের ক্ষেত্রে পুলিশের এই অত্যাচার বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এর ফলে, পরিষেবা ও যেমন পুনরায় স্বাভাবিক হয়ে যাবে পাশাপাশি মুরগির মাংসের দামও অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এই ধর্মঘটের জেরে এখন আমজনতার যন্ত্রণা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। Input-  Rudra Narayan Roy
সংগঠনের অন্যতম সদস্য রতন পোদ্দার জানান , রাস্তায় মুরগির গাড়ি চলাচলের ক্ষেত্রে পুলিশের এই অত্যাচার বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এর ফলে, পরিষেবা ও যেমন পুনরায় স্বাভাবিক হয়ে যাবে পাশাপাশি মুরগির মাংসের দামও অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এই ধর্মঘটের জেরে এখন আমজনতার যন্ত্রণা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। Input-  Rudra Narayan Roy

Chicken: শুক্র থেকেই রান্নাঘরে মুরগির মাংস ঢোকা বন্ধ? ধর্মঘট ঘিরে তুমুল আশঙ্কা, সমাধান হবে কবে?

কলকাতা: পোলট্রি ব্যবসায় ধর্মঘট। পুলিশি জুলুমের প্রতিবাদে শুক্রবার থেকে পোলট্রি মুরগি ব্যবসায় লাগাতর ধর্মঘট। মূলত পোল্ট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি এই ধর্মঘট ডেকেছে। শুক্রবার সকাল থেকেই বাজারে পোল্ট্রি মুরগির জোগান অনেকটাই কমেছে।

ধর্মঘট চলতে থাকলে শনিবার থেকে পোলট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও এই ধর্মঘটকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত বৃহৎ সংগঠন পোল্ট্রি ফেডারেশন।

আরও পড়ুন: সংখ্যালঘু ‘ত্যাগ’ ইস্যুতে শুভেন্দুর পাশে নেই সুকান্ত, সুকান্তকে বিরাট ‘জবাব’ শুভেন্দুর !

ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে ধর্মঘটের জেরেই মাংসের জোগানে সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পোলট্রি ফার্মগুলিতে যে মুরগি উৎপাদিত হয়, তা খোলা বাজারে নিয়ে আসেন ট্রেডাররা। রাজ্যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আওতায় ৪৫৫৭টি গাড়ি চলে। অভিযোগ, রাজ্য জুড়ে বিভিন্ন থানা এলাকায় এই সব গাড়ির উপর চলছে পুলিশি জুলুমবাজি। তারই প্রতিবাদে এই ধর্মঘট।

সম্প্রতি এ জাতীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। অভিযোগ, পুলিশ টাকা চাইলে মুরগির গাড়ির খালাসি ১০০ টাকায় রফা করতে চাইলে তাঁর উপর চড়াও হয় পুলিশ। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে ‘পুলিশি জুলুমবাজি’র বিরুদ্ধে ধর্মঘটের ডাক পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের।

Chicken Benefits: চিকেনের ঠিক এই অংশের মাংস খান! রোগা হওয়া, ব্লাড সুগার কমানো নিয়ে ভাবতেই হবে না

বাঙালি হেঁশেলে ইদানীং চিকেন বড় মুশকিল আসান৷ একদিকে যেমন রান্না হয়ে যায় চটজলদি৷ আবার অন্যদিকে সাধ্যের মধ্যে পুষ্টির ভান্ডার৷
বাঙালি হেঁশেলে ইদানীং চিকেন বড় মুশকিল আসান৷ একদিকে যেমন রান্না হয়ে যায় চটজলদি৷ আবার অন্যদিকে সাধ্যের মধ্যে পুষ্টির ভান্ডার৷

 

চিকেনের নানা টুকরোর মধ্যে বক্ষের অংশ বা চিকেন ব্রেস্ট খুবই উপকারী৷ সার্বিক সুস্থতা, মাসল তৈরি-সহ একাধিক ক্ষেত্রে কাজে লাগে চিকেন ব্রেস্ট৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
চিকেনের নানা টুকরোর মধ্যে বক্ষের অংশ বা চিকেন ব্রেস্ট খুবই উপকারী৷ সার্বিক সুস্থতা, মাসল তৈরি-সহ একাধিক ক্ষেত্রে কাজে লাগে চিকেন ব্রেস্ট৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷

 

১০০ গ্রাম চিকেন ব্রেস্টে আছে ৩১ গ্রাম প্রোটিন৷ মাংসপেশি তৈরি এবং তার সুস্থতার জন্য খান চিকেনের এই অংশ৷ স্পোর্টস বা ফিটনেসের সঙ্গে জড়িত থাকলে ডায়েটে রাখতেই হবে চিকেন ব্রেস্ট৷
১০০ গ্রাম চিকেন ব্রেস্টে আছে ৩১ গ্রাম প্রোটিন৷ মাংসপেশি তৈরি এবং তার সুস্থতার জন্য খান চিকেনের এই অংশ৷ স্পোর্টস বা ফিটনেসের সঙ্গে জড়িত থাকলে ডায়েটে রাখতেই হবে চিকেন ব্রেস্ট৷

 

চিকেন ব্রেস্টে ফ্যাট বা স্নেহ পদার্থ কম৷ ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে আছে ৩.৬ গ্রাম ফ্যাট৷ তাই ফ্যাট বর্জিত প্রোটিনের ভান্ডারের জন্য চিকেন ব্রেস্ট খেতে হবে৷
চিকেন ব্রেস্টে ফ্যাট বা স্নেহ পদার্থ কম৷ ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে আছে ৩.৬ গ্রাম ফ্যাট৷ তাই ফ্যাট বর্জিত প্রোটিনের ভান্ডারের জন্য চিকেন ব্রেস্ট খেতে হবে৷

 

একাধিক ভিটামিন আছে চিকেন ব্রেস্টে৷ তাই মাসল গ্রোথের পাশাপাশি যোগান দেয় কর্মশক্তির৷ প্রচুর মিনারেলস ও অ্যান্টি অক্সিড্যান্টস থাকার জন্য সার্বিক সুস্থতা বজায় থাকে৷
একাধিক ভিটামিন আছে চিকেন ব্রেস্টে৷ তাই মাসল গ্রোথের পাশাপাশি যোগান দেয় কর্মশক্তির৷ প্রচুর মিনারেলস ও অ্যান্টি অক্সিড্যান্টস থাকার জন্য সার্বিক সুস্থতা বজায় থাকে৷

 

চিকেন ব্রেস্টে ক্যালোরি খুব কম৷ ১০০ গ্রাম চিকেনে আছে ১৬৫ ক্যালোরি৷ লো ক্যালোরিতে পুষ্টির ভান্ডার বলে পরিচিত এই খাবার৷
চিকেন ব্রেস্টে ক্যালোরি খুব কম৷ ১০০ গ্রাম চিকেনে আছে ১৬৫ ক্যালোরি৷ লো ক্যালোরিতে পুষ্টির ভান্ডার বলে পরিচিত এই খাবার৷

 

চিকেন ব্রেস্টে কার্বোহাইড্রেটস নেই৷ লো কার্বস খাবার হিসেবে ব্লাড সুগারের ডায়েটে অবশ্যই রাখুন৷
চিকেন ব্রেস্টে কার্বোহাইড্রেটস নেই৷ লো কার্বস খাবার হিসেবে ব্লাড সুগারের ডায়েটে অবশ্যই রাখুন৷

 

চিকেনের এই অংশ দীর্ঘ ক্ষণ পেটে থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ রোগা হওয়ার জন্য ডায়েটিং করতে চাইলে চিকেন ব্রেস্ট খেতে পারেন৷
চিকেনের এই অংশ দীর্ঘ ক্ষণ পেটে থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ রোগা হওয়ার জন্য ডায়েটিং করতে চাইলে চিকেন ব্রেস্ট খেতে পারেন৷

 

চিকেন ব্রেস্ট রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে৷ এই অংশ সহজপাচ্য৷ তাই রোগীর ডায়েটেও রাখতে পারেন চিকেন ব্রেস্টের স্যুপ৷
চিকেন ব্রেস্ট রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে৷ এই অংশ সহজপাচ্য৷ তাই রোগীর ডায়েটেও রাখতে পারেন চিকেন ব্রেস্টের স্যুপ৷

Viral Food: চুঁচুড়ার গ্রাজুয়েট দিদির দোকানের পোলাও চিকেন কম্বো খেতে ভিড় জমছে প্রতিদিন দুপুরে

হুগলি: চুঁচুড়া কোর্ট চত্বরে এখন দুপুর হলেই ভিড় জমছে গ্রাজুয়েট পিউদির দোকানে। অল্প দামে সুস্বাদু গ্রাজুয়েট দিদির স্পেশাল পোলাও চিকেন কম্বো মন কেড়েছে ক্রেতাদের। সংসারের হাল ধরতে গ্রাজুয়েশন পাস করে অল্প বেতনে চাকরি ছেড়ে বাবার দোকানেই পরিবারের সঙ্গে নতুন ব্যবসার কাজ শুরু করেন গ্রাজুয়েট দিদি পিউ দাস। এখন প্রতিদিন দুপুর তাঁর দোকানে হলেই ভিড় জমছে গ্র্যাজুয়েট পিউ দির রান্না খাবার জন্য।

আরও পড়ুনঃ বৃষ্টিতে তোলপাড় উত্তর! দক্ষিণে ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি কবে…? ‘বড় আপডেট’ দিল আবহাওয়া দফতর

চুঁচুড়া ধরমপুর আদর্শ পল্লীর বাসিন্দা লক্ষণ দাস ও দিপালী দাসের মেয়ে পিউ দাস। বাবা লক্ষণ দাস বছর তিনেক আগে একটি ছোট্ট ঠেলা দোকান দিয়েছিলেন চুঁচুড়া কোর্টের মাঠের ধারে। তখনো মেয়ে পিউ কলেজ পড়ুয়া। চন্দননগর খলিশানি কলেজের ফিলোজফি অনার্সের ছাত্রী ছিলেন পিউ দাস। কলেজ শেষ করে একটি প্রথম দিকে হোস্টেলে ওয়ার্ডডেন্টের কাজ করতেন পিউ। বরাবরই নিজে রান্না করতে ভালবাসতেন এবং লোককে খাওয়াতে ভালবাসতেন তিনি। তাই ওয়ার্ডডেন্টের চাকরি ছেড়ে বাবার পাশে দাঁড়াতেও সংসারের হাল ধরতে বাবার দোকানেই শুরু করেন নতুন স্টার্টআপ। পোলাও চিকেন ফ্রাইড রাইস ও আলুর দম তাও আবার একদম অল্প দামে।

এই বিষয়ে পিউ বলেন, পড়াশোনা শেষ করে চাকরি করছিলেন তিনি। তবে সেই চাকরি ছেড়ে তিনি সিদ্ধান্ত নেন নতুন কিছু শুরু করবেন। আর রান্না করা তার যখন শখ তাই মানুষকে কম খরচে সুস্বাদু খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তারপর থেকেই বাবার দোকানে নতুন সুরুয়াত। যে দোকান লোক আগে চিনত না এখন লোক মুখে ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গ্রাজুয়েট দিদির দোকান নামে। প্রতিদিন কঠিন পরিশ্রমের পরে গোটা পরিবারের ওই দোকান থেকে যা আয় হয় তাই দিয়েই চলে তাদের সংসার। মুনাফা কম হলেও মানুষকে ভালো খাবার খাওয়ানোর জন্য কম মুনাফাতেই এই কাজ চালিয়ে যেতে চান গ্রাজুয়েট দিদি পিউ।

দর্শনশাস্ত্র নিয়ে স্নাতক পাস করেছেন পিউ। তাই জীবনের দর্শনে, পরিবারের পাশে দাঁড়াতে ও সংসারের হাল ধরতে পিউ হয়ে উঠেছেন এলাকার গ্রাজুয়েট দিদি। যার দোকানে আসলে অল্প খরচে পেট ভরা ও সুস্বাদু মন ভরা খাবার পাওয়া যায়।
রাহী হালদার

Bird Flu and Chicken Poultry Farm: থাবা ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক, নিজেদের মুরগি ফার্মকে বাঁচাতে পদক্ষেপ নিচ্ছেন পোলট্রি মালিকরা

:বর্তমানে বেশ চর্চায় বার্ড ফ্লু। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়। বিভিন্ন ক্ষেত্রে হাঁস, মুরগি বিভিন্ন পাখির মহামারী রূপ নেয়। শুধু তাই নয় এই ভাইরাস জাতীয় রোগ ছড়িয়ে পড়ে মানবদেহেও। বর্তমানে পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন প্রান্তিক এলাকায় মুরগি প্রতিপালনকারী চাষিরা। যারা সামান্য পুঁজিতে মুরগি পালন করে দিনানিপাত করেন, তারা সমস্যায় পড়ছেন। এই বার্ড ফ্লু এর আতঙ্কে আতঙ্কিত তারা।
:বর্তমানে বেশ চর্চায় বার্ড ফ্লু। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়। বিভিন্ন ক্ষেত্রে হাঁস, মুরগি বিভিন্ন পাখির মহামারী রূপ নেয়। শুধু তাই নয় এই ভাইরাস জাতীয় রোগ ছড়িয়ে পড়ে মানবদেহেও। বর্তমানে পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন প্রান্তিক এলাকায় মুরগি প্রতিপালনকারী চাষিরা। যারা সামান্য পুঁজিতে মুরগি পালন করে দিনানিপাত করেন, তারা সমস্যায় পড়ছেন। এই বার্ড ফ্লু এর আতঙ্কে আতঙ্কিত তারা।
প্রতিবছর গরমের সময় কম বেশি বার্ড ফ্লু রোগ পরিলক্ষিত হয়। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের শ্বাসযন্ত্রের রোগ এটি। যা মানবদেহেও ছড়িয়ে পড়ে। বার্ড ফ্লু রোগ হলে পোল্ট্রি, মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীর মৃত্যুর হার বৃদ্ধি পায়। শুধু তাই নয় মহামারীর আকার ধারণ করে এই ভাইরাস। ফাঁকা হয়ে যায় এক একটি পোল্ট্রি ফার্ম।
প্রতিবছর গরমের সময় কম বেশি বার্ড ফ্লু রোগ পরিলক্ষিত হয়। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের শ্বাসযন্ত্রের রোগ এটি। যা মানবদেহেও ছড়িয়ে পড়ে। বার্ড ফ্লু রোগ হলে পোল্ট্রি, মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীর মৃত্যুর হার বৃদ্ধি পায়। শুধু তাই নয় মহামারীর আকার ধারণ করে এই ভাইরাস। ফাঁকা হয়ে যায় এক একটি পোল্ট্রি ফার্ম।
স্বাভাবিকভাবে এই গরমের মরশুমে আতঙ্ক বাড়ছে পোল্ট্রি ফার্ম মালিকদের। যদিও বেশ কিছু জায়গায় ব্যক্তিগতভাবে নানান সতর্কতা অবলম্বন করছেন তারা।
স্বাভাবিকভাবে এই গরমের মরশুমে আতঙ্ক বাড়ছে পোল্ট্রি ফার্ম মালিকদের। যদিও বেশ কিছু জায়গায় ব্যক্তিগতভাবে নানান সতর্কতা অবলম্বন করছেন তারা।
প্রসঙ্গত এই রোগ ক্রমশ এক থেকে একাধিক পোল্ট্রি মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সরকারিগতভাবে কিংবা কোনও প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে সাবধানতা এবং প্রতিহত করার উপায় বা সচেতনতার বিষয় নিয়ে বিশেষ ক্যাম্প করার প্রয়োজনীয়তা মনে করছেন তারা। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত তারাও।
প্রসঙ্গত এই রোগ ক্রমশ এক থেকে একাধিক পোল্ট্রি মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সরকারিগতভাবে কিংবা কোনও প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে সাবধানতা এবং প্রতিহত করার উপায় বা সচেতনতার বিষয় নিয়ে বিশেষ ক্যাম্প করার প্রয়োজনীয়তা মনে করছেন তারা। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত তারাও।
প্রসঙ্গত, বার্ড ফ্লু হলে পরপর পোল্ট্রি মুরগির মৃত্যুর কারণে ক্ষতি হয় প্রতিপালনে। আর্থিক লোকশানের মুখে পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবে বেশ চিন্তায় রয়েছে পোল্ট্রি ফার্ম মালিকেরা। সরকারি হস্তক্ষেপ এবং সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। Input- Ranjan Chanda
প্রসঙ্গত, বার্ড ফ্লু হলে পরপর পোল্ট্রি মুরগির মৃত্যুর কারণে ক্ষতি হয় প্রতিপালনে। আর্থিক লোকশানের মুখে পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবে বেশ চিন্তায় রয়েছে পোল্ট্রি ফার্ম মালিকেরা। সরকারি হস্তক্ষেপ এবং সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। Input- Ranjan Chanda

 

Knowledge Story: এই মুরগির লেগ পিসের ওজন দেড় কেজি, স্বাদে অতুলনয়ী! খেয়েছেন কখনও? জেনে নিন কোথায় পাবেন

মুরগির মাংস বা চিকেন আমাদের কম-বেশি সকলেরই প্রিয়। চিকেনের রকমারি পদ আমাদের জিভে জল আনে। বিশেষ করে চিকেনের লেগ পিস খেতে পছন্দ করেন না এমন খাদ্য রসিক নেই। লেগ পিসের সাইজ একটু বড় হলে তো কথাই নেই।
মুরগির মাংস বা চিকেন আমাদের কম-বেশি সকলেরই প্রিয়। চিকেনের রকমারি পদ আমাদের জিভে জল আনে। বিশেষ করে চিকেনের লেগ পিস খেতে পছন্দ করেন না এমন খাদ্য রসিক নেই। লেগ পিসের সাইজ একটু বড় হলে তো কথাই নেই।
সাধারণত একটি মুরগির ওজন ২ থেকে ৩ কিলো হয়। লেগ পিস খুব বেশি ১৫০-২০০ গ্রাম। কিন্তু এবার যদি আপনাদের বলি, এমন এক চিকেন রয়েছে যার লেগ পিসের ওজনই দেড় কেজি। আর তা দিয়ে হয় সুস্বাদু নানা পদ। জেনে অবাক লাগলেও এটাই সত্যি।
সাধারণত একটি মুরগির ওজন ২ থেকে ৩ কিলো হয়। লেগ পিস খুব বেশি ১৫০-২০০ গ্রাম। কিন্তু এবার যদি আপনাদের বলি, এমন এক চিকেন রয়েছে যার লেগ পিসের ওজনই দেড় কেজি। আর তা দিয়ে হয় সুস্বাদু নানা পদ। জেনে অবাক লাগলেও এটাই সত্যি।
অদ্ভুত প্রজাতির এই মুরগির নাম হলো ‘ডং তাও’। স্থানীয়ভাবে এর নাম ড্রাগন চিকেন। এর বিশেষত্ব হল পা। বাণিজ্যিকভাবে এই মুরগির চাষ করা হয় ভিয়েতনামে। দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামের নামকরণ করা হয়েছে মুরগিটির নামে। এখানেই সবথেকে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে।
অদ্ভুত প্রজাতির এই মুরগির নাম হলো ‘ডং তাও’। স্থানীয়ভাবে এর নাম ড্রাগন চিকেন। এর বিশেষত্ব হল পা। বাণিজ্যিকভাবে এই মুরগির চাষ করা হয় ভিয়েতনামে। দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামের নামকরণ করা হয়েছে মুরগিটির নামে। এখানেই সবথেকে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে।
 এই মুরগির পা তাকে সবার থেকে আলাদা করে দেয়। পুরু লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় হতে পারে একটি ইটের সমান। এদের থাবা কিন্তু মানুষের হাতের তালুর আকৃতির। মুরগিটির শুধু পায়ের ওজনই এক দেড় কেজি পর্যন্ত হয়। যা এর শরীরে ৫ ভাগের এক ভাগ।
এই মুরগির পা তাকে সবার থেকে আলাদা করে দেয়। পুরু লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় হতে পারে একটি ইটের সমান। এদের থাবা কিন্তু মানুষের হাতের তালুর আকৃতির। মুরগিটির শুধু পায়ের ওজনই এক দেড় কেজি পর্যন্ত হয়। যা এর শরীরে ৫ ভাগের এক ভাগ।
ড্রাগন চিকেনের ওজন হয় প্রায় ৫ থেকে ১০ কেজি পর্যন্ত। আকৃতিতে সবচেয়ে বড় এই মুরগিগুলো বাজারে ২০০০ হাজার ডলারেও বিক্রি হয়। ভারতীয় বাজারে যার দাম জানলে চোখ কপালে উঠবে। একটি মুরগির দাম প্রায় ২ লাখ টাকা।
ড্রাগন চিকেনের ওজন হয় প্রায় ৫ থেকে ১০ কেজি পর্যন্ত। আকৃতিতে সবচেয়ে বড় এই মুরগিগুলো বাজারে ২০০০ হাজার ডলারেও বিক্রি হয়। ভারতীয় বাজারে যার দাম জানলে চোখ কপালে উঠবে। একটি মুরগির দাম প্রায় ২ লাখ টাকা।
এই ধরনের মুরগিকে দিনের অনেকটা সময় খোলা পরিবেশে রাখতে হয়। কারণ এরা যত বেশি হাঁটে, তত বেশি পায়ের পেশি শক্তিশালী ও বড় হয়। কি খাবার দেওয়া হয় মুরগিকে? খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা ও চালের গুড়ো, যা এর মাংস এর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়।
এই ধরনের মুরগিকে দিনের অনেকটা সময় খোলা পরিবেশে রাখতে হয়। কারণ এরা যত বেশি হাঁটে, তত বেশি পায়ের পেশি শক্তিশালী ও বড় হয়। কি খাবার দেওয়া হয় মুরগিকে? খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা ও চালের গুড়ো, যা এর মাংস এর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়।
এই মুরগি দিয়ে নানারকমের সুস্বাদু পদ তৈরি করা হয়। এই মুরগির মাংসের উপকারিতাও যথেষ্ট। বিশেষ করে এর লেগ পিসের স্বাদ অতুলনীয় বলে জানা যায়। তো একবার চেখে দেখবেন নাকি ড্রাগন চিকেনের দেড় কিলোর লেগ পিস?
এই মুরগি দিয়ে নানারকমের সুস্বাদু পদ তৈরি করা হয়। এই মুরগির মাংসের উপকারিতাও যথেষ্ট। বিশেষ করে এর লেগ পিসের স্বাদ অতুলনীয় বলে জানা যায়। তো একবার চেখে দেখবেন নাকি ড্রাগন চিকেনের দেড় কিলোর লেগ পিস?