Category Archives: হাওড়া

Durga Puja 2024: থিম ‘গ্রাম বাংলা’! প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মণ্ডপসজ্জায় ব্যস্ত ক্লাব সদস্যরা

হাওড়া: শিশিরে ভেজা শরৎ মানেই দেবীর আগমন। তাই সর্বত্র জুড়েই সাজো সাজো রব। দেবীর এই আগমনীতে ঘরে ঘরে খুশির জোয়ার বয়ে আনে। বাঙালির বারো মাসের তেরো উৎসবের শ্রেষ্ঠ হল দুর্গাপুজো।

দুর্গোৎসব মানে বনেদিবাড়ি থেকে বারোয়ারির পুজোয় বাঙালির মেতে ওঠা। শরতের সূচনা লগ্ন থেকেই বাংলা জুড়ে শুরু হয় পুজোর প্রস্তুতি। সেই দিক থেকে পিছিয়ে নেই, শহর হাওড়াও৷ গ্রাম থেকে শহর, জেলার বিভিন্ন প্রান্তে জোরদার চলছে পুজোর প্রস্তুতি।

আরও পড়ুন: হাজার হাজার টাকা দিয়ে কেশর কিনছেন? ঠকে যাচ্ছেন না তো? শিখুন কেশর চেনার উপায়

মণ্ডপে মণ্ডপে ফুটে উঠছে নানা থিমের ছটা। শহর বা শহরতলীর থেকে খুব বেশি পিছিয়ে নেই গ্রামও। গ্রামাঞ্চলেও বিভিন্ন মন্ডপে রয়েছে চোখ ধাঁধানো থিমের সাজ।

আরও পড়ুন: ইঁদুরের যম, মাত্র ১০ টাকা খরচ করলেই ঘরের ত্রি সীমানায় থাকবে না, রইল বিশেষজ্ঞের পরামর্শ

আকর্ষণীয় মণ্ডপসজ্জা ফুটে উঠেছে হাওড়ার মাকড়দহে। এখানের অ্যাথলেটিক ক্লাবের দুর্গা পুজোয় এবারের থিম ‘কুমোর পাড়ার গরুর গাড়ি’। এই মন্ডপে ফুটে উঠবে নির্ভেজাল গ্রামের চিত্র।

এখানে চূড়ান্ত পর্যায়ে মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। গতবছর মণ্ডপ সজ্জায় দারুন ভাবে দর্শকদের নজর কেড়েছিল মাকড়দহ অ্যাথলেটিক ক্লাব। গতবারের থিম ছিল ‘লক্ষ্য’।

গতবার মণ্ডপ থেকে লক্ষ্য স্থির রেখে সফলতার দিকে এগিয়ে যাবার বার্তা মানুষকে। সেভাবেই সাজিয়ে তোলা হয়েছিল মণ্ডপ। এবারের মাকড়দহ অ্যাথলেটিক ক্লাবের মন্ডপে দেখা যাবে নির্ভেজাল গ্রামের ছবি।

একদিকে গরুর গাড়ি ঠাকুরদালান উঠোন নানা গ্রামীন নিদর্শন ফুটে উঠবে পুজো মণ্ডপে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে এই থিম নির্মাণে। এবার প্রতিষ্ঠানের সদস্যরা নিজেরাই মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছে। আন্তরিকতার সঙ্গে একটু একটু করে মণ্ডপকে মনের মত রূপ দেচ্ছেন তাঁরা।

এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক প্রীতম মজুমদার জানান, ‘‘বর্তমান সময়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে প্রকৃত গ্রামের চিত্র অজানা। মণ্ডপে এমন গ্রামের চিত্র দেখে আকর্ষিত হবে ছোটরাও। অন্যদিকে প্রবীণ মানুষ যারা শৈশব থেকে গ্রামেই বড় হয়ে শহরে এসেছে কর্মজীবনের তাগিদে। তারাও তাঁদের নস্টালজিক ফিরে পাবেন এই মণ্ডপে প্রবেশ করলে।’’
রাকেশ মাইতি

Blast in Room: ও কী হল! আকাশ ফাটানো আওয়াজ, কিন্তু বাজ ভেবে ভুল করেছিলেন মানুষ, আসল কাণ্ড শিউরে দেবে

হাওড়া: হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল গ্রাম, ঘর থেকে বেরিয়ে মানুষের চোখের সামনে ঝলসানো ভয়ানক এক দৃশ্য। টালির চালের মাটির বাড়ি ভেঙে চুরমার, তিন থেকে চার জন মানুষের ঝলসানো দেহ মাটিতে পরে ছটফট করছে। কীভাবে এই কাণ্ড প্রথমে কেউ আন্দাজ করতে পারেনি।

তবে প্রতিবেশী সামসুলের ভেঙে পড়া বাড়ির সামনে এগোতে নাকে আসে বারুদের গন্ধ। প্রথমে গ্রামের মানুষ ভেবেছিল এই বিকট শব্দর কারণ বজ্রপাত। কিন্তু চোখের সামনে দেখতে পায় ভয়ংকর কান্ড। টালির চালের ছাউনি মাটির ঘর ভেঙে চুরমার, আগুনে ঝলসে তিন থেকে চার জন ছটফট করছে। চারিদিক তখনও বারুদের গন্ধ। স্থানীয়দের অনুমান বোম বা বারুদের কারণে এই দুর্ঘটনা।

আরও পড়ুন –  কানপুরের পিচের কথা মাথায় রেখে কেমন দল সাজাবেন রোহিত শর্মা

উলুবেড়িয়ায় রহস্য বিস্ফোরণে জখম ৩। আশঙ্কাজনক অবস্থায় আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরনে ওই বাড়ির ৩-৪ জখম হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে। শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পার্শ্ববর্তী এলাকার পর্যন্ত শোনা যায়। বুধবার সকালে এলাকার থমথমে ভাব। মানুষের মধ্যে আতঙ্কের ছাপ।

স্থানীয় মানুষ জানান, স্থানীয় সামসুলের বাড়িতে কি কাজ চলত তা জানা নেই। তবে তাঁর বাড়িতে লোকজন আসা যাওয়া করত। মঙ্গলবার বিকেলে ভয়ানক দুর্ঘটনা ঘটার পর গ্রামের মানুষ আন্দাজ করছেন বারুদ নিয়ে কোন কাজ চলত এই বাড়িতে। আহতদের কোথায় চিকিৎসা চলছে, তা সঠিক জানা নেই বলেই জানান গ্রামের মানুষ।
Rakesh Maity

Durga Puja 2024: মা চললেন বিদেশ! মাত্র ২০ ইঞ্চি সাবেকি প্রতিমা পাড়ি দিল আমেরিকায়

হাওড়া: মা চললেন বিদেশে! পিছিয়ে নেই জেলার শিল্পীরাও, সরস্বতীর পর দুর্গা প্রতিমা পাড়ি দিল সুদূর আমেরিকায়, বানালেন হাওড়া শিল্পী জয়ন্ত হাজরা! হৃদয়জুড়ে বাজছে মায়ের আগমনী ধ্বনি। এখন শুধু দিন গোনার পালা। হাতে আর মাত্র কটা দিন। তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতবে মানুষ। বাংলা ছাড়িয়ে দেশ-বিদেশে মা দুর্গার আরাধনায়। বিশ্বের প্রায় প্রতিটি কোণায় রয়েছে বাঙালি। আর বাঙালি যেখানে দুর্গাপুজো তো হবেই। আর ভিন দেশে দুর্গা প্রতিমার অধিকাংশ যায় এই পশ্চিমবঙ্গ থেকেই ।

আরও পড়ুনঃ ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

কলকাতার কুমোরটুলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। কলকাতা থেকে প্রচুর দুর্গা প্রতিমা পাড়ি দেয় বিদেশে। তবে, এক্ষেত্রে পিছিয়ে নেই জেলার শিল্পীরাও । সেই তালিকায় যুক্ত হয়েছে হাওড়া জেলার প্রতিমা শিল্পীরাও। ২০ ইঞ্চি উচ্চতার এই সাবেকি দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন হাওড়ার শিল্পী জয়ন্ত হাজরা। তাঁর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিল বিদেশে। শিল্পী জানান, আমেরিকার এক দিদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঠাকুরটি অর্ডার দেন |

প্রতিমা শিল্পী জয়ন্ত হাজরা জানান, মার্চ মাসের শেষের দিকে আমাকে প্রতিমার অর্ডার দেন। তিনি জানান এই প্রতিমাটির বাজেট ৫০০০ টাকা, ঠাকুরটির ওজন চালচিত্র নিয়ে সাড়ে ৩ থেকে ৪ কেজি | কাঁচের ঘরে রাখলে ঠাকুরটি অনেকদিন ভাল থাকবে বলেও জানান শিল্পী। তবে এই প্রথম নয়, এর আগেও নেদারল্যান্ড, ব্যাঙ্গালোর-সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছিল জয়ন্ত-র হাতের তৈরি দুর্গা প্রতিমা। শুধু দুর্গা নয়, তাঁর তৈরি সরস্বতী প্রতিমাও এর আগে বিদেশ পাড়ি দিয়েছে। এই দুর্গার সঙ্গে লক্ষ্মী ও কালীও যাচ্ছে আমেরিকা। বিদেশে প্রতিমা পাঠানোর মূল বিষয় প্রতিমা তৈরি করে অক্ষত অবস্থায় বিদেশে পাঠানো। আগামী দিনে বিদেশের পুজোগুলিতে আরও বেশি করে জেলার শিল্পীদের হাতে তৈরি ঠাকুর যাক, সেটাই আশা রাখেন শিল্পী।

রাকেশ মাইতি

Bengal Police: হোমগার্ডের সার্ভিস বন্দুক থেকে ছুটল গুলি, আহত ২ পুলিশ কর্তা, বি গার্ডেন থানায় রক্তারক্তি কাণ্ড

হাওড়া:  হোমগার্ডের সার্ভিস বন্দুক থেকে ছুটে আসা গুলিতে আহত বি গার্ডেন থানার দুই পুলিশকর্তা। আহত দুই সাব ইন্সপেক্টর কৃষ্ণ রায় এবং রাজীব সিংহকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। গুলি চালানোর ঘটনায় ক্লোস করা হল বি গার্ডেন থানার হোমগার্ড পরভীন রাজভরকে। কিন্ত কেন, কীভাবে বন্দুক থেকে চলল গুলি?

সূত্রের খবর অনুযায়ী, গতকাল ডিউটি বদলের সময় অসতর্কতায় বন্দুক থেকে ছুটে যায় গুলি। তাতেই আহত হয়ে পড়েন সাব ইন্সপেক্টর কৃষ্ণ রায় এবং রাজীব সিংহ। কৃষ্ণাকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাওড়া বি গার্ডেন থানায় ঘটেছে এই ঘটনা।

আরও পড়ুন: বাজল ‘বিদায়ঘণ্টা’! কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম? কবে শেষ যাত্রা? হেরিটেজ হিসেবে চলবে শুধু এই রাস্তায়

ঘটনায় আহত দুই পুলিশকর্তাকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা সম্বন্ধে এখনও বিশদে কিছু জানা যায়নি।

Howrah News: প্রতিমা দর্শনেই মিলছে উপহার! পুজোয় ভেষজ গাছ দান গ্রামবাসীদের

হাওড়া: বাৎসরিক পুজো উপলক্ষ্যে ভেষজ গাছ দান গ্রামবাসীদের! এক অভিনব উদ্যোগ উলুবেড়িয়ার হাটগাছা বটতলায় সার্বজনীন অষ্টনাগ মা মনসা পুজো কমিটির। প্রতিবছর পূজোর বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সামাজিক এবং পরিবেশ সচেতনতার নানা উদ্যোগ দেখা যায়। হাটগাছা বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘের পক্ষ থেকে। এবার ভেষজ গাছ কর্মসূচিতে দারুন উৎসাহিত গ্রামের মানুষ। এবার এই বছর ১৯ বছরে পদার্পণ করল ।প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানুষের রোগ নিরাময়ে এলোপ্যাথি ওষুধের নির্ভরশীলতা কমাতে ডায়বেটিস রোগ নিরাময় করতে ২০০ মানুষের হাতে তুলে দেওয়া হল ভেষজ গাইনুরা গাছ। উলুবেড়িয়ায় বাড় মঙরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্তর উদ্যোগে এই গাছ বিতরণ অনুষ্ঠান হয়।

আরও পড়ুন: সাপে কামড়ানো শিশুকে উদ্ধার, বাড়ি-বাড়ি ত্রাণ পৌঁছানো, বন্যা দুর্গতদের পাশে হাওড়ার স্থানীয় যুবক, জনপ্রতিনিধিরা

এই ভেষজ গাইনুরা কেউ কেউ বলেন ঐশ্বরিক গাছ বা ঈশ্বরের পাতা। এ দেশে গাছটি ডায়াবেটিসের মহৌষধি নামে পরিচিত হয়ে উঠেছে ।প্রাচীন কাল থেকে এই গাছ বহু রোগে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশ গুলিতে ব্যাপক ভাবে এর ব্যবহার। ডায়াবেটিস, বাতের ব্যথা, উচ্চরক্তচাপ, কিডনির সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং ক্যানসারের মত রোগের ক্ষেত্রে কার্যকরী। প্রতিদিন খালি পেটে দুই থেকে চারটি এই গাইনুরা গাছের পাতা খেলে দারুণ উপকার পাওয়া যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে এই পাতা খাওয়া যেতে পারে। এমনকি ইনসুলিন ব্যবহারকারীরা দুটি করে পাতা খেলে উপকার পাওয়া যায় | এই দুই পাতা দারুণ কার্যকরী বলে জানালেন শিক্ষক রাজদূত সামন্ত| অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন বলেও জানালেন তিনি। তিনি আরও জানান, সঠিক উপকার পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:  চারগুণ দামে বিক্রি হচ্ছে এই ফুল !

মনসা পুজো উপলক্ষ্যে হাটগাছা বিবেকানন্দ স্বেচ্ছাসেবীসংঘর তরফ থেকে আশেপাশের গ্রামগুলোতে গাইনুরা গাছ বিতরণ করা হবে বলে প্রচার করা হয়েছিল । যার ফলে এলাকায় ব্যাপক সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। এদিনের ভেষজ গাছ বিতরণ অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ওষুধের নির্ভরশীলতা কমিয়ে সুগার থেকে রোগমুক্তি মিলতে এই ভেষজ গাছের গুণাগুণ পেতে মানুষও এদিন ভিড় জমিয়েছিল উলুবেড়িয়ার হাটগাছা বটতলায় সার্বজনীন অষ্টনাগ মা মনসা পূজায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Eastern Railway:পরিচ্ছন্নতা বজায় রাখতে ফেলা দেওয়া জিনিসেই ব্যবহার সামগ্রী তৈরিতে উদ্যোগী পূর্ব রেল

হাওড়া: ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে পূর্ব রেল।! রেল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ব্যবহৃত জিনিসে তৈরি নানা সামগ্রী প্রদর্শন করা হয় রেলের তরফে। রেলের এই উদ্যোগ দারুণ আগ্রহ দেখা গিয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: হাতে মাত্র একঘণ্টা! কলকাতা-সহ সাত জেলায় আসছে বৃষ্টি, বজ্রপাতে কাঁপবে এলাকা

পূর্ব রেলওয়ে পুনর্ব্যবহার যোগ্য পণ্যের প্রচার করতে সমগ্র পূর্ব রেল এলাকা জুড়ে বিভিন্ন স্টেশনে বর্জ্য থেকে শিল্পের প্রদর্শনির আয়োজন করেছে। যার থিম ছিল ‘স্বভাব স্বচ্ছতা – সংস্কার স্বচ্ছতা।’ এই প্রচেষ্টায়, হাওড়া বিভাগের হাওড়া স্টেশন, ব্যান্ডেল, বামুনগাছি এবং হাওড়া অর্থোপেডিক হাসপাতাল-সহ বিভিন্ন স্থানে বর্জ্য থেকে শিল্প প্রদর্শনি অনুষ্ঠিত হয়। এছাড়াও, একাধিক স্টেশনে একটি স্বচ্ছতা সংক্রান্ত সচেতনতার প্রচারের আয়োজন করা হয় রেলের পক্ষ থেকে। শেওড়াফুলি, শ্রীরামপুর, বর্ধমান, কাটোয়া এবং রামপুরহাটের মতো স্টেশনগুলিতে  স্বচ্ছতার প্রচারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: মুড়ি মুড়কির মতো ওষুধ খাচ্ছেন? লিভারের মহাশত্রু এই ৩ ওষুধ! নোট করে নিন নাম! জানুন কী বলছেন বিশেষজ্ঞ

শিয়ালদহ বিভাগে, পুনর্ব্যবহার যোগ্য জিনিসগুলি স্টেশনে প্রদর্শিত করা হয়। যেখানে যাত্রীরা উৎসাহের সঙ্গে প্রদর্শনী উপভোগ করেন। বহু যাত্রী আগ্রহের সঙ্গে অব্যবহৃত পণ্য থেকে তৈরি জিনিসপত্র ক্রয় করেন। বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল রেলের তরফে।

IMD Latest Weather update: হাতে মাত্র একঘণ্টা! কলকাতা-সহ সাত জেলায় আসছে বৃষ্টি, বজ্রপাতে কাঁপবে এলাকা

দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ। আগামী এক-দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। (Image: Representative)দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ। আগামী এক-দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। (Image: Representative)
দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ। আগামী এক-দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। (Image: Representative)
শুধু বৃষ্টিই নয়, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ৭টি জেলায়, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। (Image: Representative)
শুধু বৃষ্টিই নয়, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ৭টি জেলায়, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। (Image: Representative)
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা, হাওড়া এবং হুগলী জেলায়। (Image: Representative)
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা, হাওড়া এবং হুগলী জেলায়। (Image: Representative)
আগেই হাওয়া অফিস জানিয়েছিল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তিন জেলায়- ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ সেই সঙ্গে আরও একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা ছিল। (Image: Representative)
আগেই হাওয়া অফিস জানিয়েছিল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তিন জেলায়- ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ সেই সঙ্গে আরও একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা ছিল। (Image: Representative)
পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। (Image: Representative)
পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। (Image: Representative)

Howrah News: সাপে কামড়ানো শিশুকে উদ্ধার, বাড়ি-বাড়ি ত্রাণ পৌঁছানো, বন্যা দুর্গতদের পাশে হাওড়ার স্থানীয় যুবক, জনপ্রতিনিধিরা

হাওড়া: হাওড়ার বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ ৷  বন্যা দুর্গত মানুষদের ত্রাতা হয়ে দাঁড়াল একদল যুবক! অতিবৃষ্টি বা ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েে দক্ষিণবঙ্গের দামোদর নিম্ন অববাহিকার বহু অঞ্চল।

বর্ষায় প্রায় প্রতি বছরই ডিভিসি জল ছাড়ে৷ আর তাতেই বন্যার কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ। মেদনীপুর, হুগলি জেলার বেশ কিছু অঞ্চল, হাওড়ার উদয়নারায়নপুর, আমতা  এই জলে প্লাবিত হয়।

বন্যার কারণে দুর্ভোগ এখানকার মানুষের প্রায় প্রতিবছরের সমস্যা। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়৷  ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হয় এলাকার মানুষ। বিশেষ করে প্রতিবছর বন্যা পরবর্তীতে কৃষি নির্ভর মানুষের অবস্থা  শোচনীয় হয়ে দাঁড়ায়।

এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষকে বিভিন্নভাবে বিপদ মুক্ত করতে প্রশাসন তৎপরতার সঙ্গে দায়িত্বভার পালন করছে। এবারের বন্যার ভয়াবহতা অনেক বেশি। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মানুষকে সহযোগিতা করার সমস্ত চেষ্টা করছে৷ উদ্ধার কার্য চালানো হচ্ছে। মানুষকে বিপদ থেকে রক্ষা করতে সব রকম প্রচেষ্টা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

তবে পিছিয়ে নেই সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ও  যুবকেরাও৷ স্থানীয় একদল যুবক উদ্ধার কার্য-সহ নানা বিপদে  প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছে। রাত দিন এক করে ওঁরা মানুষকে বিপদমুক্ত উদয়াস্ত খাটছে ।

এমনই ছবি দেখা গেল হাওড়ার উদয়নারায়নপুরে। সেখানে প্রশাসন এবং স্থানীয় বিধায়কের সহযোগিতায় তৈরি খাবার  যুবকরা পৌঁছে দিচ্ছেন বন্যা কবলিত মানুষের কাছে।

জল বাড়ার শুরু হতেই মানুষকে উদ্ধার করা হোক বা  সাপে কামড়ে আক্রান্ত দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হোক তাঁরা দিন রাত এক করেছে৷

এক ব্যক্তি বানের জলে ভেসে গিয়েছিল৷ স্থানীয় যুবকরা তাঁকে উদ্ধার করেন৷ তারপর তাঁর বাড়িতে খাবার পৌঁছে দেন। আবার বিদ্যুৎস্পৃষ্ট যুবককে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রেও নিয়ে যান৷ এই ূববিপদের সময় স্থানীয়দের পাশে এসে দাঁড়ালেন উদয়নারায়নপুর ব্লকের পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি লক্ষীকান্ত দাস।

এ প্রসঙ্গে লক্ষীকান্ত দাস জানান, ‘‘বিপদে পাশে দাঁড়ানো হল মানুষের কর্তব্য। আর সেই দিক থেকে জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব আরও বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের নির্দেশ মতই আমরা এই কর্মকাণ্ডে শামিল রয়েছি।’’ ।

রাকেশ মাইতি

Money Making Tips: চারগুণ দামে বিক্রি হচ্ছে এই ফুল !

দাম বেড়ে ৪ গুণ বেল জুঁই ফুল! অতিবৃষ্টি দারুণভাবে বিপাকে মানুষ, একইভাবে সমস্যায় ফুল চাষীরা। অতি বৃষ্টির জেরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ফুল বাগান। বাগানে ফোটা অধিকাংশ ফুলের দাম নেমেছে তলানিতে, সিজন ফুলের দাম কয়েক দিনে খুব কম।
দাম বেড়ে ৪ গুণ বেল জুঁই ফুল! অতিবৃষ্টি দারুণভাবে বিপাকে মানুষ, একইভাবে সমস্যায় ফুল চাষীরা। অতি বৃষ্টির জেরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ফুল বাগান। বাগানে ফোটা অধিকাংশ ফুলের দাম নেমেছে তলানিতে, সিজন ফুলের দাম কয়েক দিনে খুব কম।
গাছ বাঁচিয়ে রাখতে পারলে পুজোর মরশুমে ভাল দাম মিলবে। তাই বাগান টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা। এদিকে বর্ষায় জবার দাম তুলনামূলক বেশি হলেও গাছে সেভাবে ফুলের দেখা নেই। ফলে জবা চাষীরা এখন লাভের লাভ কিছুই পাচ্ছেন না। পুজোর বাজার ধরার আগে প্রায় অধিকাংশ ফুল চাষি রয়েছে চিন্তায়। তবে ব্যতিক্রম পথ দেখাচ্ছে ক্ষুদ্র বেল ও জুঁই ফুল। যদিও অতি বৃষ্টির জেরে জুঁই চাষেও দারুণ ক্ষতি হয়েছে।
গাছ বাঁচিয়ে রাখতে পারলে পুজোর মরশুমে ভাল দাম মিলবে। তাই বাগান টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা। এদিকে বর্ষায় জবার দাম তুলনামূলক বেশি হলেও গাছে সেভাবে ফুলের দেখা নেই। ফলে জবা চাষীরা এখন লাভের লাভ কিছুই পাচ্ছেন না। পুজোর বাজার ধরার আগে প্রায় অধিকাংশ ফুল চাষি রয়েছে চিন্তায়। তবে ব্যতিক্রম পথ দেখাচ্ছে ক্ষুদ্র বেল ও জুঁই ফুল। যদিও অতি বৃষ্টির জেরে জুঁই চাষেও দারুণ ক্ষতি হয়েছে।
তবে দুর্যোগ কেটে যাবার পর যেভাবে আকাশ ছোঁয়া বেল জুঁই ফুলের দাম বৃদ্ধি হয়েছে। তাতে বেল জুঁই ফুল চাষীদের মুখে দেখা দিচ্ছে চওড়া হাসি। কিছুদিন আগেও যে দামে বেল জুঁই ফুল বিক্রি হয়েছে। তার থেকে প্রায় ৪-৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে জুঁই।
তবে দুর্যোগ কেটে যাবার পর যেভাবে আকাশ ছোঁয়া বেল জুঁই ফুলের দাম বৃদ্ধি হয়েছে। তাতে বেল জুঁই ফুল চাষীদের মুখে দেখা দিচ্ছে চওড়া হাসি। কিছুদিন আগেও যে দামে বেল জুঁই ফুল বিক্রি হয়েছে। তার থেকে প্রায় ৪-৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে জুঁই।
অতিবৃষ্টি এবং উষ্ণ আবহাওয়া অধিকাংশ ফুল চাষে ক্ষতি। সেই মত জুঁই বাগানেও ক্ষতি হয়। সমস্ত ফুল চাষী আপ্রাণ চেষ্টায় দিনরাত এক করে গাছের গোড়ায় সার ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে গাছ বাঁচানোর চেষ্টা করে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যত বেশি বাগান ও গাছ রক্ষা করতে পারে।
অতিবৃষ্টি এবং উষ্ণ আবহাওয়া অধিকাংশ ফুল চাষে ক্ষতি। সেই মত জুঁই বাগানেও ক্ষতি হয়। সমস্ত ফুল চাষী আপ্রাণ চেষ্টায় দিনরাত এক করে গাছের গোড়ায় সার ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে গাছ বাঁচানোর চেষ্টা করে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যত বেশি বাগান ও গাছ রক্ষা করতে পারে।
দুর্যোগ শেষে, বেশি লাভের লাভ পান সেই কৃষক।এ প্রসঙ্গে হাওড়া বাগনান বাঁকুড়দহ গ্রামের জুঁই চাষীরা জানান, গরমে যে ফুল পাঁচ টাকায় বিক্রি হয়েছে, সেই ফুল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায়। অতি বৃষ্টির জেরে গাছের গায়ে জল জামা মারাত্মক ক্ষতি। ওষুধ সার বিভিন্ন ভাবে পরিচর্যার মাধ্যমে বাগান টিকিয়ে রাখা। আসন্ন পুজোর বাজার, পূজোর বাজারের আগেই দারুন চাহিদা জুঁই ফুলের। যদিও সেভাবে ফুল আসছে না। তবে জুঁই ফুলের চড়া দামের কারণে, চাষিদের মুখে দেখা যাচ্ছে চওড়া হাসি।
দুর্যোগ শেষে, বেশি লাভের লাভ পান সেই কৃষক।এ প্রসঙ্গে হাওড়া বাগনান বাঁকুড়দহ গ্রামের জুঁই চাষীরা জানান, গরমে যে ফুল পাঁচ টাকায় বিক্রি হয়েছে, সেই ফুল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায়। অতি বৃষ্টির জেরে গাছের গায়ে জল জামা মারাত্মক ক্ষতি। ওষুধ সার বিভিন্ন ভাবে পরিচর্যার মাধ্যমে বাগান টিকিয়ে রাখা। আসন্ন পুজোর বাজার, পূজোর বাজারের আগেই দারুন চাহিদা জুঁই ফুলের। যদিও সেভাবে ফুল আসছে না। তবে জুঁই ফুলের চড়া দামের কারণে, চাষিদের মুখে দেখা যাচ্ছে চওড়া হাসি।

Durga Puja 2024: পুজোর আগেই দক্ষিণবঙ্গে দুর্যোগ! সোম থেকে টানা ৪ দিন প্রবল বৃষ্টি হতে পারে বহু জেলায়

বর্ষা যেন এবার চলে গিয়েও যাচ্ছে না। পুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের বহু জেলায়। প্রতীকী ছবি।
বর্ষা যেন এবার চলে গিয়েও যাচ্ছে না। পুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের বহু জেলায়। প্রতীকী ছবি।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায়। প্রতীকী ছবি।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায়। প্রতীকী ছবি।
মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বৃষ্টি বাড়বে বুধবার। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। প্রতীকী ছবি।
মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বৃষ্টি বাড়বে বুধবার। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। প্রতীকী ছবি।
পুজোর আগেই প্লাবিত হয়েছে রাজ্যের একাধিক জেলা। নতুন করে বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে জেলাগুলিতে, এমনই আশঙ্কা করা হচ্ছে। প্রতীকী ছবি।
পুজোর আগেই প্লাবিত হয়েছে রাজ্যের একাধিক জেলা। নতুন করে বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে জেলাগুলিতে, এমনই আশঙ্কা করা হচ্ছে। প্রতীকী ছবি।
মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বৃষ্টি বাড়বে বুধবার। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। প্রতীকী ছবি।
মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বৃষ্টি বাড়বে বুধবার। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। প্রতীকী ছবি।
সেই সঙ্গে বৃহস্পতিবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা। যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। প্রতীকী ছবি।
সেই সঙ্গে বৃহস্পতিবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা। যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। প্রতীকী ছবি।