Tag Archives: Road Accident

Road Accident: মা ও ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন, রাস্তাতেই শেষ মেয়ের জীবন!

হুগলি: সাতসকালেই আরামবাগে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাইভেট কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায়। মৃত মহিলার নাম চন্দনা মুখার্জী। তাঁর বাড়ি আরামবাগের সতীতলা এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দনা মুখার্জী ভাই ও মাকে ডাক্তার দেখানোর জন্য প্রাইভেট কারে করে সতীতলা থেকে কলকাতায় যাচ্ছিলেন। গাড়িতে চালক সহ মোট চারজন ছিলেন। বলরামপুরের কাছে আরামবাগের দিক থেকে আসা একটি লরির সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হবে। সংঘর্ষের ফলে রাস্তার নিচে নেমে যায় প্রাইভেট গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির পিছনের অংশ।

আর‌ও পড়ুন: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!

আহত হন গাড়ি মধ্যে থাকা তিনজন। মৃত চন্দনা মুখার্জী আটকে যান গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া অংশের মধ্যে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও আরামবাগ থানার পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর চন্দনা মুখার্জীকে গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া অংশ থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি আহতদের চিকিৎসা চলছে।

রাহী হালদার

Bike Accident: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!

দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে বেপরোয়া বাইক চালানোর বড়সড় মাসুল দিতে হল অভিনেতাকে। সোনারপুরে পথদুর্ঘটনায় মারা গেলেন আজাদ শেখ (৩৫) নামে হলিউড অভিনেতা। তিনি সম্প্রতি ‘মির্জা’ নামে এক পরিচিত বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।

সোনারপুর থানার আড়াপাঁচে এই পথ দুর্ঘটনাটি ঘটে। সোনারপুরের‌ই জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ। এদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন মামার বাড়ি যাবেন বলে। অত ভোরে বাইক নিয়ে বেরোতে বারণ করেছিলেন বাবা। কারণ দিন দুই পর‌ই পরিবারের সকলে মিলে মামার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাবার বারণ শোনেননি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ভোরে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট টেম্পোয় ধাক্কা মারেন। বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে যায়। সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে এই অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: হাওড়ার বিখ্যাত ‘দাশনগর’-এর নামকরণ কীভাবে হয়েছিল জানেন?

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখের ৯ বছরের একটি পুত্র সন্তান আছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছিলেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে বাবাকেও হারাল ছোট্ট শিশুটি। আজাদ শেখ এই বছর রিলিজ হ‌ওয়া টলিউড স্টার অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করেন। বাবা ও ছেলে দু’জনেই অভিনয় করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ অনুরাগীরা।

সুমন সাহা

Leopard Death: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

আলিপুরদুয়ার: আবার‌ও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণ বয়ষ্ক চিতাবাঘের। মাদারিহাটের ঘটনা। গভীর রাতে একটি গাড়ি নিয়ম না মেনে দ্রুতগতিতে চলছিল। এরফলে চিতাবাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে ভোরবেলায় এলাকার মানুষ বাইরে বেরিয়ে দেহ পড়ে থাকতে দেখে।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মাদারিহাট এলাকার প্রধান সড়ক ধরে চিতাবাঘটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গাড়িটিকে পাওয়া যায়নি। ভোর হলে স্থানীয়রা রোজের মত বাড়ির বাইরে বেরিয়ে চিতাবাঘটির দেহ দেখতে পান। এরপর তাঁরাই বনবিভাগে খবর দেন।

আরও পড়ুন: সভা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২০ তৃণমূল সমর্থক

এরপর জলদাপাড়া বনবিভাগের কর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলদাপাড়া প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে পাঠায়। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশির শুরু করেছে বন দফতর। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ। গাড়ির নম্বর দেখে তার মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এদিকে অজ্ঞাতপরিচয় ঘাতকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

অনন্যা দে

Lok Sabha Election 2024: সভা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২০ তৃণমূল সমর্থক

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের শাসক দল তৃণমূলের নির্বাচনী সভা সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন ২০ জন। রায়দিঘির ঘটনা। ইঞ্জিন ভ্যান উলটে ২০ জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হন।

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদারের সমর্থনে সভা ছিল। সেই সভা সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তৃণমূল প্রার্থী বাপী হালদার। সূত্রের খবর, রায়দিঘির মান্নার চকের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ইঞ্জিনভ্যানটির সামনে একটি বাইক চলে এসেছিল। তাকে বাঁচানোর জন্য ইঞ্জিনভ্যানের চালক সজোরে ব্রেক কষেন। তাতেই ইঞ্জিনভ্যানটি উল্টে যায়।

আরও পড়ুন: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু

ওই ইঞ্জিনভ্যানের পিছনে পিছনে আসা আরও একটি ভ্যান’ও এরফলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর আশেপাশে থাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। আহতরা সকলেই দিঘিরপাড়ের বকুলতলা গ্রামের বাসিন্দা। আহত ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক অলক জলদাতা। গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার। এই ঘটনার পর বৃহস্পতিবার বাপী হালদার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

নবাব মল্লিক

Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: সাগরে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভার সমর্থনে ছিল প্রচার অভিযান। সেই প্রচারে অংশ নিয়ে ফেরার পথে অটো উল্টে আহত হলেন দুই তৃণমূল কর্মী‌। ফরিদ সাহা ও ফরিদা বিবি নামে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর যখন। স্থানীয়রা ও দলীয় সহকর্মীরা মিলে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার।

আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ফলে সেখানে বেশ ভাল ভিড় জমে যায়। এদিকে আহত দুই দলীয় কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বাপী হালদার। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাপী হালদারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আহতদের পরিজনরা।

আর‌ও পড়ুন: গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই…

উল্লেখ্য মঙ্গলবার পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়তে পারে। সকাল থেকেই ওই সভায় হাজির থাকার জন্য রওনা দিয়েছেন বহু মানুষ।

নবাব মল্লিক

Bike Accident: নিমন্ত্রণ খেতে যাওয়াটাই কাল! হেলমেট পরেও লাভ হল না যুবকের

নদিয়া: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে, তারপর সজোরে ধাক্কা মারে একটি লরিতে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিৎ অধিকারী নামে এক যুবকের।

মৃত যুবকের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিজিৎ তার এক বন্ধুকে নিয়ে শান্তিপুরে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিল। এরপর মধ্যরাতে বাড়ি ফেরার সময় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। বাইকটি সজোরে ধাক্কা মারে গার্ড‌ওয়ালে, তারপর ছিটকে গিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইকের পিছনে বসে থাকা অভিজিতের বন্ধুর অল্প আঘাত লাগলেও সে গুরুতর আহত হয়। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: প্রার্থীকে দেখেই জল, মিষ্টি নিয়ে হাজির সবাই! ব্যাপারটা কী

রাতেই ওই যুবকের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে অভিজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, অভিজিৎ মাথায় হেলমেট পরেই বাইক চালাচ্ছিলেন। তারপরেও বাড়ির ছেলের এমন মর্মান্তিক পরিণতি হওয়ায় তাঁরা বিধ্বস্ত হয়ে পড়েছেন।

মৈনাক দেবনাথ

রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের

হুগলি: রাস্তায় পাইপলাইনের কাজের পর রাস্তা সংস্কার হয়নি। ফলে দুর্ঘটনার শিকার বাইক আরোহী। দুর্ঘনাটাগ্রস্থ ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর মল্লিক।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা নাগাদ বৈদ্যবাটির দিক থেকে শেওড়াফুলির দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। ক’দিন আগে জিটি রোডের ওপর পাইপ লাইন বসার কাজ হয়। তার পর সম্পূর্ণরূপে রাস্তা সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন- লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে

আজ বেলায় সেখান দিয়েই যাচ্ছিলেন এক বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পড়ে যান তিনি। তখনই পেছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাঁকে।

দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি সমীর মল্লিক বৈদ্যবাটী ১৭ নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকার বাসিন্দা। বছর ৫৪ বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পণ্যবাহী গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, জলের পাইপলাইন বসানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে সেখানে পাইপ লাইন বসানো হয়েছে। কয়েকদিন আগেই রাস্তার পাইপ লাইন বসানোর পাইপে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল এক পথচারীর।

আরও পড়ুন- সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?

সেদিন রাস্তার পাশে পাইপলাইনে বসানোর পাইপ পেটে ঢুকে মৃত্যু হয়েছিল তাঁর। এবার খারাপ রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল আরও এক পথচারীর। উন্নয়নের কাজে প্রাণহানি যেন না হয় সেই কথাই বলছেন স্থানীয়রা।

রাহী হালদার

Road Accident: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭

উত্তর ২৪ পরগনা: বাসন্তি হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৭ জন। হাড়োয়ার কুলটি ঘোষপুর বাজারে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা। বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাত জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাস ও অপর দিকে মালঞ্চ থেকে কলকাতাগামী একটি মারুতি ওমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় ওই মারুতি গাড়িতে থাকা যাত্রীরা। মুখোমুখি সংঘর্ষ হওয়ার দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। ব্যাপক যানজট দেখা দেয়। যদিও পড়ে পুলিশের হস্তক্ষেপে সেই যানজট স্বাভাবিক হয়ে যায়।

আর‌ও পড়ুন: অভিষেক পুজো দিয়ে যাওয়ার পরের দিনই বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০ টি দোকান

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত গাড়ির বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আর্জি, এমন ঘটনা ঠেকাতে প্রশাসন আরও কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করুক। না হলে আগামী দিনে এমন দুর্ঘটনা আরও ঘটতে থাকবে।

জুলফিকার মোল্লা

Road Accident: মর্নিং ওয়াকে বেরিয়েই ভয়ঙ্কর অঘটন! গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই মহিলা

হুগলি: মর্নিং ওয়াকে বেরিয়ে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬:০০ টা নাগাদ। কোতরং হিন্দমোটর এলাকার জিটি রোডের উপরে কলকাতা গামী একটি বেসরকারি বহুজাতিক সংস্থার ক্যাব এসে ধাক্কা মারে ওই দুই মহিলাকে। তড়িঘড়ি চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন নিভা সিং ও নিতু সিং। হিন্দমটর বটতলা একলার কাছে কলকাতা গামী একটি সাদা রঙের চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে ওই দুই মহিলাকে। দুই মহিলাকে ধাক্কা মারার পর গাড়িটি ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। ঘটনায় গুরুতর ভাবে জখম হন দুই মহিলা। নার্সিংহোমে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই দুই মহিলা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি অভিক সুর ও দীপাঞ্জন মজুমদার তাঁরা দুজনে চুঁচুড়া ও চন্দননগরের বাসিন্দা। দু’জনেই চাকরি করেন টিসিএস-এ। সকালবেলা অফিসের গাড়ি করেই তারা অফিস যাচ্ছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা।

গাড়ির মধ্যে থাকা দুই প্যাসেঞ্জার তাঁরাও হাসপাতালে ভর্তি। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আহত দুই মহিলার পরিবারের দাবি, প্রচন্ড দ্রুত গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে দুই মহিলাকে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যেই এই দুর্ঘটনা। পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

রাহী হালদার

Road Accident: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

কোচবিহার: নির্বাচন এই বাংলায় উৎসবের রূপ নেয়। সেই ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার জেরে আহত হলেন কোচবিহারের বহু পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে কোচবিহারেও ভোট হবে।

কর্মসংস্থানের অভাবে কোচবিহারের বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। অনেকেই বিহারের ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখান থেকেই ভোট দেবেন বলে বহু পরিযায়ী শ্রমিক বাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি দিনহাটা-২ ব্লকের গোবরাছড়া এলাকায় উল্টে যায়। আহত হন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। আসে দমকলের ইঞ্জিন’ও।

আর‌ও পড়ুন: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়। সেই সময় বাসের ভেতর ছিলেন প্রায় ৬০ থেকে ৭০ জন। তবে বাসে থাকা সকলকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন জনা পনেরো যাত্রী। তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাই প্রথমে এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। তারা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

সার্থক পণ্ডিত