Tag Archives: Theft

Child Theft Rumor: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসত, মারধর-পুলিশের গাড়ি ভাঙচুর

উত্তর ২৪ পরগনা: ছেলেধরা এসে এলাকা থেকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে, এই আতঙ্ককে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত। স্রেফ সন্দেহের জেরে বাচ্চা চোর ভেবে বেধড়ক মারধর করল এক মহিলাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এলাকাবাসীদের ক্ষোভের আগুন গিয়ে পড়ে পুলিশের উপর। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

বারাসতের কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনার পর সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে এক মহিলার ছবি দিয়ে দাবি করা হয়, বারাসতে নিত্যদিন তিনি বাচ্চা চুরি করে বেড়াচ্ছেন। তারপর থেকেই এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছিল। এদিন বারাসত সেন্ট্রাল মডেল স্কুল এবং বারাসত তেঁতুলতলায় দুটি বাচ্চার নিখোঁজ হওয়ার খবর আসে। তারপর থেকেই ভেতরে ভেতরে উত্তেজনা বাড়ছিল। সেই সময় এক মহিলাকে বাচ্চা নিয়ে উঠতে দেখে তাঁকে ছেলে ধরা ভেবে বসে এলাকার মানুষ।

আর‌ও পড়ুন: দেশের বৃহত্তম হিজল বন বাংলায়, সার্ভের পরই হবে সংরক্ষণ

এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেখানে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে স্থানীয়দের। সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের বিষয়টি নজরে আসার পর থেকেই পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে প্রচার চালানো হচ্ছিল। কিন্তু তাতে যে কাজের কাজ কিছু হয়নি এদিনের ঘটনাই তার প্রমাণ। এদিনের ঘটনাকে গুজবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন।

এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তাতে কিছু পুলিশকর্মী আহত‌ও হন। বারাসাত থানার দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এক সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় বারাসত জেলা পুলিশের এসডিপিও সহ বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনীকে। জনরোষ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এদিকে গুজব ছড়ানোর অপরাধে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীকে কোন‌ওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রুদ্রনারায়ণ রায়

Singer Rafa Yeasmin: ট্রেনযাত্রায় ফের বিপাক! কলকাতা ফিরছিলেন রিয়্যালিটি শো গায়িকা রাফা, পথেই যা ঘটল… আবার কাঠগড়ায় রেল

কলকাতা: ফের ট্রেনযাত্রায় নিরাপত্তার গাফিলতি। কাঠগড়ায় আবারও রেল। সর্বভারতীয় জনপ্রিয় একটি রিয়্যালিটি শো-এর গায়িকা রাফা ইয়াসমিন বিপাকে পড়লেন ট্রেন সফরের সময়ে। মা ও বাবার সঙ্গে মালদহ থেকে কলকাতা আসছিলেন তিনি। সেই সময়েই ঘটনাটি ঘটে।

রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসের এসি টু টিয়ার কামরা থেকে চুরি গেল দামি দামি জিনিপত্র। সঙ্গে টাকাও। মোবাইল-সহ আরও জিনিসপত্র খোয়া গেল ট্রেনে। কলকাতা স্টেশনে নেমে অভিযোগ দায়ের করেন সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন: ঠিক কত বছর চলে একটি AC? উইন্ডো বা স্প্লিট এয়ার কন্ডিশনারের আয়ুকাল জেনে নিন, নাহলে বিপদ…!

আজ, বুধবার সকালে জিনিসপত্র খোয়া যাওয়ার পর খোঁজ করেও আরপিএফ বা কোনও টিটির হদিশ পাওয়া যায়নি। তারপর কলকাতা স্টেশন পর্যন্ত অপেক্ষা করতে হয় রাফাকে। গন্তব্যে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। এসি ২ টিয়ারেও নিরাপত্তার গাফলতি দেখে কার্যত আতঙ্কিত রাফা এবং তাঁর পরিবার।

Unusual Death: মাছ চুরিতে বাধা দিতে গিয়ে ভেড়ি মালিকের এ কী পরিণতি হল!

দক্ষিণ ২৪ পরগনা: মাছ চুরি করতে এসে বাধা পেয়ে ভেড়ির মালিককে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা! চাঞ্চল্যকর ঘটনাটির জীবনতলা এলাকার। মৃত ভেরি মালিকের নাম আবদার শুকুর পিয়াদা।

পুলিশ সূত্রের খবর, নিহত ভেরি মালিকের প্রায় ৫০ বিঘে জমির উপর একটি মাছের ভেড়ি আছে। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার হাওড়ামারি এলাকায়। শুকুর পিয়াদার ভেড়ি থেকে প্রায়শই মাছ চুরি হয়ে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার‌ই কয়েকজনের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ ওঠে। এর আগেও বেশ কয়েকবার মাছ চুরিকে কেন্দ্র করে তাদের সঙ্গে ভেড়ি মালিকের বচসা ও গোলমাল হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। যদিও পরবর্তীতে সেই সব ঝামেলা মিটেও গিয়েছিল।

আর‌ও পড়ুন: আস্ত মানুষকে কেটে ফেলা হচ্ছে, শূন্যে ভাসছেন মহিলা! হচ্ছেটা কী?

এলাকার বাসিন্দারা ইদ উপলক্ষে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে মাছ চুরি করতে থাকে অভিযুক্তরা। ভেড়ির জানতে পেরে মালিক ছুটে গিয়ে তাদের বাধা দেন। চুরিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ভেড়ি মালিক আবদার শুকুর পিয়াদাকে। তাঁর মাথায় পরপর বাঁশ দিয়ে আঘাত করা হয়। এরপর দুষ্কৃতীরা ভেড়ির আলাঘর জ্বালিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় শুকুরকে ফেলে চলে যায়। খবর পেয়ে ছুটে আসেন ভেড়ি মালিকের বাড়ির লোকজন। তাঁকে উদ্ধার করে খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মাথায় আঘাত করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান। পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের আত্মীয়রা।মাছ চুরিকে কেন্দ্র করেই এই খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সুমন সাহা

House Theft: ভর সন্ধেতে জনবহুল এলাকায় অধ্যাপিকার বাড়িতে ভয়াবহ চুরি

হুগলি: ছুটির দিনে ভর সন্ধ্যেবেলায় জনবহুল এলাকায় অধ্যাপিকার বাড়িতে চুরি। কোন্নগরের ঘটনা। যে বাড়িতে চুরি হয়েছে তার পাশেই শাসকদলের দলীয় কার্যালয়। সেই অবস্থাতেও দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবে অবাক হয়েছেন অনেকেই। বাড়িতে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।

কোন্নগরের অরবিন্দ রোডের মতো ব্যস্ত এলাকায় এই চুরির ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিছুই টের পাননি। বাড়ির পাঁচটি আলমারি ভেঙে তা থেকে নদগ টাকা সমেত সোনা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে কোন্নগর ফাঁড়ির পুলিশ। দুষ্কৃতীদের সন্ধান পেতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আর‌ও পড়ুন: তীব্র গরমে বন্যপ্রাণীদের প্রাণ ওষ্ঠাগত, জঙ্গলে বাড়ল কৃত্রিম জলাশয়

দেবযানী মিত্র নামে ওই অধ্যাপিকার বাড়িতে চুরি হয়। তিনি হাওড়ার একটি কলেজে অধ্যাপনা করেন। চুরির সময় বাড়িতে ছিলেন না। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন তিনি বাড়ি ফেরেন তখনই ওই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক সাড়া পড়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩০ হাজার নগদ টাকা ও সোনাদানা যা ছিল সবই ঝেঁটিয়ে নিয়ে গিয়েছে চোরেরা। তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও হিসেব করে উঠতে পারেননি ওই অধ্যাপিকা।

কোন্নগরের অরবিন্দ রোডের বাড়ি থেকে এদিন দুপুরেই আত্মীয় বাড়িতে গিয়েছিলেন দেবযানীদেবী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী তথা রাজ্য সরকারের অর্থ দফতরের পদস্থ কর্তা। সন্ধের পরে তাঁরা বাড়ি ফেরেন। তখনই দেখতে পান বাড়িতে আলো জ্বলছে। অথচ যাওয়ার সময় তাঁরা সব আলো বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দরজা খুলে বাড়িতে ঢুকতেই মাথায় বাজ পড়ে ওই দম্পতির। তাঁরা দেখতে পান গোটা বাড়ি দু’টি তলা জুড়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। সমস্ত ঘরের দরজা খোলা, আলমারি ভাঙা। টাকা পয়সা, সোনাদানা কিছুই ফেলে রেখে যায়নি দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই তদন্ত নেমেছে পুলিস। স্থানীয় একটি সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে সন্ধের মুখে প্রাচীর টপকে দু’জন বাড়িতে ঢুকছে। কিন্তু বাড়ির পিছনের দরজা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে এই দুঃসাহসী চুরির সঙ্গে জমাট বাঁধছে রহস্যও।

রাহী হালদার

Bangla Video: এক সময় ঝাঁ চকচকে আবাসন এখন বিচ্ছিন্ন দ্বীপ! চুরিতে বাধা দিলেই আসছে শাসানি

পশ্চিম বর্ধমান: একসময় জায়গাটি ছিল ঝাঁ চকচকে এলাকা। বসবাস ছিল বহু মানুষের। রাস্তায় ছিল উজ্জ্বল আলো। পরিষ্কার রাস্তাঘাটে সারাদিন থাকত ব্যস্ততা। কিন্তু এখন সেই জায়গাই যেন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। সন্ধে নামলেই অন্ধকারের সমুদ্রে ডুবে যাচ্ছে গোটা এলাকা। দিনের পর দিন ঘরে ঘরে পড়ছে ইট পাটকেল।

দুর্গাপুর কেমিক্যাল কলোনি দুর্গাপুরে কেমিক্যাল কারখানা শুরু হওয়ার পর ধীরে ধীরে গড়ে ওঠে। এখানেই থাকতেন কারখানায় কর্মরত কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু বর্তমানে রুগ্ন অবস্থায় চলছে কেমিক্যাল কারখানা। আর তার থেকেও বেশি রুগ্ন দশা হয়েছে কারখানার আবাসন এলাকায়। বেশিরভাগ আবাসন এখন খালি পড়ে আছে। তবে যারা এখনও আবাসনে বসবাস করছেন তাঁরা রীতিমত দৈনন্দিন পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন।

আরও পড়ুন: দু’দিন আগেই সুন্দরবনের বুথে বুথে হাজির ভোট কর্মীরা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ব্যাপকভাবে চোরের উপদ্রব বেড়েছে। দিনে রাতে চুরি হচ্ছে। আগে ফাঁকা আবাসনগুলিতে চুরি হত। ফাঁকা আবাসনের দরজা, জানালা, ফ্যান ইত্যাদি সরকারি সম্পত্তি চুরি করেছে দুষ্কৃতীরা। সেই সব ফাঁকা করে দেওয়ার পর এখন যে আবাসনগুলিতে মানুষের বসবাস রয়েছে সেখানেও উপদ্রব শুরু হয়েছে চোরের দলের। প্রতিবাদ করতে গেলে ভয় দেখানো হচ্ছে। দিনে দুপুরে হচ্ছে চুরি। মানুষকে ভয় দেখাতে ঘরের মধ্যে এসে পড়ছে ইট পাটকেল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধে হলেই অন্ধকারের ডুবে যাচ্ছে গোটা এলাকাটি। রাস্তার আলো জ্বলছে না। প্রকাশ্যে চলছে মদ্যপানের আসর। এলাকার যে সমস্ত পড়ুয়ারা পড়তে বাইরের এলাকায় যান তাঁরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। রাতে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। বাড়িতে যে সমস্ত মহিলারা একা থাকেন তাঁরা রীতিমত আতঙ্ক নিয়ে বাড়িতে বসবাস করছেন। পুলিশকে এই ব্যাপারে জানানো হয়েছে। পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হয়। কিন্তু দু-চারদিন পরে আবার শুরু হয় চোরদের উপদ্রব। তাই প্রশাসন এবং কেমিক্যাল কর্তৃপক্ষের আরও বেশি নজরদারির আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

নয়ন ঘোষ

Bangla Video: ‘চোরের ১০ দিন তো গৃহস্থের একদিন’! চম্পট দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও

পশ্চিম বর্ধমান: কথাতেই আছে চোরের ১০ দিন তো, গৃহস্থের একদিন। অর্থাৎ চোর চুরি করে ১০ দিন ফাঁকি দিতে পারলেও, তাকে একদিন ধরা পড়তেই হয়। আর সেই একটা দিনই গৃহস্থের কাছে যথেষ্ট। আসানসোলের ছবিটা যেন তেমন কথাই বলছে। প্রশাসন এবং স্থানীয়দের ফাঁকি দিয়ে রেলের যন্ত্রাংশ চুরি চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।

আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নতুনডিহি রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে। এটি আদ্রা ডিভিশনের অন্তর্গত। সেখানেই কেবিন ঘর থেকে চুপিসারে নিয়ে যাওয়া হচ্ছিল লোহার যন্ত্রাংশ। রেলের যন্ত্রাংশ প্রশাসনের নজর এড়িয়ে চুরি করা হচ্ছিল। কিন্তু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতেনাতে ধরা পড়ল চোর। সঙ্গে থাকা সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও, অপরজন স্থানীয়দের কাছে ধরা পড়ে যান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় ৩০ ফুট দূরে ছিটকে পড়লেন সাইকেল আরোহী! ছুটে এসে এলাকার মানুষ যা করল…

লোহার যন্ত্রাংশ চুরি করার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত ব্যক্তি। যদিও তিনি ক্যামেরার সামনে বলেন, এটাই ছিল তাঁর প্রথমবার। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ফাঁকা পেলেই রেলের বিভিন্ন লোহার জিনিসপত্র প্রশাসনের নজর এড়িয়ে চুরি করে এমন দুষ্কৃতীরা। ফলে সরকারি সম্পত্তি চুরি হয়। পাশাপাশি এলাকায় দুষ্কৃতিদের উপদ্রব বাড়ে। আবার এই সমস্ত যন্ত্রাংশ বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে বসে নেশার আসর।

স্থানীয়রা জানিয়েছেন, কেবিন ঘর থেকে বড় বড় লোহার বিভিন্ন টুকরো নিয়ে পালানোর চেষ্টা করছিল দু’জন। এরপর স্থানীয়দের দেখে একজন চম্পট দিলেও আরেকজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয়রা। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হয়। রেল পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। তারপর খবর দেওয়া হয় বার্নপুর থানায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে গিয়েছে।

নয়ন ঘোষ

Car Theft: হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান

দক্ষিণ ২৪পরগনা: চিকিৎসা করাতে রোগীর পরিবার অনেক সময়ই চার চাকা গাড়ি, টোটো ইত্যাদি নিয়ে হাসপাতালে আসেন। কেউ আবার বাইক করে হাসপাতালে ভর্তি পরিজনকে দেখতে আসেন। কিন্তু এই গাড়ি নিয়েই দেখা দিয়েছেন নতুন এক বিপত্তি। গাড়ি রেখে চোখ ফেরালেই মুহূর্তের মধ্যে তা হাপিস করে দিচ্ছে চোরের দল।

রোগীর পরিজনরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে টোটো, বাইক ইত্যাদি গাড়ি। যদিও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু লাগাতার এই ঘটনায় তাদের নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান, অভিযোগটি তিনি শুনেছেন। টোটো চুরি নিয়ে একটা অভিযোগও জমা পড়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: এবার বিনা খরচে শিখুন কম্পিউটার! কোথায়, কীভাবে দেখুন….

জানা গিয়েছে, বারুইপুরের এক বাসিন্দা কয়েকদিন আগে বাইক নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে দেখেন তাঁর বাইকটি যেখানে রাখা ছিল সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এক টোটো চালক রোগীকে নিয়ে বারুইপুর হাসপাতালে এসেছিলেন। এরপর তিনি রোগীকে নিয়ে গিয়ে ভর্তি করেন। তারপর বাইরে এসে দেখেন টোটোটি যেখানে দাঁড় করানো ছিল সেখানে আর নেই। রোগীর পরিজনদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে হাসপাতাল চত্বরে আসা গাড়ি চুরি করছে।

সুমন সাহা

400 Kilogram Gold : ফিল্মি কায়দায় ইতিহাসের সবচেয়ে বড় চুরি! গায়েব ৪০০ কিলো সোনা

ইতিহাসের সবচেয়ে বড় চুরি ৷ ফিল্মি স্টাইলে কয়েকশো ক্যামেরা ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে গায়েব ৪০০ কেজি সোনা ৷ কয়েকজন ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল ৷ এই ঘটনায় ৩৮ বছরের একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি ৫ জনের খোঁজ চলছে ৷
ইতিহাসের সবচেয়ে বড় চুরি ৷ ফিল্মি স্টাইলে কয়েকশো ক্যামেরা ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে গায়েব ৪০০ কেজি সোনা ৷ কয়েকজন ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল ৷ এই ঘটনায় ৩৮ বছরের একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি ৫ জনের খোঁজ চলছে ৷
ফিল্মি কায়দায় টরেন্টো বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে ৷ কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, কড় নিরাপত্তার মধ্যে ৪০০ কিলোগ্রাম সোনা ও ২.৫ মিলিয়ন ডলারের চুরি হয়েছে যা প্রায় ভারতীয় মুদ্রায় ১৮৭ কোটি টাকা হয় ৷
ফিল্মি কায়দায় টরেন্টো বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে ৷ কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, কড় নিরাপত্তার মধ্যে ৪০০ কিলোগ্রাম সোনা ও ২.৫ মিলিয়ন ডলারের চুরি হয়েছে যা প্রায় ভারতীয় মুদ্রায় ১৮৭ কোটি টাকা হয় ৷
কানাডার পুলিশ জানিয়েছেন, চুরির ঘটনা ১৭ এপ্রিল ২০২৪ হয়েছে ৷ ৬৬০০ সোনার বারে ভর্তি ৪০০ কিলোগ্রামের কন্টেনারে ২৫ লক্ষ ডলারও ছিল  ৷ জালি ডকুমেন্ট দেখিয়ে চুরি করা হয়েছে ৷ এই কন্টেনারগুলি জুরিক থেকে টরেন্টো বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল ৷ কার্গো থেকে বের করে ক্যামেরা ও নিরাপত্তারক্ষীদের নজরদারির মধ্যে স্টোরেজে রাখা হয়েছিল ৷ পরের দিন পুলিশ জানতে পারে যে সোনা ভর্তি কন্টেনারগুলি গায়েব হয়ে গিয়েছে ৷
কানাডার পুলিশ জানিয়েছেন, চুরির ঘটনা ১৭ এপ্রিল ২০২৪ হয়েছে ৷ ৬৬০০ সোনার বারে ভর্তি ৪০০ কিলোগ্রামের কন্টেনারে ২৫ লক্ষ ডলারও ছিল ৷ জালি ডকুমেন্ট দেখিয়ে চুরি করা হয়েছে ৷ এই কন্টেনারগুলি জুরিক থেকে টরেন্টো বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল ৷ কার্গো থেকে বের করে ক্যামেরা ও নিরাপত্তারক্ষীদের নজরদারির মধ্যে স্টোরেজে রাখা হয়েছিল ৷ পরের দিন পুলিশ জানতে পারে যে সোনা ভর্তি কন্টেনারগুলি গায়েব হয়ে গিয়েছে ৷
৬ মে টরেন্টো বিমানবন্দর থেকে অর্চিক গ্রোভার নামে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ চুরির অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে ৷ এর আগেও ৫ হাজার ডলারে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷ শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে ৷ গ্রোভাররে ওন্টারিও কোর্টে পেশ করা হয়েছে ৷
৬ মে টরেন্টো বিমানবন্দর থেকে অর্চিক গ্রোভার নামে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ চুরির অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে ৷ এর আগেও ৫ হাজার ডলারে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷ শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে ৷ গ্রোভাররে ওন্টারিও কোর্টে পেশ করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, ঘটনায় যুক্ত দু’জন চুরির সময় এয়ারপোর্টে কর্মরত ছিলেন ৷
পুলিশ জানিয়েছে, ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, ঘটনায় যুক্ত দু’জন চুরির সময় এয়ারপোর্টে কর্মরত ছিলেন ৷

CCTV Footage: চাল-চোরকে ধরিয়ে দিল CCTV ফুটেজ!

জলপাইগুড়ি: যাবতীয় রহস্য ভেদ করল সিসিটিভি ক্যামেরা। চুরি যাওয়া ১০৪ বস্তা চাল সহ দু’জনকে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ। অথচ এই চোর ধরতেই প্রথমে হিমশিম খাচ্ছিল পুলিশ।

জানা গিয়েছে,গত ৭ মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে ১০৪ বস্তা চাল চুরি হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ওই ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। তদন্ত নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভির ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখার ভিত্তিতে একটি মালবাহী ছোট গাড়িকে সনাক্ত করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

এর পরের ধাপে সেই গাড়ির জিপিএস ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে পড়ে একসময় তারা যাবতীয় ঘটনা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমন লাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার ও অপরজনের বাড়ি ডিমডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।

সুরজিৎ দে

Jalpaiguri Theft: বাসের যন্ত্র চুরি করে ধাপ্পা! ব্যাপারটা কী

জলপাইগুড়ি: দেদার চুরি হয়ে যাচ্ছে বাসের যন্ত্রপাতি। ফলে জলপাইগুড়ি-শিলিগুড়ি যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়ছেন যাত্রীরা। এমনিতেই ভোটের জন্য বাস কম। তার উপর এই অবস্থায় বেহাল দশা।

কর্মসূত্র থেকে শুরু করে নানা প্রয়োজনীয় কাজের জন্যেই জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনিবাসের উপরে নির্ভর করে থাকে জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে না কোনও মিনিবাস। ফলত, যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে।

আর‌ও পড়ুন: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই সরকারি পরিবহণ নিগমের বাস। তার উপর বন্ধ হল বেসরকারি বাস, দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের। কিন্তু কেন? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালিয়ে বাসের সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এতে ভোগান্তি হচ্ছে বাস চালকদেরও।

ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের। এভাবে দিনের পর দিন চলতে পারে না বলেই বিক্ষোভ দেখিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনি বাস বন্ধ করে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে।

সুরজিৎ দে