Category Archives: কোচবিহার

Hilsha Fish: এবার পুজোয় ইলিশ দিয়েই হবে বাঙালির রসনা তৃপ্তি! ইলিশ নিয়ে যা বলছেন মাছ বিক্রেতারা

: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর এই দুর্গা পুজো মানেই বাঙালির রকমারি সুস্বাদু খাবারের সম্ভার। তবে সেই খাবারের মধ্যে ইলিশ থাকবে না এটা তো হতে পারে না। তাই এখন থেকেই বাঙালির ইলিশ নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে। বাজারে বর্তমানে ইলিশের যোগান কিছুটা কম রয়েছে। তাই এখন দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।
: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর এই দুর্গা পুজো মানেই বাঙালির রকমারি সুস্বাদু খাবারের সম্ভার। তবে সেই খাবারের মধ্যে ইলিশ থাকবে না এটা তো হতে পারে না। তাই এখন থেকেই বাঙালির ইলিশ নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে। বাজারে বর্তমানে ইলিশের যোগান কিছুটা কম রয়েছে। তাই এখন দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।
তবে পুজোর আগেই ইলিশ আমদানি করা হবে যাতে পুজোর সময় ইলিশের দাম অনেকটাই কম থাকে। তাই মধ্যবিত্তের পকেটে ইলিশ কিনতে গিয়ে চাপ পড়বে না এটুকু নিশ্চিত।
তবে পুজোর আগেই ইলিশ আমদানি করা হবে যাতে পুজোর সময় ইলিশের দাম অনেকটাই কম থাকে। তাই মধ্যবিত্তের পকেটে ইলিশ কিনতে গিয়ে চাপ পড়বে না এটুকু নিশ্চিত।
বাজারের এক মাছ বিক্রেতা আজাদ আলী জানান, "পুজোর সময় বাঙালির পছন্দের ইলিশ মাছের চাহিদা থাকে তুঙ্গে। তাইতো সেই জন্য ইতিমধ্যেই ইলিশ স্টক করে রাখা শুরু করেছেন বিক্রেতারা। যাতে পুজোর সময় ভাল দাম পাওয়া যায়। তবে বর্তমানে বাজারে ইলিশের যোগান খুব একটা না থাকলেও, পুজোর সময় যোগান থাকতে চলেছে।’’
বাজারের এক মাছ বিক্রেতা আজাদ আলী জানান, “পুজোর সময় বাঙালির পছন্দের ইলিশ মাছের চাহিদা থাকে তুঙ্গে। তাইতো সেই জন্য ইতিমধ্যেই ইলিশ স্টক করে রাখা শুরু করেছেন বিক্রেতারা। যাতে পুজোর সময় ভাল দাম পাওয়া যায়। তবে বর্তমানে বাজারে ইলিশের যোগান খুব একটা না থাকলেও, পুজোর সময় যোগান থাকতে চলেছে।’’
তিনি আরও বলেন, ‘‘তাই ইলিশের দাম পুজোর সময় থাকবে সকলের সাধ্যের মধ্যে। ফলে সকলেই ইলিশের স্বাদ নিতে পারবেন এটুকু নিশ্চিত। তবে এখন ভাল ইলিশ ১৬০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা কেজি প্রতি দামে বিক্রি হচ্ছে।"
তিনি আরও বলেন, ‘‘তাই ইলিশের দাম পুজোর সময় থাকবে সকলের সাধ্যের মধ্যে। ফলে সকলেই ইলিশের স্বাদ নিতে পারবেন এটুকু নিশ্চিত। তবে এখন ভাল ইলিশ ১৬০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা কেজি প্রতি দামে বিক্রি হচ্ছে।”
বাজারের এক ক্রেতা রমা মিত্র জানান, "প্রতিবছর পুজোর সময় বাড়িতে ইলিশ খাওয়ার চল রয়েছে। বাড়ির প্রত্যেক সদস্য ইলিশ মাছ দারুণ পছন্দ করে। তবে ইলিশের দাম যদি ২০০০ টাকা কিংবা তার নিচে থাকে। তবেই কেনা সম্ভব হবে ইলিশ। অন্যথায় এবার বিকল্প বেছে নিতে হবে। কারণ, যদি যোগান ঠিক না থাকে। তবে ইলিশের দাম পুজোয় বাড়বে এটা নিশ্চিত।"
বাজারের এক ক্রেতা রমা মিত্র জানান, “প্রতিবছর পুজোর সময় বাড়িতে ইলিশ খাওয়ার চল রয়েছে। বাড়ির প্রত্যেক সদস্য ইলিশ মাছ দারুণ পছন্দ করে। তবে ইলিশের দাম যদি ২০০০ টাকা কিংবা তার নিচে থাকে। তবেই কেনা সম্ভব হবে ইলিশ। অন্যথায় এবার বিকল্প বেছে নিতে হবে। কারণ, যদি যোগান ঠিক না থাকে। তবে ইলিশের দাম পুজোয় বাড়বে এটা নিশ্চিত।”
বাজারের আরেক মাছ বিক্রেতা খোকন আলি জানান, "পুজোর সময় বাজারে ইলিশ মাছ কিছুটা হলেও পর্যাপ্ত যোগান থাকতে চলেছে। তাই দাম বেড়ে ওঠা নিয়ে ক্রেতারা অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।"
বাজারের আরেক মাছ বিক্রেতা খোকন আলি জানান, “পুজোর সময় বাজারে ইলিশ মাছ কিছুটা হলেও পর্যাপ্ত যোগান থাকতে চলেছে। তাই দাম বেড়ে ওঠা নিয়ে ক্রেতারা অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।”
যদিও ইলিশ মাছের যোগান নিয়ে আশাবাদী বাজারের অধিকাংশ মাছ বিক্রেতারা। তবুও ক্রেতাদের মনের ভয় দূর হচ্ছে না। তবে বাঙালির দুর্গা পুজোয় ইলিশের চাহিদা যে অনেকটাই বেড়ে উঠিবে এই বিষয় নিয়ে নিশ্চিত বাজারের অধিকাংশ বিক্রেতারা। তাই তাঁরা ইতিমধ্যেই ইলিশ মাছ স্টক করে রাখতে শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে আরও মাছ বাজারে আসতে চলেছে। Input- Sarthak Pandit
যদিও ইলিশ মাছের যোগান নিয়ে আশাবাদী বাজারের অধিকাংশ মাছ বিক্রেতারা। তবুও ক্রেতাদের মনের ভয় দূর হচ্ছে না। তবে বাঙালির দুর্গা পুজোয় ইলিশের চাহিদা যে অনেকটাই বেড়ে উঠিবে এই বিষয় নিয়ে নিশ্চিত বাজারের অধিকাংশ বিক্রেতারা। তাই তাঁরা ইতিমধ্যেই ইলিশ মাছ স্টক করে রাখতে শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে আরও মাছ বাজারে আসতে চলেছে। Input- Sarthak Pandit

Ajwain Water Health Benefit: জাস্ট ৭ দিন! সামান্য ‘এই’ মশলা ভেজানো জল খান, বাই বলুন হাজার রোগকে! থাকুন ‘বিন্দাস’

খাওয়াদাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই জোয়ান শুধুই হজমজনিত সমস্যা সমাধানের হাতিয়ার নয়। জোয়ানের আছে আরও অনেক গুনাগুন।
খাওয়াদাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই জোয়ান শুধুই হজমজনিত সমস্যা সমাধানের হাতিয়ার নয়। জোয়ানের আছে আরও অনেক গুনাগুন।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ভাজা জোয়ানের চাহিদা বাজারে বেশ অনেকটাই রয়েছে। তবে জোয়ানের জলে কিন্তু হজমশক্তি বাড়ানো ছাড়া আরও বিভিন্ন উপকারিতা রয়েছে।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ভাজা জোয়ানের চাহিদা বাজারে বেশ অনেকটাই রয়েছে। তবে জোয়ানের জলে কিন্তু হজমশক্তি বাড়ানো ছাড়া আরও বিভিন্ন উপকারিতা রয়েছে।
জোয়ান পেটের বিপাকহার বৃদ্ধি করে তোলে। জোয়ানে থাকা থাইমল গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়িয়ে দেয়। যার ফলে বিপাকহার দ্রুত হয়ে থাকে। বিপাকহার বৃদ্ধি পেলে ক্যালোরি ক্ষয় হয় অনেকটাই।
জোয়ান পেটের বিপাকহার বৃদ্ধি করে তোলে। জোয়ানে থাকা থাইমল গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়িয়ে দেয়। যার ফলে বিপাকহার দ্রুত হয়ে থাকে। বিপাকহার বৃদ্ধি পেলে ক্যালোরি ক্ষয় হয় অনেকটাই।
বেশি খেলে অনেক সময় শরীরে অস্বস্তি হতে শুরু করে। আচমকাই পেট ফুলে যায়। সেই ক্ষেত্রে উষ্ণ জলে নুন দিয়ে জোয়ান ভিজিয়ে রেখে খেলে সেই সমস্যার সমাধান হতে পারে সহজেই।
বেশি খেলে অনেক সময় শরীরে অস্বস্তি হতে শুরু করে। আচমকাই পেট ফুলে যায়। সেই ক্ষেত্রে উষ্ণ জলে নুন দিয়ে জোয়ান ভিজিয়ে রেখে খেলে সেই সমস্যার সমাধান হতে পারে সহজেই।
শরীরে জমা হওয়া বিষাক্ত পদার্থ বাইরে নের করতে সাহায্য করে এই জোয়ানের জল। এতে শরীর থাকে ঝরঝরে এবং বিপাকহার বৃদ্ধি পায়। ফলে হজমশক্তি বেড়ে ওঠে। যা ওজন কমিয়ে দেয়।
শরীরে জমা হওয়া বিষাক্ত পদার্থ বাইরে নের করতে সাহায্য করে এই জোয়ানের জল। এতে শরীর থাকে ঝরঝরে এবং বিপাকহার বৃদ্ধি পায়। ফলে হজমশক্তি বেড়ে ওঠে। যা ওজন কমিয়ে দেয়।
অ্যাজমা বা হাঁপানির সমস্যা থাকলেও জোয়ান ভেজানো জল খাওয়া উপকারী। এতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এছাড়াও ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণও নিয়ন্ত্রণ করে।
অ্যাজমা বা হাঁপানির সমস্যা থাকলেও জোয়ান ভেজানো জল খাওয়া উপকারী। এতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এছাড়াও ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণও নিয়ন্ত্রণ করে।

Durga Puja 2024: ‘ললিত কলায় লোকশিল্প’ থিমেই বিশেষ চমক কোচবিহারের এই ক্লাবের! জানুন বিস্তারিত

কোচবিহার: ইতিমধ্যেই পুজোর তোরজোড় চলছে গোটা জেলা জুড়ে। তবে বিগত কয়েক বছর ধরে ভাল মানের দুর্গাপুজো শুধুই উঠে আসছিল দিনহাটা মহকুমা থেকে। তবে এবার জেলা কোচবিহারের সদর শহরেও রয়েছে একের পর এক আকর্ষণীয় সমস্ত দুর্গাপুজো। ইতিমধ্যেই সেই পুজোগুলির থিমের কাজ চলছে দ্রুত গতিতে। চলতি বছরে ভেনাস স্কোয়ার ক্লাবের পুজো আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। স্বল্প বাজেটের থিম থাকলেও, নজরকাড়া আকর্ষণ থাকছে থিমের মধ্যে। তাই এখন থেকেই এই ক্লাবের পুজোকে কেন্দ্র করে সকলের আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

পুজো কমিটির সম্পাদক সায়ন্তন হোড় জানান, এবার দুর্গাপুজোয় তাঁদের ক্লাবের পুজোর বাজেট রয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। যদিও অন্যান্য পুজো কমিটির চাইতে তাঁদের বাজেট কম। তবুও স্বল্প বাজেটে যে ভাল পুজো সকলকে উপহার দেওয়া সম্ভব সেই চেষ্টাই তাঁরা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

থিম আর্টিস্ট শৌভিক ভৌমিক জানান, “ললিতকলায় লোকশিল্প এবার পুজোর  থিম ভেনাস স্কয়ার ক্লাবের পুজোয়। এই ধরনের থিম প্রথম জেলা কোচবিহারে আয়োজন করা হচ্ছে, যা সকল দর্শনার্থী ও পুর্ন্যার্থীদের নজর আকর্ষণ করবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। সম্পূর্ণ থিমের কাজ করা হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে। আঠার মধ্যেও ব্যবহার করা হচ্ছে গদের আঠা। তাই পরিবেশরক্ষার এক অনন্য বার্তাও দেওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে। সকলের এই থিম দারুণ পছন্দ হবে। পুজোর কিছু দিন আগেই এই পুজো মণ্ডপ সকলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

চলতি বছরে এবার একাধিক ভাল মানের পুজো রয়েছে কোচবিহার জেলায়। তবে সদর শহরের পুজোগুলি এবার অন্য মাত্রা পেতে চলেছে। এবারে ভাল থিমের বিষয়ে তুলে আনা হয়েছে কোচবিহার সদর শহরের পুজোগুলিতে।

North Bengal weather update: উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বুধবারের আবহাওয়া?

উত্তরবঙ্গের আকাশে কোথাও রোদ, আবার কোথাও আংশিক মেঘলা থাকবে। পাহাড়ের একাংশ কুয়াশা ঘেরা, আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস পাহাড় থেকে সমতলে।
উত্তরবঙ্গের আকাশে কোথাও রোদ, আবার কোথাও আংশিক মেঘলা থাকবে। পাহাড়ের একাংশ কুয়াশা ঘেরা, আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস পাহাড় থেকে সমতলে।
শিলিগুড়ি: আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম বাড়লেও। বৃষ্টির পূর্বাভাস আজও। দার্জিলিং: মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে। 
কালিম্পং: আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা বুধবারও।
শিলিগুড়ি: আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম বাড়লেও। বৃষ্টির পূর্বাভাস আজও।
দার্জিলিং: মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে।
কালিম্পং: আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা বুধবারও।
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০৮ ডিগ্রি সেলসিয়াস।ডুয়ার্স: পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার: মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০৮ ডিগ্রি সেলসিয়াস।
ডুয়ার্স: পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার: মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার: আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা। 
ইসলামপুর: আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার: আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার।
উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা।
ইসলামপুর: আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০২ ডিগ্রি সেলসিয়াস।
গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০২ ডিগ্রি সেলসিয়াস।

Viral Boba Drink: কোরিয়ান স্ট্রিট সফট ড্রিঙ্ক এখন জেলার রাস্তায়! পুজোর আগেই নতুন চমক কোচবিহারে

কোচবিহার: প্রতিবছর দুর্গা পুজোর আগে জেলায় নিত্যনতুন খাবারের আকর্ষণ কিংবা পানীয় দেখতে পাওয়া যায়। চলতি বছরে দুর্গা পুজোর আর মাত্র কিছুটা সময় বাকি। ইতিমধ্যেই জেলায় এসেছে এক নতুন স্বাদের পানীয়।

বিশেষ স্বাদের এই পানীয় কিন্তু মূলত একটি কোরিয়ান স্ট্রিট সফট ড্রিঙ্ক। যা বহু মানুষের ইতিমধ্যেই মন আকর্ষণ করতে শুরু করেছে। এই বিশেষ স্বাদের পানীয় আগে কোনও সময় কোচবিহারের রাস্তায় পাওয়া যায়নি। তাইতো স্বল্প দামে এই পানীয় কোচবিহারের রাস্তায় পেয়ে সাধারণ মানুষ বেশ অনেকটাই খুশি।

আরও পড়ুন: এটা তো মেয়েদের আরও ছোট করা’! ‘অপরাজিতা বিল’ নিয়ে বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা

জুস বিক্রেতা ইকরাম হক জানান, “এই বোবা ড্রিঙ্ক ছোট থেকে বড় সকলের বেশ অনেকটাই পছন্দ করছে। এই বোবা ড্রিঙ্কের মূল বিষয়টি হল বিভিন্ন স্বাদের এই ছোট্ট বল গুলি। যা মূলত সাবুদানার গুঁড়োর সঙ্গে বিভিন্ন স্বাদের ফলের পাল্প মিশিয়ে তৈরি করা হয়। এরপর যেকোনও ড্রিংকের সঙ্গে কিংবা শেকের সঙ্গে সেই বোবা বল মিশিয়ে দিলেই হয়। তবে সাধারণ ভাবে এই বল গুলিকে দেখতে যেমনি দারুণ, খেতেও তেমনি সুস্বাদু হয়ে থাকে। বাজারে যেমনি কিনতে পাওয়া যায় এই বল গুলি। তেমনি বাড়িতেও খুব সহজে বানানো সম্ভব।”

তিনি আরও জানান, “সাধারণ ভাবে একটি ড্রিঙ্কের যা দাম রয়েছে, সেই দামের সঙ্গে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দিলেই এই বোবা বল মিশিয়ে বোবা ড্রিঙ্ক বানিয়ে দেওয়া হচ্ছে। তাই দাম একেবারেই সামান্য রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু মানুষ আসছেন দোকানে এই নতুন স্বাদের পানীয়ের স্বাদ নিতে। চকলেট সিরাপ দিয়ে গার্নেশিং করা গ্লাসে সাজিয়ে দেওয়া হচ্ছে এই বিশেষ পানীয়। যা দেখতে আরও অনেকটাই সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠছে সকলের জন্য। বর্তমানে দোকানে ম্যাংগো, স্ট্রবেরী, ব্লু বেরি ওয়াটার মেলন বোবা পাওয়া যাচ্ছে।”

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

এই জুসের দোকান ইতিমধ্যেই জেলার এবং পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাগরদিঘি চত্বরের পরিবেশে বহু পর্যটক এই দোকানে এসে এই বিশেষ স্বাদের ঠান্ডা পানীয়ের স্বাদ নিচ্ছেন। পথ চলতি মানুষেরাও অনেকে দাঁড়িয়ে পড়ছেন এই জুসের দোকানে এই নতুন ড্রিঙ্কের নাম দেখে। সব মিলিয়ে জেলায় পুজোর আগেই নজর আকর্ষণ করছে এই নতুন সুস্বাদু পানীয় বোবা ড্রিঙ্ক।

Sarthak Pandit

Bangla Video: সীমান্তের জিরো গ্রাউন্ডে বিশেষ এই দেবীর পুজো! বহু ভক্তের ভিড়

কোচবিহার: বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা কোচবিহার। তাইতো এই জেলার বেশিরভাগ অংশে ভারত-বাংলাদেশ কাঁটাতারের সীমান্ত দেখতে পাওয়া যায়। সারা বছর বিশেষ নিয়ম চলে এই সীমান্তকে কেন্দ্র করে। সীমান্তের কাঁটাতারের ভেতর জিরো গ্রাউন্ড এর জমিতে চলাচল করতে হয় নির্দিষ্ট সময় মেনে। তবে কোচবিহারের দিনহাটা মহকুমার বামন হাট এলাকায় বাংলাদেশের এই হিরো গ্রাউন্ডের জমিতে আয়োজিত হয় এক বিশেষ পুজো। এই পুজোয় প্রচুর ভক্তবৃন্দের এবং দর্শনার্থীদের সমাগম ঘটে। সচিত্র পরিচয় প্রমাণপত্র দেখিয়ে পুজো দেখতে যান ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা।

মন্দিরের পুজো দেখতে আসা এক দর্শনার্থী টুবাই মণ্ডল জানান, তিনি পাশের জেলা আলিপুরদুয়ার থেকে এসেছেন এই পুজো দেখতে। সীমান্তের কাঁটাতারের ভেতর এই পুজো দেখার ইচ্ছে ছিল বহুদিন ধরে। ভারতীয় নাগরিকত্বের সচিত্র প্রমাণপত্র দেখিয়ে এই পুজো দেখতে জিরো গ্রাউন্ডের জমিতে প্রবেশ করেছেন তিনি। আগামী দিনেও তিনি এই পুজো দেখতে আসবেন এমনটাই ইচ্ছা রয়েছে তাঁর।

আরও পড়ুন: পুজোর আগে পুলিশের নিজের তলায় রদবদল

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, দীর্ঘ সময় ধরে তাঁর ইচ্ছে ছিল সীমান্তের জিরো গ্রাউন্ডের জমির এই মন্দিরে পুজো দিতে আসবেন। তবে এবার তিনি সুযোগ পেয়েছেন পুজো দিতে আসার। চলতি বছরে এই পুজো ৪৫ বছর সম্পন্ন করে ৪৬ বছরে পদার্পণ করল। তাইতো প্রচুর দর্শনার্থী ও পুনার্থীর ভিড় ছিল মন্দিরে।

দিনহাটার বাসিন্দা অমৃতা দে জানান, দীর্ঘ সময়ের এই মন্দির লোকের মুখে মুখে বেশ অনেকটাই প্রসিদ্ধ। তাইতো এই মন্দিরের পুজোর দিনে বহু মানুষের সমাগম হয় মন্দিরের মধ্যে। শুধুই জেলার মানুষেরা নয় জেলার বাইরের মানুষেরাও আসেন এই মন্দিরে।

সার্থক পন্ডিত

Heritage Lake: বড় দেবীর দুর্গা প্রতিমা বিসর্জন হয় এই দিঘীতে! দিঘীর বেহাল দশায় দুশ্চিন্তায় স্থানীয়রা

কোচবিহার: প্রসিদ্ধ রাজবাড়ীর এই শহর। রাজ আমলের বহু দীঘি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গুলির মধ্যে অন্যতম পরিচিত দিঘী হল যমুনা দীঘি বা লম্বা দীঘি। এই দীঘির মধ্যেই রাজ আমলের বড় দেবীর দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। তবে বর্তমান সময়ে এই দীঘির একেবারেই বেহাল দশা।

এলাকার এক স্থানীয় প্রবীণ বাসিন্দা বাণী পাল জানান, “সেই রাজ আমল থেকে এই দীঘির গুরুত্ব রয়েছে বেশ অনেকটাই। বিভিন্ন প্রয়োজনে এই দীঘি ব্যবহার করতেন স্থানীয় মানুষেরা। মাঝেমধ্যেই দীঘি থেকে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র। এছাড়াও সাপের সাপের উপদ্রব তো রয়েছেই। তাইতো বর্তমানে এই দিঘী সংস্কার করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন বাদেই দুর্গা পুজো। বড় দেবীর প্রতিমা নিরঞ্জন করা হবে এই দীঘিতে। দীঘির সংস্কার না হলে সমস্যা বাড়বে।”

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ, বেঘোরে মৃত্যু এক কিশোরেরও

এলাকার আরেক স্থানীয় বাসিন্দা পার্থ সিনহা জানান, “একটা সময় এই দীঘির জল অনেকটাই পরিষ্কার ছিল। তখন ফিসারিজ ডিপার্টমেন্ট থেকে মাছ চাষ করা হতো এই দীঘির মধ্যে। তবে বর্তমানে এই দীঘি সেই পুরনো জৌলুস হারিয়েছে। তাইতো রাজ আমলের হেরিটেজ এই দীঘিটিকে দ্রুত সংস্কার করা প্রয়োজন। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় মানুষেরা ওয়ার্ল্ড কাউন্সিলরকে জানিয়েছেন।

পুরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর অভিজিত মজুমদার জানান, “সামনেই দুর্গা পুজো। পুজোর পর বড় দেবীর প্রতিমা এখানেই বিসর্জন হবে। তাই তিনি দ্রুত এই দীঘি সংস্কারের কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন সকলকে।”

তবে রাজ আমলের হেরিটেজ এই দীঘির এমন বেহাল দশা দেখে অনেকেই হতাশ। দীঘিটিতে যদি মাছ চাষ করা সম্ভব হতো। তবে হয়তো দীঘিটির এরকম বেহাল দশা হতো না। এছাড়া দীঘির জল ব্যবহারের যোগ্য থাকত। বর্তমানে দীঘির এই পরিস্থিতি জেলার পর্যটকদের কাছেও অনেকটাই আশ করে তুলছে কোচবিহারকে।

সার্থক পন্ডিত

Coochbehar Temple: প্রকৃতির মাঝে ইতিহাসে ডুব দিতে চাইলে ছোট্ট ছুটিতে আসুন কোচবিহারের এই প্রাচীন শিবমন্দিরে

সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারে দীর্ঘ সময়ের পুরনো ঐতিহ্য ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘ পুরনো ঐতিহ্য ও নিদর্শন গুলোকে কেন্দ্র করে পর্যটনের জায়গা তৈরি হয়েছে জেলায়। বর্তমান সময়ে এমনই একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচিত এই শিব মন্দির। দেবালয়ের নাম অনাথনাথ শিব মন্দির। দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী শিব মন্দিরের স্থাপনার বিষয় নিয়ে আজও প্রচুর রহস্য রয়ে গিয়েছে। এই মন্দিরের স্থাপনার বিষয়ে একাধিক মত প্রচলিত রয়েছে লোকমুখে। তবে এটি কী কারণেই মন্দির স্থাপন করা হয়েছিল সেই রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে।

মন্দিরের পুরোহিত বৈকুণ্ঠনাথ তিওয়ারি জানান, ‘‘শুধু নবদ্বীপ থেকে আসা পন্ডিত ও ব্রাহ্মণেরা এই মন্দির স্থাপনায় অংশ নিয়েছিলেন। তখনই এই মন্দিরের নাম রাখা হয় অনাথনাথ শিব মন্দির। বর্তমান সময়ে এই মন্দিরের বয়স ঠিক কত, তা কেউ বলতে পারবেন না। অনুমান করা হয় এই মন্দির রাজ আমলেরও পুরনো মন্দির। দীর্ঘ সময়ের পুরনো এই মন্দিরে রীতি মেনে পুজো করা হয় সকল দেবতাদের। তবে মূলত শিব মন্দির হওয়ার কারণে ভগবান শিবের পুজোর নিয়ম রয়েছে বেশি। প্রতিদিন নিত্যপুজোর পাশাপাশি বছরের বিশেষ সময়গুলিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়।’’

তিনি আরও জানান, ‘‘এই মন্দিরে একাধিক শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে। রাজ আমল থেকেই এই সংকল্প মানা হচ্ছে। তবে এর সঠিক কী কারণ রয়েছে সেটা প্রত্যেকের অজানা। বর্তমান সময়ে এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে।’’ এলাকার এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বণিক জানান, ‘‘দীর্ঘ সময়ের রাজ আমলের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের আবেগ রয়েছে অনেকটাই। বর্তমানে এই শিব মন্দির সঠিক কথাটা সময় আগে স্থাপন করা হয়েছিল তা বলা এক প্রকার অসম্ভব বিষয়।’’

আরও পড়ুন : কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে

সামনেই আসন্ন পুজোর ছুটি। যাঁরা প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন গুলি ঘুরে দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য সেরা ঠিকানা হতে পারে এই বিশেষ শিবমন্দির। তাই পুজোর ছুটিতে চাইলে ঘুরতে আসতেই পারেন এই অনাথনাথ শিব মন্দিরে। মন্দিরের চারপাশের পরিবেশ যে কোনও মানুষের মন সহজেই মুগ্ধ করে তুলতে পারে। তাই তো বহু মানুষ বার বার ছুটে আসেন এই মন্দিরে।

BJP: ইটবৃষ্টি, কাঁদানে গ‍্যাস, লাঠিচার্জ..বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে! আটক নিশীথ

কলকাতা: বিজেপির জেলা শাসক দফতর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার সাগরদিঘি চত্বর। বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের কারণে কোচবিহারের পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কোচবিহার জেলা শাসকের দফতর। রাখা হয়েছিল জল কামান ও কাঁদানে গ্যাস আন্দোলনকারীদের আটকানোর জন্য দুটি অস্থায়ী ব্যারিকেড বানানো হয়েছিল। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেই এই অভিযান করা হয় বলেই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

সূত্রের খবর, বিজেপি কর্মীরা জেলা শাসকের দফতরের সামনে আসতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আটক করা হয় বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা ইট বৃষ্টি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান এবং কাঁদানে গ‍্যাসের ব‍্যবহার করে পুলিশ।

আরও পড়ুন: চালের বস্তায় মুখ গুঁজে পড়েছিল ৪ বছরের শিশুকন‍্যার দেহ! খুন করেছিল তারই ঠাকুমা-কাকিমা..কেন? হল সাজা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, “ঘটনায় বেশকিছু বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও আটক করে রাখা হয়েছে বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে। আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের ঢিলে আক্রান্ত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।” সাগরদিঘি চত্বরের পরিস্থিতি বর্তমানে থমথমে। পুলিশি পাহারা রাখা হয়েছে গোটা এলাকায়।

Uric Acid: গাঁটে ব্যথায় কুঁকড়ে যায় শরীর! অতি সস্তার এই কমলা-সবুজ গোল সবজি ইউরিক অ্যাসিডের যম! সপ্তাহে ৩ দিন পাতে থাকুক

*মানব শরীরেই ইউরিক অ্যাসিড রয়েছে। তবে তা স্বাভাবিকের গণ্ডি ছড়ালেই বিপদ ঘটে! সেক্ষেত্রে এই উপাদান ক্রিস্টাল হিসাবে পায়ের বিভিন্ন গাঁটে গাঁটে জমে যায়। এতেই শুরু হয় অসহ্য যন্ত্রণা।
*মানব শরীরেই ইউরিক অ্যাসিড রয়েছে। তবে তা স্বাভাবিকের গণ্ডি ছড়ালেই বিপদ ঘটে! সেক্ষেত্রে এই উপাদান ক্রিস্টাল হিসাবে পায়ের বিভিন্ন গাঁটে গাঁটে জমে যায়। এতেই শুরু হয় অসহ্য যন্ত্রণা।
*অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, এই অসুখ নিয়ে মনে রাখতে হবে বেশ কিছু উপায় সর্ম্পকে। যেগুলি মেনে চললে খুব সহজেই এই ব্যথার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যথার সমস্যা সহজে ফিরে আসতে পারে না।
*অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, এই অসুখ নিয়ে মনে রাখতে হবে বেশ কিছু উপায় সর্ম্পকে। যেগুলি মেনে চললে খুব সহজেই এই ব্যথার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যথার সমস্যা সহজে ফিরে আসতে পারে না।
*ইউরিক অ্যাসিডকে বশে রাখতে চাইলে সবার প্রথমে পাঁঠার মাংস বা অন্যান্য ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। পাশাপাশি সামুদ্রিক মাছ, কাঁকড়াও খাওয়া চলবে না একেবারেই। তা না হলে চাপ বাড়বে।
*ইউরিক অ্যাসিডকে বশে রাখতে চাইলে সবার প্রথমে পাঁঠার মাংস বা অন্যান্য ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। পাশাপাশি সামুদ্রিক মাছ, কাঁকড়াও খাওয়া চলবে না একেবারেই। তা না হলে চাপ বাড়বে।
*মদ, বিশেষত বিয়ারের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। পাশাপাশি খাওয়া যাবে না কোল্ড ড্রিংকসের মতো মিষ্টি পানীয়। এসব খাবার এবং পানীয়ের থেকে দূরে থাকলেই উপকার পাবেন হাতেনাতে।
*মদ, বিশেষত বিয়ারের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। পাশাপাশি খাওয়া যাবে না কোল্ড ড্রিংকসের মতো মিষ্টি পানীয়। এসব খাবার এবং পানীয়ের থেকে দূরে থাকলেই উপকার পাবেন হাতেনাতে।
*ইউরিক অ্যাসিড বেশি থাকলে তো কুমড়ো খেতেই হবে। কারণ, এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং লিউটিন নামক দুই অ্যান্টি-অক্সিডেন্ট। আর এই দুই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
*ইউরিক অ্যাসিড বেশি থাকলে তো কুমড়ো খেতেই হবে। কারণ, এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং লিউটিন নামক দুই অ্যান্টি-অক্সিডেন্ট। আর এই দুই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
*মাশরুমে রয়েছে বিটা গ্লুকান নামক একটি উপাদান। এটি ইউরিক অ্যাসিড লেভেল কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের ব্যথা-যন্ত্রণা কমানোর কাজেও এই উপাদানের জুড়ি মেলা ভার।
*মাশরুমে রয়েছে বিটা গ্লুকান নামক একটি উপাদান। এটি ইউরিক অ্যাসিড লেভেল কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের ব্যথা-যন্ত্রণা কমানোর কাজেও এই উপাদানের জুড়ি মেলা ভার।
*শুধু ডায়েটে পরিবর্তন আনলেই চলবে না। শরীরের পরিস্থিতির ওপর বিচার করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। না লে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভবনা থাকে।
*শুধু ডায়েটে পরিবর্তন আনলেই চলবে না। শরীরের পরিস্থিতির ওপর বিচার করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। না লে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভবনা থাকে।