Category Archives: হাওড়া

Durga Puja 2024: পুজোর আগে হাওড়ায় বন্ধ পর পর দুটি জুট মিল

হাওড়া: পুজোর মুখে বন্ধ পরপর ২ টি জুটমিল! কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক, একদিকে বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল, অন্যদিকে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিস ঝুলল হাওড়ার চেঙ্গাইলে ল্যাডলো জুট মিলে। পুজোর মরসুমেই হাওড়ায় পরপর বন্ধ ২ টো জুটমিল | আর তার জেরে বেকার হলেন কয়েক হাজার শ্রমিক |এই পুজোর মুখে কাজ হারিয়ে সকলেরই মাথায় আকাশ ভেঙে পরার মতে অবস্থা। পুজোর মুখে কী করবেন, রাতারাতি কোথায় পাবেন কাজ | কোথা থেকে রোজগার হবে,তা ভেবেই ভেঙে পরেছেন কর্মীরা।

আরও পড়ুন: সীমান্ত এলাকার ছাত্রীদের সুরক্ষিত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

পুজোর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগর এলাকার ভারত জুটমিল। বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে জুটমিলের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেখতে পান শ্রমিকেরা। তারপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিলেন কর্তৃপক্ষ। তার প্রতিবাদ করার জন্যই আলোচনা না করে জুটমিলে তালা ঝুলিয়ে দেওয়া হল।এদিন সকালে জুট মিলে কাজে যোগ দিতে এসে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ দেখে দিশেহারা হয়ে পড়েন শ্রমিকরা। জুটমিলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। জুটমিলের কর্মচারীদের অভিযোগ, তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল।

গত কয়েকদিন ধরে তাঁদের দুটোর বদলে চারটে মেশিন চালানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের বিরুদ্ধে। পালটা শ্রমিকরা জানিয়ে দেন, তাঁদের পক্ষে একসঙ্গে চারটি মেশিন চালানো অসম্ভব। বিষয়টি নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। ফলস্বরূপ ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।কাজহারা শ্রমিকদের কথায়, ঠিক সময় বেতন হত না। মিলত না পিএফ-ও। সব আর্থিক সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে।মিল কর্তৃপক্ষের দাবি, তাঁত বিভাগের কর্মীদের বার বার বলা সত্ত্বেও উৎপাদনে নজর দেননি তাঁরা। ফলে অন্যান্য বিভাগের উৎপাদনও মার খেয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

হাওড়ার দাসনগরের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইল। শ্রমিক অসন্তোষের কারণে শুক্রবার সকালে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ বা কাজ বন্ধের নোটিস দিল চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন হলেন মিলের ৭ হাজার শ্রমিক।সূত্রের খবর, পুজোর আগে বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মিলের পরিবেশ। দুপুর ২ টোর সময় কাজে আসা শ্রমিকরা বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন মিলের একাধিক অফিস, কম্পিউটার, ক্যামেরা ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ।

পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপত্তার অভাবের অভিযোগ তোলেন মিল মালিক কর্তৃপক্ষ।শুক্রবার সকালে মিলের বাইরের ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেওয়া হয়। এ দিন সকালে কাজে যোগ দিতে এসে এই নোটিস দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, মাসখানেক আগে মিলের মালিকানা বদল হয়েছে। তারপর থেকেই কাজের চাপ বাড়ানো হয়েছিল। পাশাপাশি বোনাস নিয়ে টালবাহানা শুরু করেন মিল কর্তৃপক্ষ।

রাকেশ মাইতি

IMD Latest Weather Update: এখনই বিদায় নিচ্ছে না বর্ষা! উত্তরে অতিভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সামনের সপ্তাহেও বর্ষণের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়তে থাকবে। প্রতীকী ছবি।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়তে থাকবে। প্রতীকী ছবি।
আজ, অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
আজ, অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি পরিমান ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। প্রতীকী ছবি।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি পরিমান ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। প্রতীকী ছবি।
আজ দুপুরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে মাত্র ৯.৬ মিলিমিটার। প্রতীকী ছবি।
আজ দুপুরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে মাত্র ৯.৬ মিলিমিটার। প্রতীকী ছবি।
আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হয়নি বাংলায়। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হলেও গত তিন দিন আচমকা থমকে গিয়েছে বর্ষাবিদায় পালা। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ দিন পরে, অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয় দেশে। প্রতীকী ছবি।
আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হয়নি বাংলায়। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হলেও গত তিন দিন আচমকা থমকে গিয়েছে বর্ষাবিদায় পালা। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ দিন পরে, অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয় দেশে। প্রতীকী ছবি।
উত্তরবঙ্গে আজ শনিবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
উত্তরবঙ্গে আজ শনিবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।

IMD Latest Weather Update: শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! বড় প্রভাব পড়বে পুজোর কেনাকাটায়

শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ, পুজোর কেনাকাটায় কিছুটা হলেও ভাটা পড়েছিল। অনেকেই টানা বৃষ্টি নিয়ে চিন্তিত, পুজোয় আবার বৃষ্টি হবে না তো! প্রতীকী ছবি।
শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ, পুজোর কেনাকাটায় কিছুটা হলেও ভাটা পড়েছিল। অনেকেই টানা বৃষ্টি নিয়ে চিন্তিত, পুজোয় আবার বৃষ্টি হবে না তো! প্রতীকী ছবি।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। প্রতীকী ছবি।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। প্রতীকী ছবি।
অর্থাৎ শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। মৎস্যজীবীদের জন্য তাই কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রতীকী ছবি।
অর্থাৎ শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। মৎস্যজীবীদের জন্য তাই কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রতীকী ছবি।
যদিও পুজোর কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যা এখন থেকেই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। প্রতীকী ছবি।
যদিও পুজোর কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যা এখন থেকেই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। প্রতীকী ছবি।
আগামী কিছু দিন আবহাওয়ার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী কিছু দিন আবহাওয়ার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Durga Puja Health Tips: পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা

পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা। পেট ঠান্ডা রাখতে এই মশলা মৌরি-মিছরির থেকে ১০ গুণ বেশি কার্যকরি।
পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা। পেট ঠান্ডা রাখতে এই মশলা মৌরি-মিছরির থেকে ১০ গুণ বেশি কার্যকরি।
শরীর ঠান্ডা রাখতে ঘরোয়া টোটকায় বেশিরভাগ মানুষ ভুল জিনিস ব্যবহার করেন। যে কারণে চট জলদি উপকার পাওয়া যায় না।
শরীর ঠান্ডা রাখতে ঘরোয়া টোটকায় বেশিরভাগ মানুষ ভুল জিনিস ব্যবহার করেন। যে কারণে চট জলদি উপকার পাওয়া যায় না।
 মুঠোমুঠো অ্যান্টাসিড নয়। রান্নাঘরের এই মশলার সুগন্ধি কয়েকটা দানা পেট ঠান্ডা রাখবে।
মুঠোমুঠো অ্যান্টাসিড নয়। রান্নাঘরের এই মশলার সুগন্ধি কয়েকটা দানা পেট ঠান্ডা রাখবে।
পেট ঠান্ডা রাখতে অনেকেই সকালে মৌরি মিছরি ভেজানো জল খেয়ে থাকেন। ডাঃ মনোসিজ জানা জানাচ্ছেন, মৌরি মিছরির থেকেও ১০ গুন বেশি উপকার পাওয়া যাবে অল্প ধনে ভেজানো জল খেলে।
পেট ঠান্ডা রাখতে অনেকেই সকালে মৌরি মিছরি ভেজানো জল খেয়ে থাকেন। ডাঃ মনোসিজ জানা জানাচ্ছেন, মৌরি মিছরির থেকেও ১০ গুন বেশি উপকার পাওয়া যাবে অল্প ধনে ভেজানো জল খেলে।
বেশি উপকার পেতে ধনে সারারাত জলে ভিজিয়ে তার সঙ্গে অল্প আঁখের গুড় মিশিয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই জল খেলে উপকার পাবেন।
বেশি উপকার পেতে ধনে সারারাত জলে ভিজিয়ে তার সঙ্গে অল্প আঁখের গুড় মিশিয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই জল খেলে উপকার পাবেন।

Durga Puja 2024 Rainfall alert: মাটি হতে পারে দুর্গাপুজো! পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, সেপ্টেম্বরে  ২৭ থেকে ৩০ তারিখ বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। অক্টোবর মাসের ১ এবং ২ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট। ৫ থেকে ৯ অক্টোবর এবং ১০-১৩ অক্টোবর অর্থাৎ পুজোর সময়ে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Bangladesh Ilish: পদ্মার ইলিশ রাজ্যের বাজারে, কোন সাইজের মাছ কত দামে বিক্রি হল? জানুন

হাওড়া: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পদ্মার ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে! পেট্রাপোল সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারের টন টন পদ্মার ইলিশ। ইলিশ আসবে সেই খবর শুনেই এপার বাংলার মানুষ দারুণ উৎসাহিত। বাংলাদেশে সরকার বদলের পর পুজোর আগে এপার বাংলায় ইলিশ আশা অনিশ্চয়তা তৈরি হয়। তারপর বহু চর্চা, সবকিছু উপেক্ষা করে অবশেষে সেই দিন। হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ।

বৃহস্পতিবার ট্রাক বোঝাই ইলিশের গাড়ি পেট্রোপোল সীমান্ত পার হতেই আরও উৎসাহ। শুক্রবার ভোর হতেই ক্রেতা বিক্রেতার ঢল হাওড়ার পাইকারি মাছ বাজারে। এতদিন, গুজরাট, মুম্বই, ওড়িশা এবং ডায়মন্ড হারবার এর ইলিশ বাজার মাতিয়ে ছিল। এবার পদ্মার ইলিশের অপেক্ষায় দিনগুন ছিলেন। শুক্রবার ভোর থেকেই বাজারের সমস্ত মাছকে ঝাঁপিয়ে ক্রেতাদের নজর পদ্মার ইলিশ। ভোর থেকে বাজার মাতিয়ে রাখল পদ্মার ইলিশ।

আরও পড়ুনঃ বিশ্ব পর্যটন দিবসে রেলের উপহার! ভিস্টাডোমের ‌যাত্রীরা পেলেন উপহার, দেখুন ছবিতে

প্রথম পর্যায়ে মাত্র ৪৫ থেকে ৫০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে। যা চাহিদার তুলনায় অনেকটাই কম বলেই মনে করছেন ব্যবসায়ীরা। চুক্তি অনুযায়ী একাধিক পর্যায়ে মাছ আমদানি হবে। শুরুতে যে দাম, পরবর্তীতে দাম কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দারুন আগ্রহের সঙ্গে বিক্রি হতে দেখা গেল পদ্মার ইলিশ। এবার ৮০০ গ্রাম থেকে ১ কেজি সাইজের ইলিশ। দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা প্রতি কেজি দরে।

আরও পড়ুনঃ পুজোয় ঘুরে আসুন উত্তরের একেবারে অফবিট এই ৬ জায়গায়! বিশ্ব পর্যটন দিবসে রইল বেড়ানোর খুঁটিনাটি

এ প্রসঙ্গে সৈয়দ আনোয়ার মকসুদ, ফিস ইনপুট অ্যাসোসিয়েশন সেক্রেটারি জানান, অবশেষে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ হাওড়ার মাছ বাজারে নিয়ে আসতে পারায় দারুণ আনন্দ লাগছে। দীর্ঘদিন এপার বাংলার মানুষের পদ্মার ইলিশ খাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে সেই ইচ্ছেপূরণ হবে।

রাকেশ মাইতি

Durga Puja 2024: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে তৈরি মিনিয়েচার দুর্গা পাড়ি দিচ্ছে দেশ বিদেশ

হাওড়া: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে তৈরি প্রতিমার দারুন চাহিদা! একটি নয়, একাধিক দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এই পুজোয়। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই মাটির মূর্তি তৈরি করার কাজ শুরু করে হাওড়ার জয়ন্ত। গত বছরের তুলনায় এবার আরও বেশি প্রতিমা তৈরির বরাত মিলেছে। ফলে এই পুজোতে দারুণ কাজের চাপ রয়েছে শিল্পীর হাতে।

আরও পড়ুন: ভিন রাজ্যের বাজবে বাংলার ঢাক, প্রস্তুত ঢাকিরা

প্রতিমা তৈরিতে প্রধান উপকরণ মাটি, মাটির সঙ্গে কাট ও পাট এবং পুতি চুমকিতে সেজে উঠছে প্রতিমা । ক্ষুদ্র প্রতিমা, এক পলক দেখলে সহজে মনে হবে না এটি ছোট মূর্তি। ক্ষুদ্র মূর্তিতেই সাবেকিয়ানা থেকে বিভিন্ন থিমের প্রতিমা। এমনকি পদ্মশ্রী সনাতন রুদ্ধপাল এর তৈরি দুর্গা মূর্তির অনুকরণেও এবার একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী জয়ন্ত হাজরা। উত্তরবঙ্গব্যাঙ্গালোর থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি সুদুর আমেরিকাতেও পাড়ি দিচ্ছে প্রতিমা।

লকডাউন পরিস্থিতে সামান্য মাটি নিয়ে খেলার ছলে বিভিন্ন জীব জন্তু এবং প্রতিমা তৈরির চেষ্টা করেন। তারপর প্রতি বছর প্রতিমা তৈরির বরাত বেড়েই চলেছে। আসলে শৈশব থেকে কাগজ দিয়ে বিভিন্ন মডেল তৈরির অভিজ্ঞতা তো ছিলই। তবে মাটি দিয়ে মডেল তৈরি লকডাউন পরিস্থিতিতেই প্রথম হাতে খড়ি। ছুটির কয়েক মাস অনবরত মাটির মূর্তি তৈরি চেষ্টা করেই সফলতা। সে বছরই প্রথম একটি ক্ষুদ্র কালী প্রতিমার অর্ডার মেলে। তারপর পরের বছরই ৩-৪ টি প্রতিমা তৈরির বরাত মেলে।

এ প্রসঙ্গে শিল্পী জয়ন্ত হাজরা জানান, বর্তমান সময়ে ক্ষুদ্র প্রতিমা মানুষের দারুণ পছন্দের। লক্ষ্মী সরস্বতী বা কালী প্রতিমার মত সারা বছর l বাড়িতে রেখে দুর্গা প্রতিমা পুজো করার চল বাড়ছে। ফলে এই ক্ষুদ্র প্রতিমার চাহিদা রয়েছে বেশ ভাল।

রাকেশ মাইতি

Howrah News: ভয়ানক রূপ নিয়েছে হাওড়া আমতা রাজ্য সড়ক! পুজোর আগে দুশ্চিন্তা মানুষের

হাওড়া: রাস্তা যেন মরণ ফাঁদ! পুজোর আগে পথ চলতে নাভিশ্বাস মানুষের। হাওড়া শহর থেকে গ্রামে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার দুই পাশে ঘন জনবসতি। শহরাঞ্চলে এই ব্যস্ততম রাস্তার গা ঘেঁষে ছোট বড় বহু কারখানা। ফলে সাধারণ মানুষ এবং মালবাহী যানবাহনে দারুন ব্যস্ত এই সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে। দীর্ঘদিন বেহাল রূপ হাওড়া-আমতা রোডের। এই রাস্তা পারাপার করতে কালঘাম ছুটছে মানুষের। এই বর্ষায় রাস্তায় জমা জল, সেই জলের নিচে বড় বড় গর্ত। গতিশীল গাড়ির আচমকা গর্তে চাকা আটকে দুর্ঘটনা। সাধারণ পথ চলতি মানুষ সাইকেল বাইক আরোহী থেকে চালক সকলেই অতিষ্ঠ হয়ে পড়ছে এই রাস্তা পারাপার করতে। এভাবেই জীবন হাতে করে মানুষ এই রাস্তা পারাপার করছে। পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে রাস্তা নিয়ে চিন্তায় মানুষ।

আরও পড়ুন: প্রতিমা দর্শনেই মিলছে উপহার! পুজোয় ভেষজ গাছ দান গ্রামবাসীদের

গ্রাম থেকে শহর বিস্তৃত  এই রাজ্য সড়কের দুই পাশে অসংখ্য দুর্গা পুজোর মন্ডপ বহু মানুষের সমাগম ঘটে। ফলে পুজোর কয়েকটা দিন এই সড়কে আরও ব্যস্ততা বাড়বে মানুষের। রাস্তার যে দুরবস্থা, তাতে দুর্ঘটনার আশঙ্কা দারুন। স্থানীয়দের কথায়, পুজোর আগে রাস্তা মেরামতির আবেদন করেও হয়নি। যদিও অনেকেই মনে করছেন পুজোর আগে রাস্তা মেরামত হবে তা প্রায় নিশ্চিত।বর্ষার শুরু থেকে একটানা কয়েক মাস রাস্তার বেহাল দশা। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রী পড়ছে দুর্ঘটনার কবলে। একাধিক বার রাস্তা মেরামতির দাবি জানিয়েও মেলেনি সুরাহা এমনটাই অভিযোগ বানিয়ে মানুষের।

আরও পড়ুন:  থিম ‘গ্রাম বাংলা’! প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মণ্ডপসজ্জায় ব্যস্ত ক্লাব সদস্যরা

প্রায় প্রতি বছর পুজোর আগে রাস্তা মেরামতির কাজ শুরু হয়। তবে এবার রাস্তা মেরামতির বালা নেই। ফলে বেহাল রাস্তার কারণে পুজোর আগে চিন্তা বেড়েছে মানুষের। এই রাস্তায় হেঁটে পারাপার করতেও ভয় পাচ্ছে মানুষ। কিছুদিন আগে রাস্তার বড় গর্তে কোনও রকমের তালি দিয়ে কাজ হয়। তা সাময়িক সময়ের স্বস্তি মিললেও পরবর্তীতে আবার ভয়ানক রূপ নিচ্ছে রাস্তা। স্থানীয় ও পথ চলতি মানুষের অভিযোগ, মানুষ দুর্ঘটনার কবলে তবুও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সকলেই চিন্তিত,কখন যে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে কে জানে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

IMD Latest Weather Update: বন্যার জল নামেনি, তার আগেই ভয়াল ঘূর্ণাবর্ত! বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ, কবে পর্যন্ত দুর্যোগ?

রাজ্যের একাধিক জেলায় এর আগেই জলাধারগুলির ছাড়া জলে বন্যা হয়েছে। সেই বন্যার জল এখনও নামেনি। তার উপরেই ফের বৃষ্টির পূর্বাভাস।
রাজ্যের একাধিক জেলায় এর আগেই জলাধারগুলির ছাড়া জলে বন্যা হয়েছে। সেই বন্যার জল এখনও নামেনি। তার উপরেই ফের বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে। মূলত এই অক্ষরেখার প্রভাবেই আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা।
একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে। মূলত এই অক্ষরেখার প্রভাবেই আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা।
শুধু বাংলা নয়, বিহার ঝাড়খন্ডে এবং ছত্রিশগড়ে প্রবল বর্ষণের আশঙ্কা। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুধু বাংলা নয়, বিহার ঝাড়খন্ডে এবং ছত্রিশগড়ে প্রবল বর্ষণের আশঙ্কা। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
উত্তর ও দক্ষিণ বঙ্গ দুই বঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণ বঙ্গ দুই বঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

Durga Puja 2024: থিম ‘গ্রাম বাংলা’! প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মণ্ডপসজ্জায় ব্যস্ত ক্লাব সদস্যরা

হাওড়া: শিশিরে ভেজা শরৎ মানেই দেবীর আগমন। তাই সর্বত্র জুড়েই সাজো সাজো রব। দেবীর এই আগমনীতে ঘরে ঘরে খুশির জোয়ার বয়ে আনে। বাঙালির বারো মাসের তেরো উৎসবের শ্রেষ্ঠ হল দুর্গাপুজো।

দুর্গোৎসব মানে বনেদিবাড়ি থেকে বারোয়ারির পুজোয় বাঙালির মেতে ওঠা। শরতের সূচনা লগ্ন থেকেই বাংলা জুড়ে শুরু হয় পুজোর প্রস্তুতি। সেই দিক থেকে পিছিয়ে নেই, শহর হাওড়াও৷ গ্রাম থেকে শহর, জেলার বিভিন্ন প্রান্তে জোরদার চলছে পুজোর প্রস্তুতি।

আরও পড়ুন: হাজার হাজার টাকা দিয়ে কেশর কিনছেন? ঠকে যাচ্ছেন না তো? শিখুন কেশর চেনার উপায়

মণ্ডপে মণ্ডপে ফুটে উঠছে নানা থিমের ছটা। শহর বা শহরতলীর থেকে খুব বেশি পিছিয়ে নেই গ্রামও। গ্রামাঞ্চলেও বিভিন্ন মন্ডপে রয়েছে চোখ ধাঁধানো থিমের সাজ।

আরও পড়ুন: ইঁদুরের যম, মাত্র ১০ টাকা খরচ করলেই ঘরের ত্রি সীমানায় থাকবে না, রইল বিশেষজ্ঞের পরামর্শ

আকর্ষণীয় মণ্ডপসজ্জা ফুটে উঠেছে হাওড়ার মাকড়দহে। এখানের অ্যাথলেটিক ক্লাবের দুর্গা পুজোয় এবারের থিম ‘কুমোর পাড়ার গরুর গাড়ি’। এই মন্ডপে ফুটে উঠবে নির্ভেজাল গ্রামের চিত্র।

এখানে চূড়ান্ত পর্যায়ে মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। গতবছর মণ্ডপ সজ্জায় দারুন ভাবে দর্শকদের নজর কেড়েছিল মাকড়দহ অ্যাথলেটিক ক্লাব। গতবারের থিম ছিল ‘লক্ষ্য’।

গতবার মণ্ডপ থেকে লক্ষ্য স্থির রেখে সফলতার দিকে এগিয়ে যাবার বার্তা মানুষকে। সেভাবেই সাজিয়ে তোলা হয়েছিল মণ্ডপ। এবারের মাকড়দহ অ্যাথলেটিক ক্লাবের মন্ডপে দেখা যাবে নির্ভেজাল গ্রামের ছবি।

একদিকে গরুর গাড়ি ঠাকুরদালান উঠোন নানা গ্রামীন নিদর্শন ফুটে উঠবে পুজো মণ্ডপে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে এই থিম নির্মাণে। এবার প্রতিষ্ঠানের সদস্যরা নিজেরাই মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছে। আন্তরিকতার সঙ্গে একটু একটু করে মণ্ডপকে মনের মত রূপ দেচ্ছেন তাঁরা।

এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক প্রীতম মজুমদার জানান, ‘‘বর্তমান সময়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে প্রকৃত গ্রামের চিত্র অজানা। মণ্ডপে এমন গ্রামের চিত্র দেখে আকর্ষিত হবে ছোটরাও। অন্যদিকে প্রবীণ মানুষ যারা শৈশব থেকে গ্রামেই বড় হয়ে শহরে এসেছে কর্মজীবনের তাগিদে। তারাও তাঁদের নস্টালজিক ফিরে পাবেন এই মণ্ডপে প্রবেশ করলে।’’
রাকেশ মাইতি