Tag Archives: Yoga

রাতে ঘুমের সমস্যা? এই যোগাসনে পাবেন স্বস্তি, খুবই সহজ, ঘরে বসেই করতে পারেন

কলকাতা: আজকের দ্রুতগতির জীবনে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা গভীর রাত পর্যন্ত ঘুমাতে না পারার সমস্যায় ভুগছেন, যার কারণে তাঁদের সকালের রুটিনও ঠিকমতো এগোতে পারছে না।

অনেক সময়, মানুষ এতটাই অনিদ্রাযর সমস্যায় পড়েন যে তাঁরা ঘুমের ওষুধ খেতে বাধ্য হন। আজ আমরা জানব কেন মানুষের মধ্যে অনিদ্রা ক্রমাগত বাড়ছে।

গভীর রাত পর্যন্ত একটানা ফোন, টিভি, ল্যাপটপ ব্যবহার করা ছাড়াও এমন অনেকেই আছেন যাঁরা এমন কিছু নিয়ে চিন্তা করেন যার কারণে তাঁদের মধ্যে অনিদ্রার মতো সমস্যা বাড়তে থাকে।

আরও পড়ুন- ওয়ানাডে প্রধানমন্ত্রী, আকাশপথে ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন মোদি

চিকিৎসকদের মতে, আমাদের রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঘুমানো উচিত, যাতে আমরা সম্পূর্ণ বিশ্রাম পাই। এর পরিবর্তে আজকাল মানুষ রাত ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেগে থাকে বা সকাল পর্যন্ত ঘুমায় না যার কারণে তাদের অনিদ্রার মতো সমস্যা হতে শুরু করে।

কারও যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে যোগব্যায়ামের মাধ্যমে তিনি অনিদ্রা কাটিয়ে শান্তির ঘুম পেতে সক্ষম হবেন।

গভীর রাত পর্যন্ত ঘুম না হলে কী করা উচিত?

যোগনিলয়ম রিসার্চ ইনস্টিটিউটের প্রশিক্ষক অমিত সিং বলেন, আজকাল গভীর রাত পর্যন্ত না ঘুমানোর প্রবণতা দেখা যাচ্ছে। যার কারণে মানুষের মধ্যে নানা সমস্যা দেখা যায়। তিনি বলেন যে, কিছু যোগাসন রয়েছে যা করার মাধ্যমে আমরা অনিদ্রা কাটিয়ে উঠতে পারি।

আরও পড়ুন- লেভেল ক্রসিং গেট পড়লেও ঢুকে পড়ে গাড়ি! দুর্ঘটনা এড়াতে বড় সিদ্ধান্ত রেলের

প্রথম জিনিসটি হল সূর্য নমস্কার, এটি সকালে করা উচিত যাতে পুরো শরীর সক্রিয় থাকে। নিয়মিত সূর্য নমস্কার করা যেতে পারে। যদি উচ্চ রক্তচাপ এবং হাঁটুর সমস্যা না থাকে তবে এটি করা যেতে পারে।

দ্বিতীয়টি হল নাড়ি সন্ধান প্রাণায়াম। অনুলোম, বিলোমের মতো এটিও একই ভাবে করা হয়, এতে প্রথমে বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে, একই ভাবে ডান থেকে বামে করতে হবে। এই যোগাসনটি ১০ থেকে ১৫ বার করতে হয়।

তৃতীয়টি হল চন্দ্রভেদী, এতে কেবল বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে এবং ডান দিয়ে শ্বাস ছাড়তে হবে। এটি ২০ বার অনুশীলন করতে হবে।

চতুর্থ হল উজ্জয়ী প্রাণায়াম, এতে গলা সংকোচনের সময় শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়ার সময়ও গলা সংকুচিত রাখতে হবে।

পঞ্চমটি হল শবাসন, এতে পিঠে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে থাকতে হবে এবং শরীরকে শিথিল করার সময় চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।

কোন সময়ে যোগব্যায়াম করা উচিত?

সকালে সূর্য নমস্কার করে তারপর অন্যান্য আসনগুলি ঘুমানোর প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে করা যেতে পারে, যা করে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যাবে।

Dengue-Malaria Home Protection: ডেঙ্গি-ম্যালেরিয়া আগে থেকেই আটকে দিন, কোনও চিন্তা থাকবে না, এই বিশেষ ব্যবস্থায় বর্ষায় নিশ্চিন্ত থাকতে পারেন

বর্ষাকালে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ জমে থাকা জল মশার সংখ্যা বাড়ায়। এই সব মশা নানা রোগের ভাইরাস ছড়ায়, যা মানুষের মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ডেঙ্গু উচ্চ জ্বর, শরীরে ব্যথা এবং ফুসকুড়ি সৃষ্টি করে, অন্য দিকে ম্যালেরিয়া সর্দি, জ্বর এবং দুর্বলতা সৃষ্টি করে।
বর্ষাকালে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ জমে থাকা জল মশার সংখ্যা বাড়ায়। এই সব মশা নানা রোগের ভাইরাস ছড়ায়, যা মানুষের মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ডেঙ্গু উচ্চ জ্বর, শরীরে ব্যথা এবং ফুসকুড়ি সৃষ্টি করে, অন্য দিকে ম্যালেরিয়া সর্দি, জ্বর এবং দুর্বলতা সৃষ্টি করে।
এই বিপদ থেকে রক্ষা পেতে, যোগব্যায়াম অত্যন্ত কার্যকর সমাধান। যোগব্যায়ামের নিয়মিত অনুশীলন শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী করে না বরং মানসিক স্বাস্থ্যকেও উন্নত করে, যাতে এই রোগগুলি এড়িয়ে চলা সম্ভব।
এই বিপদ থেকে রক্ষা পেতে, যোগব্যায়াম অত্যন্ত কার্যকর সমাধান। যোগব্যায়ামের নিয়মিত অনুশীলন শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী করে না বরং মানসিক স্বাস্থ্যকেও উন্নত করে, যাতে এই রোগগুলি এড়িয়ে চলা সম্ভব।
লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়, উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত সাধক যোগশালার পরিচালক এবং যোগ প্রশিক্ষক গোকুল বিষ্ত বলেছেন যে, বর্ষাকালে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এড়াতে যোগব্যায়াম একটি কার্যকর উপায় হতে পারে। যোগব্যায়াম বড় ধরনের রোগ প্রতিরোধের একটি অত্যন্ত বিশ্বস্ত পথ।
লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়, উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত সাধক যোগশালার পরিচালক এবং যোগ প্রশিক্ষক গোকুল বিষ্ত বলেছেন যে, বর্ষাকালে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এড়াতে যোগব্যায়াম একটি কার্যকর উপায় হতে পারে। যোগব্যায়াম বড় ধরনের রোগ প্রতিরোধের একটি অত্যন্ত বিশ্বস্ত পথ।
যোগব্যায়ামের নিয়মিত অনুশীলন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শরীরের অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে। যোগাসন রক্ত সঞ্চালন উন্নত করে, রক্তচাপ কমায় এবং মানসিক ভারসাম্য বজায় রাখে। যোগব্যায়াম একটি স্বাস্থ্যকর জীবনধারার দিকে পরিচালিত করে এবং আত্ম-নিয়ন্ত্রণ বাড়ায়, যার ফলে সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনের মান উন্নত হয়। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যাতে আমরা ম্যালেরিয়া থেকে বাঁচতে পারি।
যোগব্যায়ামের নিয়মিত অনুশীলন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শরীরের অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে। যোগাসন রক্ত সঞ্চালন উন্নত করে, রক্তচাপ কমায় এবং মানসিক ভারসাম্য বজায় রাখে। যোগব্যায়াম একটি স্বাস্থ্যকর জীবনধারার দিকে পরিচালিত করে এবং আত্ম-নিয়ন্ত্রণ বাড়ায়, যার ফলে সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনের মান উন্নত হয়। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যাতে আমরা ম্যালেরিয়া থেকে বাঁচতে পারি।
বজ্রাসন-এই আসনটি করার জন্য, ব্যক্তিকে হাঁটু পিছনের দিকে বাঁকাতে হবে। এর পরে কোমরের এক অংশের ভার পায়ের হিলের উপরে রাখতে হবে। এর পরে, মাথা, ঘাড় এবং মেরুদণ্ড একটি সরল রেখায় নিয়ে আসতে হবেএবং উরুর উপর হাতের তালু রাখতে হবে।
বজ্রাসন-এই আসনটি করার জন্য, ব্যক্তিকে হাঁটু পিছনের দিকে বাঁকাতে হবে। এর পরে কোমরের এক অংশের ভার পায়ের হিলের উপরে রাখতে হবে। এর পরে, মাথা, ঘাড় এবং মেরুদণ্ড একটি সরল রেখায় নিয়ে আসতে হবেএবং উরুর উপর হাতের তালু রাখতে হবে।
বালাসন-বালাসন করতে প্রথমে পা বাঁকিয়ে বজ্রাসনে বসতে হবে। এর পরে, ব্যক্তিকে উভয় হাত উপরে নিয়ে এবং সামনে ঝুঁকতে হবে। এর পরে হাতের তালু মাটিতে রেখে এর ওপরে মাথা রেখে বিশ্রামের ভঙ্গিতে শুয়ে থাকতে হবে। এই আসনটি শুধু স্থূলতা কমাতেই সাহায্য করে না বরং শরীরের ব্যথা ও মানসিক চাপ থেকেও মুক্তি দেয়।
বালাসন-বালাসন করতে প্রথমে পা বাঁকিয়ে বজ্রাসনে বসতে হবে। এর পরে, ব্যক্তিকে উভয় হাত উপরে নিয়ে এবং সামনে ঝুঁকতে হবে। এর পরে হাতের তালু মাটিতে রেখে এর ওপরে মাথা রেখে বিশ্রামের ভঙ্গিতে শুয়ে থাকতে হবে। এই আসনটি শুধু স্থূলতা কমাতেই সাহায্য করে না বরং শরীরের ব্যথা ও মানসিক চাপ থেকেও মুক্তি দেয়।
হলাসন-এই আসনটি করার জন্য, প্রথমে ব্যক্তিকে পিঠে ভর দিয়ে মাটিতে শুয়ে পড়তে হবে এবং উভয় হাত নিচে রাখতে হবে। এর পরে, ধীরে ধীরে উভয় পা সমান ভাবে তুলে তারপর কোমরের সাহায্যে মাথার পিছনের দিকে এগিয়ে যেতে হবে। পা মাটি স্পর্শ না করা পর্যন্ত মাথা পিছনে রাখতে হবে।
হলাসন-এই আসনটি করার জন্য, প্রথমে ব্যক্তিকে পিঠে ভর দিয়ে মাটিতে শুয়ে পড়তে হবে এবং উভয় হাত নিচে রাখতে হবে। এর পরে, ধীরে ধীরে উভয় পা সমান ভাবে তুলে তারপর কোমরের সাহায্যে মাথার পিছনের দিকে এগিয়ে যেতে হবে। পা মাটি স্পর্শ না করা পর্যন্ত মাথা পিছনে রাখতে হবে।

Old Age Yoga: বয়সের সঙ্গে সঙ্গে পিঠে-কোমরে ব্যথা? এই সহজ যোগায় আরাম পাবেন নিমেষে

শরীরকে সুস্থ এবং সচল রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। তবে, বয়স বাড়লে শরীরচর্চার ধরন বদলে যায়।
শরীরকে সুস্থ এবং সচল রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। তবে, বয়স বাড়লে শরীরচর্চার ধরন বদলে যায়।
কম বয়সে যেই ব্যায়ামগুলি অনায়াসেই করা সম্ভব, বয়স বাড়লে সেই ব্যায়ামগুলি করার আগে দু’বার ভাবতে হয়। বুড়ো হাড়ে কোন ব্যায়াম কম ঝুঁকির, সেটা না জেনে শরীরচর্চা করলে সমস্যা হয়।
কম বয়সে যেই ব্যায়ামগুলি অনায়াসেই করা সম্ভব, বয়স বাড়লে সেই ব্যায়ামগুলি করার আগে দু’বার ভাবতে হয়। বুড়ো হাড়ে কোন ব্যায়াম কম ঝুঁকির, সেটা না জেনে শরীরচর্চা করলে সমস্যা হয়।।
 যোগা ট্রেইনার তৃষিতা রায় জানান, কিছু ব্যায়াম বয়স্ক মানুষেরা সহজেই করতে পারেন। নিয়ম করে সেগুলি করা সম্ভব হলে কোনও বার্ধক্যের ব্যথা-বেদনা থাকবে না শরীরে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
যোগা ট্রেইনার তৃষিতা রায় জানান, কিছু ব্যায়াম বয়স্ক মানুষেরা সহজেই করতে পারেন। নিয়ম করে সেগুলি করা সম্ভব হলে কোনও বার্ধক্যের ব্যথা-বেদনা থাকবে না শরীরে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
বয়স্কদের জন্য ভাল ব্যায়াম তাড়াসন। এই ব্যায়াম বেশ সহজ। দিনে দু’বার নিয়ম মেনে এই ব্যায়াম করলে নানা উপকার মেলে।
“বয়স্কদের জন্য ভাল ব্যায়াম তাড়াসন। এই ব্যায়াম বেশ সহজ। দিনে দু’বার নিয়ম মেনে এই ব্যায়াম করলে নানা উপকার মেলে।
 বয়স্কদের জন্য উপকারী আসন ভুজঙ্গাসন। প্রথমে তিনবার করে করুন। পরবর্তী সময়ে কোন-ও শারীরিক অসুবিধা না হলে ৫ থেকে ৬ বার-ও করতে পারেন।
বয়স্কদের জন্য উপকারী আসন ভুজঙ্গাসন। প্রথমে তিনবার করে করুন। পরবর্তী সময়ে কোন-ও শারীরিক অসুবিধা না হলে ৫ থেকে ৬ বার-ও করতে পারেন।
বৃক্ষাসন বয়স্কদের পা এবং পেটের পেশীর জন্য উপকারী। এই আসন দিনে দু'বার করুন।
বৃবৃক্ষাসন বয়স্কদের পা এবং পেটের পেশীর জন্য উপকারী। এই আসন দিনে দু’বার করুন।
নৌকাসন করলে পিঠের ব্যথা দূর হয় সহজেই, পিঠকে শক্তিশালী করে তোলে।
নৌকাসন করলে পিঠের ব্যথা দূর হয় সহজেই, পিঠকে শক্তিশালী করে তোলে।

West Medinipur News: ৯ বছর বয়সেই জাতীয় স্তরে সাফল্য! ছোট্ট মেয়ের কৃতিত্বে গর্বিত সকলে

পশ্চিম মেদিনীপুর:ছোট থেকেই তার নেশা যোগব্যায়াম। শিক্ষক-শিক্ষিকার পর বাবা তার অনুপ্রেরণা। পড়াশোনার পাশাপাশি  প্রতিদিন নিয়ম করে বেশ কয়েক ঘন্টা যোগব্যায়ামের অনুশীলন করে সে। সম্প্রতি জাতীয় স্তরের যোগ প্রতিযোগিতায় সিলভার জয় করেছে ৯ বছরের এই ছোট্ট মেয়ে। নাম তার দীপ্তি খাঁড়া।

পড়াশোনার পাশাপাশি গত ৩ বছর  ধরে প্রশিক্ষণ নিয়েছে দীপ্তি।  তাতেই মিলেছে জাতীয় স্তরের সাফল্য। ট্র্যাডিশনাল যোগা বা যোগব্যায়াম প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের একাধিক প্রতিযোগীকে হারিয়ে সিলভার জিতে নিয়েছে দীপ্তি। তার সাফল্যে খুশির হাওয়া পরিবারে।

আরও পড়ুন- আম খেতে ভালবাসেন? বলুন তো আম কোন দেশের ফল? নামই বা কে রাখল! অবাক করা আম-কাহিনি

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডুয়া এলাকার কালুয়া বৃন্দাবনের বাসিন্দা দীপ্তি চতুর্থ শ্রেণীর ছাত্রী। UYSF ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ট্র্যাডিশনাল যোগাতে ৮ থেকে ৯ বছর বয়সি বিভাগে ১৫টি রাজ্যের একাধিক প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দীপ্তি। এর আগেও বিভিন্ন সময় রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। পড়াশোনার পাশাপাশি সকাল থেকে চলে তার অনুশীলন, সঙ্গ দেন বাবা।

দীপ্তির বাবা দেবব্রত প্রাক্তন সেনাকর্মী। মা গৃহবধূ। শরীরচর্চার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকায়ও পারদর্শী দীপ্তি।  প্রশিক্ষণের জোরে শুধু নয়, নিজের আগ্রহে এগিয়ে চলেছে সে। দীপ্তির পাখির চোখ এখন এশিয়া কাপ, যেটি আয়োজিত হবে থাইল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি তাই এখন জোরদার চর্চা চলছে এশিয়া কাপের জন্য।

ক্ষুদে এই মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা-মা থেকে শুরু করে পরিবারের সকলে। বাড়িতে প্রাণচঞ্চল দীপ্তি। স্কুলেও বেশ মিশুকে সে। বড় হয়ে যোগব্যায়ামকেই পেশা করতে চায় দীপ্তি। অবশ্যই পড়াশোনাও তাঁর পছন্দের ক্ষেত্র। পরিবার পরিজন সমস্তরকম ভাবে পাশে আছে দীপ্তির।

রঞ্জন চন্দ ট্র 

Skin Care: ৪০ বছরেও ১৮-র মতো টানটান ত্বক! উছলে পড়া যৌবন! চাবুক চেহারা, রোজ ৫ মিনিট দিন ‘এই’ কাজে

*বয়স যত বাড়ে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। খুব সাধারণ ব্যাপার। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন, দামি প্রসাধনী ব্যবহার করলেই বুঝি সমস্যা মিটবে। কিন্তু এতে লাভ হয় না কোনও। বরং নিয়মিত কিছু যোগব্যায়াম করলে ভাল ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*বয়স যত বাড়ে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। খুব সাধারণ ব্যাপার। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন, দামি প্রসাধনী ব্যবহার করলেই বুঝি সমস্যা মিটবে। কিন্তু এতে লাভ হয় না কোনও। বরং নিয়মিত কিছু যোগব্যায়াম করলে ভাল ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*এতে শুধু ত্বক ঝলমলে ও সুন্দর হবে তাই নয়, শরীরও সুস্থ থাকবে। তাই ৪০ বছর বয়সের পরেও উজ্জ্বল ত্বক চাইলে কোন যোগাসনে উপকার মিলবে জানা উচিত। সংগৃহীত ছবি। 
*এতে শুধু ত্বক ঝলমলে ও সুন্দর হবে তাই নয়, শরীরও সুস্থ থাকবে। তাই ৪০ বছর বয়সের পরেও উজ্জ্বল ত্বক চাইলে কোন যোগাসনে উপকার মিলবে জানা উচিত। সংগৃহীত ছবি।
*যে সব যোগাসন ত্বক উজ্জ্বল করে: গ্রেটার নয়ডার জেপি ইন্টারন্যাশনাল স্কুলের যোগ শিক্ষক আগম মিশ্র বলেছেন, যদি কেউ ত্বক উজ্জ্বল এবং ফর্সা রাখতে চান তাহলে নিয়মিত বরুণ মুদ্রা অভ্যাস করা উচিত। এতে ত্বক সুন্দর ও সুস্থ থাকবে। সংগৃহীত ছবি। 
*যে সব যোগাসন ত্বক উজ্জ্বল করে: গ্রেটার নয়ডার জেপি ইন্টারন্যাশনাল স্কুলের যোগ শিক্ষক আগম মিশ্র বলেছেন, যদি কেউ ত্বক উজ্জ্বল এবং ফর্সা রাখতে চান তাহলে নিয়মিত বরুণ মুদ্রা অভ্যাস করা উচিত। এতে ত্বক সুন্দর ও সুস্থ থাকবে। সংগৃহীত ছবি।
*বরুণ মুদ্রা আসন করার পদ্ধতি: সবার প্রথমে সুখাসনের ভঙ্গিতে বসতে হবে। এই অবস্থায় মন থাকবে একদম শান্ত। দুই হাত থাকবে উরুর উপর। হাতের আঙুল থাকবে সোজা, শুধু বৃদ্ধাঙ্গুষ্ঠ ছুঁয়ে থাকবে কনিষ্ঠা। উভয় আঙুলের ডগা একে অন্যকে স্পর্শ করবে। কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকার পর বিশ্রাম নিতে হবে। বরুণদেবকে হিন্দু ধর্মে জলের দেবতা বলা হয়। তাই এই যোগসনকে ‘জল মুদ্রা’-ও বলা হয়ে থাকে। সংগৃহীত ছবি। 
*বরুণ মুদ্রা আসন করার পদ্ধতি: সবার প্রথমে সুখাসনের ভঙ্গিতে বসতে হবে। এই অবস্থায় মন থাকবে একদম শান্ত। দুই হাত থাকবে উরুর উপর। হাতের আঙুল থাকবে সোজা, শুধু বৃদ্ধাঙ্গুষ্ঠ ছুঁয়ে থাকবে কনিষ্ঠা। উভয় আঙুলের ডগা একে অন্যকে স্পর্শ করবে। কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকার পর বিশ্রাম নিতে হবে। বরুণদেবকে হিন্দু ধর্মে জলের দেবতা বলা হয়। তাই এই যোগসনকে ‘জল মুদ্রা’-ও বলা হয়ে থাকে। সংগৃহীত ছবি।
*বরুণ মুদ্রা ত্বকের জন্য উপকারী: বিশেষজ্ঞরা বলছেন, বরুণ মুদ্রা ১৫ মিনিট করে দিনে তিনবার অভ্যাস করতে হয়। এতে শরীরে জলের পরিমাণ বাড়ে। ফলে ত্বক উজ্জ্বল হয়। মুখের দাগ, ছোপও দূর করে। সংগৃহীত ছবি। 
*বরুণ মুদ্রা ত্বকের জন্য উপকারী: বিশেষজ্ঞরা বলছেন, বরুণ মুদ্রা ১৫ মিনিট করে দিনে তিনবার অভ্যাস করতে হয়। এতে শরীরে জলের পরিমাণ বাড়ে। ফলে ত্বক উজ্জ্বল হয়। মুখের দাগ, ছোপও দূর করে। সংগৃহীত ছবি।
*অনেক সময় জল কম খাওয়ার কারণে শরীরে ডিহাইড্রেশনের লক্ষণ ফুটে ওঠে। তার প্রভাব পড়ে ত্বকে। বরুণ মুদ্রা সেলুলার স্তরে টিস্যু এবং কোষগুলিকে পুনরায় হাইড্রেট করে। ফলে ত্বক উজ্জ্বল হয়। সংগৃহীত ছবি। 
*অনেক সময় জল কম খাওয়ার কারণে শরীরে ডিহাইড্রেশনের লক্ষণ ফুটে ওঠে। তার প্রভাব পড়ে ত্বকে। বরুণ মুদ্রা সেলুলার স্তরে টিস্যু এবং কোষগুলিকে পুনরায় হাইড্রেট করে। ফলে ত্বক উজ্জ্বল হয়। সংগৃহীত ছবি।
*ত্বকের বাইরের স্তরে খুব বেশি জল থাকে না। ফলে রুক্ষ দেখায়। বরুণ মুদ্রা সারা শরীরে জলের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। ফলে রুক্ষ ত্বকের সমস্যা দূর হয়। ত্বকের ময়শ্চারাইজেশনে সাহায্য করে। তাছাড়া শরীরের বর্জ্য অপসারণেও সহায়তা করে বরুণ মুদ্রা। কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। সংগৃহীত ছবি।
*ত্বকের বাইরের স্তরে খুব বেশি জল থাকে না। ফলে রুক্ষ দেখায়। বরুণ মুদ্রা সারা শরীরে জলের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। ফলে রুক্ষ ত্বকের সমস্যা দূর হয়। ত্বকের ময়শ্চারাইজেশনে সাহায্য করে। তাছাড়া শরীরের বর্জ্য অপসারণেও সহায়তা করে বরুণ মুদ্রা। কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। সংগৃহীত ছবি।

Health Tips: হাঁটু, পায়ের ব্যথায় ভুগছেন? হাঁটতে কষ্ট? এই আসনেই আরাম পাবেন নিমেষে, যা বলছেন প্রশিক্ষক

কলকাতা: বর্তমান সময়ে যুবক-যুবতীদের মধ্যেও জয়েন্টের ব্যথা সাধারণ বিষয় হয়ে উঠেছে, যার কারণে অনেককেই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হচ্ছে। আমাদের মধ্যেও অনেকেই রয়েছেন যাঁদের হাঁটু ও পায়ের ব্যথার সমস্যা রয়েছে। তাঁরা এবারে ঘরে বসেই হাঁটু ও পায়ের ব্যথার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন, কারণ যোগব্যায়াম করলে অনেক রোগ নিরাময় হয়, এর মধ্যে হাঁটু এবং পায়ের ব্যথার জন্য সহজ আসনগুলি করলে ব্যথা থেকে মুক্তি মিলবে।

উত্তরাখণ্ডের আলমোড়ার যোগানিলিয়াম রিসার্চ ইনস্টিটিউটের প্রশিক্ষক অমিতেশ সিং বলেন যে, বর্তমানে বেশিরভাগ লোক হাঁটু এবং পায়ের ব্যথার কারণে সমস্যায় পড়েছেন। হাঁটু ও পায়ের ব্যথা কমানো যায় যোগব্যায়ামের মাধ্যমে। হাঁটু ও পায়ে ব্যথার সমস্যা বেশি দেখা যায় সেই সব মানুষদেরর মধ্যে যাঁরা একটানা এক জায়গায় বসে থাকেন বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। যাঁদের সমস্যা আছে তাঁরা উপশমের জন্য সহজ যোগাসন করতে পারেন। এছাড়াও যাঁরা বয়সজনিত কারণে হাঁটুর ব্যথায় ভুগছেন তাঁরাও যোগব্যায়াম করতে পারেন। তবে তার আগে অবশ্যই কোনও যোগব্যায়াম বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।

তিনি বলেন, প্রথমে পদাঙ্গুলি নমন ব্যায়াম করা যেতে পারে। এটি করার জন্য আমাদের দুই পা সোজা করে বসতে হবে। ডান পা ডান হাতের সামনে নিয়ে যেতে হবে এবং বাম হাতটি আকাশের দিকে থাকবে। তারপরে বাম থেকে পুনরায় ডান পায়ে এটি করতে হবে।

দ্বিতীয়টি হল গরুড়াসন। এতে গরুড়ের ভঙ্গিতে দাঁড়াতে হবে। বাম পা ডান পায়ের চারপাশ আবৃত করতে হবে এবং একই ভাবে বাম হাতটি ডান হাত দিয়ে মুড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে।

তৃতীয়টি হল ভদ্রাসন, যাকে প্রজাপতি আসনও বলা হয়। এতে আমাদের উভয় পা ভাঁজ করে এক সঙ্গে বসতে হবে। এই সময় আমাদের পিঠ যেন সোজা থাকে, এবার আমাদের হাঁটুকে প্রজাপতির ডানার মতো উপরে-নিচে নাড়াতে হবে।

Body Pain Relief Tips: পিঠ-কোমরের ব্যথা বলবে বাই বাই, ‘পারফেক্ট’ মহৌষধি! সকালেই করে ফেলুন এই কাজ, দিনভর শরীর থাকবে ফুরফুরে

শরীর সুস্থ রাখতে চান? খাদ্যাভাসে পরিবর্তনের পাশাপাশি নিয়মিত করতে হবে যোগাভ্যাস।
শরীর সুস্থ রাখতে চান? খাদ্যাভাসে পরিবর্তনের পাশাপাশি নিয়মিত করতে হবে যোগাভ্যাস।
সকাল থেকে উঠে হাতেগোনা কয়েকটি যোগ, প্রাণায়াম করলে সারাদিন আপনার শরীর থাকবে সুস্থ, প্রয়োজন নেই কোন চিকিৎসার।
সকাল থেকে উঠে হাতেগোনা কয়েকটি যোগ, প্রাণায়াম করলে সারাদিন আপনার শরীর থাকবে সুস্থ, প্রয়োজন নেই কোন চিকিৎসার।
কখনও পেটের সমস্যা, আবার কখন নানান শারীরিক সমস্যায় ভুগতে থাকেন আট থেকে আশি সকলে। তবে এইসব রোগ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সারাদিনে যে কোনও সময়ে সামান্য যোগ-ব্যায়াম করলে মিলবে সব সমস্যার সমাধান।
কখনও পেটের সমস্যা, আবার কখন নানান শারীরিক সমস্যায় ভুগতে থাকেন আট থেকে আশি সকলে। তবে এইসব রোগ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সারাদিনে যে কোনও সময়ে সামান্য যোগ-ব্যায়াম করলে মিলবে সব সমস্যার সমাধান।
সকাল থেকে উঠে সূর্য প্রাণায়াম করলে পায়ের টান, কোমরের ব্যথা, শিরদাঁড়া ব্যথা সহ নানান রোগের উপশম মেলে।
সকাল থেকে উঠে সূর্য প্রাণায়াম করলে পায়ের টান, কোমরের ব্যথা, শিরদাঁড়া ব্যথা সহ নানান রোগের উপশম মেলে।
প্রশিক্ষক গোপাল রক্ষিত বলেন, পদ্মা আসন বা ধ্যান আসন করলে সারাদিনের ক্লান্তি দূর হয়। মনের চঞ্চলতাকে স্থির করে। কোমরের যন্ত্রণা, শিরদাঁড়ায় ব্যথা সহ এই ধরনের কোন সমস্যা থাকলে ভুজংগা আসন করলে তার থেকে রেহাই পাওয়া যায়।
প্রশিক্ষক গোপাল রক্ষিত বলেন, পদ্মা আসন বা ধ্যান আসন করলে সারাদিনের ক্লান্তি দূর হয়। মনের চঞ্চলতাকে স্থির করে। কোমরের যন্ত্রণা, শিরদাঁড়ায় ব্যথা সহ এই ধরনের কোন সমস্যা থাকলে ভুজংগা আসন করলে তার থেকে রেহাই পাওয়া যায়।
সামান্য কিছু শারীরিক অসুবিধা দেখা দিলে সর্বপ্রথম সবাই চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু সকালে প্রাণায়াম বা যোগব্যায়াম করলে বিনা খরচে মিলতে পারে সব রোগের সমাধান।
সামান্য কিছু শারীরিক অসুবিধা দেখা দিলে সর্বপ্রথম সবাই চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু সকালে প্রাণায়াম বা যোগব্যায়াম করলে বিনা খরচে মিলতে পারে সব রোগের সমাধান।

International Yoga Competition: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় মুর্শিদাবাদের চার প্রতিযোগী!

মুর্শিদাবাদ: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সুযোগ পেল মুর্শিদাবাদের চার প্রতিযোগী। সেই লক্ষ্যে দিল্লি যাচ্ছে ঐ চারজন। এমন একটি সুযোগ জেলার ক্ষেত্রে যথেষ্ট গর্বের।

মুর্শিদাবাদ জেলার কান্দি শহর সংলগ্ন বিভিন্ন এলাকার চর জন প্রতিযোগী এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউনিভার্সাল যোগা ফেডারেশন। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান, চারজন প্রতিযোগী আন্তর্জাতিক যোগাসনে অংশ নেওয়ার যাওয়ার সুযোগ পেয়েছে। এই খবর শুনে গর্ববোধ হচ্ছে। এবং শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরও অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে। তারাও আগামী দিনে আন্তর্জাতিক স্তরের মতো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে আচমকা রাস্তার মাঝে ধস! তারপর যা হল…

মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রোহন দাস, সমাপ্তি সাহা, সায়ন দাস, চয়ন মণ্ডলরা এই দুর্দান্ত পেয়েছে। তবে এই চারজনের‌ই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করেই এই চারজন প্রতিযোগী ইতিমধ্যেই জাতীয় স্তরে পুরস্কার জিতেছে। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক স্তরে ভারতের পতাকা তুলে ধরার সুযোগ এসে গিয়েছে তাদের সামনে। এদিকে জেলা যোগা সংস্থার পক্ষ থেকে এই চার প্রতিযোগীকে সংবর্ধনা জানানো হয়।

কৌশিক অধিকারী

Yoga Training: মুম্বই, বেঙ্গালুরুর ট্রেন্ড বাঁকুড়াতেও, মহিলাদের মধ্যে ফিটনেস ঝড়!

বাঁকুড়া: হাতে যোগা ম্যাট নিয়ে, সকাল সকাল গৃহবধূ থেকে শুরু করে চাকুরীজীবী মহিলা প্রত্যেকেই চললেন দুর্গা মন্দিরে। এর কারণ কী? কারণ একটাই, শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখা। সংসারের কাজের চাপে এবং দায়িত্বের বেড়াজালে আটকে থেকে নয়, বরঞ্চ শারীরিক এবং দৈহিক পরিশ্রমের মাধ্যমে নতুন দিগন্ত খোঁজার চেষ্টা করছেন বাঁকুড়ার মহিলারা।

কয়েক বছর আগে পর্যন্ত এই ছবি দেখা যেত না বাঁকুড়া শহরে। একমাত্র বেঙ্গালুরু, কলকাতা কিংবা মুম্বই, দিল্লির মত মহানগরগুলোতে মহিলাদের এই অনুশীলনের দৃশ্য আমাদের নজরে আসত। যা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবে ধীরে ধীরে বাঁকুড়াতেও দেখা যাচ্ছে একটি ট্রেন্ড।

আরও পড়ুন: কাজল শেখের উদ্যোগে কাটল জট, আবার কাজ শুরু তিলপাড়া বাসস্ট্যান্ডের

মহিলাদের মধ্যে ব্যায়াম করার প্রবণতা বাড়ছে। বাড়ছে ফিজিক্যাল ট্রেনিং এবং যোগা করার ট্রেন্ড। গৃহবধূ কিংবা চাকুরিজীবী নারী, অধিকাংশেরই বাড়ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। প্রান্তিক বাঁকুড়াতে ইতিমধ্যেই পৌঁছেছে এই ফিটনেসের ঝড়। যুব সমাজকে ছাড়িয়ে পৌঁছেছে বাঁকুড়ার নারীদের মজ্জাতে। বাঁকুড়ার পাপিয়া সেন আগে থেকেই জানতেন যোগা। একাধিক মহিলাদের উদ্যোগে শুরু করেন একটি প্রশিক্ষণ শিবির। সকাল বেলা কেন্দুয়াডিহিতে কয়েকজন মহিলাকে নিয়েই ফেব্রুয়ারি মাসে শুরু করেন যোগা প্রশিক্ষণ শিবির। যাদের মধ্যে কেউ হলেন শিক্ষিকা, আবার কেউ সরকারি চাকুরীজীবী।

দৈনন্দিন কাজ এবং সংসার সামলানোর পর তাঁরা এর মাধ্যমে নতুন জীবন খুঁজে পাচ্ছেন। বলছেন, যোগা বদলে দিয়েছে তাঁদের জীবনধারা। যোগা ছাড়াও ধীরে ধীরে ক্রেজ বাড়ছে জুম্বা, প্রাণায়াম এবং লাফটার ক্লাসের। এইসব আগে দেখা যেত একমাত্র মেট্রোপলিটন শহরগুলিতে, কিন্তু ধীরে ধীরে যেন বাঁকুড়ার ধমনীতেও প্রবেশ করছে আধুনিক ফিটনেস এবং প্রাচীন যোগার মেলবন্ধন। মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায় যেমন হাঁটু ব্যথা, ওজন বেড়ে যাওয়া, মাথা থেকে কোমর এবং কোমর থেকে পা পর্যন্ত ওজনের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং সর্বশেষ মানসিক চাপ এবং স্বল্প নিদ্রা।

মাত্র কয়েক মাসের মধ্যেই হাতে নাতে ফলাফল পাচ্ছেন বাঁকুড়ার ইচ্ছুক নারীরা। তাঁদের‌ই একজন আভা ঘোষ বলেন, যোগা আমার ওজন বাড়তে দিচ্ছে না। সঙ্গে কমেছে আমার শারীরিক ও মানসিক অস্থিরতা। সবার সঙ্গে যোগা করে একটা আনন্দ উপভোগ করছি যেটা ঘরে থেকে সম্ভব নয়। প্রশিক্ষণ নিতে আসা পিয়ালী দে গুপ্ত বলেন, বাড়িতে অনেক রকম চাপ থাকে। বিভিন্ন কাজের মধ্যে নিজেকে বেঁধে রাখেন মহিলারা। সেই বেড়াজাল থেকে তাঁরা বেরোতে পারেন না। কিন্তু যোগা করে মন ভাল হচ্ছে এবং মাইন্ড ফ্রেশ থাকছে। আমার সিদ্ধান্ত সঠিক হয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী

Yoga Practice For Concentration: পড়তে বসতে চাই না বাচ্চা? খুব অমনোযোগী? ‘এই’ কাজ করালে সন্তান পড়াশোনায় হবে সেরার সেরা

আপনার বাচ্চা মোবাইল আসক্ত! পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো।তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়।
আপনার বাচ্চা মোবাইল আসক্ত! পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো।তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়।
কী কী আসন করাবেন সেই পরামর্শ দিলেন যোগাসনে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ।
কী কী আসন করাবেন সেই পরামর্শ দিলেন যোগাসনে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ।
বর্তমানে বাচ্চাদের মধ্যে মনযোগের অভাব একটা সাধারণ সমস্যা। রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনও কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে। কিন্তু, মননিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো, কোনওটাই ভালো ভাবে করা যাবে না।
বর্তমানে বাচ্চাদের মধ্যে মনযোগের অভাব একটা সাধারণ সমস্যা। রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনও কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে। কিন্তু, মননিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো, কোনওটাই ভালো ভাবে করা যাবে না।
উপরন্তু, মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব।
উপরন্তু, মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব।
জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায়, রোজ মেডিটেশন থেকে শুরু করে পবনমুক্তাসন ,ভুজঙ্গাসন, ধনুরাসন। এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে।
জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায়, রোজ মেডিটেশন থেকে শুরু করে পবনমুক্তাসন ,ভুজঙ্গাসন, ধনুরাসন। এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে।
এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগব্যয়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসনা সহ নানা স্ট্রেচিং।
এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগব্যয়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসনা সহ নানা স্ট্রেচিং।
ওজন কমানোর জন্যে ভুজঙ্গাসনা, পদ্মাসনা উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই।
ওজন কমানোর জন্যে ভুজঙ্গাসনা, পদ্মাসনা উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই।