হাওড়া: চিনা মাঞ্জা সুতোয় পেঁচিয়ে গলা কাটল যুবকের! নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতো ইতিমধ্যেই বিশ্বকর্মা পুজোর আগে বাজারে ছেয়েছে। কম বেশি প্রায় সারা বছর এই সুতোর ফাঁদে প্রাণ সংশয় বন্যপ্রাণী থেকে মানুষের। সর্বাধিক সমস্যায় ফেলে উড়ন্ত পাখিদের। একই সঙ্গে এই মাঞ্জা সুতো আহত হচ্ছে মানুষ। সাইকেল বাইক আরোহীদের মরণ ফাঁদ চিনা মাঞ্জা সুতো।
এবার চিনা মাঞ্জা সুতোর গুরুতর আহত এক বাইক সওয়ারি। বাগনান কাঁচাড়িপাড়ার যুবক সেখ আসিক। বাইনান থেকে বাইক নিয়ে আসার পথে খাজুটি আমতলা সংলগ্ন এলাকায় ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিনা মাঞ্জায় গলায় জড়িয়ে যায় ওই যুবকের। ঘটনায় গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়। আহত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়ার একটা নার্সিং হোমে । অবস্থা বেশ গুরুতর, আপাতত সেখানেই ওই যুবক চিকিৎসাধীন।
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক জানান,”নাইলন মাঞ্জা বিক্রি সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ। তারপরেও কিছু মানুষ নিজেদের চিত্ত বিনোদনের জন্য নাইলন মাঞ্জায় ঘুড়ি ওড়ায়। এই নাইলন মাঞ্জার জন্য প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় লক্ষাধিক পাখি গুরুতর আহত হয় ও তাদের মৃত্যু হয়। রাস্তায় বাইকে করে যাওয়ার সময় এই নাইলন মাঞ্জায় গলা আটকে বহু মানুষ গুরুতর আহত হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।”
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, আঁশফলের ইংরেজি কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন ৯০ শতাংশ
তিনি আরও বলেন,”প্রশাসনের তরফে আরও কড়া নজরদারি প্রয়োজন। নাইলন মাঞ্জা আমদানিকারকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।” তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে খোলা বাজার দোকানে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা সুতো প্রশ্ন চিহ্ন সাধারণ মানুষের মনে।
রাকেশ মাইতি